বিজ্ঞানের বিভিন্ন শাখার জনকের নাম
1) অ্যান্টিবায়োটিক ➫ Louis Pasteur – France – 1887
2) অ্যারোসোল ➫ Erik Rotheim – Norway -1926
3) অ্যালুমিনিয়াম প্রস্তুত ➫ Charles M. Hall – USA – 1866
4) আইসোটোপ ➫ Frederick Soddy – England – 1912
5) আপেক্ষিক তত্ত্ব ➫ আইনস্টাইন,জার্মানী।(১৯০৫)
6) অক্সিজেন ➫ জোসেফ প্রিস্টলি,যুক্তরাজ্য(১৭৭৪)
7) অটোমোবাইল ➫ Gottlieb Daimler – Germany – 1885
8) অণুবীক্ষণ যন্ত্র ➫ Zacharias Janssen – The Netherlands – 1590
9) অ্যাড্রিনালিন ➫ John Jacob Abel – USA – 1897
10) অ্যানেসথেসিক ➫ Crawford W. Long – USA – 1842
11) আয়োডিন ➫ Bernard Courtois – France – 1811
12) আলোর গতি ➫ Olaus Roemer – Denmark – 1675
13) ইউরিয়া ➫ Friedrich Wöhler – Germany – 1828
14) ইউরেনিয়াম ➫ Martin Heinrich Klaproth – Germany – 1789
15) ইলেকট্রন ➫ Sir Joseph J. Thompson – England – 1857
16) ইলেকট্রনিক মেইল ➫ Ray Tomlinson – USA – 1972
17) ইলেকট্রোমেগনেট ➫ William Sturgeon – England – 1823
18) উড়োজাহাজ ➫ রাইট ব্রাদারস,যুক্তরাস্ট্র।(১৯০৩)
19) এক্সরে ➫ রনজেন,জার্মানী।(১৮৯৫)
20) এন্টিসেপটিক ➫ Joseph Lister – England – 1867
21) এস্প্রিন ➫ Dr. Felix Hoffman – Germany – 1899
22) ওজোন ➫ Christian Schönbein – Germany – 1839
23) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) কে আবিষ্কার করেন? ➫ সর্বপ্রথম ১৯৯০ সালে ব্রিটিশ বিজ্ঞানী টিম বারনারস লি ।
24) ওহমের সূত্র ➫ Georg S. Ohm – Germany – 1827
25) কম্পিউটার ➫ চার্লস ব্যাবেজ,যুক্তরাস্ট্র।(১৮৩৬)
26) কলেরা জীবাণু ➫ Robert Koch – Germany – 1883
27) কোকাকোলা ➫ John Pemberton – USA – 1886
28) কোয়ান্টাম তত্ত্ব ➫ ম্যাক্স প্লান্ক,জার্মানী।(১৯০০)
29) ক্যামেরা ➫ George Eastman – USA – 1888
30) ক্যালকুলাস ➫ Isaac Newton – England – 1669
31) ক্যালকুলেটিং মেশিন ➫ Charles Babbage – England – 1835
32) ক্রেডিট কার্ড কে আবিষ্কার করেন? ➫ সর্বপ্রথম ১৯২০ সালে যুক্তরাষ্ট্রে এর ব্যবহার সফলভাবে শুরু হয়। সর্বপ্রথম ক্রেডিট কার্ড ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের জন. বিগিন।
33) গ্যাসটারবাইন ➫ Charles Gordon Curtis – USA – 1899
34) গ্রামোফোন কে সর্বপ্রথম আবিষ্কার করেন? ➫ এমিল বার্লিনার
35) গ্র্যাভিটেশন ➫ Sir Isaac Newton – England – 1665
36) ঘড়ি (পেন্ডুলাম) ➫ Christian Huygens – The Netherlands – 1656
37) ঘাস কাটার যন্ত্র কে আবিষ্কার করেন? ➫ লন মোয়ার ।
38) ঘাস কাটার যন্ত্রের নাম কি? ➫ Brri Field Mower
39) চলচিত্র যন্ত্র কে আবিষ্কার করেন? ➫ টমাস আলভা এডিসন ১৮৯৩ সালে (যুক্তরাষ্ট্র)
40) চলচ্চিত্র ➫ আলভা এডিশন,যুক্তরাজ্য।(১৯১৯)
41) চশমা ➫ Salvino D’Armate – Italy – 1285
42) জলাতঙ্ক প্রতিষেধক ➫ Louis Pasteur and Emile Roux – France – 1885
43) জীবকোষ ➫ Robert Hooke – England – 1665
44) জ্যামিতি ➫ ইউক্লিড,গ্রিস।(খ্ পূ: ৩০০ অব্দ)
45) টায়ার (নিউমেটিক) ➫ Robert W. Thompson – England – 1845
46) টেলিগ্রাফ ➫ Samuel F. B. Morse – USA – 1837
47) টেলিফোন ➫ আলেকজেন্ডার গ্রাহামবেল,যুক্তরাস্ট্র।(১৮৭৭)
48) টেলিভিশন ➫ J.L. Baird – Scotland – 1926
49) টেলিস্কোপ ➫ Galileo Galilei – Italy – 1609
50) ট্যাংক (সামরিক) ➫ Sir Ernest Swinton – England – 1914
51) ট্রাক্টর ➫ Benjamin Holt – USA – 1900
52) ট্রানজিষ্টার ➫ John Bardeen, Walter H. Brattain- USA – 1947
53) ডায়নামো ➫ Michael Faraday – England – 1832
54) ডিনামাইট ➫ Alfred Nobel – Sweden – 1867
55) তাঁত যন্ত্র কে আবিষ্কার করেন? ➫ ভানকে ১৭৩৩ সালে (ব্রিটেন)
56) তেজস্ক্রিয়তা ➫ Henri Becquerel – France – 1896
57) নতুন পারমাণবিক ঘড়ি আবিষ্কার করেন কে? ➫ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ড. জুন ইয়ে ও তার দল।
58) নাইট্টোজেন ➫ Daniel Rutherford – England – 1772
59) নিউট্টন ➫ James Chadwick – England – 1932
60) নেপচুন ➫ Johann Galle – Germany – 1846
61) পানির তলায় মাটি কাটার যন্ত্রের নাম কি ? ➫ ড্রেডলার।
62) পারমানবিক তত্ত্ব ➫ John Dalton – England – 1808
63) পুষ্পায়নে ফাইটোক্রোম-এর কার্যকারিতা সর্বপ্রথম আবিষ্কার করেন কে ? ➫ Borthwick and Hendricks
64) পূর্ণ বিকিরণ পাইরোমিটার কে আবিষ্কার করেন? ➫ বিজ্ঞানী ফেরী
65) পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? ➫ নিকোলাস অটো।
66) পেনিসিলিন ➫ Alexander Fleming – England – 1928
67) প্রথম রোবট ট্রাফিক পুলিশ নামানো হয় কোন দেশে? -গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
68) প্রোটোন ➫ Ernest Rutherford – England – 1919
69) ফটোগ্রাফ ➫ Thomas A. Edison – USA – 1877
70) ফনোগ্রাম কে আবিষ্কার করেন? ➫ টমাস আলভা এডিসন
71) বরফ তৈরির যন্ত্র কে আবিষ্কার করেন? ➫ জ্যাকোব পারমকিন্স ১৮৩০ সালে (যুক্তরাষ্ট্র)
72) বসন্ত রোগের টিকা ➫ Edward Jenner – England – 1796
73) বাংলাদেশের কোথায় মোটর সাইকেল সংযোজন কারখানা করা হয়? ➫ এটলাস বাংলাদেশ লিঃ, টংগী।
74) বাই সাইকেল কে আবিষ্কার করেন? ➫ ইংল্যান্ডের স্টারলি।
75) বাষ্পচালিত ইঞ্জিন ➫ James Watt – England – 1782
76) বিগ ব্যাং তত্ত্ব ➫ George A. Gamow – USA – 1948
77) বিবর্তনবাদ তত্ত্ব ➫ Charles Darwin – England – 1859
78) বুদ্ধির পরীক্ষা ➫ Alfred Binet, Theodore Simon – France – 1905
79) বেতার যন্ত্র ➫ মার্কনী ইতালি।(১৮৯৪)
80) বৈদ্যুতিক বাতি ➫ Thomas A. Edison – USA – 1879
81) ব্যাকটেরিয়া ➫ Anton van Leeuwenhoek – Netherlands – 1683
82) ব্যারোমিটার ➫ Evangelista Torricelli – Italy – 1643
83) মাইক্রোওয়েভ ওভেন ➫ Percy Spencer – USA – 1947
84) মাধ্যাকর্ষণ সূত্র ➫ Sir Isaac Newton – England – 1687
85) মেমোরি আবিষ্কার করেন কে ? ➫ Hermann Ebbinghaus.
86) মোটর সাইকেল আবিষ্কার করেন কে? ➫ এডওয়ার্ড বাটলার নামের এক ইংরেজ ১৮৮৪ সালে প্রথম মোটর সাইকেল তৈরী করেন
87) ম্যালেরিয়া জীবাণু ➫ Sir Ronald Ross – England – 1897
88) যক্ষা ➫ Robert Koch – Germany – 1882
89) যান্ত্রিক ক্যালকু্লেটর ➫ চার্লস ব্যাবেজ১৮২২
90) রকেট ➫ Robert Goddard – USA – 1926
91) রঙ তৈরির পদ্ধতি কে আবিষ্কার করেন? -উইলিয়াম হেনরি পারকিন
92) রিখটার স্কেল ➫ Charles F. Richter – USA – 1935
93) রিভলভার ➫ Samuel Colt – USA – 1835
94) রেডিও ➫ Guglielmo Marconi – Italy – 1895
95) রেফ্রিজারেটর ➫ James Harrison – Australia – 1850
96) রেলওয়ে ইঞ্জিন কে আবিষ্কার করেন? ➫ স্টিফেনসন।
97) রোবট শব্দটি কে প্রথম আবিষ্কার করেছেন? ➫ কারেল কাপেক
98) লেজার ➫ টি এইচ মাইমাহ,যুক্তরাস্ট্র(১৯৬০)
99) লোকোমোটিভ ➫ George Stephenson – England – 1829
100) ল্যাপটপ কে আবিষ্কার করে ? ➫ Adam Osborne ১৯৮১ সালে ল্যাপটপ আবিষ্কার করেন।
101) শিতাতপ নিয়ন্ত্রণ ➫ Willis Carrier – USA – 1911
102) সর্বপ্রথম ঘড়ি কে আবিষ্কার করে ? ➫ বিভিন্ন সময় ঘড়ি তৈরীতে বিভিন্ন জন তাদের প্রচেষ্টাকে কাজে লাগিেয় আধুনিক ঘড়ির ধারনা দিেয় গেছেন। তাদের মধ্যে 'সু-সাং' অন্যতম। তবে তাদের অনুপ্রেরণা কে কাজে লাগিেয় সর্বপ্রথম আধুনিক ঘড়ি তৈরী করেন 'পিটার হেনলিয়েন'।
103) সর্বপ্রথম বেতারযন্ত্র আবিষ্কার করেন কে? ➫ ঊনবিংশ শতাব্দির শেষপ্রান্তে অনেক দেশের বিজ্ঞানী প্রায় একই সময়ে বেতার আবিষ্কার করলেও গুগলিয়েলমো মার্কনি কেই বেতারের আবিষ্কারক হিসাবে ধরা হয়।
104) সাবমেরিন আবিষ্কার করেছেন কে ? ➫ ডেভিড বুসনেল।
105) সিমেন্ট ➫ Joseph Aspdin- England – 1824
106) সেলাই মেশিন ➫ Elias Howe – USA – 1846
107) সৌরজগৎ ➫ Nicolaus Copernicus – Poland – 1543
108) হেমিওপ্যাথি ➫ Samuel Hahnemann – Germany – 1796
109) হেলিকপ্টার ➫ Igor Sikorsky – USA – 1939
110) DNA পর্যায়ক্রম’ প্রক্রিয়া আবিষ্কার করেন কে? ➫ ওয়াটসন এবং ক্রিক ।
111) E = mc2 ➫ Albert Einstein – Switzerland – 1907
112) Inductor মোটর কে আবিষ্কার করেন? ➫ নিকোলা টেঁসলা
▬▬▬▬۩۞۩▬▬▬▬
1) অর্থনীতি ⇨ এডাম স্মিথ ( Adam Smith )
2) আধুনিক অর্থনীতির ⇨ পাল স্যমুয়েলসন
3) আধুনিক কম্পিউটার ⇨ চার্লস ব্যাবেজ
4) আধুনিক কম্পিউটার বিজ্ঞান ⇨ এলান ম্যাথাসন টুরিং
5) আধুনিক পদার্থ বিজ্ঞান ⇨ আলবার্ট আইনস্টাইন ( Albert Einstein )
6) আধুনিক বিজ্ঞানের ও জ্যোতির্বিজ্ঞানের ⇨ গ্যালিলিও গ্যালিলি ( Galileo Galilei )
7) আধুনিক বিজ্ঞানের ⇨ রাজার বেকন
8) আধুনিক রসায়নের ⇨ জন ডাল্টন ( John Dalton )
9) আধুনিক রসায়ন বিদ্যা ⇨ অ্যান্টনি লরেন্ট ল্যাভসেসিয়ে
10) ইংরেজি নাটকের ⇨ উইলিয়ম শেক্সপিয়
11) ইংরেজী কবিতা ⇨ জিও ফ্রে চসার ( Geoffrey Chaucer )
12) ইতিহাস ⇨ হেরোডোটাস ( Herodotus )
13) ইন্টারনেট ⇨ ভিনটন জি কার্ফ ( Vint Cerf )
14) ইন্টারনেট সার্চ ইঞ্জিন ⇨ এলান এমটাজ ( elan emtaz )
15) ই-মেইল ⇨ রে টমলি সন ( Ray Tomlinson )
16) উইকিপিডিয়া ⇨ জিমি ওয়েলস
17) উদ্ভিদবিজ্ঞান ⇨ থিওফ্রাস্টাস ( Theophrastus )
18) এনাটমি ⇨ আঁদ্রে ভেসালিয়াস ( Andreas Vesalius )
19) কম্পিউটার ⇨ চার্লস ব্যাবেজ ( Charles Babbage )
20) কম্পিউটার বিজ্ঞান ⇨ জর্জ বোল ( George Boole ) ও অ্যালান টুরিং ( Alan Turing )
21) ক্যালকুলাস ⇨ আইজ্যাক নিউটন ও গটফ্রিড ( Gottfried Wilhelm Leibniz )
22) গণতন্ত্র ⇨ জন লক ( John locke )
23) গণিতশাস্ত্র ⇨ আর্কিমিডিস ( Archimedes )
24) গাণিতিক অর্থনীতি ⇨ ড্যানিয়েল বার্নুলি ( Daniel Bernoulli )
25) চিকিৎসা বিজ্ঞানের ⇨ ইবনে সিনা
26) জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ⇨ জেমস গসলিং
27) জীব বিজ্ঞান ⇨ এরিস্টটল ( Aristotle )
28) জীবাণু বিদ্যা ⇨ লুই পাস্তুর ( Louis Pasteur )
29) জেনেটিক্স ⇨ গ্রেগর মেন্ডেল ( Gregor Mendel )
30) জৈব রসায়ন ⇨ ফ্রেডারিক উইলার
31) জোর্তিবিজ্ঞান ⇨ নিকোলাস কোপারনিকাস ( Nicolaus Copernicus )
32) জ্যামিতি ⇨ ইউক্লিড ( Euclid )
33) তড়িৎ গতি ⇨ মাইকেল ফ্যারাডে ( Michael Faraday )
34) তাপগতিবিদ্যা ⇨ সাদী কার্নোট ( Sadi Carnot )
35) ত্রিকোণমিতি ⇨ হিপারছাস ( Hipparchus )
36) দর্শন শাস্ত্র ⇨ সক্রেটিস ( Socrates )
37) দেহ তত্ত্ব ⇨ ক্লদ বার্নার্ড ( Claude Bernard )
38) পদার্থ বিজ্ঞান ⇨ আইজ্যাক নিউটন ( Isaac Newton )
39) পরমাণুবাদ ⇨ ডেমোক্রিটাস
40) পর্যায় সারণি ⇨ দিমিত্রি মেন্ডেলি
41) পল ম্যাকিনটস ⇨ জেফ রাসকিন
42) পারমাণবিক তত্ত্ব ⇨ ডেমোক্রিটাস ( Democritus )
43) পার্সোনাল কম্পিউটার (পিসি) ⇨ অ্যানড্রে থাই টুরং
44) প্রাণিবিজ্ঞান ⇨ এরিস্টটল ( Aristotle )
45) বংশগতি বিদ্যা ⇨ গ্রেগর জোহান মেন্ডেল ( Gregor Johann Mendel )
46) বাংলা উপন্যাস ⇨ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ( Bankim Chandra Chattopadhyay )
47) বাংলা কবিতা ⇨ মাইকেল মধু সূদন দত্ত ( Michael Madhusudan Dutt )
48) বাংলা গদ্য ⇨ ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর ( Ishwar Chandra Vidyasagar )
49) বাংলা গদ্য ছন্দ ⇨ রবীন্দ্রনাথ ঠাকুর ( Rabindranath Tagore )
50) বাংলা চলচিত্র ⇨ হীরালাল সেন ( Hiralal Sen )
51) বাংলা নাট্য ⇨ দীন বন্ধু মিত্র ( Dinabandhu Mitra )
52) বাংলা মুক্তক ছন্দ ⇨ কাজী নজরুল ইসলাম ( Kazi Nazrul Islam )
53) বাংলা সনেট ⇨ মাইকেল মধু সুদন দত্ত ( Michael Madhusudan Dutt )
54) বায়ুগতিবিদ্যা ⇨ নিকোলাই ( Nikolai Zhukovsky )
55) বিজ্ঞানের ⇨ থ্যালিস
56) বিদ্যুৎ ⇨ নিকোলা তেস্লা ( Nikola Tesla )
57) বিবর্তন বাদ তত্ত্ব ⇨ চার্লস ডারউইন ( Charles Darwin )
58) বীজগণিত ⇨ আল⇨ খাওয়ারিজম ( Al⇨ Khwarizmi )
59) ভাষাতত্ত্ব ⇨ নোয়াম চমস্কি ( Noam Chomsky )
60) ভিজুয়্যাল বেসিক (প্রোগ্রাম) ⇨ এলান কুপার
61) ভিডিও গেমস (কম্পিউটার) ⇨ নোলেন বুশনেল
62) ভূগোল ⇨ ইরাটস থেনিস ( Eratosthenes )
63) ভূ তত্ত্ব ⇨ নিকোলাস স্টেনোর ( Nicholas Steno )
64) মনোবিজ্ঞান ⇨ উইলহেম উন্ড ( Wilhelm Wundt )
65) মেডিসিন ⇨ হিপোক্রটিস ( Hippocrates )
66) রসায়ন বিজ্ঞান ⇨ জাবির ইবনে হাইয়্যান ( Ibn Hayyan )
67) রাষ্ট্র বিজ্ঞান ⇨ এরিস্টটল ( Aristotle )
68) রোগজীবাণুতত্ত্ব ⇨ লুই পাস্তুর ( Louis Pasteur )
69) শরীর বিদ্যা ⇨ উইলিয়াম হার্ভে ( William Harvey )
70) শ্রেণিবিদ্যা ⇨ ক্যারোলাস লিনিয়াস ( Carolus Linnaeus )
71) সংখ্যা তত্ত্ব ⇨ পিথাগোরাস ( Pythagoras )
72) সনেটের ⇨ পের্ত্রাক
73) সমাজবিজ্ঞান ⇨ অগাস্ট কোৎ ( Auguste Comte )
74) সামাজিক বিবর্তনবাদ ⇨ হার্বাট স্পেন্সর ( Herbert Spencer )
75) সাম্যবাদ ⇨ কার্ল মার্কস ( Karl Marx )
76) স্নায়ুবিজ্ঞান ⇨ সান্তিয়াগো রামোন ( Santiago Ramón y Cajal )
77) হিসাব বিজ্ঞান ⇨ লুকাপ্যাসিওলি ( Luca Pacioli )
78) www (world wide web) ⇨ টিম বার্নার্স⇨ লি
79) আধুনিক টেলিভিশন ⇨ অ্যালেন বি ডুমেন্ট
80) সেমি কন্ডাক্টর ⇨ জ্যাক কিলবি
81) আধুনিক যোগাযোগ প্রযুক্তি ⇨ সাইরাস ফিল্ড
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বিজ্ঞানের বিভিন্ন শাখার জনকের নাম "
Post a Comment