সৌরজগৎ বিষয়ক জ্ঞান
● বর্তমানে সৌরজগতের গ্রহ – ৮ টি।
● সৌরজগতের মোট উপগ্রহের সংখ্যা – ১৭৩ টি।
● পৃথিবীর উপগ্রহহ – ১ টি।
● মঙ্গলের উপগ্রহ – ২ টি।
● বৃহস্পতির উপগ্রহ – ৬৭ টি।
● শনির উপগ্রহ – ৬২ টি।
● ইউরেনাসের উপগ্রহ – ২৭ টি।
● নেপচুনের উপগ্রহ – ১৪ টি।
● সৌরজগতের গ্রহের স্বীকৃতি দানকারী সংস্থার নাম – ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্
যাল ইউনিয়ন (IAU)
● International Astronomical Union প্রতিষ্ঠিত হয় – ১৯১৯ সালে।
● IAU এর সদর দপ্তর অবস্থিত – প্রাগ, চেক রিপাবলিক।
● প্লুটোর গ্রহের মর্যাদা বাতিল করে – IAU, ২৪ অাগষ্ট ২০০৬
✿ সূর্য :
● সৌরজগতের কেন্দ্রীয় বস্তুপিন্ড হচ্ছে – সূর্য। গ্যাসীয় বা বায়বীয় পদার্থই সূর্যের মৌলিকত্ব। সূর্যে উপস্থিত গ্যাস ও তাদের শতকরা হার হলো হাইড্রোজেন ৫৫%, হিলিয়াম ৪৪%, অন্যান্য গ্যাস ১%
● সূর্যের মৌলিক পদার্থ – হাইড্রোজেন, হিলিয়াম ও অন্যান্য বায়বীয় পদার্থ।
● সূর্যের মধ্যে যে মৌলিক গ্যাস বেশি অাছে – হাইড্রোজেন।
● সূর্যে মোট গ্যাসীয় বা বায়বীয় পতার্থের পরিমাণ – ২০৩২১০০০০ মিলিয়ন মেট্রিক টন।
● সূর্য পৃষ্ঠের উত্তাপ – ৬০০০ ডিগ্রি সেলসিয়াস।
● সূর্যের নিকটতম নক্ষত্র – প্রক্ষিমা সেন্টেরাই।
● সূর্য চন্দ্র অপেক্ষা বড় – ২ কোটি ৩০ লক্ষগুণ।
● সূর্য হতে পৃথিবীর দুরত্ব – ১৫ কোটি কিলোমিটার।
● সৌরজগতের বাইরে প্রথম অাবিষ্কৃত গ্রহটির নাম – ৫১ পেগাসাস।
● সূর্যগ্রহণ ঘটে – চাঁদ, সূর্য ও ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে।
● সূর্য থেকে পৃথিবীতে অালো অাসতে সময় লাগে – ৮ মিনিট ২০ সেকেন্ড।
✿ বুধ:
● সৌরজতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ – বুধ।
● সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত গ্রহের নাম – বুধ।
● সূর্য থেকে বুধের দুরত্ব – ৫.৮ কোটি কিমি।
● সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের সময় লাগে – ৮৮ দিন।
✿ শুক্র :
● পৃথিবীর নিকটতম গ্রহ – শুক্র।
● পৃথিবী থেকে শুক্রের দুরত্ব – ৪.৩ কোটি কিলোমিটার।
● যে গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না – শুক্র।
● ভোরের অাকাশে শুকতারা ও সন্ধ্যার অাকাশে সন্ধ্যাতারা নামে পরিচিত – শুক্র গ্রহ।
● কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি – শুক্র।
✿ পৃথিবী ও চাঁদ:
● সৌরজগতের একমাত্র যে গ্রহে প্রাণীর অস্তিত্ব রয়েছে – পৃথিবী।
● দুরত্ব অনুসারে পৃথিবী সূর্যের – তৃতীয় গ্রহ।
● পৃথিবীর একমাত্র উপগ্রহ – চাঁদ।
● পৃথিবীর অায়তনের তুলনায় সূর্যের অায়তন মোটামুটি – ১৩ লক্ষ গুণ।
● সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র – প্রক্সিমা সেন্টারাই।
● পৃথিবী থেকে সূর্যের দুরত্ব হলো – ৯৩ মিলিয়ন মাইল।
● যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে বলে – সূর্যগ্রহণ।
● চন্দ্রগ্রহণ ঘটে – পৃথিবী, সূর্য ও চন্দ্রের মাঝখানে অবস্থান করলে।
● ‘শান্ত সমুদ্র’ অবস্থিত – চন্দ্রে।
● মানুষ প্রথম চাঁদে অবতরণ করে – ১৯৬৯ সালে২০ জুলাই।
● সর্বপ্রথম চন্দ্র পৃষ্ঠে পা রাখেন – মার্কিন নভোচারী – নীল অার্মস্ট্রং।
● চাঁদে প্রথম নভোযান পাঠায় – সোভিয়েত ইউনিয়ন, ২ জানুয়ারী ১৯৫৯
● ভারতে প্রথম মনুষ্যবিহীন নভোযানের নাম- চন্দ্রযান-১।
● SMART- এর পূর্ণরুপ – Small Missions for Advanced Research in Technology-1
● চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের – ৬ ভাগের ১ ভাগ।
● পৃথিবীর চারিদিকে চাঁদ একবার ঘুরে অাসতে সময় লাগে – ২৭.৩ দিন।
✿ মঙ্গল :
● লাল গ্রহ বলা হয় – মঙ্গলকে।
● মঙ্গলের উপগ্রহ অাছে – দুটি (ফোবাস ও ডিমোস)
● মঙ্গলের উচ্চতম পর্বতশৃঙ্গেরর নাম – অলিম্পাস মনস (২৬ কিমি)
● মঙ্গলপৃষ্ঠে অবতরণকারী প্রথম নভোযান – ভাইকিং-১ (২০ জুলাই ১৯৭৬)
● পাথ ফাইন্ডার মঙ্গলে অবতরণ করে – ৪ জুলাই ১৯৯৭।
● সৌরজগতের যে গ্রহে দুবার সূর্যোদয় হয় – মঙ্গলে।
● কিউরিওসিটি মঙ্গলে পাঠানো হয় – ২৬ নভেম্বর ২০১১
● শীতল, প্রাণহীণ, ধূ-ধূ মরু হিসেবে বর্ণনা করা হয় – মঙ্গল গ্রহকে।
● একজন নভোচারী মঙ্গলগ্রজে অবতরণ করলে তার ওজন – কমবে।
✿ বৃহস্পতি :
● সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ – বৃহস্পতি।
● গ্রহরাজ বলা হয় – বৃহস্পতিকে।
● সবচেয়ে বেশি উপগ্রহ – বৃহস্পতির।
● বৃহস্পতির উপগ্রহ – ৬৭ টি। এদের মধ্যে লো, ইউরোপা, গ্যানিমেডি ও ক্যালিস্টো প্রধান।
● নিজ অক্ষের উপর ঘূর্ণায়মান গ্রহ – বৃহস্পতি।
● বৃহস্পতি গ্রহে কৃত্রিম উপগ্রহ গ্যালিলিও অবতরণ করে – ৭ ডিসেম্বর ১৯৯৫।
✿ শনি :
● শনির উপগ্রহ – ৬২ টি। এর মধ্য টাইটান, জুয়া, ডাইওন, ক্যাপিটাস, টেথিস প্রধান।
● শনির টাইটান উপগ্রহ অাবিষ্কার হয় – ২৫ মার্চ ১৯৫৫।
● শনির উপগ্রহ টাইটানের অাবিষ্কারক – ক্রিশ্চিয়ান হুগেন্স।
● শনি পৃথিবীর চেয়ে বড় – ৯ গুণ।
● শনির চতুর্দিকে বেস্টনকারী বলয়ের সংখ্যা – ৩ টি।
✿ ইউরেনাস :
● ইউরেনাস এর অাবিস্কারক – উইলিয়াম হার্শেল।
● ইউরেনাস অাবিষ্কৃত হয় – ১৩ মার্চ, ১৭৮১।
● ইউরেনাস এর গ্রহ – ২৭ টি। এরিয়েল, অামব্রিয়েল, টাইটানিয়া, ওবেরন, মিরান্ডা প্রধান।
● সবুজ গ্রহ বলা হয় – ইউরেনাসকে।
✿ নেপচুন:
● নেপচুনের উপগ্রহ সংখ্যা – ১৪ টি।
● নেপচুন এর প্রধান দুটি উপগ্রহ – ট্রিটন ও নিরিয়ড
● সবচেয়ে অনুকূল উপগ্রহ – নেপচুন।
● সৌরজগতের যে গ্রহে বায়ু প্রবাহের গতিবেগ সবচেয়ে
বেশি – নেপচুন (ঘন্টায় ২০০০ কিমি
১। সৌরজগতে গ্রহ রয়েছে - ৮টি
২। উপগ্রহ রয়েছে- ৪৯টি
৩। সূর্য পৃথিবী অপেক্ষা - ১৩ লক্ষ গুণ বড়
৪। সূর্যের উপরিভাগের উষ্ণতা - ৫৭০০০ ডিগ্রি সেলসিয়াস
৫। সূর্য নিজ অক্ষের দিকে আবর্তন করে- ২৫ দিনে
৬। নিজ গ্যালাক্সির চারপাশে আবর্তন করতে সূর্যের সময় লাগে- ২০ কোটি বছর
৭। সূর্যকে পরিক্রমণ করতে বুধের সময় লাগে- ৮৮ দিন ৮। উপগ্রহ নেই- বুধ ও শুক্র এর
৯। সন্ধ্যাতারা ও শুকতারা হিসেবে দেখতে পাওয়া যায়- শুক্রকে
১০। পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা- ১৩.৯০ ডিগ্রি সেলসিয়াস
১১। আগ্নেয়গিরি রয়েছে- মঙ্গল গ্রহে
১২। মঙ্গলের উপগ্রহ- দুইটি, ডিমোস ও ফেবোস
১৩। লালচে গ্রহ বলা হয়- মঙ্গল গ্রহকে
১৪। গ্রহাণু - ৮০৫ থেকে ১.৬ কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহ
১৫। অসংখ্য গ্রহাণুপুঞ্জ রয়েছে- মঙ্গল ও বৃহস্পতিরর মাঝখানে
১৬। একদিনে দুইবার সূর্য উঠে ও অস্ত যায়- বৃহস্পতি গ্রহে
১৭। বৃহস্পতি গ্রহের উপগ্রহ - ১৬টি
১৮। সৌরজগতের ২য় বৃহত্তম গ্রহ- শনি
১৯। শনির উপগ্রহ- ২২টি
২০। ইউরেনাসের উপগ্রহ- ৫টি
২১। সূর্য থেকে অধিক দুরুত্বে অবস্থিত- নেপচুন
২২। নীলাভ গ্রহ – নেপচুন
২৩। নেপচুন এর উপগ্রহ- ২টি
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সৌরজগৎ বিষয়ক জ্ঞান"
Post a Comment