বাঙ্গালী জাতির অভ্যুৎদ্বয় বিষয়ক প্রশ্ন ও উত্তর

বাঙ্গালী জাতির অভ্যুৎদ্বয় বিষয়ক প্রশ্ন ও উত্তর


বাঙ্গালী জাতির অভ্যুৎদ্বয়

1.প্রশ্ন: বাঙ্গালী জাতির পরিচয় কি?
উঃ শংকর জাতি হিসেবে।

2. প্রশ্ন: বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি?
উঃ গৌড় -(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল)

3. প্রশ্ন: রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?
উঃ ৩টি । যথাঃ পুন্ড্রু, গৌড়, বঙ্গ।

4. প্রশ্ন: প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
উঃ বগুড়া জেলার মহাস্থানগড়ে।

5. প্রশ্ন: দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয় ?
উঃ মুসলিম শাসনামলের প্রথম দিকে।

6. প্রশ্ন: সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল ?
উঃ সুবহ-ই-বাঙ্গালাহ নামে।

7. প্রশ্ন: Bengal এবং Bangla কোন শব্দের রুপান্তর?
উঃ ফারসী ‘বাঙ্গালহ্’ শব্দের।

8. প্রশ্ন: কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
উঃ আইন-ই-আকবরী গ্রন্থে।

9. প্রশ্ন: সমগ্র বাংলাদেশ ‘বঙ্গ’ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?
উঃ পাঠান আমলে।

10. প্রশ্ন: প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বুঝায়?
উঃ আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।

11. প্রশ্ন: আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে?
উঃ ২০০০ খ্রিঃ পূর্বাব্দে।

12. প্রশ্ন: আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?
উঃ অনার্যদের

13. প্রশ্ন: চীনা পরিব্রাজক হিউ-এন-স্যঙ কবে বাংলায় আগমন করেন ?
উঃ সপ্তম শতকে।

14. প্রশ্ন: বাংলার শাসন পদ্ধতি সুষ্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে ?
উঃ গুপ্ত যুগে।

15. প্রশ্ন: কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ?
উঃ সম্রাট অশোকের আমলে।

16. প্রশ্ন: প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?
উঃ এশিয়া ও আফ্রিকা মহাদেশ।

17. প্রশ্ন: প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ?
উঃ তিনটি জনপদে।

18. প্রশ্ন: আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ?
উঃ বেদ।

19. প্রশ্ন: বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল ?
উঃ সংস্কৃত।

20. প্রশ্ন: বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষাভাষা ছিল ?
উঃ অষ্ট্রিক।

21. প্রশ্ন: সিন্ধু সভ্যতা কোন যুগের?
উঃ তাম্র যুগের।

22. প্রশ্ন: সিন্ধু সভ্যতা কখন আবিস্কার হয়?
উঃ ১৯২২ সালে।

23. প্রশ্ন: গৌতম বুদ্ধের জন্ম স্থান কোথায়?
উঃ লুম্বিনী (নেপাল)।

পপ্রাক সুলতানি আমল-মৌর্য বংশ

1. প্রশ্ন: প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট কে ?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।

2. প্রশ্ন: মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।

3. প্রশ্ন: সর্বশেষ মৌর্য সম্রাট কে?
উঃ বৃহদ্রথ।

4. প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল?
উঃ বিক্রামাদিত্য।

5. প্রশ্ন: চীনা বৌদ্ধ পন্ডিত হিউয়েন সাঙ ভারতে আসেন কোন রাজার আমলে ?
উঃ হর্যবর্ধন।

6. প্রশ্ন: ভারত বর্ষ থেকে কোন রাজন্য গ্রীকদের বিতাড়িত করেন ?
উঃ মৌর্য সাম্রােেজ্যর প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত।

7. প্রশ্ন: চন্দ্রগুপ্ত কোন বংশের রাজাকে পরাজিত করে মগধ্ দখল করেন?
উঃ নন্দবংশের শেষ রাজাকে।

8. প্রশ্ন: ইন্ডিকা (Indika) নামক বিবরনমুলক গ্রন্থের লেখক কে?
উঃ মেগাস্থিনিস।

9. প্রশ্ন: ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির লেখক কে ?
উঃ কৌটিল্য।

10. প্রশ্ন: কৌটিল্য আসলে কে কে?
উঃ চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা ও সাহায্যকারী চানক্য ও বিষ্ণুগুপ্ত।

11. প্রশ্ন: মৌর্য সাম্রাট অশোক কার পুত্র ?
উঃ বিন্দু সারের।

12. প্রশ্ন: অশোক কলিঙ্গ জয়ে বের হন কত খ্রিষ্ট পূর্বাব্দে ?
উঃ ২৬০ খ্রিস্ট পূর্বাব্দে।

13. প্রশ্ন: মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?
উঃ পুন্ডনগর।

পপ্রাক সুলতানি আমল-গুপ্ত বংশ

1. প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ ১ম চন্দ্রগুপ্ত (শ্রী-গুপ্ত) ।

2. প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয়?
উঃ ৩২০ খ্রিঃ পূর্বাব্দে।

3. প্রশ্ন: গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল?
উঃ দুটি

4. প্রশ্ন: গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উঃ সমুদ্রগুপ্ত।

5. প্রশ্ন: বিক্রমাদিত্য কার উপাধী ছিল?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

6. প্রশ্ন: অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি?
উঃ গুপ্তযুগের।

7. প্রশ্ন: কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হত?
উঃ সমুদ্রগুপ্তকে।

8. প্রশ্ন: সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন?
উঃ ফা-ইয়েন।

9. প্রশ্ন: ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

10. প্রশ্ন: ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ কি ছিল?
উঃ বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা।

11. প্রশ্ন: ফা-হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন?
উঃ তিন বছর।

12. প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন?
উঃ স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে।

13. প্রশ্ন: গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল?
উঃ ৩২০-৫৫০ খ্রিঃ

14. প্রশ্ন: গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন ?
উঃ ১ম চন্দ্রগুপ্ত।

15. প্রশ্ন: ১ম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল?
উঃ রাজাধিরাজ।

16. প্রশ্ন: সমূদ্রগুপ্ত কখন সিংহাসনে আরোহন করেছিল?
উঃ ৩৩৫ খ্রিঃ।

17. প্রশ্ন: সমূদ্রগুপ্ত কত বছর রাজ্য শাসন করেন?
উঃ ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্তু)।

18. প্রশ্ন: সমূদ্রগুপ্তের পিতা কে ছিলেন?
উঃ ১ম চন্দ্রগুপ্ত।

19. প্রশ্ন: মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন?
উঃ ২য় চন্দ্রগুপ্ত।

20. প্রশ্ন: ২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল?
উঃ ৩৮০-৪১৩ খ্রিঃ

21. প্রশ্ন: কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন?
উঃ খ্রীস্টপূর্ব ৩২৭ অব্দে।

22. প্রশ্ন: আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন?
উঃ এরিস্টটল।

পপ্রাক সুলতানি আমল-গৌড় বংশ

1. প্রশ্ন: কে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন?
উঃ শশাঙ্ক।

2. প্রশ্ন: গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয়?
উঃ ৬০৬ সালে।

3. প্রশ্ন: গৌড় রাজ্যের রাজধানীর নাম কি ছিল?
উঃ কর্ণসুবর্ণ

4. প্রশ্ন: কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন?
উঃ শশাঙ্ক।

5. প্রশ্ন: গৌড় বংশের শক্তিশালী রাজা কে ছিলেন?
উঃ শশাঙ্ক।

6. প্রশ্ন: শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উঃ কর্ণসুবর্ণ।

7. প্রশ্ন: শশাঙ্কের উপাধি কি ছিল?
উঃ মহাসামন্ত।

8. প্রশ্ন: হিউয়েন সাঙ কাকে বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অবিহিত করেছেন?
উঃ শশাংঙ্ককে।

9. প্রশ্ন: শশাঙ্কের পর গৌড় রাজ্য কে দখল করেন?
উঃ হর্ষবর্ধন।

10. প্রশ্ন: আবররা কখন সিন্ধু আক্রমন করে?
উঃ ৭১২ খ্রিষ্টাব্দে।

পপ্রাক সুলতানি আমল-পাল বংশ

1. প্রশ্ন: পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ গোপাল।

2. প্রশ্ন: গোপালের রাজত্বকাল কত ছিল?
উঃ ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর।

3. প্রশ্ন: পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন?
উঃ প্রায় চারশ বছর।

4. প্রশ্ন: পাল রাজারা কোন ধর্মালম্বী ছিলেন?
উঃ বৌদ্ধ।

5. প্রশ্ন: বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
উঃ পাল বংশ।

6. প্রশ্ন: পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উঃ ধর্মপাল।

7. প্রশ্ন: গোপালের পরে কে বঙ্গ দেশের সিংহাসনে আসীন হন?
উঃ ধর্মপাল।

8. প্রশ্ন: ধর্মপাল বৌদ্ধ ধর্মপ্রসারে কোন মন্দির স্থাপন করেন?
উঃ ১০৭ মন্দির সম্পন্ন বিক্রমশীলা বৌদ্ধ বিহার, পাহাড়পুরের সোমপর বিহার, ময়নামতি বিহার ইত্যাদি।

9. প্রশ্ন: ধর্মপালের রাজত্বকাল কত ছিল?
উঃ ৭৭০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দে পর্যন্ত ৪০ বছর।

10. প্রশ্ন: নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’ -এর প্রতিষ্ঠাতা কে?
উঃ ধর্মপাল।

11. প্রশ্ন: লৌসেন (Lausen) কে?
উঃ রাজা দেবপালের (৮১০-৮৫০ খ্রিঃ) সেনাপতি।

12. প্রশ্ন: ‘উদীয়মান প্রতিপত্তির যুগ’ বলা হয় কার শাসনামলকে?
উঃ দেবপালের।

13. প্রশ্ন: কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে ?
উঃ ১১২৪ খ্রিষ্ঠাব্দে।

পপ্রাক সুলতানি আমল-চন্দ্র বংশ

1. প্রশ্ন: চন্দ্রবংশের শাসনকাল কত শতক পর্যন্তু বিস্তৃত ছিল?
উঃ ১০ম- ১১শ শতক।

2. প্রশ্ন: চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা কে?
উঃ ত্রৈলোক্যচন্দ্র।

3. প্রশ্ন: ত্রৈলোক্যচন্দ্র আনুমানিক কত সময় রাজত্ব করেছেন?
উঃ ৯০০-৯৩০ খ্রিঃ।

4. প্রশ্ন: রমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধী কার ছিল?
উঃ শ্রীচন্দ্রের।

5. প্রশ্ন: শ্রীচন্দ্র কত সময় রাজত্ব করেছেন?
উঃ ৯৩০-৯৭৫ খ্রিঃ।

6. প্রশ্ন: চন্দ্রবংশের শাসনকাল কত শতক পর্যন্তু বিস্তৃত ছিল?
উঃ ১০ম- ১১শ শতক।

7. প্রশ্ন: চন্দ্রবংশের প্রথম শক্তি
1. প্রশ্ন: সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা কে?
উঃ সামন্ত সেন।

2. প্রশ্ন: সেন রাজাদের পূর্ব পুরুষগণ কোন দেশের অধিবাসী ছিলেন?
উঃ দাক্ষিণাত্যের কর্ণাটক।

3. প্রশ্ন: কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীন আসে?
উঃ বিজয় সেনের।

4. প্রশ্ন: বিজয় সেনের রাজত্বকাল কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল?
উঃ ১০৯৮-১১৬০ খ্রিঃ

5. প্রশ্ন: সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা কে?
উঃ বিজয় সেন।

6. প্রশ্ন: সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উঃ বিজয় সেন।

7. প্রশ্ন: বিজয় সেনের দ্বিতীয় রাজধানী কোথায়?
উঃ ঢাকা জেলার বিক্রমপুরে (রামপাল)।

8. প্রশ্ন: কৌলিন্য প্রথার প্রবর্তক কে?
উঃ বল্লাল সেন।

9. প্রশ্ন: সেন বংশের সর্বশেষ রাজা কে?
উঃ লক্ষন সেন।

10. প্রশ্ন: বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উঃ লক্ষন সেন।

11. প্রশ্ন: সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধী কার ছিল?
উঃ লক্ষন সেন।

12. প্রশ্ন: লক্ষন সেনের রাজধানী কোথায় কোথায় ছিল?
উঃ গৌড় ও নদীয়ায়।

13. প্রশ্ন: সেন বংশের অবসান ঘটে কবে?
উঃ ত্রয়োদশ শতকে।

14. প্রশ্ন: কোন বাঙালী নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহাধ্যক্ষ পদ অলংকৃত করেন?
উঃ শীলভদ্র।


শালী রাজা কে?
উঃ ত্রৈলোক্যচন্দ্র।

8. প্রশ্ন: ত্রৈলোক্যচন্দ্র আনুমানিক কত সময় রাজত্ব করেছেন?
উঃ ৯০০-৯৩০ খ্রিঃ।

9. প্রশ্ন: রমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধী কার ছিল?
উঃ শ্রীচন্দ্রের।

10. প্রশ্ন: শ্রীচন্দ্র কত সময় রাজত্ব করেছেন?
উঃ ৯৩০-৯৭৫ খ্রিঃ।

পপ্রাক সুলতানি আমল-দেব বংশ

1. প্রশ্ন: বেদ রাজবংশের রাজাদের রাজধানী নাম কি ছিল?
উঃ দেবপর্বত।

2. প্রশ্ন: দেবপর্বত কোথায় অবস্থিত ছিল?
উঃ কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিনাংশে।

3. প্রশ্ন: দেববংশের রাজত্বকাল কখন ছিল বলে অনুমান করা হয়?
উঃ ৭৪০-৮৯৯ খ্রিঃ

4. প্রশ্ন: বেদ রাজবংশের রাজাদের রাজধানী নাম কি ছিল?
উঃ দেবপর্বত।

5. প্রশ্ন: দেবপর্বত কোথায় অবস্থিত ছিল?
উঃ কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিনাংশে।

6. প্রশ্ন: দেববংশের রাজত্বকাল কখন ছিল বলে অনুমান করা হয়?
উঃ ৭৪০-৮৯৯ খ্রিঃ

পপ্রাক সুলতানি আমল-সেন বংশ
1. প্রশ্ন: সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা কে?
উঃ সামন্ত সেন।

2. প্রশ্ন: সেন রাজাদের পূর্ব পুরুষগণ কোন দেশের অধিবাসী ছিলেন?
উঃ দাক্ষিণাত্যের কর্ণাটক।

3. প্রশ্ন: কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীন আসে?
উঃ বিজয় সেনের।

4. প্রশ্ন: বিজয় সেনের রাজত্বকাল কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল?
উঃ ১০৯৮-১১৬০ খ্রিঃ

5. প্রশ্ন: সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা কে?
উঃ বিজয় সেন।

6. প্রশ্ন: সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উঃ বিজয় সেন।

7. প্রশ্ন: বিজয় সেনের দ্বিতীয় রাজধানী কোথায়?
উঃ ঢাকা জেলার বিক্রমপুরে (রামপাল)।

8. প্রশ্ন: কৌলিন্য প্রথার প্রবর্তক কে?
উঃ বল্লাল সেন।

9. প্রশ্ন: সেন বংশের সর্বশেষ রাজা কে?
উঃ লক্ষন সেন।

10. প্রশ্ন: বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উঃ লক্ষন সেন।

11. প্রশ্ন: সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধী কার ছিল?
উঃ লক্ষন সেন।

12. প্রশ্ন: লক্ষন সেনের রাজধানী কোথায় কোথায় ছিল?
উঃ গৌড় ও নদীয়ায়।

13. প্রশ্ন: সেন বংশের অবসান ঘটে কবে?
উঃ ত্রয়োদশ শতকে।

14. প্রশ্ন: কোন বাঙালী নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহাধ্যক্ষ পদ অলংকৃত করেন?
উঃ শীলভদ্র।



☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাঙ্গালী জাতির অভ্যুৎদ্বয় বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে