বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ
MCQ বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ
১. প্রতিবেশী দল থেকে শিশু অর্জন করে -
ক) সহমর্মিতা
খ) সম্প্রীতি
গ) সহযোগিতা
ঘ) উপরের সব সঠিক?
২. একক পরিবার কয় পুরুষে আবদ্ধ?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
৩. ধর্ম থেকে শিশুরা লাভ করে -
ক) মূল্যবোধ
খ) নৈতিকতা
গ) প্রার্থনা পদ্ধতি
ঘ) উপরের সব সঠিক?
৪. একটি পরিবার গঠিত হয় -
ক) পিতৃ মাতৃহীন ভাইবোন নিয়ে
খ) মা ও ছেলে মেয়েকে নিয়ে
গ) বাবা ও ছেলে মেয়েকে নিয়ে
ঘ) উপরের সব সঠিক?
৫. সাধারণ সাংস্কৃতিক আদর্শ বলা হয় কোন মূল্যবোধকে?
ক) পারিবারিক
খ) রাজনৈতিক
গ) সামাজিক
ঘ) জাতীয়তাবাদী
৬. আধুনিক সভ্য সমাজে কোন পরিবার কাঠামো অনুপস্থিত?
ক) একক
খ) বহুপত্নী
গ) বহুপতি
ঘ) দ্বিপত্নী
৭. সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান কী?
ক) ব্যক্তি
খ) গোষ্ঠী
গ) দল
ঘ) পরিবার
৮. বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে -
ক) অটিস্টিক শিশুদের
খ) বুদ্ধি প্রতিবন্ধীদের
গ) শ্রবণ প্রতিবন্ধীদের
ঘ) উপরের সব সঠিক?
৯. মাতৃবাস পরিবার দেখা যায় -
ক) গারোদের মধ্যে
খ) মুসলমানদের মধ্যে
গ) হিন্দুদের মধ্যে
ঘ) উপরের সব সঠিক?
১০. যৌথ পরিবার ভেঙে যাবার কারণ -
ক) শিল্পায়ন, দরিদ্রতা
খ) নগরায়ণ, ভোগবাদী মানসিকতা
গ) জনসংখ্যা বৃদ্ধি
ঘ) উপরের সব সঠিক?
১১. সামাজিক অনুষ্ঠান কোনটি?
ক) বিতর্ক
খ) মৃতের সৎকার
গ) বিবাহ
ঘ) শোক পালন
১২. এস্কিমো উপজাতিদের মাঝে দেখা যায় -
ক) বহুপত্নীক পরিবার
খ) একজনের একাধিক স্ত্রী
গ) বহুপতি পরিবার
ঘ) উপরের সব সঠিক?
১৩. কোন ধরনের বিয়ের মূল কারণ অনাচার প্রথা বন্ধ করা?
ক) অসম বিবাহ
খ) অনুলোম বিবাহ
গ) প্রতিলোম বিবাহ
ঘ) অন্তর্গোত্র বিবাহ
১৪. বিবাহ বহির্ভূত পরিবার গঠিত হয় কোন সমাজে?
ক) আদিম সমাজে
খ) আফ্রিকার বাহিমা উপজাতিতে
গ) রেড ইন্ডিয়ান সমাজে
ঘ) আধুনিক সমাজে
১৫. মানসিক নিরাপত্তাবোধ না থাকলে শিশুর মনে সৃষ্টি হয় -
ক) হতাশা
খ) হীনম্মন্যতা
গ) আশংকা
ঘ) উপরের সব সঠিক?
১৬. যান্ত্রিক সভ্যতা বিকাশের পারিপার্শ্বিক অবস্থাকে কী পরিবেশ বলা হয়?
ক) বৈজ্ঞানিক পরিবেশ
খ) প্রযুক্তিগত পরিবেশ
গ) আধুনিক পরিবেশ
ঘ) সভ্যতার পরিবেশ
১৭. মানুষের সামাজিকীকরণের মূল বিষয় কী?
ক) পরিবার গঠন
খ) সম্প্রদায় গঠন
গ) ঐক্যবদ্ধতা
ঘ) মিথস্ক্রিয়া
১৮. পরিবার কেমন সংগঠন?
ক) সমাজ কাঠামোর মৌল সংগঠন
খ) সমাজ কাঠামোর সর্বশেষ সংগঠন
গ) সমাজ কাঠামোর আধুনিক সংগঠন
ঘ) সমাজ কাঠামোর অপ্রয়োজনীয় সংগঠন
১৯. কোনটির মাধ্যমে শিশু জীবজগৎ সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যানধারণায় অনুপ্রাণিত হয়?
ক) সংবাদপত্রের
খ) খেলার সাথী
গ) গণমাধ্যম
ঘ) প্রতিবেশী
২০. শিশু কোনটির মাধ্যমে ভবিষ্যৎ পিতা এবং মাতার যাবতীয় দায়িত্ব কর্তব্যের গুণাবলি অর্জন করে থাকে?
ক) পরিবার
খ) খেলার সাথী
গ) বিদ্যালয়
ঘ) প্রতিবেশী
২১. কোন ধরনের পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্বের ভার পুরুষ সদস্যের ওপর ন্যাস্ত থাকে?
ক) বহুপত্নী
খ) একপত্নী
গ) পিতৃতান্ত্রিক
ঘ) মাতৃতান্ত্রিক
২২. সব সমাজে এবং সমাজ বিকাশের প্রত্যেক স্তরে কিসের অস্তিত্ব রয়েছে?
ক) দলের
খ) গোষ্ঠীর
গ) পরিবারের
ঘ) সংঘের
২৩. কোন পরিবারে এক পুরুষের সাথে একাধিক স্ত্রী বর্তমান থাকে?
ক) বহুপত্নী পরিবারে
খ) বহুপতি পরিবারে
গ) একপত্নী পরিবারে
ঘ) একপতি পরিবারে
২৪. বাংলাদেশে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙ্গে যাওয়ার কারণ হলো -
ক) দারিদ্র্য ও জনসংখ্যা বৃদ্ধি
খ) শিল্পায়ন ও নগরায়ণ
গ) নিরক্ষরতা ও অজ্ঞতা
ঘ) উপরের সব সঠিক?
২৫. বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে পরিবার কয় ধরনের হয়ে থাকে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
২৬. আদিম সমাজ হতে শুরু করে আজ পর্যন্ত পরিবারের কিসে অনেক পরিবর্তন ঘটেছে?
ক) চিন্তা, চেতনা ও ভাবাদর্শ
খ) গঠন, চেতনা ও আধুনিকতা
গ) গঠন, বৈশিষ্ট্য ও গতানুগতিক ধারা
ঘ) গঠন, কার্যাবলি ও কাঠামো
২৭. কোন শিক্ষা মনের সংকীর্ণতা দূরীভূত করে?
ক) চেতনার
খ) সভ্যতার
গ) সম্প্রীতির
ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানের
২৮. একজন পুরুষের সঙ্গে একাধিক নারীর বিবাহের ভিত্তিতে কোন ধরনের পরিবার গড়ে ওঠে?
ক) যৌথ
খ) একপত্নী
গ) বহুপতি
ঘ) বহুপত্নী
২৯. কোন ধরনের পরিবারে বিবাহের পর নবদম্পতি স্বামীর পিতৃ গৃহে বসবাস করে?
ক) মাতৃতান্ত্রিক
খ) নয়াবাস
গ) মাতৃবাস
ঘ) পিতৃবাস
৩০. অন্তর্গোত্র বিবাহভিত্তিক পরিবার কোন ধর্মে দেখা গেছে?
ক) মুসলমান
খ) হিন্দু
গ) বৌদ্ধ
ঘ) খ্রিষ্টান
৩১. সামাজিকীকরণ বলতে আমরা বুঝি -
ক) পারস্পরিক নির্ভরশীলতা
খ) নতুন পরিবেশে নিজেকে অভিযোজনের কৌশল
গ) একজন পরিপূর্ণ সামাজিক মানুষ হওয়ার প্রক্রিয়া
ঘ) উপরের সব সঠিক?
৩২. পরিবার গঠনের পূর্বশর্ত হলো -
ক) আয়-উপার্জন
খ) দল গঠন
গ) বিবাহ
ঘ) উপরের সব সঠিক?
৩৩. বর্ধিত পরিবারের লক্ষণ কী?
ক) দুই পুরুষের বন্ধন
খ) এক পুরুষের বন্ধন
গ) তিন পুরুষের বন্ধন
ঘ) পরিবারের সদস্য সংখ্যা অনেক
৩৪. কোন পরিবারটিকে আধুনিক সভ্য সমাজে দেখা যায় না?
ক) বহুপতি
খ) একপত্নী
গ) নয়াবাস
ঘ) একপত্নী
৩৫. ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, আচার-আচরণ, জ্ঞান-বিজ্ঞান কোন পরিবেশের শ্রেণিভুক্ত?
ক) অর্থনৈতিক
খ) সাংস্কৃতিক
গ) সামাজিক
ঘ) মনস্তাত্ত্বিক
৩৬. যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে কী বলে?
ক) সামাজিক বিন্যাস
খ) সামাজিকীকরণ
গ) সামাজিক স্তর
ঘ) সমাজবদ্ধতা
৩৭. পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার কয় ধরনের হয়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৩৮. মাতৃবাস পরিবার বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর মাঝে দেখা যায়?
ক) চাকমা
খ) মারমা
গ) লুসাই
ঘ) গারো
৩৯. কোনটি স্থানীয় গোষ্ঠী?
ক) শ্রমিক সংঘ
খ) পরিবার
গ) প্রতিবেশী
ঘ) সমাজ
৪০. এস্কিমো কী?
ক) একটি দেশের নাম
খ) একটি উপজাতির নাম
গ) একটি পরিবারের নাম
ঘ) একটি পাহাড়ের নাম
৪১. আমাদের সমাজবদ্ধ জীবনের বৈশিষ্ট্য কী?
ক) মূল্যবোধ
খ) আদর্শ
গ) আচার-ব্যবহার
ঘ) শৃঙ্খলাবোধ
৪২. সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা রাখে -
ক) ব্যক্তির মনে দায়িত্ববোধ সৃষ্টির মাধ্যমে
খ) মানুষকে শিক্ষাদান করার মাধ্যমে
গ) শিশুর মনে মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে
ঘ) উপরের সব সঠিক?
৪৩. মানুষ পরিবার গঠন করে কেন?
ক) সমাজ স্বীকৃতভাবে জৈবিক চাহিদা পূরণের জন্য
খ) বৈষয়িক সমস্যা সমাধানের জন্য
গ) আত্মরক্ষা ও মিলেমিশে থাকার জন্য
ঘ) নিজেকে শক্তিশালী করার জন্য
৪৪. একসময়ে ধর্ম শিক্ষার প্রাণকেন্দ্র ছিল কোনটি?
ক) মসজিদ
খ) গোষ্ঠী
গ) বিদ্যালয়
ঘ) পরিবার
৪৫. দুই স্ত্রী ও আট সন্তান নিয়ে শ্যামলের সংসার। তার পরিবারের ধরন কোনটি?
ক) একপত্নী
খ) বহুপতি
গ) একপতি
ঘ) বহুপত্নী
৪৬. পিতা-মাতা এবং তাদের সন্তান-সন্তুতি ও স্ত্রী-পরিজন নিয়ে কোন ধরনের পরিবার গঠিত হয়?
ক) বর্ধিত
খ) মাতৃবাস
গ) একক
ঘ) পিতৃবাস
৪৭. গ্রাম ও শহর উভয় সমাজেই শিশু লালিত-পালিত হয় কোথায়?
ক) গোত্রে
খ) প্রতিষ্ঠানে
গ) সম্প্রদায়ে
ঘ) পরিবারে
৪৮. ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি কয়টি?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৪৯. কোন পরিবারে বিবাহিত পুত্র ও তার সন্তানাদিসহ পিতামাতার কর্তৃত্বাধীনে এক সংসারে বাস করে?
ক) একক পরিবারে
খ) যৌথ পরিবারে
গ) পিতৃপ্রধান পরিবারে
ঘ) বহুপত্নীক পরিবারে
৫০. পরিবারের সাথে মানুষের সম্পর্ক কেমন?
ক) স্বাভাবিক
খ) গতানুগতিক
গ) অকৃত্রিম ও নিবিড়
ঘ) অপ্রয়োজনীয়
৫১. অন্তর্গোত্রভিত্তিক বিবাহের উদ্দেশ্য কী?
ক) নিজেদের মধ্যে জানাশোনা
খ) গোত্রে গোত্রে মিল রাখা
গ) রক্তের বন্ধন ও বিশুদ্ধতা রক্ষা
ঘ) গোত্রকে আলাদা হতে না দেওয়া
৫২. আদর্শ পরিবার কোনটি?
ক) বহুপতি পরিবার
খ) বহুপত্নী পরিবার
গ) একপত্নী পরিবার
ঘ) একক পরিবার
৫৩. পরিবারের মধ্যে সংঘটিত হয় -
ক) সন্তান প্রতিপালন
খ) মূল্যবোধ গঠন
গ) অধিকার সচেতনতা সৃষ্টি
ঘ) উপরের সব সঠিক?
৫৪. শিশুর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কী?
ক) পরিবার
খ) সামাজিক প্রতিষ্ঠান
গ) ধর্মীয় প্রতিষ্ঠান
ঘ) স্থানীয় গোষ্ঠী
৫৫. ব্যক্তির ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে -
ক) প্রামাণ্য চলচ্চিত্র
খ) সামাজিক চলচ্চিত্র
গ) জীবনভিত্তিক চলচ্চিত্র
ঘ) উপরের সব সঠিক?
৫৬. কোনটি থেকে সমাজের উৎপত্তি?
ক) গোত্র
খ) দল
গ) দলবদ্ধ মানুষ
ঘ) পরিবার
৫৭. অধিকাংশ হিন্দু পরিবার বর্ণপ্রথাকে কী মনে করে?
ক) ঐতিহ্য
খ) ধর্মীয় নির্দেশ
গ) কুসংস্কার
ঘ) পারিবারিক ধারাবাহিকতা
৫৮. বাংলাদেশে কোন সমাজে বর্ধিত পরিবার দেখা যায়?
ক) গ্রামীণ কৃষি সমাজে
খ) গ্রামীণ মুসলিম সমাজে
গ) গারো সমাজে
ঘ) চাকমা সমাজে
৫৯. সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে -
ক) পরিবার ও বাবা
খ) পরিবার ও মা
গ) সাংস্কৃতিক জ্ঞান
ঘ) উপরের সব সঠিক?
৬০. বাকের সম্প্রতি বিয়ে করেছে। সে বাবা-মার সাথে না থেকে স্ত্রীকে নিয়ে নতুন বাসায় উঠেছে। বাকেরের পরিবারটি কোন ধরনের?
ক) পিতৃবাস
খ) মাতৃবাস
গ) একপত্নী
ঘ) নয়াবাস
৬১. শিশুর মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে -
ক) শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মকানুন
খ) ধর্মীয় বিধি-বিধান
গ) পারিবারিক সম্প্রীতি
ঘ) উপরের সব সঠিক?
৬২. কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৬৩. মানবসমাজে পরিবারের কার্যাবলি কীরূপ?
ক) সংকুচিত
খ) বহু ধারায় বিভক্ত
গ) অবিন্যস্ত
ঘ) বহুমাত্রিক
৬৪. বাংলাদেশের খাসিয়া ও গারোদের পরিবার কেমন?
ক) মাতৃসূত্রীয় পরিবার
খ) পিতৃসূত্রীয় পরিবার
গ) পিতৃপ্রধান পরিসার
ঘ) মাতৃবাস পরিবার
৬৫. এক বিবাহ পরিবারের বৈশিষ্ট্য -
ক) স্বামী-স্ত্রীসহ মিলেমিশে বসবাস করা
খ) দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে
গ) দুজনে একই সমাজের রীতিনীতি মেনে চলে
ঘ) উপরের সব সঠিক?
৬৬. নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সাথে আমাদের কী করতে হবে?
ক) বিরোধে জড়াতে হবে
খ) মোকাবেলা করতে হবে
গ) খাপ খাইয়ে চলতে হবে
ঘ) সমতা করার চেষ্টা করতে হবে
৬৭. একক পরিবারের অপর নাম কী?
ক) অনু পরিবার
খ) একজনের পরিবার
গ) দুইজনের পরিবার
ঘ) সন্তানহীন পরিবার
৬৮. গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কোনটি?
ক) প্রতিষ্ঠান
খ) ধর্ম
গ) পরিবার
ঘ) বিবাহ
৬৯. গারোদের পরিবার -
ক) মাতৃ বংশানুক্রমিক
খ) পিতৃতান্ত্রিক
গ) মাতৃবাস
ঘ) উপরের সব সঠিক?
৭০. শিশুদের শিক্ষার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান -
ক) কিন্ডারগার্টেন
খ) শিশু একাডেমী
গ) ধর্মীয় প্রতিষ্ঠান
ঘ) উপরের সব সঠিক?
৭১. সামাজিকীকরণ একটি -
ক) জীবনব্যাপী প্রক্রিয়া
খ) চলমান প্রক্রিয়া
গ) নতুনভাবে খাপ খাওয়ানোর প্রক্রিয়া
ঘ) উপরের সব সঠিক?
৭২. স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারের ধরন কয়টি?
ক) ২
খ) ৩
গ) ৬
ঘ) ৭
৭৩. বহুপতি পরিবার একসময় দেখা যেত -
ক) তিব্বতে
খ) বাংলাদেশের উত্তরাঞ্চলে
গ) দক্ষিণ ভারতের মালাগড়ে
ঘ) উপরের সব সঠিক?
৭৪. নয়াবাস পরিবারে নবদম্পতি কীভাবে বসবাস করে?
ক) পৃথক বাড়িতে
খ) স্ত্রীর পিতার বাড়িতে
গ) স্বামীর পিতার বাড়িতে
ঘ) স্ত্রীর নিজস্ব বাড়িতে
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
রবি বিয়ে করেছেন পাশের গ্রামের নোমান চৌধুরীর কন্যা সোমাকে, বিয়ের পর সোমাকে নিয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। নোমান চৌধুরী মাঝে মধ্যে এসে সোমাকে দেখে যান।
৭৫. বিবাহোত্তর স্বামী-স্ত্রীর বসবাসের স্থানের ওপর ভিত্তি করে রবি কোন ধরনের পরিবারের সদস্য?
ক) নয়াবাস
খ) মাতৃবাস
গ) পিতৃবাস
ঘ) মাতৃতান্ত্রিক
৭৬. রবির পরিবারের মতো পরিবার লক্ষ করা যায় -
ক) কৃষক সমাজে
খ) গ্রামাঞ্চলে
গ) আমাদের সমাজে
ঘ) উপরের সব সঠিক?
===================================
উত্তরমালা
১.সঠিক উত্তর: (গ)
২.সঠিক উত্তর: (খ)
৩.সঠিক উত্তর: (ক)
৪.সঠিক উত্তর: (ঘ)
৫.সঠিক উত্তর: (গ)
৬.সঠিক উত্তর: (গ)
৭.সঠিক উত্তর: (ঘ)
৮.সঠিক উত্তর: (ঘ)
৯.সঠিক উত্তর: (ক)
১০.সঠিক উত্তর: (ঘ)
১১সঠিক উত্তর: (গ)
১২.সঠিক উত্তর: (ক)
১৩.সঠিক উত্তর: (গ)
১৪.সঠিক উত্তর: (ক)
১৫.সঠিক উত্তর: (ঘ)
১৬.সঠিক উত্তর: (খ)
১৭.সঠিক উত্তর: (ঘ)
১৮.সঠিক উত্তর: (ক)
১৯.সঠিক উত্তর: (ক)
২০.সঠিক উত্তর: (ক)
২১.সঠিক উত্তর: (গ)
২২.সঠিক উত্তর: (গ)
২৩.সঠিক উত্তর: (ক)
২৪.সঠিক উত্তর: (ক)
২৫.সঠিক উত্তর: (ক)
২৬.সঠিক উত্তর: (ঘ)
২৭.সঠিক উত্তর: (গ)
২৮.সঠিক উত্তর: (ঘ)
২৯.সঠিক উত্তর: (ঘ)
৩০.সঠিক উত্তর: (খ)
৩১.সঠিক উত্তর: (খ)
৩২.সঠিক উত্তর: (গ)
৩৩.সঠিক উত্তর: (গ)
৩৪.সঠিক উত্তর: (ক)
৩৫.সঠিক উত্তর: (খ)
৩৬.সঠিক উত্তর: (খ)
৩৭.সঠিক উত্তর: (ক)
৩৮.সঠিক উত্তর: (ঘ)
৩৯.সঠিক উত্তর: (ক)
৪০.সঠিক উত্তর: (খ)
৪১.সঠিক উত্তর: (ক)
৪২.সঠিক উত্তর: (ঘ)
৪৩.সঠিক উত্তর: (ক)
৪৪.সঠিক উত্তর: (ঘ)
৪৫.সঠিক উত্তর: (ঘ)
৪৬.সঠিক উত্তর: (ক)
৪৭.সঠিক উত্তর: (ঘ)
৪৮.সঠিক উত্তর: (ক)
৪৯.সঠিক উত্তর: (খ)
৫০.সঠিক উত্তর: (গ)
৫১.সঠিক উত্তর: (গ)
৫২.সঠিক উত্তর: (গ)
৫৩.সঠিক উত্তর: (ঘ)
৫৪.সঠিক উত্তর: (ক)
৫৫.সঠিক উত্তর: (খ)
৫৬.সঠিক উত্তর: (ঘ)
৫৭.সঠিক উত্তর: (গ)
৫৮.সঠিক উত্তর: (ক)
৫৯.সঠিক উত্তর: (ক)
৬০.সঠিক উত্তর: (ঘ)
৬১.সঠিক উত্তর: (ক)
৬২.সঠিক উত্তর: (খ)
৬৩.সঠিক উত্তর: (ঘ)
৬৪.সঠিক উত্তর: (ক)
৬৫.সঠিক উত্তর: (ক)
৬৬.সঠিক উত্তর: (গ)
৬৭.সঠিক উত্তর: (ক)
৬৮.সঠিক উত্তর: (গ)
৬৯.সঠিক উত্তর: (গ)
৭০.সঠিক উত্তর: (ক)
৭১.সঠিক উত্তর: (ঘ)
৭২.সঠিক উত্তর: (খ)
৭৩.সঠিক উত্তর: (গ)
৭৪.সঠিক উত্তর: (ক)
৭৫.সঠিক উত্তর: (গ)
৭৬.সঠিক উত্তর: (গ)
⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣ (সংগৃহীত, সংকলিত ও পরিমার্জিত) বিপ্লব ব্লগার=০১৬১৬৯১৮৮৮৮ আপনাদের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র এ প্রয়াস। আশাকরি সবার কাজে লাগবে। কোন উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল করুন,আপডেট করে দেওয়া হবে। অথবা সঠিক উত্তরটি আপনারা মোবাইল এর মাধ্যমে ০১৬১৬৯১৮৮৮৮ জানাবেন। আমরা আপডেট করে দেবো। ★বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন। পোস্টটি ভাল লাগলে শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।
-ধন্যবাদ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ"
Post a Comment