বিল, হাওর, লেক , সমুদ্র, চর ও দ্বীপ
২/ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদি – আত্রাই।
৩/ বাংলাদেশের ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা হয় – বিল ডাকাতিয়াকে।
৪/ টাঙ্গুয়ার হাওর অবস্থিত – সুনামগঞ্জে।
৫/ বাংলাদেশের সর্বোচ্চ স্বাদু পানির হৃদ – বগা লেক (বান্দরবান)।
৬/ দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক – মহামায়া (চট্টগ্রাম)।
৭/ বাংলাদেশের বৃহত্তম বিল – চলন বিল।
৮/ বাংলাদেশের মিঠাপানিত মাছের প্রধান উৎস – চলন বিল।
৯/ বিল ডাকাতিয়া অবস্থিত – খুলনা জেলার ডুমুরিয়ায়।
১০/ তামাবিল অবস্থিত – সিলেটে।
১১/ চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত – ফয়’স লেক।
১২/ বাংলাদেশের সর্ববৃহৎ হাওর – হাকালুকি হাওর।
১৩/ বিশ্বের বৃহত্তম আসমুদ্র সৈকত – কক্সবাজার সমুদ্র সৈকত।
১৪/ যে সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সুর্যাস্ত দেখা যায় – কুয়াকাটা সমুদ্র সৈকত।
১৫/ বাংলাদেশের সমুদ্র সৈকত দুটি – চট্টগ্রাম ও মংলা।
১৬/ পাথর সমৃদ্ধ ‘ইনানি বিচ’ অবস্থিত – কক্সবাজারে।
১৭/ কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয় – সাগর কন্যা।
১৮/ চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত – কর্ণফুলী নদীর তীরে।
১৯/ কাপ্তাই হৃদ অবস্থিত – রাঙামাটিতে।
২০/ মংলা সমুদ্র বন্দর অবস্থিত – পশুর নদীর তীরে।
২১/ কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকে বলে – ভেঙ্গী ভ্যালী।
২২/ হালদা ভ্যালি অবস্থিত – খাগরাছড়িতে।
২৩/ ‘বলিশিরা ভ্যালি’ অবস্থিত – মৌলভিবাজার জেলায়।
২৪/ ‘নাপিত খালি ভ্যালি’ অবস্থিত – কক্সবাজার।
২৫/ দেশের সবচেয়ে বড় দীঘি – রামসাগর (দিনাজপুর)।
২৬/ ‘দূর্গা সাগর’ অবস্থিত – মাধবপাশা, বরিশাল।
২৭/ মূহুরির চর অবস্থিত – পরশুরাম, ফেনী।
২৮/ দুবলার চর অবস্থিত – সুন্দরবনের দক্ষিণে।
২৯/ পাটনি চর অবস্থিত – সুন্দরবন।
৩০/ চর মানিক ও চর জব্বার – ভোলা।
৩১/ চর কুকরি মুকরি অবস্থিত – ভোলা।
৩২/ চর নিউটন অবস্থিত – ভোলা।
৩৩/ চর আলেকজেন্ডার অবস্থিত—রামগতি, লক্ষীপুর।
৩৪/ উড়ির চর অবস্থিত – সন্দ্বীপ, চট্টগ্রাম।
৩৫/ সোনাদিয়া দ্বীপ বিখ্যাত – সামুদ্রিক মাছ শিকারের জন্য।
৩৬/ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ – সেন্টমার্টিন।
৩৭/ শীতল ঝর্নার পাহাড় আছে – হিমছড়িতে।
৩৮/ মৌলভিবাজার জেলার বড়লেখায় অবস্থিত – মাধবকুন্ডু জলপ্রপাত।
৩৯/ গরম পানির ঝরনা অবস্থিত – সীতাকুন্ড পাহাড়ে।
৪০/ বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম – ভোলা।
৪১/ দেশের বৃহত্তম ব-দ্বীপ – সুন্দরবন।
৪২/ মনপুরা দ্বীপ অবস্থিত – ভোলা জেলায়।
৪৩/ কালা পাহাড় বা পাহাড়ের রাণী বলা হয় – চিম্বুক পাহাড়কে।
৪৪/ বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ – মহেশখালী।
৪৫/ দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত – হাঁড়িয়াভাঙ্গা নদীর মোহনায়, সাতক্ষীরা।
৪৬/ চিম্বুক পাহাড় অবস্থিত – বান্দরবান।
৪৭/ নিঝুম দ্বীপ অবস্থিত – মেঘনার মোহনায়, নোয়াখালী।
৪৮/ চন্দ্রনাথ পাহাড় অবস্থিত – সীতাকুন্ডে।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বিল, হাওর, লেক , সমুদ্র, চর ও দ্বীপ"
Post a Comment