প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন -০২

প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন -০২


বোল্ড ও (★) মার্ক করাটি উত্তর:

বাংলা:

১. বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?

ক) ঢাকায়

খ) রংপুরে *

গ) বরিশালে

ঘ) যশোরে



২. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?

ক) সংস্কৃত লিপি

খ) চীনা লিপি

গ) আরবি লিপি

ঘ) ব্রাহ্মী লিপি *



৩. বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?

ক) দশম থেকে চতুর্দশ শতাব্দী *

খ) একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী

গ) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী

ঘ) ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী



৪. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চার্যাপদ এর আবিষ্কারক?

ক) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

খ) মহাকবি বাল্মিকী

গ) হরপ্রসাদ শাস্ত্রী *

ঘ) ডক্টর সুকুমার সেন



৫. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?

ক) আউল মনোহর দাস

খ) চৈতন্য দেব *

গ) শ্রীকৃষ্ণ

ঘ) আদিনাথ শিব



৬. কোন সময়কে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ বলা হয়?

ক) ১২০১- ১৩৫০ খ্রি. *

খ) ১৩৫০- ১৫০০ খ্রি.

গ) ৬০০- ৯৫০ খ্রি.

ঘ) ৬০০- ৭৫০ খ্রি.



৭. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা কে?

ক) চণ্ডীদাস

খ) দ্বিজ চণ্ডীদাস

গ) বড়ু চণ্ডীদাস *

ঘ) দীন চণ্ডীদাস



৮. ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?

ক) গোলাম মোস্তফা

খ) মীর মশাররফ হোসেন

গ) হাজী মোহাম্মিল

ঘ) সৈয়দ সুলতান *



৯. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?

ক) বিজয় গুপ্ত

খ) ভারতচন্দ্র রায়গুণাকর *

গ) মুকুন্দরাম চক্রবর্তী

ঘ) কানাহরি দত্ত



১০. Ballad কি?

ক) লোকগীতি

খ) লোকগাথা

গ) গীতিকা *

ঘ) গাথা



১১. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে ছিলেন?

ক) দৌলত কাজী

খ) সাবিরিদ খান

গ) মুহম্মদ কবীর

ঘ) শাহ মুহম্মদ সগীর *



১২. কবি গানের প্রথম কবি কে?

ক) গোঁজলা পুট *

খ) হরু ঠাকুর

গ) ভবানী ঘোষ

ঘ) নিতাই বৈরাগী



১৩. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৮০০ সালে

খ) ১৮১৮ সালে *

গ) ১৮২৬ সালে

ঘ) ১৮৮৫ সালে



১৪. বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কখন?

ক) ৩ ডিসেম্বর, ১৯৫৫ *

খ) ৩ ডিসেম্বর, ১৯৫৬

গ) ৩ ডিসেম্বর, ১৯৫৭

ঘ) ৩ ডিসেম্বর, ১৯৫৮



১৫. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা?

ক) মোঃ আব্দুল হাই

খ) মোঃ বরকতউল্লা *

গ) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ

ঘ) মওলানা আকরাম খাঁ



১৬. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?

ক) প্রভু যিশুর বাণী

খ) মিশনারি জীবন

গ) কৃপার শাস্ত্রের অর্থভেদ

ঘ) ফুলমণি ও করুণার বিবরণ *



১৭. ‘আবদুল্লাহ’ উপন্যাসটির লেখক কে?

ক) গোলাম মোস্তফা

খ) শওকত ওসমান

গ) কাজী ইমদাদুল হক *

ঘ) মীর মশাররফ হোসেন



১৮. প্রহসন বলতে কি বোঝায়?

ক) কমেডি নাটক

খ) অস্বাভাবিক নাটক

গ) হাস্যরসাত্মক উদ্দেশ্যহীন নাটক

ঘ) সামাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক *



১৯. প্রথম বিয়োগান্তক নাটক?

ক) ভদ্রার্জুন

খ) ছদ্মবেশ

গ) কীর্তিবিলাস নাটক *

ঘ) হবিশচন্দ্র



২০. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন?

ক) সুকুমার সেন

খ) মুহম্মদ শহীদুল্লাহ

গ) দীনেশ চন্দ্র সেন *

ঘ) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়



২১. ‘সংস্কৃতির রূপান্তর’ গ্রন্থটির রচয়িতা কে?

ক) গোপাল হালদার *

খ) সুফিয়া কামাল

গ) শহীদুল্লাহ কায়সার

ঘ) আলতাফ মাহমুদ



২২. ‘শাহনামা’ বাংলায় অনুবাদ করেন কে?

ক) এয়াকুব আলী চৌধুরী

খ) সৈয়দ এমদাদ আলী

গ) মোজাম্মেল হক *

ঘ) কাজী ইমদাদুল হক



২৩. ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

ক) হাসান হাফিজুর রহমান *

খ) বেগম সুফিয়া কামাল

গ) মুনীর চৌধুরী

ঘ) আবুল বরকত



২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) গীতাঞ্জলী

খ) বলাকা

গ) বনফুল *

ঘ) পূরবী



২৫. বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক) অগ্নিবীণা *

খ) বিষের বাঁশী

গ) দোলন চাঁপা

ঘ) বাঁধন হারা



ইংরেজি:

২৬. Who is considered to be the Rebel Poet in English Literature?

ক) Walter Scot

খ) John Keats

গ) Lord Byron *

ঘ) John Austin



২৭. ‘Protagonist’ indicates-

ক) the villain in a play

খ) the leading character of actor in play *

গ) the clown in a play

ঘ) the stage-director of a play



২৮. Who was awarded Nobel Prize for the poem ‘The Waste Land’?

ক) D.H. Lawrence

খ) Lord Tennyson

গ) T.S. Eliot *

ঘ) William Wordsworth



২৯. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’-এ ইংরেজি অনুবাদ কে করেন?

ক) W.B. Yeats *

খ) Robert Frost

গ) John Keats

ঘ) Ralph Hodgson



৩০. Bertrand Russel was a British-

ক) Journalist

খ) Scientist

গ) Philosopher *

ঘ) Astronaut



৩১. Tiger:Zoology: :Marsz:

ক) Astrology

খ) Cryptology

গ) Astronomy *

ঘ) Telescopy



৩২. Thw word ‘Diabetic’ is-

ক) a noun

খ) both a noun and an adjective *

গ) a noun adjective

ঘ) pronoun



৩৩. You have no right to do it.

ক) noun *

খ) pronoun

গ) adverb

ঘ) adjective



৩৪. The correct spelling is-

ক) TRANSPARENCY *

খ) TRENSPARENCY

গ) TRANSPERCY

ঘ) TRANSPARENSY



৩৫. What is the synonym of ‘Chicanery’?

ক) Foulness

খ) Optimism

গ) harmful

ঘ) Trickery *



৩৬. The antonym for thye word ‘Resemblance’ is-

ক) indentity

খ) similarity

গ) difference *

ঘ) dissembling



৩৭. What is the meaning of the word ‘Vice Versa’?

ক) For example

খ) Namely

গ) Face to face

ঘ) The terms being exchanged *



৩৮. A lexicographer is on who writes-

ক) graphs

খ) dictionaries *

গ) medical books

ঘ) novels



৩৯. ‘Plebiscite’ is a term related to-?

ক) Medicine

খ) Technlogy

গ) Law

ঘ) Politics *



৪০. ‘Come in, my friend,’ said I- বাক্যটির Indirect speech হবে-

ক) Addressing him as my friend, I told him to go in *

খ) Addressing him as my friend, I saked him to go in

গ) Addressing him as my friend, I have said him to go in

ঘ) Addressing him as my friend, I told him to come in



৪১. He said, ‘Friends goodbye’ its indirect form is-

ক) He bade him friends goodbye *

খ) He said goodbye to him friends

গ) He told his friends goodbye

ঘ) He wished his friends goodbye



৪২. She sold -----Milk.

ক) little *

খ) small

গ) least

ঘ) heavy



৪৩. It’s no longer possible to get by -----a dollar a day.

ক) on

খ) at

গ) for *

ঘ) with



৪৪. You should take ---- swimming.

ক) up

খ) on

গ) at

ঘ) to *



৪৫. ‘A bolt from the blue’ means-

ক) an unexpected gift

খ) an unexpected calamity *

গ) an unexpected person

ঘ) unexpected place



৪৬. He advised us to desist ----- that attempt.

ক) at

খ) to

গ) for

ঘ) from *



৪৭. ছত্রটি কেটে দাও।

ক) Cut the line

খ) Pen through the line *

গ) Cross the line

ঘ) Put of the line



৪৮. Choose the correct form (passive) of- ‘Who will do the work’?

ক) Who will be done the work?

খ) Who will done the work?

গ) Whom will the work be done ?

ঘ) By whom will the work be done? *



৪৯. The Arbian Nights ------ still agreat favourite.

ক) is *

খ) are

গ) were

ঘ) had



৫০. Which sentence is correct?

(Raysul Islam Redoy)

ক) When the police seen the thief, he ran away.

খ) When the thief saw the police, he ran away. *

গ) When the thief seen the police, he ran away.

ঘ) When the thief sees the police, he ran away.



গণিত:

৫১. একটি তালগাছ এর পাদবিন্দু হতে ১০ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোন ৬০ ডিগ্রী হলে, গাছটির উচ্চতা কত?

ক) ১৭.৩২ মি. *

খ) ১৭.৭২ মি.

গ) ১৭.৭৫ মি.

ঘ) ১৭.৮৫ মি.



৫২. একটি স্কুলে মোট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোনো এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল?

ক) ৫০%

খ) ৭৫%

গ) ৮০%

ঘ) ৯০% *



৫৩. শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বছরে যত সুদ হয়, বার্ষিক ৭.৫% হার সুদে কত টাকার ১৯ বছরে তত সুদ হবে?

ক) ২৮০ টাকা

খ) ৩২০ টাকা *

গ) ৩৮০ টাকা

ঘ) ৪৯০ টাকা



৫৪. ২০x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য (4x+3) হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?

ক) 4x-3

খ) 5x+3

গ) 5x-3

ঘ) 6x-3 *



৫৫. ৫ থেকে ৪৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

ক) ১৫০

খ) ৮৬১ *

গ) ৭০০

ঘ) ৪২০



৫৬. 4x=8 হলে, x-এর মান কত?

ক) ২/৩

খ) ৩/২ *

গ) ৪/৩

ঘ) ৩/৪



৫৭. 2x+3y=36 এবং 2x+y=16 হলে, (x,y) -এর মান কত?

ক) (2, 10)

খ) (3, 5)

গ) (3, 10) *

ঘ) (6, 10)



৫৮. একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি, সংখ্যাটি কত?

ক) ২৪০

খ) ১০২ *

গ) ৮৪

ঘ) ৫২



৫৯. একসেট সংখ্যা থেকে ৩৫ সংখ্যাটি বাদ দেয়ার ফলে সেটের গড় ১৪ থেকে ১১ হয়ে গেল। সেটের সদস্য সংখ্যা কত ছিল?

ক) ৮ *

খ) ১১

গ) ২১

ঘ) ২৫



৬০. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। দশক স্থানীয় অঙ্ক ৩ হলে বিনিময়কৃত সংখ্যাটি কত?

ক) ৯১

খ) ৯২

গ) ৯৩ *

ঘ) ৯৪



৬১. যদি x=y=2x এবং x.y.z=256 হয়, তবে y= ?

ক) 2

খ) 4

গ) 6

ঘ) 8 *



৬২. x+1/5=2 হলে, x5+1/x5= কত?

ক) 2 *

খ) 4

গ) 6

ঘ) 8



৬৩. x-y=2 এবং xy=24 হলে, x-এর ধনাত্মক মানটি-

ক) 3

খ) 4

গ) 5

ঘ) 6 *



৬৪. ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?

ক) ১/১০০০

খ) ১/১০০০০

গ) ১/১০০০০০

ঘ) ১/১০০০০০০ *



৬৫. একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের ৩ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে?

ক) ৩ গুণ

খ) ৪ গুণ *

গ) ৫ গুণ

ঘ) ৬ গুণ



৬৬. প্রকৃত গতিবেগ ঘন্টায় ৭ কি.মি. এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ৩ ঘন্টা লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে?

ক) ৮ ঘন্টা

খ) ৯ ঘন্টা

গ) ১০ ঘন্টা

ঘ) ১১ ঘন্টা *



৬৭. ১৮০ মিটার লম্বা একটি ট্রেন প্লাটফরমে দাঁড়ানো এ লোককে ৬ সেকেন্ডে অতিক্রম করে। ঘন্টায় ট্রেনটির গতি কত?

ক) ১০৭ কি.মি.

খ) ১০৮ কি.মি. *

গ) ১০৯ কি.মি.

ঘ) ১১০ কি.মি.



৬৮. ক একটি কাজ ১০ দিনে করতে পারে এবং খ ঐ কাজটি ১৫ দিনে করতে পারে। তারা একত্রে ৪ দিন কাজ করার পর ক চলে গেল। বাকি কাজ খ একা আর কত দিনে করতে পারবে?

ক) ৪ দিনে

খ) ৫ দিনে *

গ) ৬ দিনে

ঘ) ৭ দিনে



৬৯. ৪ জন পুরুষ বা ৬ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৩ জন পুরুষ বা ৩ জন বালক একত্রে ঐ কাজ কত দিনে করতে পারবে?

ক) ১৪ দিনে

খ) ১৫ দিনে

গ) ১৬ দিনে *

ঘ) ১৭ দিনে



৭০. এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১৫০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

ক) ২৫০০ টাকা

খ) ৩০০০ টাকা

গ) ৪৫০০ টাকা *

ঘ) ৫০০০ টাকা



৭১. ৬৬৬৬ টাকা বার্ষিক ১০% সুদে কত বছরে সুদে-আসলে ১৩৩৩২ টাকা হবে?

ক) ৮ বছরে

খ) ৯ বছরে

গ) ১০ বছরে *

ঘ) ১১ বছরে



৭২. যদি ২ জন টাইপিস্ট ২ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করতে পারে তবে কতজন টাইপিস্ট ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে পারবে?

ক) ৬ জন *

খ) ৭ জন

গ) ৮ জন

ঘ) ৯ জন



৭৩. দুইটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু কত?

ক) ২০০

খ) ২৪০ *

গ) ২৫৫

ঘ) ২৮২



৭৪. পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩,৫,৭,৮ এবং ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল।কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

ক) ১০ মিনিট

খ) ১২ মিনিট

গ) ১৪ মিনিট *

ঘ) ১৬ মিনিট



৭৫. কোন সংখ্যা হতে ১৭৫ বিয়োগ করে ১৩০ যোগ করলে যোগফল ২৯৭ হবে?

ক) ৩৪২ *

খ) ৪৪২

গ) ৫৪২

ঘ) ৬৪২



সাধারণ জ্ঞান:

৭৬. বিশ্বের প্রথম আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের নাম-

ক) ব্যাংক অব ইংল্যান্ড *

খ) ব্যাংক অব ফ্রান্স

গ) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া

ঘ) ব্যাংক অব চায়না



৭৭. দেশ ও বিদেশে পোশাক মেলার আয়োজন করে নিচের কোন প্রতিষ্ঠান?

ক) BGMEA

খ) ULC

গ) ACU

ঘ) IDLC



৭৮. বাংলাদেশে সরকারিভাবে কর্মী নিয়োগ দে-

ক) কর্মকমিশন

খ) জনপ্রশাসন মন্ত্রণালয় *

গ) বাণিজ্য মন্ত্রণালয়

ঘ) BTMC



৭৯. ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটির স্থাপতি কে?

ক) শামীম সিকদার *

খ) মাসুদ আহমেদ

গ) তানভীর কবির

ঘ) হামিদুর রহমান



৮০. বাংলাদেশের সংবিধান কমিটির সদস্য সংখ্যা কত ছিল?

ক) ৩১

খ) ৩২

গ) ৩৩

ঘ) ৩৪ *



৮১. থাইল্যান্ডের মুদ্রার নাম কি?

ক) বার্থ *

খ) ডং

গ) সোম

ঘ) লিউ



৮২. আমেরিকা-এশিয়ানকে পৃথক করেছে কোন প্রণালী?

ক) জিব্রাল্টার প্রণালী

খ) মেসিনা প্রণালী

গ) বেরিং প্রণালী *

ঘ) মালাক্কা প্রণালী



৮৩. ‘সিগফ্রিড লাইন’ কোন কোন দেশের সীমারেখা?

ক) জার্মান-ফ্রান্স *

খ) জার্মান-পোল্যান্ড

গ) জার্মান-রাশিয়া

ঘ) জার্মান-ব্রিটেন



৮৪. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন প্রধান প্রশাসনিক দপ্তরের নাম কি?

ক) ব্লু হাউস

খ) হোয়াইট হাউস *

গ) গ্রীন হাউস

ঘ) ওভাল অফিস



৮৫. বাংলাদেশে মোবাইল ফোন চালু হয় কত সালে?

ক) ১৯৯১

খ) ১৯৯২ *

গ) ১৯৯৩

ঘ) ১৯৯৪



৮৬. বাজার অর্থনীতির মূল চালিকাশক্তি হলো-

ক) দ্রব্যমূল্য

খ) সরকারি নীতিমালা

গ) প্রতিযোগিতা

ঘ) আমদানি *



৮৭. মনিটরের কাজ হলো-

ক) গাণিতিক সমাধান করা

খ) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাগিত স্থাপন করা

গ) লেখা ও ছবি দেখানো *

ঘ) এর কোনোটিই হয়



৮৮. কম্পিউটারের বাংলা ফন্টের উদ্ভাবক কে?

ক) মোস্তফা জব্বার *

খ) আবুল হোসেন

গ) জন এ্যাটানাসফ

ঘ) হাওয়ার্ড এইকেন



৮৯. এপিকালচার কি?

ক) রেশম চাষ

খ) উদ্যান চাষ

গ) মৎস্য চাষ

ঘ) মৌমাছি চাষ *



৯০. মহাজাগতিক রশ্মি বা কসমিক রে কে আবিষ্কার করেন?

ক) টলেমি

খ) হেস

গ) হাবল *

ঘ) আইনস্টাইন



৯১. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কত তারিখ?

ক) ৫ জুন *

খ) ৬ জুন

গ) ৭ জুন

ঘ) ৮ জুন



৯২. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

ক) প্রতিসরণ

খ) বিচ্ছুরণ

গ) অপবর্তন

ঘ) অভ্যন্তরীণ প্রতিফলন *



৯৩. বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয়-

ক) ২০০০ সালে *

খ) ২০০১ সালে

গ) ২০০২ সালে

ঘ) ২০০৩ সালে



৯৪. সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব?

ক) ৪৫ নং অনুচ্ছেদ

খ) ৬৪ নং অনুচ্ছেদ

গ) ৫২ নং অনুচ্ছেদ *

ঘ) ৭৭ নং অনুচ্ছেদ



৯৫. বাংলাদেশের ‘কৃষি দিবস’-

ক) পহেলা কার্তিক

খ) পহেলা অগ্রহায়ণ *

গ) পহেলা মাঘ

ঘ) পহেলা পৌষ



৯৬. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?

ক) সৌদি আরব

খ) পাকিস্তান

গ) মালয়েশিয়া

ঘ) তুরস্ক *



৯৭. প্লাইস্টোনিসকালের সোপানসমূহ কী দিয়ে সমৃদ্ধ?

ক) দোঁআশ মাটি

খ) পলি মাটি *

গ) বেলে মাটি

ঘ) এটেল মাটি

৯৮. কোনো দেশের নৈতিক মূল্যবোধ উন্নত হলে কী উন্নত হয়?

ক) আইন ব্যবস্থা *

খ) ধর্মীয় ব্যবস্থা

গ) সামাজিক ব্যবস্থা

ঘ) অর্থনৈতিক ব্যবস্থা



৯৯. সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী?

ক) সরকারের হস্তক্ষেপ বৃদ্ধি

খ) তথ্যের গোপনীয়তা রক্ষা

গ) রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া

ঘ) আইনের শাসন প্রতিষ্ঠা *



১০০. TI –এর সদর দপ্তর কোথায়?

ক) ম্যানিলা

খ) বার্লিন *

গ) ব্যাংকক

ঘ) সিঙ্গাপুর

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন -০২"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে