ভলিবল
ভলিবল কোর্টের মাপ : ৬০ ফুট ক্ম ৩০ ফুট।
মাটি থেকে ভলিবলের নেটের উচ্চতা : ৮ ফুট (প্রায়)।
ভলিবল খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে : ৬ জন।
অলিম্পিকে ভলিবল অন্তর্ভূক্ত করা হয় : ১৯৬৪ সালে।
ভলিবল বিশ্ব লিগ শুরু হয় : ১৯৯০ সালে।
ভলিবল ওয়াল্ড গ্রান্ড চ্যাম্পিয়নস কাপ শুরু হয় : ১৯৯৩ সালে।
ভলিবল বিশ্বকাপ শুরু হয় : ১৯৬৫ সালে।
ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয় : ১৯৪৯ সালে (অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর)।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ভলিবল"
Post a Comment