'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' সম্পর্কিত প্রশ্ন
মুজিবুর রহমান' সম্পর্কিত প্রশ্ন থাকেই।
আসুন 'বঙ্গবন্ধু' সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিই-
[1] বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে? [35th
BCS]
____ শেখ মুজিবুর রহমান
[2] 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি কার লেখা? [35th BCS]
____শেখ মুজিবুর রহমান
[3] শেখ মুজিবুর রহমান কে 'রাজনীতির কবি' হিসাবে আখ্যায়িত
করে কোন সাময়িকী? [35th BCS]
___ নিউজউইক
[4] মার্কিন সাময়িকী নিউজউইক কখন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি
হিসেবে আখ্যায়িত করে?
___ ৫ জুন, ১৯৭১
[5] মার্কিন সাপ্তাহিক সাময়িকী নিউজউইকে কোন সাংবাদিক
বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করেছিলো?
____লোবেল জেঙ্কিস
[6] ২৫ মার্চের মধ্যরাতে ( ২৬ মার্চ প্রথম প্রহরে) বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষনা করেন কীসের
মাধ্যমে? [36th BCS]
___ ওয়ারলেসের মাধ্যমে
[7] বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী? [29th BCS]
___ শেখ মুজিবুর রহমান
[8] ঐতিহাসিক ছয় দফা দাবি কে ঘোষনা করেন?
___ শেখ মুজিবুর রহমান
[9] বঙ্গবন্ধু কখন ছয়দফা কর্মসূচী ঘোষনা করেন? [36th
BCS]
উ: ৫ ফেব্রুয়ারী ১৯৬৬
[10] বিরোধীদলের সম্মেলনে শেখ মুজিবুর রহমান কবে
ছয়দফা উত্থাপন করেন?
উ: ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬
[11] শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে
ছয়দফা ঘোষনা করেন?
উ: ২৩ মার্চ ১৯৬৬
[12] কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উ: লাহোর প্রস্তাব
[13] ছয়দফার প্রথম দফা কি ছিল?
উ: স্বায়ত্বশাসন
[14] 'বাঙ্গালী জাতির মুক্তির সনদ' হিসেবে পরিচিত কোনটি?
উ: ছয়দফা
[15] ছয় দফাকে কীসের সাথে তুলনা করা হয়?
___ ম্যাগনাকার্টা বিল
[16] আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?
উ: ৩ জানুয়ারী ১৯৬৮
[17] আগরতলা মামলার মোট আসামী কতজন ছিল?
উ: ৩৫ জন (শেখ মুজিব সহ) [ 40 তম বিসিএস]
.
[18] আগরতলা ষড়যন্ত্র মামলার
প্রধান আসামী কে ছিল?
উ: শেখ মুজিবুর রহমান
[19] আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল?
উ: "রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য"
[20] কে কখন পূর্ব পাকিস্থানের নামকরণ "বাংলাদেশ" করেন?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।
[21] শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
---১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
[22] শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে?
---তোফায়েল আহমেদ
[23] শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন কে?
---আ স ম আব্দুর রব; ৩ মার্চ, ১৯৭১
[24] শেখ মুজিব কে জাতির জনক ঘোষনা
করা হয় কোথায়?
উ: ঐতিহাসিক পল্টন ময়দানে।
[25] সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের জাতির জনক?
----৪-ক
[26] বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন সংবিধানের কোন
তফসিলের অন্তর্ভুক্ত? [ 40 তম বিসিএস ]
___ ৫ম তফসিলে।
[27] ২০০৪ সালে বিবিসি'র জনমত জরীপে কে সর্বকালের
সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়?
---শেখ মুজিবুর রহমান
[28] শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন দেন
কোথায়?
---সোহরাওয়ার্দী উদ্যানে।
[29] জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে সর্বপ্রথম
বাংলায় ভাষন দেন?
---শেখ মুজিবুর রহমান
[30] শেখ মুজিবুর রহমান কখন জন্মগ্রহন করেন?
---১৯২০ সালের ১৭ই মার্চ
[31] বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
__ বাইগার।
[32] কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে
বঙ্গবন্ধুর ব্যবহৃত কোন কক্ষটিকে "বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ" করা
হয়েছে?
__ ২৩ ও ২৪ নং কক্ষ।
[33] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউণ্ডেশন
প্রতিষ্ঠা করেন?
___২২ মার্চ, ১৯৭৫ সালে।
[34] সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কখন বঙ্গবন্ধুকে
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়?
___ ২০০৯ সালে।
[35] সংবিধানের কোন তফসিল অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক?
____ ৬ষ্ঠ তফসিল।
[36] "লোকটি এবং তাঁর দল পাকিস্তানের শত্রু, এবার সে দায়
এড়াতে পারবে না"___ ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য
করে এই দম্ভোক্তিটি কে করেছিলেন? [ ২০ তম বিসিএস ]
___ জেনারেল ইয়াহিয়া খান।
[37] শেখ মুজিবুর রহমান কখন শাহাদাত বরণ করেন?
---১৯৭৫ সালের ১৫ই আগস্ট
[38] শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত
তারিখ?
---১০ই জানুয়ারি
[39] কত তারিখে জাতীয় শিশু দিবস পালিত হয়?
___ ১৭ মার্চ।
[40] বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়?
___ ১৫ আগস্ট।
[41] কোন জেলার একটি উপজেলার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের নামে নামকরণ করা হয়েছে?
___ মেহেরপুর জেলার ( মুজিবনগর উপজেলা)
নামকরণ করেন প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
[42] কোন সালটিকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে?
__ ২০২০-২০২১
[43] বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপিত হবে কখন?
__ ২০২০ সালে
[44] " কারাগারের রোজনামচা" গ্রন্থটির রচয়িতা কে?
__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
[45] "আমার কিছু কথা" গ্রন্থটির রচয়িতা কে?
__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
[46] "আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি"- উক্তিটি
কার?
_ কিউবার প্রয়াত প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো'র।
[47] কোন সাময়িকীর প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানকে "ফরগটেন হিরো" বলে আখ্যায়িত করা হয়?
__ফ্রন্টলাইন সাময়িকী; লেখক ডেভিড লুডেন।
[48] হুমায়ুন আহমেদের কোন কোন উপন্যাসে যুদ্ধ ও
পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে চিত্রায়িত করা হয়েছে?
__ জোছনা ও জননীর গল্প, দেয়াল।
[49] বিশ্ব শান্তি পরিষদ কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
"জুলি ও কুরি" শান্তি পদকে ভূষিত করে?
-১৯৭৩ সালের ২৩ মে।
[50] ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনকে "বিশ্ব
প্রামাণ্য ঐতিহ্য" বলে স্বীকৃতি দেয়?
_২০১৭ সালের ৩০ অক্টোবর।
[51] "যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরী- যমুনা বহমান,
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান"__ পঙক্তিমালা
কোন কবির রচনা?
____ কবি অন্নদাশঙ্কর রায়।
[52] বিখ্যাত কবিতা "বঙ্গবন্ধু" এর রচয়িতা কে?
____ পল্লীকবি জসীমউদ্দিন।
[53] "আমি কিংবদন্তির কথা বলছি" কবিতায় কবি আবুজাফর ওবায়দুল্লাহ
কোন কিংবদন্তী মানুষের কথা বলেছেন?
___ শেখ মুজিবুর রহমান।
[54] "যদি রাত পোহালে শোনা যেতো" __ বঙ্গবন্ধুকে
নিয়ে রচিত এই বিখ্যাত গানটির গীতিকার কে?
___ হাসান মতিউর রহমান।
[55] বঙ্গবন্ধু কতবার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন?
___ দুই বার। ( প্রধানমন্ত্রী এক বার)
[56] ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে
নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে?
___ শ্যাম বেনেগাল
[57] শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের
ছাত্র ছিলেন?
___ আইন বিভাগ।
[58] আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শেখ মুজিবুর
রহমানকে কোন পদ দেওয়া হয়?
___ যুগ্ম সাধারণ সম্পাদক।
[59] যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রীসভায় বঙ্গবন্ধু কোন
মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?
___ কৃষি, বন, পল্লী উন্নয়ন ও সমবায়
[60] স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানের কারাগার থেকে
বঙ্গবন্ধু কবে মুক্তি পান?
___ ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
Collected
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ " 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' সম্পর্কিত প্রশ্ন"
Post a Comment