সৌরজগৎ বিষয়ক জ্ঞান

সৌরজগৎ বিষয়ক জ্ঞান



● সূর্যকে কেন্দ্র করে গ্রহ, নক্ষত্র, ধুমকেতু, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি মজাকর্ষ শক্কির দ্বারা অাকৃষ্ট হয়ে নির্দিষ্ট সসয়ে সূর্যের চারিদিকে পরিভ্রমণের মাধ্যমে যে বিরাট জগৎ গড়ে তোলে তাকে বলে – সৌরজগৎ।

 ● বর্তমানে সৌরজগতের গ্রহ – ৮ টি।

 ● সৌরজগতের মোট উপগ্রহের সংখ্যা – ১৭৩ টি।

 ● পৃথিবীর উপগ্রহহ – ১ টি।

 ● মঙ্গলের উপগ্রহ – ২ টি।

 ● বৃহস্পতির উপগ্রহ – ৬৭ টি।

 ● শনির উপগ্রহ – ৬২ টি।

 ● ইউরেনাসের উপগ্রহ – ২৭ টি।

 ● নেপচুনের উপগ্রহ – ১৪ টি।

 ● সৌরজগতের গ্রহের স্বীকৃতি দানকারী সংস্থার নাম – ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্



 যাল ইউনিয়ন (IAU)

 ● International Astronomical Union প্রতিষ্ঠিত হয় – ১৯১৯ সালে।

 ● IAU এর সদর দপ্তর অবস্থিত – প্রাগ, চেক রিপাবলিক।

 ● প্লুটোর গ্রহের মর্যাদা বাতিল করে – IAU, ২৪ অাগষ্ট ২০০৬

 ✿ সূর্য :



 ● সৌরজগতের কেন্দ্রীয় বস্তুপিন্ড হচ্ছে – সূর্য। গ্যাসীয় বা বায়বীয় পদার্থই সূর্যের মৌলিকত্ব। সূর্যে উপস্থিত গ্যাস ও তাদের শতকরা হার হলো হাইড্রোজেন ৫৫%, হিলিয়াম ৪৪%, অন্যান্য গ্যাস ১%

 ● সূর্যের মৌলিক পদার্থ – হাইড্রোজেন, হিলিয়াম ও অন্যান্য বায়বীয় পদার্থ।

 ● সূর্যের মধ্যে যে মৌলিক গ্যাস বেশি অাছে – হাইড্রোজেন।

 ● সূর্যে মোট গ্যাসীয় বা বায়বীয় পতার্থের পরিমাণ – ২০৩২১০০০০ মিলিয়ন মেট্রিক টন।

 ● সূর্য পৃষ্ঠের উত্তাপ – ৬০০০ ডিগ্রি সেলসিয়াস।

 ● সূর্যের নিকটতম নক্ষত্র – প্রক্ষিমা সেন্টেরাই।

 ● সূর্য চন্দ্র অপেক্ষা বড় – ২ কোটি ৩০ লক্ষগুণ।

 ● সূর্য হতে পৃথিবীর দুরত্ব – ১৫ কোটি কিলোমিটার।

 ● সৌরজগতের বাইরে প্রথম অাবিষ্কৃত গ্রহটির নাম – ৫১ পেগাসাস।

 ● সূর্যগ্রহণ ঘটে – চাঁদ, সূর্য ও ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে।

 ● সূর্য থেকে পৃথিবীতে অালো অাসতে সময় লাগে – ৮ মিনিট ২০ সেকেন্ড।



 ✿ বুধ:

 ● সৌরজতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ – বুধ।

 ● সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত গ্রহের নাম – বুধ।

 ● সূর্য থেকে বুধের দুরত্ব – ৫.৮ কোটি কিমি।

 ● সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের সময় লাগে – ৮৮ দিন।



 ✿ শুক্র :

 ● পৃথিবীর নিকটতম গ্রহ – শুক্র।

 ● পৃথিবী থেকে শুক্রের দুরত্ব – ৪.৩ কোটি কিলোমিটার।

 ● যে গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না – শুক্র।

 ● ভোরের অাকাশে শুকতারা ও সন্ধ্যার অাকাশে সন্ধ্যাতারা নামে পরিচিত – শুক্র গ্রহ।

 ● কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি – শুক্র।



 ✿ পৃথিবী ও চাঁদ:

 ● সৌরজগতের একমাত্র যে গ্রহে প্রাণীর অস্তিত্ব রয়েছে – পৃথিবী।

 ● দুরত্ব অনুসারে পৃথিবী সূর্যের – তৃতীয় গ্রহ।

 ● পৃথিবীর একমাত্র উপগ্রহ – চাঁদ।

 ● পৃথিবীর অায়তনের তুলনায় সূর্যের অায়তন মোটামুটি – ১৩ লক্ষ গুণ।

 ● সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র – প্রক্সিমা সেন্টারাই।

 ● পৃথিবী থেকে সূর্যের দুরত্ব হলো – ৯৩ মিলিয়ন মাইল।

 ● যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে বলে – সূর্যগ্রহণ।

 ● চন্দ্রগ্রহণ ঘটে – পৃথিবী, সূর্য ও চন্দ্রের মাঝখানে অবস্থান করলে।

 ● ‘শান্ত সমুদ্র’ অবস্থিত – চন্দ্রে।

 ● মানুষ প্রথম চাঁদে অবতরণ করে – ১৯৬৯ সালে২০ জুলাই।

 ● সর্বপ্রথম চন্দ্র পৃষ্ঠে পা রাখেন – মার্কিন নভোচারী – নীল অার্মস্ট্রং।

 ● চাঁদে প্রথম নভোযান পাঠায় – সোভিয়েত ইউনিয়ন, ২ জানুয়ারী ১৯৫৯

 ● ভারতে প্রথম মনুষ্যবিহীন নভোযানের নাম- চন্দ্রযান-১।

 ● SMART- এর পূর্ণরুপ – Small Missions for Advanced Research in Technology-1

 ● চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের – ৬ ভাগের ১ ভাগ।

 ● পৃথিবীর চারিদিকে চাঁদ একবার ঘুরে অাসতে সময় লাগে – ২৭.৩ দিন।



 ✿ মঙ্গল :

 ● লাল গ্রহ বলা হয় – মঙ্গলকে।

 ● মঙ্গলের উপগ্রহ অাছে – দুটি (ফোবাস ও ডিমোস)

 ● মঙ্গলের উচ্চতম পর্বতশৃঙ্গেরর নাম – অলিম্পাস মনস (২৬ কিমি)

 ● মঙ্গলপৃষ্ঠে অবতরণকারী প্রথম নভোযান – ভাইকিং-১ (২০ জুলাই ১৯৭৬)

 ● পাথ ফাইন্ডার মঙ্গলে অবতরণ করে – ৪ জুলাই ১৯৯৭।

 ● সৌরজগতের যে গ্রহে দুবার সূর্যোদয় হয় – মঙ্গলে।

 ● কিউরিওসিটি মঙ্গলে পাঠানো হয় – ২৬ নভেম্বর ২০১১

 ● শীতল, প্রাণহীণ, ধূ-ধূ মরু হিসেবে বর্ণনা করা হয় – মঙ্গল গ্রহকে।

 ● একজন নভোচারী মঙ্গলগ্রজে অবতরণ করলে তার ওজন – কমবে।



 ✿ বৃহস্পতি :

 ● সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ – বৃহস্পতি।

 ● গ্রহরাজ বলা হয় – বৃহস্পতিকে।

 ● সবচেয়ে বেশি উপগ্রহ – বৃহস্পতির।

 ● বৃহস্পতির উপগ্রহ – ৬৭ টি। এদের মধ্যে লো, ইউরোপা, গ্যানিমেডি ও ক্যালিস্টো প্রধান।

 ● নিজ অক্ষের উপর ঘূর্ণায়মান গ্রহ – বৃহস্পতি।

 ● বৃহস্পতি গ্রহে কৃত্রিম উপগ্রহ গ্যালিলিও অবতরণ করে – ৭ ডিসেম্বর ১৯৯৫।



 ✿ শনি :

 ● শনির উপগ্রহ – ৬২ টি। এর মধ্য টাইটান, জুয়া, ডাইওন, ক্যাপিটাস, টেথিস প্রধান।

 ● শনির টাইটান উপগ্রহ অাবিষ্কার হয় – ২৫ মার্চ ১৯৫৫।

 ● শনির উপগ্রহ টাইটানের অাবিষ্কারক – ক্রিশ্চিয়ান হুগেন্স।

 ● শনি পৃথিবীর চেয়ে বড় – ৯ গুণ।

 ● শনির চতুর্দিকে বেস্টনকারী বলয়ের সংখ্যা – ৩ টি।



 ✿ ইউরেনাস :

 ● ইউরেনাস এর অাবিস্কারক – উইলিয়াম হার্শেল।

 ● ইউরেনাস অাবিষ্কৃত হয় – ১৩ মার্চ, ১৭৮১।

 ● ইউরেনাস এর গ্রহ – ২৭ টি। এরিয়েল, অামব্রিয়েল, টাইটানিয়া, ওবেরন, মিরান্ডা প্রধান।

 ● সবুজ গ্রহ বলা হয় – ইউরেনাসকে।



 ✿ নেপচুন:

 ● নেপচুনের উপগ্রহ সংখ্যা – ১৪ টি।

 ● নেপচুন এর প্রধান দুটি উপগ্রহ – ট্রিটন ও নিরিয়ড

 ● সবচেয়ে অনুকূল উপগ্রহ – নেপচুন।

 ● সৌরজগতের যে গ্রহে বায়ু প্রবাহের গতিবেগ সবচেয়ে

 বেশি – নেপচুন (ঘন্টায় ২০০০ কিমি


 ১। সৌরজগতে গ্রহ রয়েছে - ৮টি

 ২। উপগ্রহ রয়েছে- ৪৯টি

 ৩। সূর্য পৃথিবী অপেক্ষা - ১৩ লক্ষ গুণ বড়

 ৪। সূর্যের উপরিভাগের উষ্ণতা - ৫৭০০০ ডিগ্রি সেলসিয়াস

 ৫। সূর্য নিজ অক্ষের দিকে আবর্তন করে- ২৫ দিনে

 ৬। নিজ গ্যালাক্সির চারপাশে আবর্তন করতে সূর্যের সময় লাগে- ২০ কোটি বছর

 ৭। সূর্যকে পরিক্রমণ করতে বুধের সময় লাগে- ৮৮ দিন   ৮। উপগ্রহ নেই- বুধ ও শুক্র এর

 ৯। সন্ধ্যাতারা ও শুকতারা হিসেবে দেখতে পাওয়া যায়- শুক্রকে

 ১০। পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা- ১৩.৯০ ডিগ্রি সেলসিয়াস

 ১১। আগ্নেয়গিরি রয়েছে- মঙ্গল গ্রহে

 ১২। মঙ্গলের উপগ্রহ- দুইটি, ডিমোস ও ফেবোস

 ১৩। লালচে গ্রহ বলা হয়- মঙ্গল গ্রহকে

 ১৪। গ্রহাণু - ৮০৫ থেকে ১.৬ কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহ

 ১৫। অসংখ্য গ্রহাণুপুঞ্জ রয়েছে- মঙ্গল ও বৃহস্পতিরর মাঝখানে

 ১৬। একদিনে দুইবার সূর্য উঠে ও অস্ত যায়- বৃহস্পতি গ্রহে

 ১৭। বৃহস্পতি গ্রহের উপগ্রহ - ১৬টি

 ১৮। সৌরজগতের ২য় বৃহত্তম গ্রহ- শনি

 ১৯। শনির উপগ্রহ- ২২টি

 ২০। ইউরেনাসের উপগ্রহ- ৫টি

 ২১। সূর্য থেকে অধিক দুরুত্বে অবস্থিত- নেপচুন

 ২২। নীলাভ গ্রহ – নেপচুন

 ২৩। নেপচুন এর উপগ্রহ- ২টি

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সৌরজগৎ বিষয়ক জ্ঞান"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে