বিপ্লব এবং নুরআলম এর কিছু খোঁজা সম্পর্কে
NurAlam: No problem. What are you looking for? নুরআলমঃ নিশ্চয়ই। আপনি কি খুজছেন?
Biplob: My laptop, do you see it? বিপ্লবঃ আমার লেপটপটা। দেখতে পাচ্ছ?
NurAlam: Yes, your laptop is on the chair. নুরআলমঃ হাঁ, আপনার লেপটপটা চেয়ারের উপরে আছে।
Biplob: Where's my book? বিপ্লবঃ আমার বইটা কোথায়?
NurAlam: Which one? নুরআলমঃ কোনটা?
Biplob: The dictionary. বিপ্লবঃ আমার অভিধানটা।
NurAlam: It's under the table. নুরআলমঃ ওটা টেবিলের নিচে রয়েছে।
Biplob: Where's my pencil? বিপ্লবঃ আমার পেনসিলটা কোথায়?
NurAlam: There's a pencil in front of the lamp. নুরআলমঃ প্রদীপটার সামনে একটা পেনসিল আছে।
Biplob: That's not a pencil. That's a pen. বিপ্লবঃ ওটা পেনসিল নয়। ওটা কলম।
NurAlam: Oh, sorry. There is a pencil behind the cup. নুরআলমঃ আমার ভুল হয়েছে। পেয়ালাটার পিছনে একটা পেনসিল রয়েছে।
Biplob: How about my backpack? Do you know where that is? বিপ্লবঃ আচ্ছা। আমার থলিটা কোথায়? তুমি কি জানো ওটা কোথায়?
NurAlam: It's in between the wall and the bed. নুরআলমঃ ওটা খাট আর দেয়ালের মধ্যে আছে।
Biplob: Where are my shoes? বিপ্লবঃ আমার জুতা কোথায়?
NurAlam: They're on the left side of the TV. নুরআলমঃ টি ভির বাঁ দিকে ওগুলো আছে।
Biplob: I don't see them. বিপ্লবঃ আমি তো ওগুলোকে দেখতে পাচ্ছিনা।
NurAlam: Sorry, I made a mistake. They're on the right side of the TV. নুরআলমঃ দুঃখিত, আমার ভুল হয়েছে। ওগুলো টি ভির ডান দিকে।
Biplob: Thanks বিপ্লবঃ ধন্যবাদ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বিপ্লব এবং নুরআলম এর কিছু খোঁজা সম্পর্কে "
Post a Comment