বাংলাদেশের সামাজিক পরিবর্তন
১. দেশে প্রযুক্তি বিদ্যার ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোন সংস্থা গড়ে উঠেছে?
ক) ইউনিয়ন পরিষদ
খ) পল্লি বিদ্যুৎ
গ) পল্লি উন্নয়ন সংস্থা
ঘ) ব্যাংকিং সংস্থা
২. সামাজিক পরিবর্তনের গতি নিয়ন্ত্রিত হয় অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে, প্রাকৃতিক নিয়মে এবং রাজনৈতিক নির্দেশনার মাধ্যমে। তাই সামাজিক পরিবর্তনের ফল সম্পর্কে প্রযোজ্য -
ক) সমাজের দ্রুত পরিবর্তন হচ্ছে
খ) সমাজের সাথে মানবাচারেও পরিবর্তন ঘটছে
গ) সামাজিক প্রথার কখনো বিলুপ্তি ঘটে না
ঘ) নিচের কোনটি সঠিক?
৩. শিল্পায়ন ও নগরায়ণের ফলে -
ক) সমাজের পুরাতন সমস্যাগুলোর সমাধান হয়েছে
খ) সমাজের পুরাতন সমস্যাগুলো জটিল রূপ ধারণ করেছে
গ) সমাজের নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটেছে
ঘ) নিচের কোনটি সঠিক?
৪. বর্তমানে আমাদের দেশের সামাজিক পরিবর্তনের মূল কারণ কী?
ক) নগরায়ণ ও শিল্পায়ন
খ) অর্থনৈতিক সচ্ছলতা
গ) অর্থনৈতিক দৈন্যতা
ঘ) প্রযুক্তিনির্ভর জীবন
৫. আমাদের গোটা সমাজব্যবস্থায় কোনটির সুদূরপ্রসারী প্রভাব পরিলক্ষিত হয়?
ক) শিল্পায়ন
খ) নগরায়ণ
গ) শিল্পবিপ্লব
ঘ) শিল্পায়ন ও নগরায়ণ
৬. শিল্পায়ন যেহেতু দ্রুত ঘটছে তেমনি তার পরিণতিতে কোনটি বৃদ্ধি পাচ্ছে?
ক) নগরায়ণ
খ) শিল্পায়ন
গ) যৌথ পরিবার
ঘ) নারীশিক্ষা
৭. কোনটি বাংলাদেশে কিশোর অপরাধ বৃদ্ধির জন্য দায়ী?
ক) বস্তি
খ) কর্মসংস্থানের অভাবে
গ) যাতায়াত ব্যবস্থার উন্নতির কারণে
ঘ) শিল্পভিত্তিক সমাজব্যবস্থার কারণে
৮. বর্তমানে যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম মোবাইল ফোন কিসের অবদান?
ক) প্রযুক্তির
খ) বিজ্ঞান ও প্রযুক্তির
গ) শিল্পায়নের
ঘ) নগরায়ণের
৯. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?
ক) শিল্পায়ন
খ) বাসস্থান
গ) নগরায়ণ
ঘ) শিক্ষা
১০. কোনটি সামাজিক পরিবর্তনে এক ধরনের সংস্কার সাধন প্রক্রিয়া?
ক) শিক্ষা
খ) নগরায়ণ
গ) সচেতনতা
ঘ) যোগাযোগ
১১. কোনটি গ্রামীণ নারীদের কর্মসংস্থানের আওতায় পড়ে?
ক) পোশাক শিল্পকারখানায় চাকরি
খ) শিক্ষকতা
গ) টেইলারিং
ঘ) ডাক্তারি
১২. বাংলাদেশে নারীশিক্ষার প্রত্যক্ষ ফল কী?
ক) নারী উন্নয়ন
খ) নারী এখন স্বাধীন
গ) নারী ও পুরুষ সমান
ঘ) নারীর অধিকার বাস্তবায়ন
১৩. বাংলাদেশে কোন শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতার সৃষ্টি করেছে?
ক) কর্মমুখী শিক্ষার
খ) নারীশিক্ষার
গ) নারীর ক্ষমতায়ন শিক্ষা
ঘ) নারীর উচ্চ শিক্ষা
১৪. বাংলাদেশের কোথায় একাধিক সংস্কৃতির মিশ্ররূপ পরিলক্ষিত হয়?
ক) গ্রামে
খ) শহরে
গ) পার্বত্য অঞ্চলে
ঘ) চরাঞ্চলে
১৫. ‘মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন’ - উক্তিটি কার?
ক) ম্যাকাইভার
খ) কিংসলে ডেভিস
গ) পেজ
ঘ) কোঁৎ
১৬. বৌদ্ধধর্মের প্রবর্তক কে?
ক) গৌতম বুদ্ধ
খ) যীশু খ্রিষ্ট
গ) অতীশ দীপঙ্কর
ঘ) নানক
১৭. মেয়েদের আর্থসামাজিক উন্নয়নে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি অধিক গুরুত্বপূর্ণ?
ক) নগরায়ণ
খ) প্রযুক্তিবিদ্যা
গ) শিক্ষা
ঘ) শিল্পায়ন
১৮. জ্ঞানবিজ্ঞান তোমাকে প্রভাবিত করবে -
ক) দৃষ্টিভঙ্গি পরিবর্তনে
খ) সংস্কারবাদী হতে
গ) ধ্যান-ধারণা-বিশ্বাস পরিবর্তনে
ঘ) উপরের সব সঠিক?
১৯. বাংলাদেশের নারীশিক্ষায় সাম্প্রতিক পরিবর্তনের কারণ হলো -
ক) বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
খ) মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা
গ) উপবৃত্তি কার্যক্রমের প্রভাব
ঘ) উপরের সব সঠিক?
২০. বর্তমানে আমাদের দেশে মেয়েদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে -
ক) মেয়েদের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে
খ) মেয়েদের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে
গ) মেয়েদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে
ঘ) উপরের সব সঠিক?
২১. প্রযুক্তির প্রসারে অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির পাশাপাশি বিপরীতমুখী সমস্যা হিসেবে সৃষ্টি হয় -
ক) সন্ত্রাস
খ) বেকারত্ব
গ) হানাহানি
ঘ) উপরের সব সঠিক?
২২. চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
ক) ১৯৯০
খ) ১৯৯৫
গ) ২০০০
ঘ) ২০০৫
২৩. সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি?
ক) নগরায়ণ
খ) শিক্ষা
গ) সংস্কৃতি
ঘ) ধর্ম
২৪. সামাজিক পরিবর্তনের ফল হলো -
ক) নতুন সৃষ্টির উন্মাদনা
খ) সমাজ ব্যবস্থায় গতিশীলতা
গ) নতুন রাষ্ট্রের সূচনা
ঘ) উপরের সব সঠিক?
২৫. সামাজিক পরিবর্তনে শিল্পায়নের প্রভাব হলো -
ক) শহর ও নগরের সংখ্যা বৃদ্ধি
খ) অর্থনৈতিক পরনির্ভরশীলতা বৃদ্ধি
গ) উন্নয়ন প্রক্রিয়ায় মেয়েদের অংশগ্রহণ
ঘ) উপরের সব সঠিক?
২৬. সামাজিক পরিবর্তনের উপাদান কোনটি?
ক) নির্বাচন
খ) পরিকল্পনাক
গ) সরকার গঠন
ঘ) প্রযুক্তি
২৭. পরিবার পরিমন্ডলে মেয়েদের মর্যাদা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ার কারণ কী?
ক) শিক্ষার প্রসার
খ) সামাজিক মূল্যবোধের পরিবর্তন
গ) কৃষির ফলন বৃদ্ধিক
ঘ) পল্লি বিদ্যুতায়ন
২৮. শহরাঞ্চলে বস্তি সৃষ্টির কারণ কোনটি?
ক) ভূমিকম্প
খ) বন্যা
গ) নদী ভাঙন
ঘ) জলোচ্ছ্বাস
২৯. শিক্ষা দূর করে -
ক) অজ্ঞতা
খ) কুসংস্কার
গ) প্রাকৃতিক দুর্যোগ
ঘ) উপরের সব সঠিক?
৩০. চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে বাংলাদেশ প্রনীত প্রতিবেদন অনুযায়ী প্রকৌশল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মধ্যে কতভাগ নারী?
ক) ৫
খ) ৯
গ) ১৫
ঘ) ২০
৩১. বিজ্ঞানের প্রায়োগিক দিককে কী বলা হয়?
ক) উন্নতি
খ) প্রযুক্তি
গ) জ্ঞান
ঘ) বুদ্ধি
৩২. সামাজিক পরিবর্তন হচ্ছে -
ক) রাজনৈতিক প্রতিষ্ঠানের পরিবর্তন
খ) আচার ব্যবহারের পরিবর্তন
গ) শ্রেণি কাঠামোর পরিবর্তন
ঘ) উপরের সব সঠিক?
৩৩. ম্যাকাইভারের সংজ্ঞায়, সামাজিক পরিবর্তন বলতে সমাজে বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের কোন ধরনের পরিবর্তনকে বোঝায়?
ক) রীতিনীতির
খ) আচার-আচরণের
গ) অর্থব্যবস্থার
ঘ) রাজনৈতিক ব্যবস্থার
৩৪. সমাজ কাঠামো পরিবর্তনে অবদান রাখছে কোনটি?
ক) জন্ম ও মৃত্যুহার হ্রাস
খ) প্রাকৃতিক পরিবেশ
গ) বিদেশি সংস্কৃতি
ঘ) চিকিৎসা ব্যবস্থা
৩৫. জনসংখ্যার ঘনত্ব, জন্ম ও মৃত্যুহার, জনসংখ্যার প্রকৃতি ও জীবনযাত্রার মান - এগুলো সামাজিক পরিবর্তনের কোন উপাদানের অন্তর্ভুক্ত?
ক) জৈবিক
খ) আত্মিক
গ) জড়
ঘ) বৈষয়িক
৩৬. কোনটি সামাজিক পরিবর্তনের উল্লেখযোগ্য উপাদান?
ক) ভূপ্রকৃতিগত অবস্থান
খ) জৈবিক উপাদান
গ) সংস্কৃতি
ঘ) শিক্ষা
৩৭. সামাজিক পরিবর্তনে ব্যাপক প্রভাব বিস্তার করে -
ক) শিক্ষা
খ) যোগাযোগের মাধ্যম
গ) জৈবিক উপাদান
ঘ) উপরের সব সঠিক?
৩৮. শিক্ষাক্ষেত্রে নারীদের আগের অবস্থানের চেয়ে বর্তমান অবস্থান কেমন?
ক) তেমন অগ্রসর নয়
খ) একই অবস্থা বিরাজমান
গ) যথেষ্ট অগ্রসর
ঘ) সামান্য অগ্রসর
৩৯. বর্তমানে বাংলাদেশের গ্রামীণ নারী শিক্ষা প্রসারের কারণ -
ক) উপবৃত্তি চালু
খ) অবৈতনিক শিক্ষা
গ) গ্রামীণ মানুষের সচেতনতা
ঘ) উপরের সব সঠিক?
৪০. কৃষিক্ষেত্রে উন্নত জাতের বীজ, সার, সেচ ইত্যাদিতে কোনটির অবদান বেশি?
ক) প্রযুক্তির প্রসার
খ) বিদেশি বিনিয়োগক
গ) উন্নত যোগাযোগ ব্যবস্থার
ঘ) সংস্কৃতির
৪১. কোনটি সামাজিক সম্পর্কের পরিধিকে বিস্তৃত করেছে?
ক) মোটর গাড়ি
খ) শিল্পকারখানা
গ) দক্ষ শ্রমিক
ঘ) দক্ষ শাসক
৪২. নগর সভ্যতা যতগুলো কারণে উন্নতির দিকে ধাবিত হচ্ছে ততই কী বৃদ্ধি পাচ্ছে?
ক) সচেতনতা
খ) নারীশিক্ষা
গ) শিল্পায়ন
ঘ) শিক্ষা
৪৩. কোনটি আমাদেরকে কুসংস্কার থেকে মুক্ত রাখে?
ক) বিবেক
খ) জ্ঞান
গ) চেতনা
ঘ) শিক্ষা
৪৪. বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার খুব দ্রুত বিস্তার লাভ করেছে। মোবাইল ফোন কোন ক্ষেত্রে পরিবর্তন এনেছে?
ক) শিক্ষার
খ) যোগাযোগ
গ) চিকিৎসা
ঘ) বিজ্ঞান
৪৫. বাংলাদেশের সমাজ ও অর্থনীতিকে এগিয়ে নিয়েছে -
ক) শিক্ষা
খ) প্রযুক্তি
গ) যোগাযোগ
ঘ) উপরের সব সঠিক?
৪৬. নগরায়ণ ও শিল্পায়নের ফলে মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত হয়। ফলে সমাজে কোনটির বৃদ্ধি লক্ষ করা যায়?
ক) সামাজিক স্থিতিশীলতা
খ) সামাজিক গতিশীলতা
গ) সামাজিক বৈষম্য
ঘ) সামাজিক অগ্রগতি
৪৭. নারীদের অধিকার সমুন্নত করতে সামাজিক পরিবর্তনের কোন উপাদান গুরুত্বপূর্ণ?
ক) শিক্ষা
খ) প্রযুক্তি
গ) নগরায়ণ ও শিল্পায়ন
ঘ) সাংস্কৃতিক উপাদান
৪৮. শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা মানুষকে -
ক) সামাজিক করে তোলে
খ) দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে
গ) দারিদ্র্য দূর করে
ঘ) উপরের সব সঠিক?
৪৯. নগরায়ণ কী?
ক) গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন গ্রহণ প্রক্রিয়া
খ) শিল্প সম্প্রসারণের ধারাবাহিক উপায়
গ) নগর সভ্যতা গড়ে তোলার পদ্ধতি
ঘ) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রক্রিয়া
৫০. প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজব্যবস্থায় কয় ধরনের ফলাফল দেখতে পাওয়া যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৫১. চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) বেইজিং
খ) সোফিয়া
গ) ব্রাসেলস
ঘ) টোকিও
৫২. বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধির মূল কারণ কোনটি?
ক) শিক্ষার প্রসার
খ) শিল্পায়ন
গ) উন্নত প্রযুক্তি
ঘ) উন্নত যোগাযোগ ব্যবস্থা
৫৩. সামাজিক পরিবর্তন গভীরভাবে প্রভাবিত করে -
ক) প্রতিবেশী দ্বারা
খ) পরিবার দ্বারা
গ) পরিবেশ দ্বারা
ঘ) উপরের সব সঠিক?
৫৪. নারীর ভূমিকায় পরিবর্তন এসেছে কিসে?
ক) শিক্ষায়
খ) কর্মেক
গ) নগরায়ণে
ঘ) শিল্পায়নে
৫৫. যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টির কারণ কী?
ক) সভ্যতার উৎকর্ষতা
খ) সচ্ছলতা
গ) শিল্পায়ন
ঘ) নগরায়ণ
৫৬. নারীর ক্ষমতায়ন ঘটেছে কিসের মাধ্যমে?
ক) নারীর শাসন
খ) বহুবিবাহ
গ) বাল্যবিবাহ
ঘ) নারীশিক্ষা
৫৭. কোনটি সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক উপাদান?
ক) আধুনিক যন্ত্র
খ) ইন্টারনেট
গ) কম্পিউটার
ঘ) টর্নেডো
৫৮. আর্থসামাজিক উন্নয়নের জন্য উন্নতমানের কী দরকার?
ক) শিক্ষাব্যবস্থা
খ) প্রযুক্তি ব্যবস্থা
গ) যোগাযোগ ব্যবস্থা
ঘ) শিল্পায়ন ব্যবস্থা
৫৯. নিচের কোনটি সমাজ পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান?
ক) বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব
খ) জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি
গ) সমবায় আন্দোলন
ঘ) পোশাক শিল্পের সম্প্রসারন
৬০. বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার খুব দ্রুত বিস্তার লাভ করছে। প্রায় সবার হাতেই মোবাইল এখন স্বাভাবিক ব্যাপার। এটি কী নির্দেশ করে?
ক) প্রযুক্তির সঠিক ব্যবহার
খ) বিজ্ঞানের উন্নতি, প্রসার ও তার সহজলভ্যতা
গ) বিজ্ঞানের অনাকাঙ্ক্ষিত উন্নতি
ঘ) বিজ্ঞান ও প্রযুক্তির ধারাবাহিকতা
৬১. মানুষ গ্রাম হতে শহরমুখী হচ্ছে। যার ফলে কেন্দ্রীয় শহরে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা শহরমুখী হওয়ার কারণ হলো -
ক) বিজ্ঞানের অগ্রগতি
খ) যোগাযোগের উন্নয়ন
গ) শিল্পায়ন ও নগরায়ণ
ঘ) পেশার বৈচিত্র্য
৬২. মানুষের দৈনন্দিন জীবিকা নির্বাহে নগরায়ণের ফলে কোন দিক বিশেষভাবে প্রতিফলিত হয়?
ক) নারীশিক্ষা ও শিশুশ্রমের অবনতি
খ) রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন
গ) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
ঘ) সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন
৬৩. কোন প্রক্রিয়ার মাধ্যমে শিল্পায়নের ফলে নগরায়ণের সৃষ্টি হয়ে থাকে?
ক) আর্থিক সচ্ছলতা
খ) সভ্যতার বিকাশ
গ) সংস্কৃতির বিকাশ
ঘ) শিল্পের স্থানীয়করণ
৬৪. চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে বাংলাদেশ প্রণীত প্রতিবেদন অনুযায়ী মেডিকেল কলেসমূহে পড়ুয়া শিক্ষার্থীর কত ভাগ নারী?
ক) ২০
খ) ২৯
গ) ৩৫
ঘ) ৪০
৬৫. স্বাধীনতা-উত্তর বাংলাদেশের কর্মসংস্থান, উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধির মূল কারণ কোনটি?
ক) নগরায়ণ
খ) শিল্পায়ন
গ) নারীর ক্ষমতায়ন
ঘ) শ্রম সৃষ্টি
৬৬. বাংলাদেশের সমাজ ও অর্থনীতিকে আরো একধাপ এগিয়ে নিয়েছে -
ক) যোগাযোগ
খ) প্রযুক্তি
গ) শিক্ষা
ঘ) উপরের সব সঠিক?
৬৭. কোনটি সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান?
ক) জৈবিক উপাদানক
খ) সংস্কৃতি
গ) প্রযুক্তি
ঘ) শিক্ষা
৬৮. শিল্পায়নের প্রত্যক্ষ ফল কোনটি?
ক) নগরায়ণ
খ) শ্রম সৃষ্টি
গ) জনসংখ্যা বৃদ্ধি
ঘ) শিক্ষার প্রসার
৬৯. তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে সেলফোন, ইমেইল, ইন্টারনেট ইত্যাদি আবিষ্কারের পূর্বে তথ্য ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম বাহন ছিল চিঠি। এ ক্ষেত্রে নিচের কোনটি পরিলক্ষিত হয়?
ক) সাংস্কৃতিক পরিবর্তন
খ) অর্থনৈতিক পরিবর্তন
গ) সামাজিক পরিবর্তন
ঘ) রাজনৈতিক পরিবর্তন
৭০. “সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও কার্যাবলির পরিবর্তন” - কথাটি কে বলেছেন?
ক) মরিস জিন্সবার্গ
খ) কিংসলে ডেভিস
গ) ডুর্খেইম
ঘ) রেডক্লিফ ব্রাউন
৭১. সামাজিক পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ টর্নেডো কোন ধরনের উপাদান?
ক) জৈবিক
খ) স্বাভাবিক
গ) প্রাকৃতিক
ঘ) ভৌগোলিক
৭২. প্রাকৃতিক দুর্যোগের একটি অন্যতম পরিণতি কী?
ক) অর্থনৈতিক সমস্যার পরিবর্তন
খ) খাদ্য সংকট
গ) সাংস্কৃতিক সম্পর্কের পরিবর্তন
ঘ) সামাজিক সম্পর্কের পরিবর্তন
৭৩. শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগের পরিবর্তন বাংলাদেশের কোন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটায়?
ক) রাজনৈতিক ও সামাজিক
খ) সামাজিক ও সাংস্কৃতিক
গ) সাংস্কৃতিক ও রাজনৈতিক
ঘ) অর্থনৈতিক ও সামাজিক
৭৪. চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে বাংলাদেশ প্রণীত প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়সমূহে পড়ুয়া শিক্ষার্থীর মধ্যে কত ভাগ নারী?
ক) ২০
খ) ২৩
গ) ২৮
ঘ) ৩২
৭৫. কোন সময় বাংলার শাসনব্যবস্থার ওপর বিদেশি সংস্কৃতির প্রভাব দেখা যায়?
ক) ব্রিটিশ শাসনামলে
খ) সুলতানি শাসনামলে
গ) পাকিস্তানি শাসনামলে
ঘ) মোঘল শাসনামলে
৭৬. রহিম সাহেব একজন সমাজ সচেতন মানুষ। জ্ঞানবিজ্ঞান রহিম সাহেবকে প্রভাবিত করছে -
ক) দৃষ্টিভঙ্গি পরিবর্তনে
খ) সংস্কারবাদী হতে
গ) ধ্যান-ধারণা-বিশ্বাস পরিবর্তনে
ঘ) উপরের সব সঠিক?
৭৭. বাংলাদেশে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ কী?
ক) অসচেতনতা
খ) নিরক্ষরতাক
গ) বস্তি সমস্যা
ঘ) দায়িত্বহীনতা
৭৮. কিসের মাধ্যমে কৃষি ও হস্তশিল্পভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থা, যন্ত্রশিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়?
ক) অর্থায়নের
খ) আধুনিকায়নের
গ) নগরায়ণের
ঘ) শিল্পায়নের
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
চন্দন নগর একসময় নারী শিক্ষায় অনেক পিছিয়ে ছিল। বিদ্যালয়গুলোতে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলে শিক্ষার্থীর অর্ধেকেরও কম ছিল। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে বিদ্যালয় উপস্থিতি, পরীক্ষায় কৃতিত্ব ও অন্যান্য ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীরা অনেক এগিয়ে।
৭৯. চন্দন নগরে নারীশিক্ষার পরিবর্তনের কারণ -
ক) পিতা-মাতার সচেতনতা বৃদ্ধি
খ) সরকারি-বেসরকারি পদক্ষেপ
গ) প্রযুক্তির উন্নয়ন
ঘ) উপরের সব সঠিক?
৮০. চন্দন নগরে নারীশিক্ষার পশ্চাৎপদতার কারণ -
ক) অজ্ঞতা ও অশিক্ষা
খ) শিক্ষাপ্রতিষ্ঠানের অপ্রতুলতা
গ) আর্থ-সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
ঘ) উপরের সব সঠিক?
=========================================
উত্তরমালা
১.সঠিক উত্তর: (গ)
২.সঠিক উত্তর: (ক)
৩.সঠিক উত্তর: (খ)
৪.সঠিক উত্তর: (ক)
৫.সঠিক উত্তর: (ঘ)
৬.সঠিক উত্তর: (ক)
৭.সঠিক উত্তর: (ক)
৮.সঠিক উত্তর: (খ)
৯.সঠিক উত্তর: (খ)
১০.সঠিক উত্তর: (ক)
১১.সঠিক উত্তর: (গ)
১২.সঠিক উত্তর: (ক)
১৩.সঠিক উত্তর: (খ)
১৪.সঠিক উত্তর: (খ)
১৫.সঠিক উত্তর: (ক)
১৬.সঠিক উত্তর: (ক)
১৭.সঠিক উত্তর: (ঘ)
১৮.সঠিক উত্তর: (ঘ)
১৯.সঠিক উত্তর: (ঘ)
২০.সঠিক উত্তর: (ঘ)
২১.সঠিক উত্তর: (ঘ)
২২.সঠিক উত্তর: (খ)
২৩.সঠিক উত্তর: (খ)
২৪.সঠিক উত্তর: (ক)
২৫.সঠিক উত্তর: (গ)
২৬.সঠিক উত্তর: (ঘ)
২৭.সঠিক উত্তর: (ক)
২৮.সঠিক উত্তর: (গ)
২৯.সঠিক উত্তর: (ক)
৩০.সঠিক উত্তর: (খ)
৩১.সঠিক উত্তর: (খ)
৩২.সঠিক উত্তর: (ঘ)
৩৩.সঠিক উত্তর: (খ)
৩৪.সঠিক উত্তর: (ক)
৩৫.সঠিক উত্তর: (ক)
৩৬.সঠিক উত্তর: (ক)
৩৭.সঠিক উত্তর: (ক)
৩৮.সঠিক উত্তর: (গ)
৩৯.সঠিক উত্তর: (ঘ)
৪০.সঠিক উত্তর: (ক)
৪১.সঠিক উত্তর: (ক)
৪২.সঠিক উত্তর: (গ)
৪৩.সঠিক উত্তর: (ঘ)
৪৪.সঠিক উত্তর: (খ)
৪৫.সঠিক উত্তর: (ঘ)
৪৬.সঠিক উত্তর: (খ)
৪৭.সঠিক উত্তর: (ক)
৪৮.সঠিক উত্তর: (ঘ)
৪৯.সঠিক উত্তর: (ক)
৫০.সঠিক উত্তর: (ক)
৫১.সঠিক উত্তর: (ক)
৫২.সঠিক উত্তর: (খ)
৫৩.সঠিক উত্তর: (গ)
৫৪.সঠিক উত্তর: (গ)
৫৫.সঠিক উত্তর: (গ)
৫৬.সঠিক উত্তর: (ঘ)
৫৭.সঠিক উত্তর: (ঘ)
৫৮.সঠিক উত্তর: (গ)
৫৯.সঠিক উত্তর: (গ)
৬০.সঠিক উত্তর: (খ)
৬১.সঠিক উত্তর: (গ)
৬২.সঠিক উত্তর: (গ)
৬৩.সঠিক উত্তর: (ঘ)
৬৪.সঠিক উত্তর: (খ)
৬৫.সঠিক উত্তর: (খ)
৬৬.সঠিক উত্তর: (ঘ)
৬৭.সঠিক উত্তর: (ঘ)
৬৮.সঠিক উত্তর: (ক)
৬৯.সঠিক উত্তর: (গ)
৭০.সঠিক উত্তর: (খ)
৭১.সঠিক উত্তর: (গ)
৭২.সঠিক উত্তর: (ঘ)
৭৩.সঠিক উত্তর: (ঘ)
৭৪.সঠিক উত্তর: (খ)
৭৫.সঠিক উত্তর: (ক)
৭৬.সঠিক উত্তর: (ঘ)
৭৭.সঠিক উত্তর: (গ)
৭৮.সঠিক উত্তর: (ঘ)
৭৯.সঠিক উত্তর: (ক)
৮০.সঠিক উত্তর: (ক)
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাংলাদেশের সামাজিক পরিবর্তন "
Post a Comment