কবিতা ও উপন্যাস বিষয়ক প্রশ্ন ও উত্তর

কবিতা ও উপন্যাস বিষয়ক প্রশ্ন ও উত্তর


১. প্রশ্নঃ ‘একাত্তরের দালালেরা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ শফিক আহমেদ।

২. প্রশ্নঃ‘খেলারাম খেলে যা’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ সৈয়দ শামসুল হক।

৩. প্রশ্নঃ‘চিলেকোঠার সেপাই’উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ আখতারুজ্জমান ইলিয়াস।

৪. প্রশ্নঃ ‘তোতা ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ চন্ডীচরণ মুনশী।

৫. প্রশ্নঃ ‘দ্যা লিবেরেশন অব বাংলাদেশ’ গ্রন্থটির রচনা করেন কে ?
উত্তরঃ মেজর জেনারেল সুখওয়ান্ত সিং।

৬. প্রশ্নঃ ‘দ্যা রেপ অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ এ্যান্থনি ম্যাককারেনহাস।

৭. প্রশ্নঃ ‘ধুসর পান্ডুলিপি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ।

৮. প্রশ্নঃ ‘পূর্ণিমার চাদঁ যেন ঝলসানো রুটি’ রচিত কবিতার পংতি?
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য।

৯. প্রশ্নঃ ফারসী ভাষায় রচিত শাহনামা গ্রন্থের রচয়িতা হলেন?
উত্তরঃ মহাকবি ফেরদৌসি।

১০. প্রশ্নঃ বৈঞ্চব পদাবলীর আদি রচয়িতা কে?
উত্তরঃ কবি চন্ডীদাস।

১১. প্রশ্নঃ ‘আমার পূর্ব বাংলা’ কবিতাটির রচয়িতা কে?
উত্তরঃ সৈয়দ আলী আহসান।

১২. প্রশ্নঃ ‘আনন্দ মঠ’ ও ‘দেবী চৌধুরানী’ গ্রন্থ দুটির রচয়িতা কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৩. প্রশ্নঃ ‘আমি বিজয় দেখিছি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ এম, আর, আখতার মুকুল।

১৪. প্রশ্নঃ ‘আলালের ঘরের দুলাল’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র।

১৫. প্রশ্নঃ ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ আবুল মনসুর আহমেদ।

১৬. প্রশ্নঃ আমি সৈনিক রচনাটি নজরুলের কোন গ্রন্থের অর্ন্তভুক্ত?
উত্তরঃ দুর্দিনের যাত্রী।

১৭. প্রশ্নঃ ‘আগুন নিয়ে খেলা’ গ্রন্থটির রচয়িতা?
উত্তরঃ অন্নদাশঙ্কর রায়।

১৮. প্রশ্নঃ ‘আমলার মামলা’ গ্রন্থটির রচয়িতা?
উত্তরঃ শওকত ওসমান।

১৯. প্রশ্নঃ আলাওলের শ্রেষ্ঠ কীর্তি কি?
উত্তরঃ পদ্মাবতী।

২০. প্রশ্নঃ আব্দুল কাদেরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ দিলরম্নবা।

২১. প্রশ্নঃ ‘আলো ও ছায়া’ কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উত্তরঃ কামিনী রায়।

২২. প্রশ্নঃ ‘আবোল তাবোল’ কার রচনা?
উত্তরঃ সুকুমার রায়।

২৩. প্রশ্নঃ আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ রাত্রি শেষ।

২৪. প্রশ্নঃ আহসান হাবিবের বিখ্যাত উপন্যাস কোনটি?
উত্তরঃ অরণ্য নীলিমা।

২৫. প্রশ্নঃ ‘নোলক’ কবিতা আল মাহমুদের কোন গ্রন্থের অর্ন্তগত?
উত্তরঃ লোক লোকান্তর।

২৬. প্রশ্নঃ ‘আকাঙ্খিত অসুন্দর’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ফজল শাহাবুদ্দীন।

২৭. প্রশ্নঃ ‘আমি কিংবদন্তীর কথা বলাছি’ কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উত্তরঃ আবু জাফর উবায়দুল্লাহ।

২৮. প্রশ্নঃ ‘ইস্তাম্বুল যাত্রীর পত্র’ এর রচিয়তা কে?
উত্তরঃ ইব্রাহিম খাঁ।

২৯. প্রশ্নঃ ‘ঈশ্বর পাটনী’ চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুনকর (অন্নদামঙ্গল)।

৩০. প্রশ্নঃ ‘ইউসূফ-জুলেখা’ কাব্যের রচিয়তা কে?
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।

৩১. প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি?
উত্তরঃ অনল প্রবাহ।

৩২. প্রশ্নঃ ‘উমর ফারুক’ কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত?
উত্তরঃ জিঞ্জির।

৩৩. প্রশ্নঃ ‘উদাসিন পথিকের মনের কথা’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ মীর মশার্‌রফ হোসেন।

৩৪. প্রশ্নঃ ‘উত্তম-পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ রশীদ করিম।

৩৫. প্রশ্নঃ ‘এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ’ এর রচিয়তা কে?
উত্তরঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।

৩৬. প্রশ্নঃ ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসণটি কার রচনা?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত।

৩৭. প্রশ্নঃ ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থটির রচিয়তা কে?
উত্তরঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।

৩৮. প্রশ্নঃ ‘ওরা কদম আলী’ নাটকের রচিয়তা কে?
উত্তরঃ মামুনুর রশিদ।

৩৯. প্রশ্নঃ ‘ওজারতির দুই বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উত্তরঃ আতাউর রহমান খান।

৪০. প্রশ্নঃ ‘প্রধানমন্ত্রীত্বের নয় মাস’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উত্তরঃ আতাউর রহমান খান।

৪১. প্রশ্নঃ ‘স্বৈরাচারের দশ বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উত্তরঃ আতাউর রহমান খান।

৪২. প্রশ্নঃ ‘কড়ি দিয়ে কিনলাম’ উপন্যাসটি রচনা করেন কে?
উত্তরঃ বিমল মিত্র।

৪৩. প্রশ্নঃ ‘কড়ি ও কোমল’ গ্রন্থের রচিয়তা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

৪৪. প্রশ্নঃ ‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের রচিয়তা কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

৪৫. প্রশ্নঃ ‘কমলাকান্তের দপ্তর’ কোন ধরনের রচনা?
উত্তরঃ র্তীয়ক ব্যঙ্গাত্মক।

৪৬. প্রশ্নঃ ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রচিয়তা কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

৪৭. প্রশ্নঃ ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচিয়তা কে?
উত্তরঃ শওকত ওসমান।

৪৮. প্রশ্নঃ ‘কুলীনকুল সর্বস্ব’ নাটকের রচিয়তা কে?
উত্তরঃ রামনারায়ন তর্করত্ন।

৪৯. প্রশ্নঃ ‘কাফেলা’ নাটকের রচিয়তার নাম কি?
উত্তরঃ ইব্রাহিম খাঁ।

৫০. প্রশ্নঃ ‘কামাল পাশা’ ও ‘আনোয়ার পাশা’ গ্রন্থ দুটির রচয়িতার নাম কি?
উত্তরঃ ইব্রাহিম খাঁ।

৫১. প্রশ্নঃ ‘লালন ফকির’ নাটকের নাট্যকার কে?
উত্তরঃ কল্যান মিত্র।

৫২. প্রশ্নঃ ‘সিরাজদ্দৌলা’ নাটকের নাট্যকার কে?
উত্তরঃ গিরিশ চন্দ্র।

৫৩. প্রশ্নঃ ‘অশ্রুমালা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ কায়কোবাদ।

৫৪. প্রশ্নঃ ‘অভিজ্ঞান শকুন্তলম’ এর রচয়িতা কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৫৫. প্রশ্নঃ ‘অপরাজিতা’ গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ বিভুতিভূষন।

৫৬. প্রশ্নঃ ‘আত্মঘাতি বাঙ্গালী’ এর রচয়িতা কে?
উত্তরঃ নীরদ চন্দ্র চৌধুরী।

৫৭. প্রশ্নঃ ‘অনল প্রবাহ’ ও ‘রায় নন্দিনী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী।

৫৮. প্রশ্নঃ আবদুল্লাহ উপন্যাসটি কে রচনা করেন?
উত্তরঃ কাজী ইমদাদুল হক।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "কবিতা ও উপন্যাস বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে