সম্প্রতি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন-১

সম্প্রতি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন-১


Rupali Bank Officer Cash Question Solution 2018
1. লুব্ধ অর্থ - লোলুপ
2. নিচের সমাসবদ্ধ শব্দ হল -উচ্চশাখা
3. হু হু কৱে বায়ু ফেলিছে সতত দীর্ঘশ্বাস - বলতে বোঝানো হয়েছে-> অনিশ্চয়তা
4. নিচের যে শটিকে শাব্দিক অপপ্রয়োগ বলে বিবেচনা করা যায় - অশ্রুজল
5. নিচের যেটি ফুলের নাম নয় - জরদ
6. কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থটির রচয়িতা – আবদুল হাকিম
7. আৱৰি উৎস থেকে আত্তীকৃত এবং প্রশাসনিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যবহৃত শব্দ হল – রায়
৪. সুষমা” শব্দে যে নিয়মে ষ বসে -উ-কারান্ত উপসর্গ পূর্বে আছে বলে
9. সুড়ঙ্গ নাটকটির রচয়িতা - সৈয়দ ওয়ালীউল্লাহ।
1০. পল্লিসাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল - অসাম্প্রদায়িকতা
11. Insomnia শব্দটির বাংলা পারিভাষিক রূপ হল - অনিদ্রা
12. ড. মুহাম্মদ শহীদুল্লাহ এর মতে বাংলাভাষা যে প্রাকৃত রূপ থেকে এসেছে- গৌড়ি
13. সেই সুমধুর স্তব্ধ দুপুর (পাঠশালা) পলায়ন-পাঠশালা কোন কারক - অপাদান কারক
14. নিচের যেটি অনুদিত কবিতার দৃষ্টান্ত - জীবন-সঙ্গীত
15. A golden key can open any door প্রবাদটির অর্থ – টাকায় বাঘের মুখ মেলে
16. প্রমিত বানানে লেখা শব্দটি হল –আয়ত্তীকরণ

Agrani Bank Senior Officer Auditor -18
১. ফুলের মূল্য প্রবন্ধটির রচয়িতা - প্রভাতকুমার মুখোপাধ্যায় (প্রশ্নে সঠিক উত্তর নেই)
২. দ্বিরুক্ত শব্দের যে গুচ্ছটি বেমানান - চালচলন, সরাসরি, মিটমাট
৩. নিচের কোনটি সাময়িকপত্রভুক্ত নয় - সংবাদ প্রভাকর
৪. নিচের যে শব্দে সন্ধির কারণে ঘোষতার পরিবর্তন ঘটেছে - অত্যন্ত
৫. বাংলাদেশের কয়েকজন সাহিত্যিক। ক) জসীমউদ্ দীন খ) আহসান হাবীব গ) বন্দে আলী মিয়া ঘ) শামসুদ্দীন আবুল কালাম এবং ঙ) শওকত আলী। নিচের যে গুচ্ছের সাহিত্যিকবৃন্দের রচনায় গ্রামিণ জীবন প্রাধান্য পেয়েছে - কগঘ
৬. বিজ্ঞান শব্দটি যে ব্যাকরণিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে - উপসর্গ
৭. Alimony এর পরিভাষা হলো - খোরপোশ
৮. নিচের যে চরিত্রটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ ভুক্ত নয় - দামিনী
৯. সমার্থক শব্দগুচ্ছের দৃষ্টান্ত হলো - সবগুলোই সঠিক।
১০. অশুদ্ধ বিপরীতার্থক শব্দজোড় হলো - প্রবল-সবল
১১. নিচের যে গুচ্ছে একাধিক লেখকের রচনা রয়েছে - ডাহুকী (ফররুখ আহমেদ), গন্ধবণিক (আল মাহমুদ), সাজঘর (হুমায়ুন আহমেদ)
১২. ব্যাকরণের যে অংশে কারক নিয়ে আলোচনা হওয়া বাঞ্চণীয় - প্রয়োগতত্ত্বে
১৩. সুভাষিণী শব্দে সু উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে - অতিশয়
১৪. যখন পাড়ার সব ছেলেরা খেলাধূলায় মেতে থাকে সে তখন গরীব শিশুদের লেখাপরা করান নিয়ে ব্যাস্ত হয়ে পড়ে। এই বাক্যে মোট ভুলের সংখ্যা - ৬টি (সব ছেলেরা, খেলাধূলা, লেখাপড়া, করানো, ব্যস্ত, পড়ে)
১৫. শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ।-রচয়িতা কে? - শামসুর রাহমান

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এসিস্টেন্ট ক্যাশ নিয়োগ পরীক্ষা -২০১৭
1. আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উঃ অম্বর
2. এক কথায় প্রকাশ করুনঃমুক্তি পেতে ইচ্ছুক--
উঃ মুমুক্ষু
3. সংশয় -এর বিপরীত শব্দ কোনটি?
উঃ প্রত্যয়
4. বাংলা সাহিত্যে ক্লাসিক কবি কার উপাধি?
উঃ সুধীন্দ্রনাথ দত্ত
5. চাঁদের অমাবস্যা উপন্যাসের রচয়িতা কে?
উঃ সৈয়দ ওয়ালীউল্লাহ্
6. এক কথায় প্রকাশ করঃ যা পূর্বে দেখা যায়নি
উঃ অদৃষ্টপূর্ব
7. বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উঃ বন + পতি
8. বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উঃ ২১টি
9. অনিল শব্দের অর্থ কি?
উঃ পবন
10. গোঁফ খেজুরে শব্দের অর্থ কি?
উঃ নিত্যন্ত অলস
11. শব্দের পূর্বে বসে কোনটি?
উঃ উপসর্গ
12. তুলসী বনের বাঘ-প্রবাদটির অর্থ কি?
উঃ ভণ্ড
13. ষড়ানন এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
উঃষট্+আনন = ষড়ানন
14. নিচের কোনটি যৌগিক শব্দ?
উঃ গায়ক
15.কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নাই?
উঃ বন্ধনী
16. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
– সধবা
17. স্বভাবতই ষ হয়নি কোন শব্দে?
উঃ নিষেধ
18. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কবে ?
উঃ ১৯১৩ সালে

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ইঞ্জিনিয়ার ২০১৭ (বাংলা)
1. প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উ: বিষণ্ন
2. অন্তরঙ্গ-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উ: বহিরঙ্গ
3. যিনি বিদ্যা লাভ করিয়াছেন
উ: কৃতবিদ্যা
4. সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক?
উ: হিমালয় পর্যন্ত
5. ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?
উ: বেহায়াপনা
6. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?
উ: সমস্যমান পদ
7. ‘সূর্য দীঘল বাড়ী’ কোন ধরনের রচনা?
উ: উপন্যাস
8. কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
উ: সম্+চয়=সঞ্চয়
9. ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?
উ: ভাববাচ্য
10. নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ?
উ: বিশেষণ

বাপেক্স এসিসট্যান্ট অফিসার ২০১৭
বাংলা
1. খেচর শব্দের অর্থ কী?
উ: পাখি
2. প্রথিতযশা শব্দের অর্থ কী?
উ: খ্যাতনামা
3. বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘ধামাধারা’
উ: চাটুকারিতা
4. ‘আদ্যোপান্ত’ শব্দের অর্থ কী?

উ: আগাগোড়া
5. শুদ্ধ বানান কোনটি?
উ: মাধ্যাকর্ষণ
6. দুহিতা শব্দের অর্থ কী?
উ: কন্যা
7. সমীরণ শব্দের অর্থ কী?
উ: বাতাস

NSI AD 2017
1. বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে। এগুলো হল ?
উঃ ধ্বনি,শব্দ,বাক্য
2. গরল শব্দের বিপরীত শব্দ কি ?
উঃ অমৃত
3. এ এক বিরাট সত্য- এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?
উঃ বিশেষ্য
4.অচেনা কোন সমাস ?
উঃ তৎপুরুষ
5. গাড়ী ষ্টেশন ছাড়ে। - এখানে ষ্টেশন কোন কারকে কোন বিভক্তি ?
উঃ অপাদান কারকে শূন্য
6. কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়?
উঃ পদ্মভূষণ
7. মাটির ময়না- চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ তারেক মাসুদ

8.লিঙ্গান্তর হয় না। এমন শব্দ কোনটি ?

উঃ কবিরাজ 9. নির্ভুল বানান কোনটি ?
উঃ মুহুর্মুহু

10. বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে ?
উঃ চন্দ্রাবতী
11. ওমর খৈয়াম কোন দেশের কবি ?
উঃ কোনটিই নয়।
12. চেটে খাওয়ার যোগ্য?
উঃ লেহ্য
13. সন্ধি বিচ্ছেদ পুরস্কার
উ: পুরঃ+কার
14. চোখের বালি এর অর্থ
উ: শত্রু
15. কৃতঘ্ন অর্থ
উ: যে উপকারীর অপকার করে
16. চক্ষু দ্বারা গৃহীত
উ: চাক্ষুষ
17. মোদের গরব,মোদের আশা,আমরি বাংলা ভাষা কার উক্তি –
উ: কোনটি নয় (অতুল প্রসাদ সেন সঠিক উত্তর)
18. বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মস্থান
উ: রংপুর
19. যা স্থায়ী নয়
উ: অস্থায়ী
20. আমানত অর্থ
উ: গচ্ছিত।

Bangladesh Krishi Bank Sr. Officer-2017
1. ‘দিন ও রাত্রির সন্ধিক্ষণ’ – বাক্য সংকোচনে বলা যায়ঃ
পূর্বাহ্ন///মধ্যাহ্ন///সন্ধ্যা///

Ans: গোধূলি
২. সঠিক সন্ধি বিচ্ছেদটি কোনটি?
পত+অঞ্জলি=পতঞ্জলি///
অন্তঃ+লিন=অন্তর্লীন///
Ans:ষট+আনন=ষড়ানন///তথা+এবত=তথৈবত

৩. ‘কেরানী’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
তুর্কী///পর্তুগিজ///ওলন্দাজ///ফারসি
Ans:পর্তুগিজ

৪. ‘কি বললে, আমি পাগল_______’ শূন্যস্থানে বসবে?
প্রশ্নবোধক চিহ্ন///বিস্ময় চিহ্ন///দাঁড়ি///ড্যাশ
Ans: বিস্ময় চিহ্ন

৫. ‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
অধিকরণে ২য়া///অপাধানে ২য়া///করণে ৭মী///কর্মে ৫ম
Ans: অধিকরণে ২য়া

৬. ‘অসুখ’ কোন সমাস?
কর্মধারয়///তৎপুরুষ///অব্যয়ীভাব///বহুব্রীহ
Ans: বহুব্রীহি

৭. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবচনটি বোঝায়?
কষ্টের উপর আরো কষ্ট///দুরারোগ্য ব্যাধি///বুড়োর ভীমরতি///বুড়োর যৌবনপ্রাপ্তি
Ans:বুড়োর ভীমরতি

৮. পুত্রের নিকট মাতার পত্রের সম্ভোধন কোনটি হবে?
পাকজনাবেষু///শ্রদ্ধাস্পদ///পাকজনাব///স্নেহাসম্পদ
Ans:স্নেহাসম্পদ

৯. কোন কবিতা রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
বিদ্রোহী///অগ্রপথিক///কান্ডারী হুশিয়ার///আনদন্দময়ীর আগমনে
Ans: আনদন্দময়ীর আগমনে

১০. ‘সারেং বৌ’ বইটির লেখক কে?
সৈয়দ মুজতবা আলী///মুনীর চৌধুরী///শহীদুল্লাহ কায়সার///শওকত ওসমান
Ans: শহীদুল্লাহ কায়সার

১১. ‘রাত ও ক্ষীণ’ শব্দ দু’টির বিকল্প শব্দঃ
যামিনী, আত্মা///বিভাবরী, শীর্ণ///নিশীথ, হৃদয়///রজনী, অনুগ্রহ
Ans:বিভাবরী, শীর্ণ

১২. বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন-
ইলিয়াস শাহ্///আকবর///বিজয় সেন///লক্ষণ সেন
Ans:আকবর

১৩. ‘শর্বরী’ কথাটির অর্থ?
রাত///শিকারী///চাঁদ///আলোক বর্তিকা
Ans:রাত

১৪. ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ-
সদালাপ///অর্থহীন কথা///সংক্ষিপ্ত আলোচনা///সৌভাগ্য
Ans:সৌভাগ্য

১৫. None but a fool is always right.- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদঃ
কেউ না কিন্তু বোকাই ঠিক///বোকাকে ঠিক ভাবলেই ভুল///বোকার স্বর্গে বাস///ভুল মানুষেরই হয়
Ans:ভুল মানুষেরই হয়

১৬. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
দুরাকাঙ্খা, বাল্মীকী, মূর্হুমুহু///দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার///ত্রিভুজ, প্রনয়ণ, বিমর্ষ///শিহরণ, মিথস্ক্রিয়া, ব্যভিচার
Ans:ত্রিভুজ, প্রনয়ণ, বিমর্ষ

১৭. সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়?
রবীন্দ্রনাথ ঠাকুর///ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর///বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়///বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Ans:বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়

১৮. ‘বনফুল’ কার ছদ্মনাম?
প্রমথ চৌধুরী///বলাইচাঁদ মুখোপধ্যায়///যতীনমোহন বাগচী///মোহিতলাল
Ans:বলাইচাঁদ মুখোপধ্যায়

১৯. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
সংশপ্তক///ক্রীতদাসের হাসি///চিলেকোঠার সেপাই///একটি কালো মেয়ের কথা
Ans:একটি কালো মেয়ের কথা

২০. কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
মণিকাঞ্চন যোগ///সোনায় সোহাগা///আদায়- কাঁচকলায়///আমদুধে
Ans:আদায়- কাঁচকলায়

অ্যাসিসট্যান্ট সাইফার অফিসার 2017
১। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়?
উ: নেপাল
২। খনার বচন কি সংক্রান্ত? উ: কৃষি
৩। ‘ব্রজবুলি’ একটি- উ: ভাষা
৪। ‘মার্সিয়া’ শব্দের উৎস ভাষা- উ: আরবি
৫। কোন গ্রন্থটি আলাওল রচিত? উ: তোহফা
৬। বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?

উ: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
৬। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ-
উ: বীরবলের হালখাতা
৭। পরশুরাম কার ছদ্মনাম?
উ: রাজশেখর বসু।
৮। বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয়-
উ: বিহারীলাল চক্রবর্তী
৯। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন-
উ: অক্ষয়কুমার দত্ত
১০। কোনটি জসীমউদদীনের কাব্য নয়?
উ: মানসী
১১। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
উ: ২১

১২। কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?
উ: গীতাঞ্জলি
১৩। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
উ: দুর্গেশনন্দিনী
১৪। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
উ: রুদ্রমঙ্গল
১৫। শুদ্ধ বানান কোনটি?
উ: মূর্ধন্য
১৬। কোনটি নাসিক্য ধ্বনি?
উ: ম
১৭। ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উ: ধ্বনিতত্ত্ব
১৮। কোনটি সঠিক?
উ: চলাকালে
১৯। ‘মনীসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল-
উ: মনস+ঈষা
২০। দোসরা তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে-
উ: হিন্দি
২১। সচিব কোন ধরনের শব্দ?
উ: পারিভাষিক
২২। সর্বভুক শব্দের অর্থ কি?
উ: আগুন
২৩। ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?
উ: অর্ধ-তৎসম শব্দ

ইসলামী ব্যাংক: ফিল্ড অফিসার ২০১৬
১. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. তুর্কী খ. ফারসী গ. উর্দূ ঘ. খাঁটি বাংলা
উ: তুর্কী
২. ‘তামার বিষ’ বাগধারার প্রকৃত অর্থ কী?
ক. নির্দয় খ. অর্থের কুপ্রভাব গ. তামা থেকে উৎপন্ন বিষ ঘ. ভীষণ বিষাক্ত
উ: অর্থের কুপ্রভাব
৩. ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
ক. কাব্য খ. উপন্যাস গ. নাটক ঘ. প্রহসন
উ: উপন্যাস
৪. ‘তটিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. জলধি খ. নদী গ. সলিল ঘ. আকাশ
উ: নদী
৫. ‘লাভ করার ইচ্ছা’ এক কথায়-

ক. লোভ খ. লিপ্সা গ. লোভী ঘ. বুভুক্ষা
উ: লিপ্সা

Sonali Bank IT Officer 2016
1. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে:
হীরক জয়ন্তী
2. কোন সন্ধি বিচ্ছেদটি ভুল?
দু+লোক=দ্যুলোক
3. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
তুর্কী
4. কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?
সাধু ভাষায়
5. ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক?
করণ
6. ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায়-
ভেলকিবাজি
7. সঠিক বাক্য কোনটি?
আমার কথা প্রমাণ হলো।
8. অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
বিপরীত।
9. ছায়া হরিণ কার গ্রন্থ:
আহসান হাবীব
10. খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ-
সিংহদ্বার
11. ছেলে তো নয় যেন ননীর পুতুল- এখানে ‘যেন’
অব্যয়
12. পুলিন শব্দের সমার্থক শব্দ কোনটি?
কূল
13. গাছ পাথর বাগধারাটির অর্থ-
হিসাব-নিকাশ
14. Bad workman quarrels with his tools- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ:
নাচতে না জানলে উঠান বাঁকা
15. কোন বানানটি শুদ্ধ?
স্বায়ত্তশাসন
16. শিল্পসম্মত বাংলার গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম:
প্রমথ চৌধুরী
17. মহাকবি নন- রবীন্দ্রনাথ ঠাকুর
18. বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? ৩৯টি
19. বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় কোন শব্দটি? = চোখের বালি

সাধারণ বীমা: সহকারী ব্যবস্থাপক ২০১৬
১. ‘যিনি অনেক দেখেছেন’ এক কথায় বলে-
উ: ভূয়োদর্শী
২. শুদ্ধ বানান কোনটি?
উ: মনঃকষ্ট
৩. ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক কোনটি?
উ: সিংহদ্বার
৪. ‘ছেলে তো নয় যেন ননীর পুতুল’-এখানে ‘যেন’-
উ: অব্যয়
৫. ‘পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উ: কুল
৬. ‘হাভাতে’ কোন সমাস?
উ: অব্যয়ীভাব
৭. ‘গাছ পাথর’ বাগধারাটির অর্থ-
উ: হিসাব-নিকাশ
৮. Bad workman quarrels with his tools-বাক্যটির যথাযথ অনুবাদ-
উ: নাচতে না জানলে উঠান বাঁকা।
৯. মহাকবি নন-
উ: রবীন্দ্রনাথ ঠাকুর
১০. নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে?
উ: হুমায়ুন কবির
১১. ‘টাকায় টাকা আনে’ এ বাক্যে ‘টাকায়’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
উ: অপাদানে ৭মী।
১২. পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে?
উ: স্নেহাসম্পদ
১৩. বশির আমাকে বলল, ‘আমি এক্ষণি আসছি’-পরোক্ষ উক্তিতে বাক্যটি কী হয়?
উ: বশির আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে।
১৪. বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?
উ: চোখের জল।
১৫. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উ: গো+এষণা

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সম্প্রতি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন-১"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে