দুতরফা দাখিলা পদ্ধতি

দুতরফা দাখিলা পদ্ধতি


যারা চাকরির জন্য প্রচুর পড়াশুনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে হিসাববিজ্ঞান সম্পর্কিত  এম সি কিউ ।

এই পোষ্টটিতে আমরা প্রায় পরীক্ষায় আসা হিসাববিজ্ঞান সম্পর্কিত দুতরফা দাখিলা পদ্ধতি  বিসয় এম সি কিউ আপনাদের সামনে তুলে ধরেছি।

১. একতরফা দাখিলা হিসাব পদ্ধতি একটি-
ক) পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি
খ) অসম্পূর্ণ হিসাব পদ্ধতি
গ) বৈজ্ঞানিক হিসাব পদ্ধতি
ঘ) সুশৃঙ্খল হিসাব পদ্ধতি
সঠিক উত্তর: (খ)

২. কোনটি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়?
ক) ধারে বিক্রয়
খ) মুনাফাবিহীন বিক্রয়
গ) নগদে ক্রয়
ঘ) ধারে ক্রয়
সঠিক উত্তর: (ঘ)

৩. দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হল-
i. পূর্ণাঙ্গ হিসাব
ii. গাণিতিক নির্ভুলতা
iii. লাভ-লোকসান নিরূপণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪. পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে-
ক) সমীকরণ
খ) হিসাবচক্রের বিভিন্ন ধাপগুলো
গ) চূড়ান্ত হিসাব
ঘ) খতিয়ান
সঠিক উত্তর: (খ)

৫. আধুনিক হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হচ্ছে-
ক) সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব
খ) সম্পদ, আয়ব্যয়
গ) মূলধন, সম্পদ, দায় ও ব্যয়
ঘ) মূলধন, সম্পদ ও আয়ব্যয়
সঠিক উত্তর: (ক)

৬. হিসাব সমীকরণ অনুযায়ী মালিকের মূলধন বৃদ্ধি পায় ব্যবসায়ের-
i. সম্পত্তি বাড়লে
ii. দায় কমলে
iii. আয় বাড়লে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)

৭. ব্যবসায়ে কত ধরণের হিসাব দেখা যায়-
ক) ২ ধরনের
খ) ৩ ধরণনের
গ) ৪ ধরনের
ঘ) ৫ ধরনের
সঠিক উত্তর: (ঘ)

৮. একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা। দায় মোট সম্পত্তির ১/৪ অংশ। কারবারের স্বত্বাধিকারীর পরিমাণ কত?
ক) ৬০,০০০ টাকা
খ) ৩০,০০০ টাকা
গ) ৪০,০০০ টাকা
ঘ) ৪৫,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)

৯. দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনগুলো শ্রেণিবিন্যাস করে পৃথকভাবে কোথায় লিপিবদ্ধ হয়?
ক) খতিয়ানে
খ) জাবেদায়
গ) নগদান বইতে
ঘ) রেওয়ামিলে
সঠিক উত্তর: (ক)

১০. প্রতিটি লেনদেনের ফলে সৃষ্টি হয়-
i. দুটি একমুখী ফলাফল
ii. দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল
iii. দুটি বিপরীতমুখী ফলাফল
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)

১১. নিচের কোনটি সুবিধা প্রদানকারী হিসাব?
ক) দেনাদার
খ) পাওনাদার
গ) মালিক
ঘ) শ্রমিক
সঠিক উত্তর: (খ)

১২. হিসাবের মোট ডেবিট টাকা কখন ক্রেডিট টাকার সমপরিমাণ হবে?
ক) বছরের মাঝামাঝি
খ) নির্দিষ্ট হিসাবকাল শেষে
গ) প্রতিবছরের শেষে
ঘ) বছরের যে কোনো সময়
সঠিক উত্তর: (ঘ)

১৩. লেনদেনকে কীসের মূল ভিত্তি বলা হয়?
ক) দু’তরফা দাখিলার
খ) সমীকরণের
গ) চালানের
ঘ) হিসাব রক্ষণের
সঠিক উত্তর: (ঘ)

১৪. ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক) ধারে ক্রীত পণ্য ফেরত
খ) ধারে ক্রীত সম্পত্তি ফেরত
গ) নগদে ক্রীত সম্পত্তি ফেরত
ঘ) ক্রীত সম্পত্তি ফেরত
সঠিক উত্তর: (ক)

১৫. প্রতিটি হিসাবখাতের জন্য পৃথকভাবে কোনটি তৈরি করা হয়?
ক) খতিয়ান
খ) জাবেদা
গ) রেওয়ামিল
ঘ) নগদান বই
সঠিক উত্তর: (ক)

১৬. দুতরফা দাখিলায় মোট ডেবিট টাকা-
ক) মোট ডেবিট টাকার সমান হবে
খ) মোট সম্পদের সমান হবে
গ) মোট আয়ের সমান হবে
ঘ) মোট ব্যয়ের সমান হবে
সঠিক উত্তর: (ক)

১৭. ধারে পণ্য ক্রয় করা হলে কোনটি বৃদ্ধি পায়?
ক) দেনাদার এর পরিমাণ
খ) পাওনাদার এর পরিমাণ
গ) সম্পত্তির পরিমাণ
ঘ) মালিকানাস্বত্ব এর পরিমাণ
সঠিক উত্তর: (খ)

১৮. হিসাবচক্রের ধাপগুলো-
ক) লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ
খ) জাবেদাভুক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, রেওয়ামিল প্রস্তুতকরণ, কার্যপত্র প্রস্তুত
গ) জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা
ঘ) লেনদেন সনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, রেওয়ামিল প্রস্তুতকরণ
সঠিক উত্তর: (খ)

১৯. ‘আর্থিক বিবরণী প্রস্তুতকরণ’ হিসাবচক্রের কোন স্তরে রাখা হয়?
ক) ৬ষ্ঠ স্তরে
খ) ৭ম স্তরে
গ) ৮ম স্তরে
ঘ) ৯ম স্তরে
সঠিক উত্তর: (গ)

২০. প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষের টাকার পরিমাণ সর্বদা-
ক) ডেবিট থেকে ক্রেডিট বেশি হবে
খ) ক্রেডিট থেকে ডেবিট বেশি হবে
গ) কম বা বেশি যেকোনোটি হতে পারে
ঘ) সমান হবে
সঠিক উত্তর: (ঘ)

২১. একটি আয় হিসাব-
ক) ডেবিট দ্বারা বৃদ্ধি পাবে
খ) ক্রেডিট দ্বারা হ্রাস পাবে
গ) সাধারণত ডেবিট জের দেখায়
ঘ) ক্রেডিট দ্বারা বৃদ্ধি পাবে
সঠিক উত্তর: (ঘ)

২২. মূলধন বৃদ্ধি পেলে মূলধন হিসাব কী হয়?
ক) স্থায়ী হয়
খ) অভাব হয় না
গ) ডেবিট হয়
ঘ) ক্রেডিট হয়
সঠিক উত্তর: (ঘ)

২৩. কোন হিসাব পদ্ধতি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ?
ক) একতরফা দাখিলা পদ্ধতি
খ) দুতরফা দাখিলা পদ্ধতি
গ) উপরের দুইটি পদ্ধতি
ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)

২৪. কারবারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে বলে-
ক) পাওনাদার
খ) দেনাদার
গ) কোনটিই নয়
ঘ) ক ও খ
সঠিক উত্তর: (খ)

২৫. সঠিক কর নির্ধারণ দুতরফা দাখিলা পদ্ধতির কী?
ক) সুবিধা
খ) উদ্দেশ্য
গ) বৈশিষ্ট্য
ঘ) লক্ষ্য
সঠিক উত্তর: (ক)

২৬. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন। কারণ এ পদ্ধতিতে-
i. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব হয়
ii. লেনদেনের নিখুঁত ফলাফল পাওয়া যায়
iii. এতে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭. সম্পত্তিবাচক হিসাব ক্রেডিট হয়, যখন-
ক) সম্পত্তি অর্জিত হয়
খ) সম্পত্তি বৃদ্ধি পায়
গ) সম্পত্তি হ্রাস পায়
ঘ) সম্পত্তি সংযোজিত হয়
সঠিক উত্তর: (গ)

২৮. মালিকানাস্বত্বের বৃদ্ধি ঘটায় কোনটি?
ক) দায়
খ) পাওনাদার
গ) ব্যয়
ঘ) আয়
সঠিক উত্তর: (ঘ)

২৯. প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৯০,০০০ টাকা হলে, লাভ/ক্ষতির পরিমাণ কত?
ক) লাভ ২০,০০০ টাকা
খ) ক্ষতি ২০,০০০ টাকা
গ) ক্ষতি ৭০,০০০ টাকা
ঘ) লাভ ৯০,০০০ টাকা
সঠিক উত্তর: (ক)

৩০. দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিটি লেনদেনকে প্রভাবিত করে-
i. একটি হিসাব খাত
ii. দুটি হিসাব খাত
iii. তিনটি হিসাব খাত
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)

৩১. একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না-
i. আয় হিসাবগুলো
ii. ব্যয় হিসাবগুলো
iii. সম্পদবাচক হিসাবগুলো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩২. খতিয়ানকরণ হিসাব চক্রের কততম ধাপ?
ক) প্রথম ধাপ
খ) দ্বিতীয় ধাপ
গ) তৃতীয় ধাপ
ঘ) চতুর্থ ধাপ
সঠিক উত্তর: (ঘ)

৩৩. লুকা প্যাসিওলি কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন?
ক) ১৪৯৪ সালে
খ) ১৫৯৪ সালে
গ) ১৬৯৪ সালে
ঘ) ১৭৯৪ সালে
সঠিক উত্তর: (ক)

৩৪. হিসাব শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপ অতিক্রম করে আবার পূর্বাবস্থায় চলে আসার প্রক্রিয়াকে বলা হয়-
i. হিসাবচক্র
ii. সর্বজনস্বীকৃতি নীতি
iii. আর্থিক বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)

৩৫. লেনদেনের ডেবিট ও ক্রেডিট উভয়দিক লিপিবদ্ধ করা হয় কোন পদ্ধতিতে?
ক) একতরফা দাখিলা পদ্ধতিতে
খ) বিশেষ দাখিলা পদ্ধতিতে
গ) মিশ্র দাখিলা পদ্ধতিতে
ঘ) দুতরফা দাখিলা পদ্ধতিতে
সঠিক উত্তর: (ঘ)

৩৬. জাবেদা থেকে লেনদেনগুলো পৃথকভাবে উপযুক্ত বিভিন্ন শিরোনামে স্থানান্তর করে সংশ্লিষ্ট যে হিসাবে অন্তর্ভুক্ত করা হয় দুতরফা দাখিলা পদ্ধতিতে তাকে কী বলে?
ক) বিবৃতি
খ) খতিয়ান
গ) হিসাব
ঘ) প্রাথমিক বই
সঠিক উত্তর: (খ)

৩৭. গাণিতিক শুদ্ধতা যাচাই দুতরফা দাখিলা পদ্ধতির কী প্রকাশ করে?
ক) বৈশিষ্ট্য
খ) উদ্দেশ্য
গ) সুবিধা
ঘ) প্রয়োজনীয়তা
সঠিক উত্তর: (গ)

৩৮. বৎসরান্তে বন্ধ করতে হয়-
i. মুনাফা জাতীয় আয় হিসাব
ii. মুনাফা জাতীয় ব্যয় হিসাব
iii. উত্তোলন হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. দুতরফা দাখিলা পদ্ধতিতে কয়টি হিসাব খাত দ্বারা লেনদেন প্রভাবিত হয়?
ক) একটি হিসাব খাত দ্বারা
খ) দুটি হিসাব খাত দ্বারা
গ) দু তারিখের দুটি হিসাব খাত দ্বারা
ঘ) কোনো হিসাব খাত দ্বারা নয়
সঠিক উত্তর: (খ)

৪০. দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কারণ-
i. এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা হয়
ii. এতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করা হয়
iii. এতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১. গাণিতিক নির্ভুলতা দুতরফা দাখিলা পদ্ধতির একটি-
ক) বৈশিষ্ট্য
খ) সুবিধা
গ) উদ্দেশ্য
ঘ) প্রয়োজনীয়তা
সঠিক উত্তর: (খ)
৪২. হিসাবচক্রের নবম ধাপে কোনটি আলোচিত হয়েছে?
ক) আয় বিবরণী
খ) সমাপনী দাখিলা
গ) জাবেদা প্রস্তুতকরণ
ঘ) কার্যপত্র প্রস্তুত
সঠিক উত্তর: (খ)
৪৩. প্রাপ্ত কমিশন ক্রেডিট হবে কেন?
ক) সম্পত্তি বৃদ্ধি পায়
খ) ব্যয় বৃদ্ধি পায়
গ) আয় বৃদ্ধি পায়
ঘ) মালিকানা স্বত্ব হ্রাস পায়
সঠিক উত্তর: (গ)
৪৪. প্রতিটি লেনদেনের ফলে সৃষ্টি হয়-
i. দুটি একমুখী ফলাফল
ii. দুটি বিপরীমুখী দাখিলার
iii. দুটি সমান ফলাফলের
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪৫. ২০০৯ সালের শুরুতে ‘খান লি.’ এর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩০,০০,০০০ টাকা। দায় ছিল ১০,০০,০০০ টাকা। বছর শেষে মোট সম্পত্তি বেড়ে দাঁড়ায় ৪০,০০,০০০ টাকা। দায় দাঁড়ায় ৭,০০,০০০ টাকা। ২০০৯ সালের শেষ তারিখের স্বত্বাধিকারের পরিমাণ কত টাকা বাড়বে বা কমবে?
ক) ১৭ লক্ষ টাকা বাড়বে
খ) ২৭ লক্ষ টাকা কমবে
গ) ৭ লক্ষ টাকা কমবে
ঘ) ১৩ লক্ষ টাকা বাড়বে
সঠিক উত্তর: (ঘ)
৪৬. দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেন কোন বইতে লিখতে হবে?
ক) ক্রয় জাবেদা
খ) বিক্রয় জাবেদা
গ) নগদান জাবেদা
ঘ) প্রকৃত জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
৪৭. বিশ্লেষণকৃত হিসাবখাতগুলো প্রাথমিকভাবে কোথায় লিপিবদ্ধ হয়?
ক) জাবেদাতে
খ) নগদান বইতে
গ) খতিয়ানে
ঘ) রেওয়ামিলে
সঠিক উত্তর: (ক)
৪৮. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে -
ক) আয় বেশি হয়
খ) ব্যয় বেশি হয়
গ) সুষ্ঠু হিসাব রাখা হয়
ঘ) আসলে কিছুই হয় না
সঠিক উত্তর: (গ)
৪৯. কোনটি বহুঘর বিশিষ্ট বিবরণী?
ক) আর্থিক বিবরণী
খ) কার্যপত্র
গ) প্রারম্ভিক জাবেদা
ঘ) সমাপনী দাখিলা
সঠিক উত্তর: (খ)
৫০. অর্থ সম্পর্কিত ঘটনা কীরূপ?
ক) নির্দিষ্ট ও সজ্জিত
খ) বৈচিত্রময়
গ) পুরোনো ও বৈচিত্রময়
ঘ) অগণিত ও বৈচিত্র্যময়
সঠিক উত্তর: (ঘ)
৫১. একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন শ্রেণির হিসাব সংরক্ষণ করা হয় না?
i. সম্পদ
ii. আয়
iii. ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৫২. ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে কী হিসেবে চিহ্নিত করা হয়?
ক) লেনদেন
খ) ঘটনা
গ) বিষয়বস্তু
ঘ) বাজেট
সঠিক উত্তর: (ক)
৫৩. একতরফা দাখিলা পদ্ধতি থেকে হিসাবরক্ষণের কী পাওয়া যায়?
ক) পরিপূর্ণ তথ্য
খ) আংশিক তথ্য
গ) প্রয়োজনীয় সকল তথ্য
ঘ) কোনো তথ্য পাওয়া যায় না
সঠিক উত্তর: (খ)
৫৪. ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য আদর্শ পদ্ধতি কোনটি?
ক) লেনদেন
খ) একতরফা দাখিলা পদ্ধতি
গ) দুতরফা দাখিলা পদ্ধতি
ঘ) খতিয়ান হিসাব
সঠিক উত্তর: (গ)
৫৫. কোন ধারাবাহিকতাটি সঠিক?
ক) রেওয়ামিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী
খ) সমন্বয় দাখিলা, রেওয়ামিল, আর্থিক বিবরণী, কার্যপত্র
গ) কার্যপত্র, রেওয়ামিল, সমন্বয় দালিলা, আর্থিক বিবরণী
ঘ) রেওয়ামিল, কার্যপত্র, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী
সঠিক উত্তর: (ক)
৫৬. প্রতিটি লেনদেন উৎপাদন করে-
ক) একমুখি ফলাফল
খ) দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল
গ) দুটি একমুখী ফলাফল
ঘ) বহুমুখী ফলাফল
সঠিক উত্তর: (খ)
৫৭. হিসাবের দুই পাশ মিলে যায় কোন কারণে?
ক) জাবেদা প্রস্তুতের কারণে
খ) খতিয়ান প্রস্তুতের কারণে
গ) এক পাশে ডেবিট অপর পাশে ক্রেডিট থাকার কারণে
ঘ) প্রতিটি লেনদেনে সমপরিমাণ ডেবিট-ক্রেডিট থাকার কারণে
সঠিক উত্তর: (ঘ)
৫৮. হিসাব পরবর্তী রেওয়ামিল হিসাবচক্রের কততম ধাপ?
ক) ৮ম ধাপ
খ) ৯ম ধাপ
গ) ১০ম ধাপ
ঘ) ১১তম ধাপ
সঠিক উত্তর: (গ)
৫৯. দায় কখন ডেবিট হয়?
ক) হ্রাস পেলে
খ) বৃদ্ধি পেলে
গ) উভয়ই
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৬০. প্রতিটি লেনদেন-
ক) হিসাব সমীকরণকে প্রভাবিত করে
খ) হিসাব সমীকরণকে প্রভাবিত করে না
গ) মাঝে মাঝে প্রভাবিত করে
ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
৬১. দুতরফা দাখিলা পদ্ধতিতে দেনাদারের নিকট হতে কোন ধরণের টাকার পরিমাণ জানা যায়?
ক) দেনা টাকার পরিমাণ
খ) ব্যাংক ঋণের টাকার পরিমান
গ) লভ্যাংশের পরিমাণ
ঘ) পাওনা টাকার পরিমাণ
সঠিক উত্তর: (ঘ)
৬২. দুতরফা দাখিলা পদ্ধতি ছাড়াও আমাদের দেশে একটি বিশেষ সুপরিচিত পদ্ধতির প্রচলন রয়েছে সেটি-
ক) বিকল্প হিসাব পদ্ধতি
খ) বিশেষ হিসাব পদ্ধতি
গ) একতরফা দাখিলা পদ্ধতি
ঘ) জমা-খরচ হিসাব পদ্ধতি
সঠিক উত্তর: (গ)
৬৩. কোন টাকা মোট ক্রেডিট টাকার সমান হবে?
ক) একতরফা দাখিলার মোট ক্রেডিট টাকা
খ) খতিয়ানের মোট ডেবিট টাকা
গ) দুতরফা দাখিলার মোট ডেবিট টাকা
ঘ) খতিয়ানে মোট ক্রেডিট পার্শ্বের টাকা
সঠিক উত্তর: (ঘ)
৬৪. জাবেদাতে লেনদেন কী অনুসারে লিপিবদ্ধ করা হয়?
ক) টাকার অংক অনুসারে
খ) ব্যাখ্যা অনুসারে
গ) হিসাব খাত অনুসারে
ঘ) তারিখের ক্রমানুসারে
সঠিক উত্তর: (ঘ)
৬৫. দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি?
ক) এটা একটি পূর্ণাঙ্গ হিসাব
খ) এটার মাধ্যমে লাভ-লোকসান জানা যায়
গ) এটার মাধ্যমে আর্থিক অবস্থা জানা যায়
ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ঘ)
৬৬. নিচের কোন বিবৃতির ক্ষেত্রে ‘ডেবিট’ এর অর্থ সঠিক?
ক) সম্পদ ও দায় বৃদ্ধি পেলে
খ) সম্পদ ও দায় হ্রাস পেলে
গ) সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পেলে
ঘ) সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি পেলে
সঠিক উত্তর: (গ)
৬৭. কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা?
ক) আয় বৃদ্ধি
খ) বাজেট প্রণয়ন
গ) আর্থিক অবস্থা নিরূপণ
ঘ) ডেবিট ক্রেডিট নির্ণয়
সঠিক উত্তর: (গ)
৬৮. আর্থিক অবস্থায় বিবরণী কখন প্রস্তুত করা হয়?
ক) প্রতিদিনের শেষে
খ) বছরের মাঝামাঝি
গ) নির্দিষ্ট তারিখে
ঘ) প্রতি সপ্তাহে
সঠিক উত্তর: (গ)
৬৯. ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে কী নামে অভিহিত করা হয়ছে?
ক) হিসাব চক্র
খ) খতিয়ান
গ) জাবেদা
ঘ) উদ্বৃত্তপত্র
সঠিক উত্তর: (ক)
৭০. কোন পদ্ধতিতে হিসাব রাখলে রেওয়ামিলের দ্বারা গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা যায়?
ক) দুতরফা দাখিলা পদ্ধতিতে
খ) একতরফা দাখিলা পদ্ধতিতে
গ) বিকল্প হিসাব দাখিলা পদ্ধতিতে
ঘ) নগদান হিসাব পদ্ধতিতে
সঠিক উত্তর: (ক)
৭১. হিসাবরক্ষণের ধারাবাহিক প্রক্রিয়াকে হিসাবচক্র বলে, কারণ-
ক) একই হিসাব বার বার লিখতে হয়
খ) হিসাবরক্ষণের প্রতিটি কাজ চক্রাকারে পুনরাবৃত্তি হয়
গ) হিসাবরক্ষণের প্রক্রিয়াসমূহ ধাপে ধাপে সম্পন্ন হয়
ঘ) হিসাবের বইতে লেনদেনসমূহ চক্রাকারে লেখা হয়
সঠিক উত্তর: (খ)
৭২. মালিক এ বছর অতিরিক্ত টাকা ব্যবসায় প্রদান করলেন। এ লেনদেন দ্বারা ‘মূলধন’ হিসাবের বিশ্লেষণ কী হবে?
ক) ডেবিট
খ) ক্রেডিট
গ) ডেবিট ও ক্রেডিট
ঘ) ডেবিট বা ক্রেডিট
সঠিক উত্তর: (খ)
৭৩. পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয় কীসের মাধ্যমে?
ক) জাবেদার মাধ্যমে
খ) খতিয়ানের মাধ্যমে
গ) হিসাবচক্রের মাধ্যমে
ঘ) উদ্বর্তপত্রের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
৭৪. দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন, কারণ এ পদ্ধতিতে-
i. লেনদেনের পূর্ণঙ্গ হিসাব রাখা সম্ভব
ii. লেনদেনের নিখুঁত ফলাফল পাওয়া যায়
iii. এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৫. কোন ধরণের ব্যবসায় প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি সর্বাধিক জনপ্রিয়?
ক) একমালিকানা ব্যবসায়
খ) অংশীদারি ব্যবসায়
গ) ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়
ঘ) যৌথ মূলধনী ব্যবসায়
সঠিক উত্তর: (ঘ)
৭৬. ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন কোথায় লিপিবদ্ধ হয়?
ক) ক্রয় জাবেদায়
খ) বিক্রয় জাবেদায়
গ) ক্রয় ফেরত জাবেদায়
ঘ) বিক্রয় ফেরত জাবেদায়
সঠিক উত্তর: (ক)
৭৭. দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি-
ক) দ্বিগুণ কাজের সূত্র প্রয়োগ করা যায়
খ) হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়
গ) সম্পদ ও দায়-দেনার সঠিক পরিমাণ জানা যায়
ঘ) নিট আয়ের পরিমাণ জানা যায়
সঠিক উত্তর: (খ)
৭৮. নিচের কোন বিষয়টি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধার সাথে সামঞ্জস্যপূর্ণ?
i. এটি লেনদেনের পরিপূর্ণ হিসাব
ii. গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়
iii. লাভ-লোকসান নির্ণয় করা যায় না
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৯. কোন ধারনের হিসাব পদ্ধতিতে হিসাবচক্রের ধাপ যথাযথভাবে অনুসরণ করা হয়?
i. একতরফা দাখিলা হিসাব পদ্ধতি
ii. দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি
iii. চূড়ান্ত হিসাব পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
৮০. মালিকানাস্বত্ব প্রতিষ্ঠানের জন্য কী?
ক) আয়
খ) সম্পদ
গ) দায়
ঘ) পাওনা
সঠিক উত্তর: (গ)
৮১. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণের সুবিধা কী?
ক) এর ফলে আয় বেশি হয়
খ) এর ফলে ব্যয় কম হয়
গ) এর ফলে সুষ্ঠু হিসাব রাখা যায়
ঘ) এর ফলে বাজেট প্রণয়ন করা যায়
সঠিক উত্তর: (গ)
৮২. নগদে পণ্য ক্রয়, এখানে দু’ তরফার প্রভাব হল-
ক) ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস
খ) ব্যয় বৃদ্ধি ও দায় হ্রাস
গ) আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
ঘ) সম্পদ বৃদ্ধি ও হায় হ্রাস
সঠিক উত্তর: (ক)
৮৩. কোন পদ্ধতিতে রক্ষিত হিসাব বিভিন্ন কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্যতা পায়?
ক) একতরফা দাখিলা পদ্ধতি
খ) দুতরফা দাখিলা পদ্ধতি
গ) বিশেষ দাখিলা পদ্ধতি
ঘ) বিকল্প পদ্ধতি
সঠিক উত্তর: (খ)
৮৪. সমন্বয় দাখিলা প্রদান করা হয়-
i. প্রাপ্য আয় সমন্বয় করতে
ii. অনুপার্জিত আয় সমন্বয় করতে
iii. অগ্রিম খরচ সম্বনয় করতে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. দুতরফা দাখিলায় সুবিধা প্রদানকারী হিসাবটিকে বলা হয়-
ক) ডেটর
খ) ক্রেডিটর
গ) মোট লাভ
ঘ) মোট লোকসান
সঠিক উত্তর: (খ)
৮৬. দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি?
ক) ৫টি
খ) ৮টি
গ) ১০টি
ঘ) ৭টি
সঠিক উত্তর: (গ)
৮৭. হিসাবসমীকরণের ভিত্তি হল-
ক) মোট সম্পদ = মোট দায়
খ) মোট ডেবিট টাকা = মোট ক্রেডিট টাকা
গ) মোট সম্পত্তি = মোট লাভ
ঘ) মোট দায় = মোট ক্ষতি
সঠিক উত্তর: (খ)
৮৮. ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে কী নামে অভিহিত করা হয়?
ক) হিসাব চক্র
খ) খতিয়ান
গ) জাবেদা
ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (ক)
৮৯. মালিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বা আলাদা কোন নীতির কারণে?
ক) রক্ষণশীলতার নীতি
খ) ব্যবসায়িক স্বত্বা নীতি
গ) দ্বৈতস্বত্বার নীতি
ঘ) হিসাবকাল ধারণার নীতি
সঠিক উত্তর: (খ)
৯০. কোনটি হিসাব চক্রের শেষ ধাপ?
ক) কার্যপত্র প্রস্তুত
খ) আর্থিক বিবরণী প্রস্তুত
গ) সমাপনী দাখিলা
ঘ) হিসাব পরবর্তী রেওয়ামিল
সঠিক উত্তর: (ঘ)
৯১. প্রারম্ভিক মূলধন নির্ণয়ে কোনটি প্রয়োজন?
ক) প্রারম্ভিক দায় ও সম্পত্তি
খ) সমাপনী দায় ও সম্পত্তি
গ) প্রারম্ভিক দায় ও সমাপনী দায়
ঘ) প্রারম্ভিক সম্পত্তি ও সমাপনী সম্পত্তি
সঠিক উত্তর: (ক)
৯২. একতরফা দাখিলা হিসাব পদ্ধতি একটি-
i. অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা
ii. পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা
iii. ত্রুটি পূর্ণ হিসাব ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৯৩. কোন ধারণার ওপর ভিত্তি করে হিসাবচক্র প্রস্তুত করা হয়?
ক) চলমান প্রতিষ্ঠান ধারণা
খ) হিসাবকাল ধারণা
গ) বকেয়া ধারণা
ঘ) ব্যবসায়িক স্বত্বা ধারণা
সঠিক উত্তর: (ক)
৯৪. হিসাবের মোট ডেবিট সর্বদা মোট ক্রেডিটের সমান হয়, এই ধারণার ভিত্তিতে আমরা কী প্রস্তুত করি?
ক) হিসাব নীতি
খ) হিসাব বিশ্লেষণ
গ) হিসাব উপাত্ত
ঘ) হিসাব সমীকরণ
সঠিক উত্তর: (ঘ)
৯৫. হিসাবচক্রের কোন ধাপে হিসাবসমূহের নির্ভুলতা যাচাই করা হয়?
ক) ২য় ধাপে
খ) ৩য় ধাপে
গ) ৪র্থ ধাপে
ঘ) ৫ম ধাপে
সঠিক উত্তর: (ঘ)
৯৬. লেনদেন লিপিবদ্ধকরণে কোন দিকটি বিশ্লেষণ করা হয়?
ক) কেবলমাত্র একপক্ষ
খ) কেবলমাত্র ডেবিট পক্ষ
গ) কেবলমাত্র ক্রেডিট পক্ষ
ঘ) ডেবিট ও ক্রেডিট পক্ষ
সঠিক উত্তর: (ঘ)
৯৭. হিসাবরক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি?
ক) জাবেদা
খ) খতিয়ান
গ) নগদান বই
ঘ) দুতরফা দাখিলা পদ্ধতি
সঠিক উত্তর: (ঘ)
৯৮. জাবেদা কত প্রকার?
ক) ৬ প্রকার
খ) ৭ প্রকার
গ) ৮ প্রকার
ঘ) ৯ প্রকার
সঠিক উত্তর: (খ)
৯৯. কাবরারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে বলে-
ক) ক্রেডিটর
খ) ডেটর
গ) ক এবং খ
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
১০০. আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র হিসাব ডেবিট হবে কেন?
ক) ব্যয় বৃদ্ধি পাওয়ায়
খ) সম্পদ বৃদ্ধি পাওয়ায়
গ) মালকানাস্বত্ব বৃদ্ধি পাওয়ায়
ঘ) সম্পদ হ্রাস পাওয়ায়
সঠিক উত্তর: (খ)
১০১. দু’তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হল-
i. এ পদ্ধতিতে দাতা ও গ্রহীতা দুটি পক্ষ থাকবে
ii. মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে
iii. গ্রহীতার হিসাব ক্রেডিট ও দাতার হিসাব ডেবিট হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১০২. আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্য ঐচ্ছিক কাজ হিসাবে বহুঘর বিশিষ্ট যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কী বলে?
ক) কার্যপত্র
খ) কার্য বিবরণী, আর্থিক বিবরণী
গ) আর্থিক বিশ্লেষন
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
১০৩. দুতরফা দাখিলা পদ্ধতি কীভাবে পরিমাপযোগ্য হয়?
ক) ব্যাখ্যা আকারে
খ) আর্থিক মূল্যে
গ) তারিখের ক্রমানুসারে
ঘ) একটি হিসাব খাত দ্বারা
সঠিক উত্তর: (খ)
১০৪. দুতরফা দাখিলা ব্যবসায় প্রতিটি লেনদেনই একটি ক্রেডিট দাখিলার জন্য-
ক) একটি সমপরিমাণ টাকার ক্রেডিট দাখিলা হবে
খ) একটি সমপরিমাণ টাকার ডেবিট দাখিলা হবে
গ) একটি ডেবিট ও ক্রেডিট দাখিলা হবে
ঘ) কোন কোন ক্ষেত্রে কোন দাখিলা নাও থাকতে পারে
সঠিক উত্তর: (খ)
১০৫. আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ ব্যবহার করা হয়-
ক) রেওয়ামিল
খ) সমন্বয় দাখিলা
গ) সমাপনি দাখিলা
ঘ) কার্যপত্র
সঠিক উত্তর: (ঘ)
১০৬. সর্বদা লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষের টাকার পরিমাণ কীরূপ হবে?
ক) ডেবিট থেকে ক্রেডিট বেশি হবে
খ) ক্রেডিট থেকে ডেবিট বেশি হবে
গ) কম বা বেশি যেকোনোটি হতে পারে
ঘ) সমপরিমাণ হবে
সঠিক উত্তর: (ঘ)
১০৭. সঠিক কর নির্ধারণ দু’তরফা দাখিলা পদ্ধতির একটি-
ক) সুবিধা
খ) উদ্দেশ্য
গ) বৈশিষ্ট্য
ঘ) লক্ষ্য
সঠিক উত্তর: (ক)
১০৮. আর্থিক বছরের শুরুতে ব্যবসায়ের সম্পত্তির পরিমাণ ছিল ৬৮২ টাকা এবং স্বত্বাধিকার ছিল ৪১৮ টাকা । উক্ত বছরে সম্পত্তি বেড়েছে ৩৭ টাকা এবং দায় কমেছে ১৯ টাকা। বছর শেষে স্বত্বাধিকারীর পরিমাণ-
ক) ৪১৮ টাকা
খ) ৪৩৬ টাকা
গ) ৪৭৪ টাকা
ঘ) ৭১৯ টাকা
সঠিক উত্তর: (গ)
১০৯. ডেবিট-ক্রেডিট বিশ্লেষিত হবে কোথায়?
ক) খতিয়ানে
খ) জাবেদায়
গ) নগদান হিসাবে
ঘ) রেওয়ামিলে
সঠিক উত্তর: (খ)
১১০. মুনাফা জাতীয় আয় ব্যয়ের জের ও উত্তোলন হিসাব বন্ধকরণে কোনটি প্রয়োজন?
ক) প্রারম্ভিক দাখিলা
খ) সংশোধনী জাবেদা
গ) সমাপনি দাখিলা
ঘ) সমন্বয় দাখিলা
সঠিক উত্তর: (গ)
১১১. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হলো এটিতে- i. দাতা এবং গ্রহীতা দুটি পক্ষ থাকবে ii. দাতার হিসাব ডেবিট এবং গ্রহীতার হিসাব ক্রেডিট হবে iii. ডেবিট অঙ্ক সর্বদাই ক্রেডিট অঙ্কের অসমান হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১১২. দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রধানত কয় ধরনের হিসাবের বই রাখা হয়?
ক) দুই ধরনের
খ) তিন ধরনের
গ) চার ধরনের
ঘ) আট ধরনের
সঠিক উত্তর: (ক)
১১৩. প্রাপ্ত কমিশন ক্রেডিট হবে কখন?
ক) সম্পত্তি বৃদ্ধি পেলে
খ) ব্যয় বৃদ্ধি পেলে
গ) আয় বৃদ্ধি পেলে
ঘ) মালিকানা স্বত্ব হ্রাস পেলে
সঠিক উত্তর: (গ)
১১৪. একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন শ্রেণির হিসাব সংরক্ষণ করা হয় না? i. সম্পদ ii. আয় iii. ব্যয় নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১১৫. প্রতিটি লেনদেন প্রভাবিত করে-
ক) প্রতিটি ঘটনা
খ) প্রতিটি লেনদেন
গ) প্রতিটি চুক্তি
ঘ) প্রতিটি ব্যবসায়িক কাজ
সঠিক উত্তর: (খ)
১১৬. সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট ও সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট হয়। এটি দুতরফা দাখিলা পদ্ধতির- i. মূল বৈশিষ্ট্য ii. মূলনীতি iii. মূল উদ্দেশ্য নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১১৭. কারবারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে বলে -
ক) ক্রেডিটর
খ) ডেটর
গ) ক ও খ
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
১১৮. ধর, একজন ব্যবসায়ী দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব রাখে। হিসাব অনুযায়ী তার মোট সম্পত্তি ৫০,০০০ টাকা হলে তার মোট দায়ের পরিমাণ হবে-
ক) ১,০০,০০০ টাকা
খ) ৭৫,০০০ টাকা
গ) ৫০,০০০ টাকা
ঘ) ২৫,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১১৯. কোনটি খতিয়ানের পূর্বের ধাপ?
ক) জাবেদা
খ) কার্যপত্র
গ) আর্থিক বিবরণী
ঘ) জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
১২০. হিসাব চক্রের ধাপ কয়টি?
ক) ১০টি
খ) ৯টি
গ) ৮টি
ঘ) ৭টি
সঠিক উত্তর: (ক)
১২১. আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ ব্যবহার করা হয়-
ক) রেওয়ামিল
খ) সমন্বয় দাখিলা
গ) সমাপনী দাখিলা
ঘ) কার্যপত্র
সঠিক উত্তর: (ঘ)
১২২. দুতরফা দাখিলা পদ্ধতির অন্যতম সুবিধা জানা যায়?
ক) দেনা
খ) দেনা ও পাওনা
গ) নগদ তহবিল
ঘ) পাওনা
সঠিক উত্তর: (খ)
১২৩. একতরফা দাখিলা পদ্ধতি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ। কেননা এ পদ্ধতি-
i. প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট হিসাব লিপিবদ্ধ করা হয় না
ii. হিসাব সংরক্ষণের কোনো সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা হয় না
iii. প্রতিষ্ঠানের লাভ বা লোকসান সঠিকভাবে নিরূপণ করতে সমস্যা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
১২৪. দু’তরফা দাখিলা পদ্ধতি একটি-
ক) রিপোটিং পদ্ধতি
খ) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি
গ) লিপিবদ্ধকরণ পদ্ধতি
ঘ) ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি
সঠিক উত্তর: (ঘ)
১২৫. দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকরী হিসাবটিকে বলা হয়
ক) ক্রেডিটর
খ) ডেটর
গ) নিট লাভ
ঘ) আয়ব্যয় হিসাব
সঠিক উত্তর: (খ)
১২৬. খতিয়ানে প্রতিটি হিসাবের কী নির্ণীত হয়?
ক) ভারসাম্য
খ) ডেবিট উদ্বৃত্ত
গ) প্রারম্ভিক উদ্বৃত্ত
ঘ) উদ্বৃত্ত
সঠিক উত্তর: (ঘ)
১২৭. কোন দুটি দ্বারা লেনদেনের সংজ্ঞা প্রকাশিত হয়?
ক) সরবরাহকারী-দেনাদার
খ) ডেবিট-ক্রেডিট
গ) ক্রেতা-বিক্রেতা
ঘ) দেনাদার-পাওনাদার
সঠিক উত্তর: (খ)
১২৮. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতির অন্তর্ভুক্ত-
ক) প্রত্যেকটি লেনদেনের ‘দাতা’ এবং ‘গ্রহীতা’ দুটি পক্ষ থাকবে
খ) গ্রহীতার হিসাব ‘ডেবিট’ এবং দাতার হিসাব ‘ক্রেডিট’ হবে
গ) লেনদেনের মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১২৯. স্বয়ংসম্পূর্ণ শব্দের অর্থ কী?
ক) আলাদা
খ) স্বতন্ত্র
গ) আলাদা ও স্বতন্ত্র
ঘ) সামঞ্জস্যহীন
সঠিক উত্তর: (গ)
১৩০. ব্যাংক চার্জ ধার্য করলে ডেবিট হবে কোনটি?
ক) ব্যাংক হিসাব
খ) ব্যাংক চার্জ হিসাব
গ) নগদান হিসাব
ঘ) ব্যাংক সুদ হিসাব
সঠিক উত্তর: (খ)
১৩১. একতরফা দাখিলা পদ্ধতি কোন ধরণের হিসাব পদ্ধতি?
ক) অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ
খ) মধ্যযুগীয়
গ) আধুনিক
ঘ) বৈজ্ঞানিক
সঠিক উত্তর: (ক)
১৩২. লেনদেন শনাক্তকরণ হিসাবচক্রের কততম ধাপ?
ক) প্রথম ধাপ
খ) দ্বিতীয় ধাপ
গ) তৃতীয় ধাপ
ঘ) চতুর্থ ধাপ
সঠিক উত্তর: (ক)
১৩৩. হিসাবচক্রের প্রথম ধাপে কোন কাজটি করা হয়?
ক) লেনদেন শনাক্তকরণ
খ) লেনদেন বিশ্লেষণ
গ) জাবেদাভুক্তকরণ
ঘ) ডেবিট ক্রেডিট নির্ণয়
সঠিক উত্তর: (ক)
১৩৪. হিসাব রক্ষণের প্রতিটি কাজ চক্রাকারে পুনরাবৃত্তি হয়ে বলে একে বলা হয়-
ক) হিসাবচক্র
খ) প্রকৃত জাবেদা
গ) বৈজ্ঞানিক প্রক্রিয়া
ঘ) আধুনিক পদ্ধতি
সঠিক উত্তর: (ক)
১৩৫. দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনগুলো প্রথমে লিপিবদ্ধ করা হয়-
ক) খতিয়ানে
খ) জাবেদায়
গ) জমা খরচ হিসাবে
ঘ) হিসাব বিবরণীতে
সঠিক উত্তর: (খ)
১৩৬. ‘চেকের মাধ্যমে বিজ্ঞাপন খরচ প্রদান’ এই লেদেনটির ফলে কিসের পরিবর্তন আসবে?
ক) ব্যয় ও আয়ের
খ) মালিকানাস্বত্ব ও ব্যয়ের
গ) মালিকানাস্বত্ব ও সম্পত্তির
ঘ) মালিকানাস্বত্ব ও দায়ের
সঠিক উত্তর: (গ)
১৩৭. সম্পদের সাথে দায়ের সম্পর্ক-
ক) পরিপূরক
খ) সমধর্মী
গ) বিপরীত
ঘ) সম্পূরক
সঠিক উত্তর: (গ)
১৩৮. মলধন বৃদ্ধি পেলে-,হ্রাস পেলে-হয়।
ক) ক্রেডিট, ক্রেডিট
খ) ডেবিট, ক্রেডিট
গ) ডেবিট, ডেবিট
ঘ) ক্রেডিট, ডেবিট
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. প্রতিটি লেনদেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একই সঙ্গে কয় টি পরিবর্তন ঘটায়?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১৪০. হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত-
i. চিহ্নিতকরণ
ii. লিপিবদ্ধকরণ
iii. যাচাই
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪১. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষিত হয় কোনটি অনুসরণের মাধ্যমে?
ক) বহু দাখিলা
খ) মূলনীতি
গ) উদ্দেশ্য
ঘ) মিশ্র নীতি
সঠিক উত্তর: (খ)
১৪২. ব্যাংক ঋণ গ্রহণে ব্যবসায় কী বৃদ্ধি পাবে?
ক) স্বত্তাধিকার
খ) মূলধন
গ) চলতি দায়
ঘ) দীর্ঘমেয়াদি দায়
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. সম্পদ বৃদ্ধি ও হ্রাস পেলে যথাক্রমে কী ঘটবে?
ক) ক্রেডিট ও ডেবিট
খ) ডেবিট ও ডেবিট
গ) ক্রেডিট ও ক্রেডিট
ঘ) ডেবিট ও ক্রেডিট
সঠিক উত্তর: (ঘ)
১৪৪. দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয় -
ক) ক্রেডিটর
খ) ডেটর
গ) নিট লাভ
ঘ) আয়ব্যয় হিসাব
সঠিক উত্তর: (খ)
১৪৫. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হল এতে-
i. দাতা এবং গ্রহীতা দুটি পক্ষ থাকবে
ii. দাতার হিসাব ডেবিট এবং গ্রহীতার হিসাব ক্রেডিট হবে
iii. ডেবিট অংক সর্বদাই ক্রেডিট অংকের সমান হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৪৬. হিসাবচক্রে রেওয়ামিল প্রস্তুতের কাজকে কী বলে?
ক) স্থানান্তরকরণ
খ) সংক্ষিপ্তকরণ
গ) লিপিবদ্ধকরণ
ঘ) বিবরণী প্রস্তুতকরণ
সঠিক উত্তর: (খ)
১৪৭. আয়তনে ছোট ও লেনদেন সংখ্যা কম এমন ব্যবসায় প্রতিষ্ঠানে কোন ধরণের পদ্ধতি পরিলক্ষিত হয়?
ক) দুতরফা দাখিলা পদ্ধতি
খ) হিসাবের সমাপ্তি পদ্ধতি
গ) একতরফা দাখিলা পদ্ধতি
ঘ) দ্বৈতস্বত্বা রক্ষা পদ্ধতি
সঠিক উত্তর: (গ)
১৪৮. নগদ উত্তোলনের ফলে কোনটি হ্রাস পায়?
ক) সম্পদ
খ) আয়
গ) দায়
ঘ) মালিকানা স্বত্ব
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব জানতে কোনটি প্রয়োজন?
ক) দুটি দাখিলা প্রণয়ন
খ) দাতা-গ্রহীতা নির্ণয় করা
গ) ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ করা
ঘ) গাণিতিক শুদ্ধতা যাচাই করা
সঠিক উত্তর: (গ)
১৫০. দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কয়টি?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
ঘ) ৮টি
সঠিক উত্তর: (ক)
১৫১. দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কোনটি?
ক) ক্রয় বৃদ্ধি ডেবিট, আয় হ্রাস ক্রেডিট
খ) ব্যয় বৃদ্ধি ডেবিট, আয় হ্রাস ক্রেডিট
গ) সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট
ঘ) সুবিধা গ্রহণকারী ক্রেডিট, সুবিধা প্রদানকারী ডেবিট
সঠিক উত্তর: (গ)
১৫২. প্রাথমিক বইতে অলিপিবদ্ধকৃত লেনদেন কোথায় লিপিবদ্ধ হবে?
ক) প্রকৃত জাবেদায়
খ) সাধারণ জাবেদায়
গ) সমন্বয় জাবেদায়
ঘ) নগদ প্রদান জাবেদায়
সঠিক উত্তর: (ক)
১৫৩. কোনটি হ্রাস পেলে ডেবিট হবে?
ক) সম্পদ
খ) ব্যয়
গ) দায়
ঘ) স্থায়ী সম্পদ
সঠিক উত্তর: (গ)
১৫৪. কোন পদ্ধতিতে হিসাব সংরক্ষণে কোন সুনির্দিষ্ট নীতি অনুসৃত হয় না?
ক) সনাতন পদ্ধতি
খ) আধুনিক পদ্ধতি
গ) দুতরফা দাখিলা পদ্ধতি
ঘ) একতরফা দাখিলা পদ্ধতি
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. ‘ব্যবসায় প্রতিষ্ঠানের কাজ অনির্দিষ্টকাল চলবে’- এটি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত?
ক) ব্যবসায়িক সত্তা নীতি
খ) চলমান প্রতিষ্ঠান নীতি
গ) হিসাবকাল ধারণা
ঘ) দ্বৈতসত্তার নীতি
সঠিক উত্তর: (খ)
১৫৬. হিসাবচক্রের বিভিন্ন ধাপগুলো ধারাবাহিকতা রক্ষা করে-
ক) পূর্ববর্তী বছরের সাথে
খ) পরবর্তী বছরের সাথে
গ) পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
১৫৭. ব্যবসায় কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে। এটি কোন ধারণার ওপর প্রতিষ্ঠিত?
ক) ব্যবসায়িক স্বত্তা অনুসারে
খ) হিসাবকাল ধারণা অনুসারে
গ) চলমান ধারণা অনুযায়ী
ঘ) দ্বৈত সত্তার নীতি অনুসারে
সঠিক উত্তর: (গ)
১৫৮. দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথম কোন শহরে হিসাব রাখা শুরু হয়?
ক) আমেরিকার ওয়াশিংটন
খ) ইতালির ভেনিস
গ) জাপানের ওসাকায়
ঘ) ফ্রান্সের প্যারিসে
সঠিক উত্তর: (খ)
১৫৯. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে হিসাব রাখার -
ক) আংশিক উদ্দেশ্য সাধিত হয়
খ) উদ্দেশ্য ব্যাহত হয়
গ) ক্ষেত্র বা পরিধি বৃদ্ধি পায়
ঘ) সবগুলো উদ্দেশ্য সাধিত হয়
সঠিক উত্তর: (ঘ)
১৬০. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে কোনটি সহজেই প্রতিরোধ করা সম্ভব?
ক) ব্যয়
খ) পাওনাদার
গ) ভুল-ত্রুটি ও জালিয়াতি
ঘ) দায়
সঠিক উত্তর: (গ)
১৬১. ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য কোন পদ্ধতিটি আদর্শ স্বরূপ?
ক) লেনদেনের
খ) একতরফা দাখিলা পদ্ধতির
গ) দুতরফা দাখিলা পদ্ধতির
ঘ) খতিয়ান বইয়ের
সঠিক উত্তর: (গ)
১৬২. দু’তরফা দাখিলায় সুবিধা গ্রহণকারীকে কী বলে?
ক) ডানপক্ষ
খ) বামপক্ষ
গ) দেনাদার
ঘ) পাওনাদার
সঠিক উত্তর: (গ)
১৬৩. দুতরফা দাখিলা ব্যবস্থায় সুবধা প্রদানকারীকে কী বলা হয়?
ক) ডেবিট
খ) ক্রেডিট
গ) সুবিধাগ্রহীতা
ঘ) ক্রেতা
সঠিক উত্তর: (খ)
১৬৪. আয়ের কোন অংশটুকু ব্যয় অপেক্ষা অধিক?
ক) ব্যালেন্স
খ) সম্পত্তি
গ) মুনাফা
ঘ) দায়
সঠিক উত্তর: (গ)
১৬৫. দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি বলতে বোঝায়-
ক) দু প্রস্থ হিসাবের বইতে দাখিলা
খ) প্রতিটি হিসাবকে দুবার লিপিবদ্ধকরণ
গ) একই হিসাব বইতে লেনদেনের দ্বৈতসত্তা লিপিবদ্ধকরণ
ঘ) দু তারিখের দুটি হিসাব একত্রে লিপিবদ্ধকরণ
সঠিক উত্তর: (গ)
১৬৬. দুতরফা দাখিলা ব্যবস্থায় প্রতিটি ডেবিট দাখিলার-
ক) একটি সমপরিমাণ ক্রেডিট দাখিলা থাকে
খ) একটি সমপরিমাণ ডেবিট দাখিলা থাকে
গ) একটি ডেবিট ও একটি ক্রেডিট দাখিলা থাকে
ঘ) কোন কোন ক্ষেত্রে ক্রেডিট দাখিলা নাও থাকতে পারে
সঠিক উত্তর: (ক)
১৬৭. ব্যয় মালিকানা স্বত্বের ওপর প্রভাব ফেলে কীভাবে?
ক) মালিকানা স্বত্ব বাড়ায়
খ) মালিকানা স্বত্ব বাড়ায় ও কমায়
গ) মালিকানা স্বত্বে প্রভাব ফেলে না
ঘ) মালিকানা স্বত্ব কমায়
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. হিসাব চক্রের চতুর্থ ধাপ কোনটি?
ক) খতিয়ানে স্থানান্তর
খ) জাবেদাভুক্তকরণ
গ) লেনদেন বিশ্লেষণ
ঘ) সমন্বয় দাখিলা
সঠিক উত্তর: (ক)
১৬৯. সম্পদের সাথে দায়ের সম্পর্ক কীরূপ?
ক) সম্পর্কহীন
খ) বিপরীত
গ) সমার্থক
ঘ) একমুখী
সঠিক উত্তর: (খ)
১৭০. একতরফা দাখিলা পদ্ধতিতে-
i. একটি পক্ষ লিপিবদ্ধ করা হয়
ii. দুটি পক্ষ লিপিবদ্ধ করা হয়
iii. কোনো কোনো লেনদেনের কোনোও পক্ষই লিপিবদ্ধ হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭১. মূলধন হ্রাস পেলে মূলধন হিসাব কী হয়?
ক) ডেবিট হয়
খ) ক্রেডিট হয়
গ) স্থায়ী হয়
ঘ) অস্থায়ী হয়
সঠিক উত্তর: (ক)
১৭২. পরিপূর্ণ ও বিজ্ঞানসম্মত পদ্ধতির নাম-
ক) জাবেদা বই পদ্ধতি
খ) একতরফা দাখিলা পদ্ধতি
গ) আংশিক হিসাবরক্ষণ পদ্ধতি
ঘ) দুতরফা দাখিলা পদ্ধতি
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. ব্যবসায়ী যেকোনো সময় তাঁর ব্যবসায়ের আর্থিক অবস্থা কীভাবে জানতে পারে?
ক) সুষ্ঠু, সহজ ও সুশৃঙ্খলভাবে হিসাব লিপিবদ্ধ করে
খ) সুষ্ঠু ও সহজ সরলভাবে হিসাব লিপিবদ্ধ না করে
গ) নগদ টাকা দেখে
ঘ) নগদ টাকা এবং বাকি হিসাব দেখে
সঠিক উত্তর: (ক)
১৭৪. ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়। হিসাবচক্রের কোন ধাপে এটি করা হয়?
ক) ১ম ধাপে
খ) ৬ষ্ঠ ধাপে
গ) ৭ম ধাপে
ঘ) ১০ম ধাপে
সঠিক উত্তর: (গ)
১৭৫. সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট এবং সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট হয়, এটা দুতরফা দাখিলা পদ্ধতির-
ক) মূল বৈশিষ্ট্য বা মূলনীতি
খ) মুখ্য উদ্দেশ্য
গ) ক ও খ
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৭৬. মালকানা স্বত্বের বৃদ্ধি ঘটায় কোনটি?
ক) দায়
খ) পাওনাদার
গ) ব্যয়
ঘ) আয়
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. লেনদেন বিশ্লেষণ পরবর্তীতে কোনটি চিহ্নিত করা হয়?
ক) ঘটনা
খ) ব্যবসায়িক ঘটনা
গ) সংশ্লিষ্ট হিসাব খাত
ঘ) অদৃশ্য লেনদেন
সঠিক উত্তর: (গ)
১৭৮. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের প্রাথমিক বই কোনটি?
ক) জাবেদা
খ) খতিয়ান
গ) রেওয়ামিল
ঘ) নগদান বই
সঠিক উত্তর: (ক)
১৭৯. ‘অগ্রিম প্রদত্ত ভাড়া’-ভাড়া হিসাবে সমন্বয় করার ফলে-
i. সম্পদ হ্রাস পায়
ii. ব্যয় বৃদ্ধি পায়
iii. দায় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৮০. দুতরফা দাখিলা পদ্ধতির মূল বৈশিষ্ট্য হচ্ছে-
ক) সুবিধা প্রদানকারী হিসাবকে ডেবিট এবং সুবিধা গ্রহণকারী হিসাবকে ক্রেডিট বলে
খ) সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট এবং সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট বলে
গ) সুবিধা ভোগকারী ডেবিট অসুবিধা ভোগকারী ক্রেডিট
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
১৮১. শুধুমাত্র কোনটির ওপর মালিকের একক দাবি থাকে?
ক) ব্যাংক জমার
খ) সম্পত্তির
গ) মুনাফার
ঘ) নগদ অর্থের
সঠিক উত্তর: (গ)
১৮২. দুতরফা দাখিলা পদ্ধতিতে মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকার সমান হবে। এটি হিসাববিজ্ঞানের-
ক) বৈশিষ্ট্য
খ) গুরুত্ব
গ) ব্যাখ্যা
ঘ) ফলাফল
সঠিক উত্তর: (ক)
১৮৩. দু’তরফা দাখিলা পদ্ধতিতে দেনাদারের নিকট কোন ধরনের টাকার পরিমাণ জানা যায়?
ক) দেনা টাকার পরিমাণ
খ) ব্যাংক ঋণের টাকার পরিমাণ
গ) লভ্যাংশের পরিমাণ
ঘ) পাওনা টাকার পরিমাণ
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. বছরের শেষে মজুদ পণ্য রইল ৮,০০০ টাকা। এটি কোন বইতে হিসাবভুক্ত করতে হবে?
ক) ক্রয় জাবেদা
খ) প্রকৃত জাবেদা
গ) বিক্রয় জাবেদা
ঘ) ক্রয় ফেরত জাবেদা
সঠিক উত্তর: (খ)
১৮৫. লুকা প্যাসিওলি কোন দেশের গণিতবিদ?
ক) ভেনেজুয়েলা
খ) ইতালি
গ) ইংল্যান্ড
ঘ) আমেরিকা
সঠিক উত্তর: (খ)
১৮৬. খতিয়ানের উদ্বৃত্ত কখন নির্ণয় করা হয়?
ক) বছরের যে কোনো সময়
খ) প্রতি মাসের প্রথমে
গ) নির্দিষ্ট সময়ে
ঘ) বছরের মাঝামাঝি সময়ে
সঠিক উত্তর: (গ)
১৮৭. ব্যবসায়ের মুনাফার ওপর একমাত্র অধিকার কার?
ক) ব্যবস্থাপকের
খ) শ্রমিকের
গ) পাওনাদারের
ঘ) মালিকের
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. দেনাপাওনা জানা দুতরফা দাখিলা পদ্ধতির একটি-
ক) বৈশিষ্ট্য
খ) সুবিধা
গ) উদ্দেশ্য
ঘ) নীতিমালা
সঠিক উত্তর: (খ)
১৮৯. মুনাফা জাতীয় আয় ব্যয়ের জের বন্ধ করতে হবে কখন?
ক) প্রতি মাসের শেষে
খ) বছরের মাঝামাঝি সময়ে
গ) বছরের শেষে
ঘ) বছরের যেকোনো সময়ে
সঠিক উত্তর: (গ)
১৯০. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব এবং নিখুঁত ফলাফল পেতে হলে কোন পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন?
ক) একতরফা দাখিলা পদ্ধতিতে
খ) জমা খরচ লেখার পদ্ধতিতে
গ) দুতরফা দাখিলা পদ্ধতিতে
ঘ) চূড়ান্ত হিসাবের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
১৯১. স্বত্বাধিকার হ্রাসের সঠিক কারণ চিহ্নিত কর।
ক) উত্তোলন এবং নগদ কমে যাওয়া
খ) খরচ ও দায় বেড়ে যাওয়া
গ) উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া
ঘ) খরচ ও দায় কমে যাওয়া
সঠিক উত্তর: (গ)
১৯২. দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন প্রভাবিত হয়-
ক) একটি হিসাব খাত দ্বারা
খ) দুটি হিসাব খাত দ্বারা
গ) দু তারিখের দুটি হসিাব খাত দ্বারা
ঘ) কোন হসিাব খাত দ্বারা নয়
সঠিক উত্তর: (খ)
১৯৩. আয়তনে ছোট ও লেনদেনের সংখ্যা কম এমন ব্যবসায় প্রতিষ্ঠানে কোন ধরনের হিসাবরক্ষণ পদ্ধতি পরিলক্ষিত হয়?
ক) দু’তরফা দাখিলা পদ্ধতি
খ) হিসাবের সমাপ্তি পদ্ধতি
গ) একতরফা দাখিলা পদ্ধতি
ঘ) দ্বৈতস্বত্ত্বা রক্ষা পদ্ধতি
সঠিক উত্তর: (গ)
১৯৪. যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট এ উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
ক) একতরফা দাখিলা পদ্ধতি
খ) জাবেদা বই
গ) দৈনিক মাল খরিদ ও বিক্রয় বই
ঘ) দুতরফা দাখিলা পদ্ধতি
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. মালিকানাস্বত্বে প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান হচ্ছে-
i. দায়
ii. আয়
iii. ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৯৬. হিসাবের ধারাবাহিকতা রক্ষার মাধ্যম কোনটি?
ক) সংশোধনী দাখিলা
খ) বিপরীত দাখিলা
গ) সমাপনী দাখিলা
ঘ) প্রারম্ভিক দাখিলা
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. কোনটি বৃদ্ধি পেলে ডেবিট হবে?
ক) দায়
খ) মালিকানা স্বত্ব
গ) দায় ও মালিকানা স্বত্ব
ঘ) ব্যয় ও সম্পদ
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. হিসাবচক্রের বিভিন্ন ধাপগুলো রক্ষা করে পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে-
ক) সমতা
খ) ধারাবাহিকতা
গ) যোগসূত্র
ঘ) ভিন্নতা
সঠিক উত্তর: (খ)
১৯৯. হিসাববিজ্ঞানের সাথে দুতরফা দাখিলা পদ্ধতির সম্পর্ক গভীর। নিচের কোনটির দ্বারা তা বোঝা যায়-
ক) একটি হিসাব খাত দ্বারা
খ) দুটি হিসাব খাত দ্বারা
গ) দু তারিখের দুটি হিসাব খাত দ্বারা
ঘ) দু তারিখের একটি হিসাব খাত দ্বারা
সঠিক উত্তর: (খ)
২০০. বর্তমানে হিসাবের ভিত্তি হল-
i. উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতি
ii. এক তরফা দাখিলা পদ্ধতি
iii. দু’তরফা দাখিলা পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)
২০১. কার্যপত্রের ইংরেজি রূপ কোনটি?
ক) Accounting sheet
খ) Work sheet
গ) working sheet
ঘ) Cost sheet
সঠিক উত্তর: (খ)
২০২. বর্তমানে হিসাবের ভিত্তি হলো-
i. উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতি
ii. এক’তরফা দাখিলা পদ্ধতি
iii. দু’তরফা দাখিলা পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২০৩. কোনটি বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ হবে?
ক) মুনাফাবিহীন বিক্রীত পণ্য ফেরত এলে
খ) ধারে বিক্রীত পণ্য ফেরত এলে
গ) বিক্রীত সম্পত্তি ফেরত এলে
ঘ) নগদে বিক্রীত পণ্য ফেরত এলে
সঠিক উত্তর: (খ)
২০৪. হিসাবচক্রের বিভিন্ন ধাপগুলো রক্ষা করে পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে-
i. সমতা
ii. যোগসুত্র
iii. ধারাবাহিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২০৫. দুতরফা দাখিলায় সুবিধা প্রদানকারী হিসাবটিকে বলা হয়
ক) ডেটর
খ) ক্রেডিটর
গ) মোট লাভ
ঘ) মোট লোকসান
সঠিক উত্তর:
২০৬. ২০০ টাকা লাভে একটি পণ্য বিক্রয় করা হলে, হিসাব সমীকরণে প্রভাব পড়বে-
i. সম্পত্তি ও স্বত্বাধিকার বাড়বে
ii. সম্পত্তি ও দায় বাড়বে
iii. সম্পদ ও স্বত্বাধিকার কমবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
২০৭. সম্পদ, দায়, ও মালিকানা স্বত্ব হিসাব সমীকরণের কোনটি?
ক) বিশ্লেষণমূলক কলাকৌশল
খ) মূল উপাদান
গ) হিসাবের মূল প্রতিপাদ্য বিষয়
ঘ) কোনো উত্তর সঠিক নয়
সঠিক উত্তর: (খ)
২০৮. ব্যয়ের বিপরীতে কোনটি?
ক) দায়
খ) আয়
গ) সম্পদ
ঘ) মালিকানাস্বত্ব
সঠিক উত্তর: (খ)
২০৯. কোন ধারণার ভিত্তিতে হিসাব সংরক্ষণ সংক্রান্ত প্রক্রিয়াগুলোর পুনরাবৃত্তি ঘটে?
ক) প্রতিষ্ঠানের কাজ কারবার অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে
খ) ব্যবসায়ের কাজ কারবার সর্বদাই বিলোপযোগ্য
গ) অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে
ঘ) উপরোক্ত কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
২১০. নিচের কোন বিবৃতির ক্ষেত্রে ‘ডেবিট’ এর অর্থ সঠিক-
ক) সম্পদ ও দায় বৃদ্ধি পেলে
খ) সম্পদ ও দায় হ্রাস পেলে
গ) সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পেলে
ঘ) সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি পেলে
সঠিক উত্তর: (গ)
২১১. কোন হিসাবটি পরবর্তী হিসাব বৎসরে স্থানান্তরিত হয়?
ক) নামিক
খ) বিনিয়োগের সুদ
গ) ঋণের সুদ
ঘ) প্রাপ্য সুদ
সঠিক উত্তর: (ঘ)
২১২. সমাপনী দাখিলা হিসাব চক্রের-
ক) ৭ম ধাপ
খ) ৮ম ধাপ
গ) ৯ম ধাপ
ঘ) ১০ম ধাপ
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
* মি. রহিম একজন পাইকারি ব্যবসায়ী। তিনি খুচরা ব্যবসায়ী মি. শরীফের নিকট ৫,০০০ টাকার পণ্য বাকিতে বিক্রয় করলেন। তারা উভয়ই দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন।
২১৩. কোন যুক্তিতে মি. রহিম-এর হিসাবের বইতে মি. শরীফের হিসাব ডেবিট করা যায়? যেহেতু-
ক) মি. শরীফ সুবিধা গ্রহীতা
খ) মি. শরীফ বাকিতে পণ্য ক্রয় করেছে
গ) মি. শরীফ সুবিধা দাতা
ঘ) মি. শরীফ উক্ত লেনদেনের একটি পক্ষ
সঠিক উত্তর: (ক)
২১৪. মি. শরীফ তার হিসাবের বইতে উক্ত লেনদেনটি কীভাবে লিপিবদ্ধ করবেন?
ক) ক্রয় হিসাব ডেবিট মি. রহিম হিসাব ক্রেডিট
খ) ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
গ) মি: শরীফ হিসাব ডেবিট মি: রহিম হিসাব ক্রেডিট
ঘ) মি: শরীফ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট
সঠিক উত্তর: (গ)


                                             ⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
                                                    (সংগৃহীত, সংকলিত ও পরিমার্জিত)
                                                       বিপ্লব ব্লগার=০১৬১৬৯১৮৮৮৮

আপনাদের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র এ প্রয়াস। আশাকরি সবার কাজে লাগবে।

কোন উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল করুন,আপডেট করে দেওয়া হবে। অথবা সঠিক উত্তরটি আপনারা মোবাইল এর মাধ্যমে ০১৬১৬৯১৮৮৮৮ জানাবেন। আমরা আপডেট করে দেবো।

★বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।

পোস্টটি ভাল লাগলে শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।
-ধন্যবাদ

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "দুতরফা দাখিলা পদ্ধতি "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে