প্রায় পরীক্ষায় আসা রসায়ন বিজ্ঞান নিয়ে কিছু প্রশ্ন উত্তর

প্রায় পরীক্ষায় আসা রসায়ন বিজ্ঞান নিয়ে কিছু প্রশ্ন উত্তর


রসায়ন বিজ্ঞান নিয়ে প্রশ্ন উত্তর
প্রশ্ন:পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত
উত্তর: ১ : ২
প্রশ্ন:রসায়ন বিজ্ঞানে ‘রকসল্ট’ নামে পরিচিত
উত্তর: সোডিয়াম ক্লোরাইউ।
প্রশ্ন:কপারের অপর নাম
উত্তর: তামা।
প্রশ্ন:টুথপেস্টের প্রধান উপাদান
উত্তর: সাবান ও পাউডার।
প্রশ্ন: ভূ-পৃষ্ঠে যে ধাতু সবচেয়ে বেশি আছে
উত্তর: অ্যালুমিনিয়াম।
প্রশ্ন: সাবানের রাসায়নিক নাম
উত্তর: সোডিয়াম স্টিয়ারেট।
প্রশ্ন: যে পানিতে সাবান সহজে ফেনা উত্পাদন করে
উত্তর: মৃদু পানিতে।
প্রশ্ন: এসিড নীল লিটমাসকে
উত্তর: লাল করে।
প্রশ্ন: দিয়াশলাইয়ের কাঠির মাথায় থাকে
উত্তর: লোহিত ফসফরাস।
প্রশ্ন:বিদ্যুত্ বিল হিসাব করা হয়
উত্তর: কিলোওয়াট ঘণ্টায়।
প্রশ্ন:লাল আলোতে সবুজ ফুলকে দেখায়
উত্তর: কালো।
প্রশ্ন: বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহূত হয়
উত্তর: নাইক্রোম তার।
প্রশ্ন: তাপের একক
উত্তর: ক্যালরি।
প্রশ্ন: ডিগ্রি, সেলসিয়াস
উত্তর: তাপমাত্রার একক।
প্রশ্ন: কোষ হলো
উত্তর: জীবদেহের গঠন ও কাজের একক।
প্রশ্ন: কোষের কাজ নিয়ন্ত্রণ করে
উত্তর: নিউক্লিয়াস।
প্রশ্ন:জীবদেহের একক
উত্তর: কোষ।
প্রশ্ন: হাড় ও দাঁতকে মজবুত করে
উত্তর: ক্যালসিয়াম।
প্রশ্ন: জিহ্বার সাহায্যে শোনে যে প্রাণী
উত্তর: সাপ।
প্রশ্ন: ‘নিউক্লিয়াস’ আবিষ্কার করেন
উত্তর: রবার্ট ব্রাউন।
প্রশ্ন: গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে
উত্তর: গিরিগিটি।
প্রশ্ন: চোখ মেলে ঘুমায়
উত্তর: মাছ।
প্রশ্ন:মানুষের স্পাইনাল কর্ডেরদৈর্ঘ্য
উত্তর: ১৮ ইঞ্চি প্রায়।
প্রশ্ন: মাছ অক্সিজেন নেয়
উত্তর: পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।
প্রশ্ন: বাদুড় চলাফেরা করে
উত্তর: সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রায় পরীক্ষায় আসা রসায়ন বিজ্ঞান নিয়ে কিছু প্রশ্ন উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে