প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান-০৩
; ২০১০ সালে।
► তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
; ডাউকি।
► BTRC এর ইংরেজী পূর্ণরূপ কোনটি?
; Bangladesh Telecommunication Regulatory Commission.
► বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
; ; সৈয়দপুর।
► বাংলাদেশের White Gold কোনটি?
; চিংড়ি।
► বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়?
; কক্সবাজার।
► সোনালিকা; ও আকবর; বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?
; উন্নত জাতের গমের নাম।
► আলোকিত মানুষ চাই; এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?
; বিশ্ব সাহিত্য কেন্দ্র।
► যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে : দর্পণ। (২৩ তম BCS )
► মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য : ১৮ ইঞ্চি প্রায়। (২৮ তম BCS )
► মাছ অক্সিজেন নেয় : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। (১০ তম BCS )
► বাদুড় চলাফেরা করে : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম BCS )
► এনজিও প্লাষ্টি হচ্ছে : হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
► আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে : অক্সিজেন ও গ্লুকোজ। (১;০ তম BCS )
► যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় : সূর্য গ্রহণ। (২৩ তম BCS )
► ‘গ্যালিলিও’ হলো : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS )
► সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে : ১০ নিউটন। (১০ তম BCS)
► সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা : ফ্যাদোমিটার। (২০ তম BCS )
► দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়। (২৮ তম BCS)
► ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ। (২২ তম BCS)
► উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।(২২ তম BCS)
► বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর : ৫ জুন। (৩০তম বিসিএস)।
► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস। (২৫তম বিসিএস)।
► জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায়। (১৮তম বিসিএস)।
► ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম : সাত সাগরের মাঝি।(২৯ তম BCS)
► ‘অনল প্রবাহ’ রচনা করেন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।(২৯ তম BCS)
► রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ : একটি উপন্যাস।(২৪ তম BCS)
► ‘বত্রিশ সিংহাসন’ এর রচয়িতা : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। (২৬ তম BCS)
► বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় : বিহারীলাল চক্রবর্তীকে। (১১ তম BCS)
► কোন দেশ শিশুদের ইংরেজি শেখানোর জন্য রোবট শিক্ষক নিযুক্ত করেছে? -দক্ষিণ কোরিয়া।
► যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? -ফ্লোরিডা।
► কোন দেশ তার প্রাইমারি স্কুলগুলোর কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল বই চালুর পরিকল্পনা করেছে? -জাপান।
► ২০১২ সালে সুইজারল্যান্ডের সাময়িকী গ্লোবাল জার্নাল; বিশ্বের সেরা এনজিও কোনটি? ; উইকিমিডিয়া ফাউন্ডেশন। (বাংলাদেশের ব্রাক ৪র্থ ও আশা ৩২তম);।
► বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে অনশনরত কবি ও মানবাধিকার নেত্রীর নাম কি? ; ইরম শর্মীলা (মণিপুর, ভারত)।
► ‘ফেয়ার ফ্যাক্স’ কি? -গোয়েন্দা সংস্থার নাম।
► সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন করে কবে? -১৯৭১ সালে।
► লেডি উইথ দি ল্যাম্প হিসেবে কাকে অভিহিত করা হয়? -ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
► বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোথায় অবস্থিত? ; মেক্সিকোতে।
► বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি? ; বালুয়ার্তে সেতু, এর স্প্যানের উচ্চতা ৪০৩ মিটার বা ১৩২২ ফুট।
► বিশ্বের কতটি দেশের কাছে ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন (SSBN) রয়েছে ও কি কি? ; ৬টি, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারত।
► বিশ্বের বৃহত্তম তথ্যপ্রযুক্তি উৎসবের নাম কি? ; ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (CES)।
► উত্ত;র কোরিয়ার সর্বোচ্চ নেতার নাম কি? ; কিম জং উন।
► সাবেক পূর্ব জার্মানির গোয়েন্দা পুলিশের নাম কি ছিল? ; স্ট্যাসি ( প্রতিষ্টা ৯ ফেব্রুয়ারী ১৯৫০ ; বিলুপ্ত ৪ অক্টোবর ১৯৯০)।
► নাসার সাম্প্রতিক চন্দ্রাভিযানের নাম কি? GRAIL ( Gravity Recovery And Interior Laboratory).
► সার্কের প্রথম নারী মহাসচিব কে? ; ফাতিমা দিয়ানা সাঈদ।
► সার্কের প্রথম নারী মহাসচিব কবে পদত্যাগ করেন? ; ২০ জানুয়ারী ২০১২।
► জেমস বন্ড সিরিজের ২৩তম চলচ্চিত্রের নাম কি? ; স্কাইফল।
► সৃজনশীল পদ্ধতিতে পাঠদান পদ্ধতির উদ্ভাবক কে? ; মনোবিজ্ঞানী বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম (যুক্তরাষ্ট্র)।
► আধুনিক পুলিশের জনক কে? ; স্যার রবার্ট পিল (ব্রিটেন)।
► দ্যা গ্রান্ড ডিজাইন; গ্রন্থের লেখক কে? ; স্টিফেন হকিং।
► বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি? বাংলাদেশ-ভারত সীমান্ত।
► বনি ওয়ালিদ; শহর কোন দেশে অবস্থিত? ; লিবিয়া।
► ইউরোপীয় ইউনয়নের চুক্তির আওতায় কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয়? ; ডেনমার্ক ও যুক্তরাজ্য।
► ইন্টারনেট আগ্রাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দুটি আইনের নাম কি? SOPA এবং PIPA.
► SOPA এবং PIPA এর পূর্ণরুপ কি? ; Stop Online Piracy Act এবং Protect Intellectual Property Act.
► মাদার তেরেসা কোন দেশে জন্ম গ্রহণ করেন- আলবেনিয়া(২৬তম বিসিএস) ।
► রাজীব গান্ধীর হত্যাকরী নারীর নাম- নলিনী ।
► বিশ্বের প্রথম মহিলা স্পিকার- ফাহমিদা মির্জা ।
► শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলার নাম- বার্থাভন সুটনার(অস্ট্রিয়া) ।
► মানবাধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরিত হয়- ১৯৪৮ সালে(২৪তম বিসিএস) ।
► একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে- পাঁচটি ।
► ভারি পানির সংকেত- D2O ।
► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরের নাম- নাজনীন সুলতানা ।
► পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়- ১৫-১৯ মার্চ ২০১১ ।
► শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা ।
► বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকনোটটির দৈর্ঘ্য ছিল ২২×৩০সেন্টিমিটার, যা একটি বইয়ের পাতার চেয়েও বড়!! ১৪ শতকে চীনে এই ব্যাংকনোট ব্যবহৃত হতো।
► ১৬৪৪ সালে সুইডেনে পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের মুদ্রার প্রচলন করা হয়। ১০ ক্রোনারের এই মুদ্রাটির ওজন ১৯ দশমিক ৭১ কেজি।
► পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ও কম ওজনের মুদ্রাটি হলো ‘জাওয়া’, রুপা দিয়ে তৈরি এই মুদ্রাটি ১৭৪০সালে নেপালে প্রচলন করা হয়। এর ওজন ছিল মাত্র ০.০০২ গ্রাম।
► ১৩ শতকে কাগজি নোটের প্রথম প্রচলন ঘটে চীনে। ১৬৯০ সালে যুক্তরাষ্ট্রে ও ১৬৯৫ সালে ইউরোপে প্রথম ব্যাংকনোটের প্রচলন শুরু হয়।
► ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর বাজারে ছাড়া প্রথম ২ টাকা নোটের ডিজাইনার কে? ; রফি উদ্দিন আহমদ।
► বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী নৌপথ কোনটি? -হরমুজ প্রণালী।
► যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন : ফ্রাঙ্কলিন রুজভেল্ট (২৬তম বিসিএস)।
► ভূতাত্ত্বিক কারণে প্রতিবছর প্রায় দুই ফুট করে বাড়ে এভারেস্টের উচ্চতা।
► পশ্চিম গোলার্ধে সবচেয়ে গরিব দেশ হাইতিতে ক্ষুধার জ্বালায় কাদা দিয়ে তৈরী পিঠা খাওয়া হয়।
► এশিয়ার একমাত্র খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র- ফিলিপাইন (৯৩% জনগণ)।
► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১।
► তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলার মধ্যে দিয়ে।
► ওসামা বিন লাদেনের মরদেহ যে রণতরীতে করে সাগরে সমাহিত করা হয় তাঁর নাম ; USS কার্ল ভিনসন।
► ৩০ নভেম্বর ২০১১ অবমুক্ত করা চীনের নতুন নকশায়িত বৈজ্ঞানিক গবেষনা জাহাজের নাম ; কেঝু (Kexue)।
► সবচেয়ে কম বয়সে (১৫ বছর) সাত মহাদেশের শীর্ষ সাত পর্বত চূড়ায় আরোহণ করেন ; যুক্তরাষ্ট্রের জর্ডান রোমেরো।
► ২০১১ সালের ২৬ নভেম্বর নাসা মঙ্গল গ্রহে যে অনুসন্ধানী যান পাঠায় তার নাম ; কিউরিসিটি, প্রকৃত নাম দ্যা মার্স সা;য়েন্স ল্যাবরেটরী (MSL)।
► ২০১১ সালে যে তিনটি দেশে শ্রম উয়িং খোলা হয় ; জাপান, ইতালি ও জর্ডান, (মোট ১৬টি এ নিয়ে)।
► হিমছড়ি ঝরণার অন্য নাম ; পরিমুড়া।
► বাংলাদেশের বিমান বাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হওয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপনযোগ্য সল্প পাল্লার ক্ষেপণাস্রের নাম ; এফএম-৯০।
► বাংলাদেশের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগ্রামারের নাম ; ওয়াসিক ফারহান রূপকথা।
► বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম কি? IBM 1620
► বাংলাদেশে প্রথম কবে এবং কোথায় কম্পিউটার স্থাপিত হয়? ১৯৬৪ সালে ঢাকায় পরমাণু শক্তিকেন্দ্রে।
► বাংলাদেশ সাব মেরিন ক্যাবল যুক্ত হওয়ার চুক্তি স্বাক্ষর করে কবে? ২৭ মার্চ ২০০৪।
► বিজিবির সর্বপ্রথম নাম কি ছিল? রামগড় লোকাল ব্যাটালিয়ন।
► স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন্? মোহাম্মদ উল্লাহ্।
► জাতিসংহের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভেলি
► কবে সর্বপ্রথম বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অপারেশন করা হয়? জুন ২০১০।
► যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইসের লিখিত আত্মজীবনী ; No Higher Honor.
► বিশ্বের বৃহত্তম সৌরচালিত নৌকা ; এম টুরানোর প্লানেট সোলার।
► বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন তিন সদস্য দেশ ; রাশিয়া, সামোয়া ও মন্টিনিগ্রো।
► ৫ আগস্ট ২০১১ নাসা কর্তৃক প্রেরিত মানুষ বিহীন নভোযান ; জুনো।
► বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি হয় ; ৩১ অক্টোবর ২০১১।
► The Green Book গ্রন্থটির লেখক ; কর্ণেল গাদ্দাফি।
► NDI কোন দেশভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষন সংস্থা? যুক্তরাষ্ট্র।
► এভারেস্টের চূড়া থেকে ১ম মোবাইল কল করেন রড ব্যাবার (বৃটিশ নাগরিক্) ২১ মে ২০০৭। চায়না টেলিকম সংস্থার স্থাপিত টাওয়ারের সাহায্যে কলটি করেন। ব্যবহার করেছিলেন মটোরোলার মোটোরেজর জেড-৮ সেট।
► বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি এবং কবে স্বীকৃতি পায়? আম স্বীকৃতি পায় ১৫ নভেম্বর ২০১০।
► পৃথিবীর শীতলতম স্থান ; রাশিয়ার ভারখয়ানস্ক্।
► বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল ; ২ বার।
► দুই টাকার ন;োট হচ্ছে সর্বোচ্চ সরকারি নোট্। এক এবং দুই টাকার নোট ছাপে অর্থমন্ত্রনালয় তাই এ দুটি নোটকে সরকারি নোট বলা হয়্। বাকি নোট ছাপা হয় বাংলাদেশ ব্যাংক থেকে।
► ১৩ শতকে কাগজি নোটের প্রথম প্রচলন ঘটে চীনে। ১৬৯০ সালে যুক্তরাষ্ট্রে ও ১৬৯৫ সালে ইউরোপে প্রথম ব্যাংকনোটের প্রচলন শুরু হয়।
► আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ? ভেদরগঞ্জ,শরীয়তপুর।
► বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
► বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু হচ্ছে ;Jiaozhou Bay Bridge;। এটির দৈর্ঘ্য ৪২.৫ কিলোমিটার্। সেতুটি তৈরি করতে প্রায় ১০০০০ লোকের ৪ বছর সময় লেগেছে। খরচ হয়েছে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার্। সেতুটি ৩০ জুন ২০১১ তারিখে চালু হয়েছে। এটি চীনে অবস্থিত।
► কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল? ৫১টি
► নীল নদ বর্তমানে ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, দেশ গুলো হল
Ethiopia, Sudan, South Sudan, Egypt, Uga;nda, Congo, Kenya, Tanzania, Rwanda, Burundi, Eritrea
► মাথায় বল নিয়ে দীর্ঘপথ হাঁটে গিনেস বুকে স্থান পাওয়া হালিম কত কি.মি. হেটেছেন? ১৫.২ কি.মি.।
► মায়ানমারের পূর্বের রাজধানীর নাম ;Yangon;। বর্তমান রাজধানীর নাম ;Nay Pyi Taw; (officially spelled) ।
► মার্কিন যুক্তরাষ্ট্র কে ;স্ট্যাচু অব লিবার্টি; উপহার দেয় কোন দেশ? ফ্রান্স।
► সর্বপ্রথম কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন আসে? ১লা ডিসেম্বর ১৯৮০।
► ;বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান্; এই কালজয়ী গ্রন্থটি সম্পাদনা করেছেন মুহম্মদ শহীদুল্লাহ্।
► ইন্টারপোল গঠিত হয় ১৯২৩ সালে। বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে ১৯৭৬ সালে।
► জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায় (১৮তম বিসিএস)।
► মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর : মেলানিন (২৭তম বিসিএস)।
► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস)।
► যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে : ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস)।
► ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম : ডলি (১৯তম বিসিএস)।
; • কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য : লৌহ (১০তম বিসিএস)।
► সৌরজগৎ আবিষ্কার করেন : এন. কোপার্নিকাস।
► ম্যালেরিয়া যে ধরনের জীবাণু : পরজীবী।
► প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার।
► পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী : হাইড্রোজেন সালফাইড।
► বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় : নাইক্রোম তার।
► জাতিসংঘ দ্বিতীয়বারের মত ;আদিবাসী দশক্; ঘোষনা করে ২০০৫-২০১৪ সাল পর্যন্ত।
► জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ; ১৯৭৩।
► নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম ; দি হিউম্যান ফ্যাক্টর।
► কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? ; রাশিয়া।
► ব্রিটেনের ক্রিমিনাল কোর্টে নিযুক্ত প্রথম বাংলাদেশী জজ : ব্যারিষ্টার আখলাক চৌধুরী।
► ব্রিটেনের আইনসভার নিন্মকক্ষ ‘হাউস অব কমন্স’ এর প্রথম বাংলাদেশী এমপি : রুশনারা আলী।
► বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে : ৬ ফেব্রুয়ারি ২০১০।
► ডলুরা শুল্ক ষ্টেশন অবস্থিত : সুনামগঞ্জ।
► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক : অধ্যাপিকা হান্নানা বেগম।
► কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল ‘টাইগার লিডার’ : মীর শওকত আলী।
► বাংলাদেশে কত সনে ভ্যাট চালু হয়্? ; ১৯৯১
► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish.
► ‘রেড স্কোয়ার’ অবস্তিত : মস্কোয়।
► পারস্য উপসাগরে যে দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ।
► বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস।
► ‘রয়টার’ যে দেশের সংবাদ সংস্তা : যুক্তরাজ্য।
► বিশ্বের সর্ববৃহৎ প্রাণী : নীল তিমি।
► ‘সিমলাইন’ হলো : ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী।
► WTO; প্রতিষ্ঠিত হয় : ১ জানুয়ারি ১৯৯৫।
► ‘পার্থ’ হলো : যুক্তরাষ্ট্রের ;প্রেসিডেন্টের অফিস।
► ইরান ২য় বিশ্বযুদ্ধে সমর্থন করে : জার্মানিকে।
► চীনের রাজাকে বলা হতো : Son of God.
► দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম : ৩৮০ অক্ষরেখা।
► ভুটানের মুদ্রার নাম : গুলট্রাম।
► আফগানিস্তানের প্রধান ভাষা : পশতু।
► সূর্যোদয়ের দেশ বলা হয় : জাপানকে।
► বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া।
► থাইল্যান্ডের পূর্বনাম : শ্যামদেশ।
► ‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি যার : লর্ড ব্রাইস।
► ;The Wings of Fire; বইটির লেখক : এ.পি.জে. আব্দুল কালাম (ভারত)।
► ‘পানমুনজাম’ স্তানটি যে দুটি দেশের সীমান্তে অবস্থিত : উত্তর ও দক্ষিণ কোরিয়া।
► ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ : মিশর।
► গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে : ইসরাইল ও মিশর।
► গ্রে উলফ নামে পরিচিত : কামাল আতাতুর্ক।
► বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল— সিপাহী
► সনাতন ধর্মের ভিত্তি কী? বেদ
► টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর
► স্পেনের জাতীয় নাম কী? হিসপানিয়া
► ফিলিস্তিনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু
► কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি? ইন্দোনেশিয়ায়
► ইন্টারপোল গঠিত হয় কবে? ১৯২৩ সালে
► তাইওয়ান কত সালে চীনের কাছে জাতিসংঘের সদস্যপদ হারায়? ১৯৭১ সালে
► ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু করেন কে? মহাত্মা গান্ধী
► ‘The spirit of Islam’ গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ আমীর আলী
► পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ
► সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে? অগাস্ট কোঁৎ
► আইএসআই কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা? পাকিস্তান
► ভিওআইপি কী? ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
► মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোজম থাকে? ২৩ জোড়া
► পানির গভীরতা মাপার একক কী? ফ্যাদম
► উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়? ফ্যাটি এসিড ও গ্লিসারল
► কাপ্তাই পানিবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য— জলাধারে পানি জমিয়ে রাখা হয়
► তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ
► বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত? ৫৫ শতাংশ
► পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় : কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।
► পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর : হ্যামার ফাষ্ট।
► বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল : সুয়েজ খাল। (খনন-১৮৬৯, জাতীয়করণ-১৯৫৬ সালে, দৈর্ঘ্য ১৬৪ কি.মি., অবস্থান-মিশর)।
► মিন্দানাও দ্বীপটি অবস্থিত : ফিলিপাইনে।
► ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় : মিশর ও ইসরাইলের মধ্যে (১৯৭৮ সালে)।
► বিশ্বের দীর্ঘতম রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান।
► পৃথিবীর উচ্চতম রাজধানী : লাপাজ, বলিভিয়া।
► বিশ্বের বৃহত্তম অরণ্য : তৈগা।
► গ্রেট হল অবস্থিত : চীনে।
► সাদা রাশিয়া বলা হয় : বেলারুশকে।
► জাতিসংঘের প্রথম মহাসচিব : ট্রিগভেলি (নরওয়ে)।
► জাতিসংঘ বিশ্ববিদ্যালয় যে দেশে অবস্থিত : জাপানে।
► পৃথিবীর দীর্ঘতম নদী : নীল নদ।
► হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল : গেষ্টাপো।
► বার্লিন প্রাচীরের পতন ঘটে : ১৯৮৯ সালে।
► ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় : রোম চুক্তির মাধ্যমে।
► আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে।
► পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান : ভারতের।
► ‘এক দেশ দুই পদ্ধতি নীতি’ চালু : চীনে।
► উত্তর আমেরিকার আদিম অধিবাসীকে বলা হয় : রেড ইন্ডিয়ান।
► বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত : তুরষ্কে।
► সমুদ্রের বধূ বলা হয় : গ্রেট ব্রিটেনকে।
► পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি : পিগমি।
► সাত পাহাড়ের শহর বলা হয় : রোমকে।
► পূর্বে চীনে যে নামে পরিচিত ছিল : ক্যাথে।
► ইরাকের পূর্ব নাম : মেসোপটেমিয়া।
► ফরাসি বিপ্লবের শিশু বলা হয় : নেপোলিয়নকে।
► বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকনোটটির দৈর্ঘ্য ছিল ২২×৩০সেন্টিমিটার, যা একটি বইয়ের পাতার চেয়েও বড়!! ১৪ শতকে চীনে এই ব্যাংকনোট ব্যবহৃত হতো।
► ১৬৪৪ সালে সুইডেনে পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের মুদ্রার প্রচলন করা হয়। ১০ ক্রোনারের এই মুদ্রাটির ওজন ১৯ দশমিক ৭১ কেজি।
► পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ও কম ওজনের মুদ্রাটি হলো ‘জাওয়া’, রুপা দিয়ে তৈরি এই মুদ্রাটি ১৭৪০সালে নেপালে প্রচলন করা হয়। এর ওজন ছিল মাত্র ০.০০২ গ্রাম।
► ১৩ শতকে কাগজি নোটের প্রথম প্রচলন ঘটে চীনে। ১৬৯০ সালে যুক্তরাষ্ট্রে ও ১৬৯৫ সালে ইউরোপে প্রথম ব্যাংকনোটের প্রচলন শুরু হয়।
► ভূতাত্ত্বিক কারণে প্রতিবছর প্রায় দুই ফুট করে বাড়ে এভারেস্টের উচ্চতা।
► পশ্চিম গোলার্ধে সবচেয়ে গরিব দেশ হাইতিতে ক্ষুধার জ্বালায় কাদা দিয়ে তৈরী পিঠা খাওয়া হয়।
► এশিয়ার একমাত্র খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র- ফিলিপাইন (৯৩% জনগণ)।
► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১।
► তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলার মধ্যে দিয়ে।
► ‘আল-জাজিরা’ যে দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল : কাতার।
► সানডে টাইমস পত্রিকাটি প্রকাশিত হয় : লন্ডন থেকে।
► “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
► আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে।
► ‘East london; অবস্থিত : দক্ষিণ আফ্রিকায়। (২৯ তম BCS)
; ► শুধুমাত্র একটি মাত্র খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন তো সেটি কী? -মধু।
► আমেরিকান বিজ্ঞানী আলভা এডিসন শৈশবে স্কুল থেকে বিতাড়িত হন খুব অলস বলে। অথচ সারা জীবনে তিনি ১৩০০ অবিষ্কারের জনক। তার সাফল্য সম্পর্কে তিনি বলেন, ১ শতাংশ মেধা আর ৯৯ শতাংশ পরিশ্রম।
► বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ; ৫১৩৮ কি.মি.।
► স্থলসীমা ; ৪৪২৭ কি.মি.।
► জলসীমা ; ৭১১ কি.মি.।
► ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য ; ৪১৫৬ কি.মি.।
; ► মায়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য ; ২৭১ কি.মি.।
► ঢাকা চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
► বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড।
► পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ : সামুদ্রিক শৈবাল
► কম্পিউটারে কম্পোজ শুরু হয় ১৯৮৭ সাল থেকে।
► মানুষের দর্শনাভূতির স্তায়িত্ব কাল : ০.১ সেকেন্ড
► লেবুতে যে এসিড পাওয়া যায় : সাইট্রিক এসিড
► আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী মাসল অবস্থিত আমাদের জিভ-এ।
► যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন : ফ্রাঙ্কলিন রুজভেল্ট (২৬তম বিসিএস)।
► পৃথিবীর প্রায় সব দেশ গুলোতে হাঁচি দিলেই তিনি বলে ওঠেন ;আলহামদুলিল্লাহ/sorry etc. তার আশে পাশের মানুষ বলেন ইয়ারহামুকুমুল্লাহ/Bless you;, কারণটা কী জানেন? আপনি যখন হাঁচি দেবেন তখন ১ মিলি সেকেন্ড এর জন্য আপনার হৃত্পিণ্ড থেমে যায়।
► তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ 63 তম অবস্থানে রয়েছে।
► ইতিহাসে ওয়েব সাইটের যাত্রা 1991 সালের 6 আগস্ট থেকে শুরু হয়ে বর্তমানে বিশ্বব্যাপী ওয়েব সাইটের সংখ্যা এখন 1968 কোটি।
► বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর হচ্ছে সৌদিআরবের ;King Fahd International Airport'(৭৮০ বর্গ কিমি)।
যার আয়তন বাহরাইন (৭৫০ বর্গ কিমি) দেশের চেয়েও বড়।
► বাংলাদেশের কোন চলচ্চিত;্রটি প্রথম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়? মাটির ময়না
► বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে ? ; ১৯৭৪
► বিশ্বের বনভুমির পরিমান সবচেয়ে বেশি? রাশিয়া
► শান্ত সাগর অবস্থিত চাঁদে।
► সুপার নোভা হলো মৃতপ্রায় তারকা।
► পূর্বে শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড।
► শীতকালে ব্যাঙের আত্মগোপন করাকে হাইবারনেশন বলে।
► Orange Revolution বা কমলা বিপ্লব সংঘঠিত হয়েছিল ইউক্রেনে।
► ফুটবল যুদ্ধ সংঘঠিত হয়েছিল ১৯৬৯ সালে।
► যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন; উক্তিটি করেন এডলফ হিটলার।
► কমোডো ন্যাশনাল পার্ক অবস্থিত ইন্দোনেশিয়ায়।
► চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য ৬৪০০কিমি।
► Wailing Wall অবস্থিত জেরুজালেমে।
► বিশ্বের কতটি দেশে পোলিও রোগী আছে? -১৬টি।
► জাপানি কমিক সিরিজ ডোরেমন এর স্রষ্টা কে? -হিরোশি ফুজিমাতো এবং মোতে আবিকো।
► বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী নৌপথ কোনটি? -হরমুজ প্রণালী।
► ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর বাজারে ছাড়া প্রথম ২ টাকা নোটের ডিজাইনার কে? ; রফি উদ্দিন আহমদ।
► দেশের প্রথম টানেল নির্মিত হবে কোথায়? ; পতেঙ্গায় কর্ণফুলি নদীর মোহনায়।
► দেশের দ্বিতীয় ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি কোথায় অবস্থিত? আগ্রাবাদ, চট্রগ্রাম।
► CPGCB এর পূর্ণরুপ কি? ; Coal Power Generation Company of Bangladesh Limited.
► CPGCB কবে গঠিত হয়? ; ২০১১ সালের ডিসেম্বরে।
► স্যান্ড বারলার ক্র্যাব এমন এক প্রজাতীর কাঁকড়া যাদের নাক নেই। তারা পা দিয়েই বিশেষভাবে তাদের নিঃশ্বাস নিয়ে থাকে।
► আমাজনকে “পৃথিবীর ফুসফুস” বলা হয়। কারন, এটি পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের ২০% একাই সরবরাহ করে।
► “লাইকা” পৃথিবীর প্রথম নভোচারী। লাইকা একটি মেয়ে কুকুর। ১৯৫৭ সালে লাইকা প্রথম মহাকাশ ভ্রমণ করে মানুষের পক্ষ থেকে।
► পুরো অ্যান্টারটিকা মহাদেশ জুড়েই কোনো সাপ নেই।
► জেলি ফিশের শরীরের ৯;৫ ভাগই পানি।
► ২৩ মে ২০১০ প্রথম বাংলাদেশী হিসেবে এভারেষ্ট জয় করেন : মুসা ইব্রাহীম।
► রেলপথ মন্ত্রনালয় গঠন করা হয় ৪ ডিসেম্বর ২০১১।
► মানুষের আঙুল আর ঠোটের ছাপ কারোটা কারো সাথে মেলেনা। এবার জেনে রাখুন জেব্রাদের গেয়ে যে কালো ডোরা কাটা দাগ থাকে তা দেখতে সবগুলির এক রকম মনে হলেও আসলে কিন্তু ওদের একজনের গায়ের দাগের সাথে অন্য জনের গায়ের দাগ মিলবেনা। আর এই দাগের পার্থক্যেই ওরা একজন আরেকজনকে আলাদা করে চিনতে পারে।
► আমবার্টা হিমবাহ হচ্ছে অ্যান্টার্কটিকার সবচেয়ে লম্বা হিমবাহ (২৪৯ মাইল)।
► বাংলাদেশে ১৯৯২ সাল থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়।
► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১।
► বাচ্চা বিড়াল চোখ বন্ধ অবস্থায় জন্মায়। ৭ থেকে ১৪ দিন এভাবে চোখ
বন্ধ অবস্থাতেই থাকে।
► ভুটান হল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ।
;
► বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম বিডিনিউজ২৪.কম।
► পৃথিবীর প্রায় ৩২.২ মিলিয়ন মানুষ HIV ভাইরাস দ্বারা আক্রান্ত।
ভালো লাগলে লাইক দিতে ভুলবেননা এতে আমরা উৎসাহিত হই।
► সর্বাধিক সীমানা-বেষ্টিত দেশ দুটি হচ্ছে চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমানা-বেষ্টিত)।
► বিশ্বের উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
► আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্খের নাম ; কিলিমাঞ্জারো।
► ঢাকার প্রাচীনতম মসজিদ হল ; বিনত বিবির মসজিদ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রায় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান-০৩"
Post a Comment