বিল, হাওর, লেক , সমুদ্র, চর ও দ্বীপ

বিল, হাওর, লেক , সমুদ্র, চর ও দ্বীপ


১/ আড়িয়াল বিল অবস্থিত – মুন্সিগঞ্জে।
২/ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদি – আত্রাই।
৩/ বাংলাদেশের ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা হয় – বিল ডাকাতিয়াকে।
৪/ টাঙ্গুয়ার হাওর অবস্থিত – সুনামগঞ্জে।
৫/ বাংলাদেশের সর্বোচ্চ স্বাদু পানির হৃদ – বগা লেক (বান্দরবান)।
৬/ দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক – মহামায়া (চট্টগ্রাম)।
৭/ বাংলাদেশের বৃহত্তম বিল – চলন বিল।
৮/ বাংলাদেশের মিঠাপানিত মাছের প্রধান উৎস – চলন বিল।
৯/ বিল ডাকাতিয়া অবস্থিত – খুলনা জেলার ডুমুরিয়ায়।
১০/ তামাবিল অবস্থিত – সিলেটে।
১১/ চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত – ফয়’স লেক।
১২/ বাংলাদেশের সর্ববৃহৎ হাওর – হাকালুকি হাওর।
১৩/ বিশ্বের বৃহত্তম আসমুদ্র সৈকত – কক্সবাজার সমুদ্র সৈকত।
১৪/ যে সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সুর্যাস্ত দেখা যায় – কুয়াকাটা সমুদ্র সৈকত।
১৫/ বাংলাদেশের সমুদ্র সৈকত দুটি – চট্টগ্রাম ও মংলা।
১৬/ পাথর সমৃদ্ধ ‘ইনানি বিচ’ অবস্থিত – কক্সবাজারে।
১৭/ কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয় – সাগর কন্যা।
১৮/ চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত – কর্ণফুলী নদীর তীরে।
১৯/ কাপ্তাই হৃদ অবস্থিত – রাঙামাটিতে।
২০/ মংলা সমুদ্র বন্দর অবস্থিত – পশুর নদীর তীরে।
২১/ কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকে বলে – ভেঙ্গী ভ্যালী।
২২/ হালদা ভ্যালি অবস্থিত – খাগরাছড়িতে।
২৩/ ‘বলিশিরা ভ্যালি’ অবস্থিত – মৌলভিবাজার জেলায়।
২৪/ ‘নাপিত খালি ভ্যালি’ অবস্থিত – কক্সবাজার।
২৫/ দেশের সবচেয়ে বড় দীঘি – রামসাগর (দিনাজপুর)।
২৬/ ‘দূর্গা সাগর’ অবস্থিত – মাধবপাশা, বরিশাল।
২৭/ মূহুরির চর অবস্থিত – পরশুরাম, ফেনী।
২৮/ দুবলার চর অবস্থিত – সুন্দরবনের দক্ষিণে।
২৯/ পাটনি চর অবস্থিত – সুন্দরবন।
৩০/ চর মানিক ও চর জব্বার – ভোলা।
৩১/ চর কুকরি মুকরি অবস্থিত – ভোলা।
৩২/ চর নিউটন অবস্থিত – ভোলা।
৩৩/ চর আলেকজেন্ডার অবস্থিত—রামগতি, লক্ষীপুর।
৩৪/ উড়ির চর অবস্থিত – সন্দ্বীপ, চট্টগ্রাম।
৩৫/ সোনাদিয়া দ্বীপ বিখ্যাত – সামুদ্রিক মাছ শিকারের জন্য।
৩৬/ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ – সেন্টমার্টিন।
৩৭/ শীতল ঝর্নার পাহাড় আছে – হিমছড়িতে।
৩৮/ মৌলভিবাজার জেলার বড়লেখায় অবস্থিত – মাধবকুন্ডু জলপ্রপাত।
৩৯/ গরম পানির ঝরনা অবস্থিত – সীতাকুন্ড পাহাড়ে।
৪০/ বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম – ভোলা।
৪১/ দেশের বৃহত্তম ব-দ্বীপ – সুন্দরবন।
৪২/ মনপুরা দ্বীপ অবস্থিত – ভোলা জেলায়।
৪৩/ কালা পাহাড় বা পাহাড়ের রাণী বলা হয় – চিম্বুক পাহাড়কে।
৪৪/ বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ – মহেশখালী।
৪৫/ দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত – হাঁড়িয়াভাঙ্গা নদীর মোহনায়, সাতক্ষীরা।
৪৬/ চিম্বুক পাহাড় অবস্থিত – বান্দরবান।
৪৭/ নিঝুম দ্বীপ অবস্থিত – মেঘনার মোহনায়, নোয়াখালী।
৪৮/ চন্দ্রনাথ পাহাড় অবস্থিত – সীতাকুন্ডে।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বিল, হাওর, লেক , সমুদ্র, চর ও দ্বীপ"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে