সাহিত্যে সম্পর্কে ধারনা-১
কবিওয়ালা বা কবিগান
1. প্রশ্ন: কবিগানের উৎপত্তি ও বিকাশ কোন শতক পর্যন্ত ?
উঃ ১৮ শতাব্দীর প্রথমার্ধ থেকে ১৯ শতাব্দীর প্রথমার্ধে।
2. প্রশ্ন: কবিগানের উল্লেখ্যযোগ্য কবিওয়ালের নাম কি কি?
উঃ গোঁজলাই গুই, ভরানী বেনে, হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভোলা ময়রা, এন্টনী ফিরিঙ্গি, নিতাই বৈরাগী প্রমুখ।
3. প্রশ্ন: কবিগানের আদিগুরু হিসেবে পরিচিত কে ?
উঃ গোঁজলা গুঁই।
4. প্রশ্ন: গোঁজলা গুই এর উল্লেখযোগ্য শিষ্য কে কে ?
উঃ লালু নন্দলাল, রঘুনন্দ, রামজীবন দাস প্রমুখ।
5. প্রশ্ন: বাংলা টম্পাগানের জনক কে ছিলেন?
উঃ নিধু বাবু।
6. প্রশ্ন: নানা দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। এটির রচয়িতা কে?
উঃ নিধু বাবু।
7. প্রশ্ন: টম্পা গান থেকে আধুনিক বাংলা সাহিত্যের কোন ধারার সুত্রপাত?
উঃ বাংলা গীতিকবিতা।
8. প্রশ্ন: কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে খ্যাতি কে অর্জন করেছিল?
উঃ ভবানী বেনে।
9. প্রশ্ন: কবিগানের কয়টি বিভাগ কি কি?
উঃ ৪টি। বন্দনা, সখী সংবাদ, বিরহ ও খেউর।
10. প্রশ্ন: হরু ঠাকুরের প্রকৃত নাম কি?
উঃ হরেকৃষ্ণ দিঘাড়ী।
11. প্রশ্ন: কবিয়াল কেষ্ট মুচির প্রকৃত নাম কি?
উঃ কৃষ্ণচন্দ্র চর্মকার।
12. প্রশ্ন: কবিগানের বিশেষ গৌরবের যুগ কত সাল পর্যন্ত বি¯তৃত ছিল?
উঃ ১৭৩০-১৮৩০ সাল পর্যন্ত।
13. প্রশ্ন: কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে আধুনিক মানসিকতা লালন করতেন কে?
উঃ রাম বসু।
14. প্রশ্ন: কবিওয়ালদের মধ্যে পর্তুগীজ খ্রিষ্টান কে ছিলেন?
উঃ এন্টনি ফিরিঙ্গি।
বিখ্যাত বাংলা প্রহসন
1. প্রশ্ন: অমৃতলাল বসু (১৮৫৩-১৯২৯) এর প্রহসনের নাম কি কি ?
উ: বিবাহ বিভ্রাট, সম্মতি সঙ্কট, কালা পানি, বাবু, একাকার, বৌমা, গ্রাম্য বিভ্রাট, বাহবা বাতিক, খাস দখল, চোরের উপর বাটপাড়ি, ডিসমিস, চাটুয্যে ও বাড়–য্যে, তাজ্জব ব্যাপার, কৃপনের ধন।
2. প্রশ্ন: গিরিশ চন্দ্র ঘোষ (১৮৪৪-১৯১২) এর প্রহসনের নাম কি কি ?
উ: সপ্তমীতে বিসর্জন, বেল্লিক বাজার, বড়দিনের বকশিস, সভ্যতার পান্ডা |
3. প্রশ্ন: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (১৮৪৯-১৯২৫) এর প্রহসনের নাম কি কি ?
উ: কিঞ্চিৎ জলযোগ, (১৮৭২), এমন কর্ম আর করব না (১৮৭৭), হঠাৎ নবাব (১৮৮৪), হিতে বিপরীত (১৮৮৬), দায়ে পড়ে দারগ্রহ।
4. প্রশ্ন: রামনারায়ন তর্করত্ন এর প্রহসনের নাম কি কি ?
উ: যেমন কর্ম তেমন ফল (১৯৭৯ বঙ্গাব্দ), উভয় সঙ্কট (১৯৬৯), চক্ষুদান (১৯৬৯)।
5. প্রশ্ন: মাইকেল মধুসুধন দত্ত ( ১৮২৪-১৮৭৪) এর প্রহসনের নাম কি কি ?
উ: একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রো (১৮৬০)।
6. প্রশ্ন: মীর মোশারফ হোসেন( ১৮৪৭-১৯১২) এর প্রহসনের নাম কি কি ?
উ: এর উপায় কি( ১৮৭৫), ভাই, ভাই এই তো চাই (১৮৯৯), ফাঁস কাগজ, একি (১৮৯৯)।
7. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর ( ১৮৬১-১৯৪১) এর প্রহসনের নাম কি কি ?
উ: বৈকণ্ঠের খাতা (১৮৯৭), ব্যঙ্গ কৌতুক (১৯০৭), হাস্য কৌতুক ( ১৯০৭), চিরকুমার সভা (১৯২৬), শেষ রক্ষা ( ১৯২৮)।
8. প্রশ্ন: দীনবন্ধু মিত্র( ১৮৩০-১৮৭৩) এর প্রহসনের নাম কি কি ?
উ: সধবার একাদশী (১৮৬৬), বিয়ে পাগলা বুড়ো ( ১৮৬৬), জামাই বারিক ( ১৮৭২)।
9. প্রশ্ন: দ্বিজেন্দ্রলাল রায় এর প্রহসনের নাম কি কি ?
উ: কল্কি অবতার (১৮৯৫), বিরহ ( ১৮৯৭), এ্যহস্পর্শ (১৯০০), প্রায়শ্চিত্ত ( ১৯০২)।
গীতিকবি ও গীতিকাব্য
1. প্রশ্ন: গীতিকবি স্বর্ণকুমারী এর গীতিকাব্যের নাম কি কি ?
উ: গাথা (১৮৮০), কবিতা ও গান (১৮৯৫)।
2. প্রশ্ন: গীতিকবি বিহারীলাল চক্রবর্তী এর গীতিকাব্যের নাম কি কি ?
উ: প্রেম প্রবাহিনী (১৮৭০), বঙ্গসুন্দরী (১৮৭০), নিসর্গ সন্দর্শন (১৮৭০), সারদা মঙ্গল (১৮৭৯)।
3. প্রশ্ন: গীতিকবি সুরেন্দ্রনাথ মজুমদার এর গীতিকাব্যের নাম কি কি ?
উ: মহিলাকাব্য (১৮৮০), সবিতা সুদর্শন (১৮৭০), বর্ষবর্তন (১৮৭২)।
4. প্রশ্ন: গীতিকবি অক্ষয়কুমার বড়াল গীতিকাব্যের নাম কি কি ?
উ: প্রদীপ (১৮৮৪), এষা (১৯১৯)
5. প্রশ্ন: গীতিকবি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর গীতিকাব্যের নাম কি কি ?
উ: স্বপ্নপয়ন (১৮৭৩)।
6. প্রশ্ন: গীতিকবি কামিনী রায় গীতিকাব্যের নাম কি কি ?
উ: আলো ও ছায়া (১৮৮৯), মাল্য ও নিমার্ল্য (১৯১৩), অশোক সঙ্গীত(১৯১৪), দীপ ও ধুপ (১৯২৯)।
7. প্রশ্ন: গীতিকবি দ্বিজেন্দ্রলাল রায় গীতিকাব্যের নাম কি কি ?
উ: আর্যগাথা (১৮৮২), আষাঢ়ে (১৮৯৯), ত্রিবেনী (১৯১২)।
8. প্রশ্ন: গীতিকবি গোবিন্দ চন্দ্র দাস গীতিকাব্যের নাম কি কি ? উ: প্রসূন (১২৯৪), প্রেম ও ফুল (১২৯৪), কুমকুম (১২৯৮), ফুল রেণু (১৩০৩)।
9. প্রশ্ন: গীতিকবি মোজাম্মেল হোসেন গীতিকাব্যের নাম কি কি ?
উ: কুসুমাঞ্জলী (১৮৮২), প্রেমহার (১৮৯৮)।
10. প্রশ্ন: গীতিকবি সৈয়দ এমদাদ আলী গীতিকাব্যের নাম কি কি ?
উ: ডালি (১৯১২), হাজেরা (১৯১২)।
11. প্রশ্ন: গীতিকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকাব্যের নাম কি কি ?
উ: ভানুসিংহের পদাবলী |
12. প্রশ্ন: গীতিকবি রজনীকান্ত সেন গীতিকাব্যের নাম কি কি ?
উ: বাণী (১৯০২), কল্যাণী (১৯০৫), অমৃত (১৯১০), আনন্দময়ী (১৯১০)।
13. প্রশ্ন: গীতিকবি কায়কোবাদ গীতিকাব্যের নাম কি কি ?
উ: অশ্রুমালা (১৮৯৫)।
14. প্রশ্ন: গীতিকবি অক্ষয়কুমার বড়াল গীতিকাব্যের নাম কি কি ?
উ: প্রদীপ, (১৮৮৪), এষা (১৯১৯)।
বিখ্যাত বাংলা উপন্যাস
1. প্রশ্ন: আখরজ্জমান ইলিয়াস এর উপন্যাসের নাম কি কি ?
উ: চিলে কোঠার সেপাই (১৯৮৭), খোয়াবনামা (১৯৯৩)।
2. প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় এর উপন্যাসের নাম কি কি ?
উ: দুর্গেশনন্দিনী (১৮৬৫) বিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), আনন্দমঠ (১৮৮২), দেবী চৌধুরানী (১৮৮৪)।
3. প্রশ্ন: প্রভাত কুমার মুখোপাধ্যায় এর উপন্যাসের নাম কি কি ?
উ: রমা সুন্দরী (১৯০৮), রতœদ্বীপ (১৯১৫), মনের মানুষ (১৯২২), সতীর পতি (১৯২৮)।
4. প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাসের নাম কি কি ?
উ: বড়দিদি (১৯১৩), বিরাজ বৌ (১৯১৪), পরিনীতা, মেজদিদি (১৯১৫), কাশীনাথ (১৯১৭), শেষপ্রশ্ন (১৯৩১)।
5. প্রশ্ন: রমেশচন্দ্র দত্ত এর উপন্যাসের নাম কি কি ?
উ: বঙ্গবিজেতা (১৮৭৪), সংসার (১৮৮৬), সমাজ (১৮৯৪)।
6. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসের নাম কি কি ?
উ: নৌকাডুবি (১৯০৬), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), শেষের কবিতা (১৯২৯)।
7. প্রশ্ন: তারাশঙ্কর বন্দোপাধ্যায় উপন্যাসের নাম কি কি ?
উ: ধাত্রী দেবতা (১৯৩৯), গণদেবতা (১৯৪২), হাঁসুলী বাঁকের উপকথা (১৯৪৭), জলসা ঘর (১৯৪২), পঞ্চগ্রাম (১৯৪৩)।
8. প্রশ্ন: মানিক বন্দোপাধ্যয় উপন্যাসের নাম কি কি ?
উ: পদ্মা নদীর মাঝি (১৯৩৬), পুতুল নাচের ইতিকথা ( ১৯৩৬), শহরতলী (১৯৪০), শহর বাসের ইতিকথা (১৯৪৬), অহিংসা (১৯৪১), সোনার চেয়ে দামী (১৯৫১)।
9. প্রশ্ন: বিভূতিভূষণ বন্দোপাধ্যায় উপন্যাসের নাম কি কি ?
উ: পথের পাঁচালী (১৯২৯), অপরাজিতা (১৯৩১), আরণ্যক (১৯৩৮), দৃষ্টি প্রদীপ (১৯৩৫), ইছামতি (১৯৪৯)।
10. প্রশ্ন: টেকচাঁদ ঠাকুর উপন্যাসের নাম কি কি ?
উ: আলালের ঘরে দুলাল (১৮৫৮)
11. প্রশ্ন: সৈয়দ ওয়ালীউল্লাহ উপন্যাসের নাম কি কি
উ: লাল সালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৪৫), কাঁদো নদী কাঁদো (১৯৬৫)।
বিখ্যাত কবিয়াল ও বাউলগণ
প্রশ্ন: বিখ্যাত কবিয়ালগণ -
ভবানী বেনে, ভোলা ময়রা, বলরাম বৈষ্ণব, রাম বসু, হরু ঠাকুর, রাসু নৃসিংহ, কেষ্টামুচি, শ্রীধর কথক, নিধু বাবু, মুচীরাম, নিতাই বসু, নিতাই বৈরাগী, গোজলা গুই, নীলমণি পাটনী, রঘুনাথ, এন্টনী ফিরিঙ্গি, |
প্রশ্ন: বিখ্যাত বাউলগণ -
হাসন রাজা, লালন শাহ, গগণ ঠাকুর, কাঙ্গাল হরিণাথ, |
প্রাচীন বাংলা সাময়িকী পত্র
1. প্রশ্ন: বেগম প্রকাশিত হয় কোথা থেকে ?
উঃ ঢাকা থেকে।
2. প্রশ্ন: খ্রিষ্টান মিশনারিদের হিন্দু প্রতিপক্ষ কর্তৃক প্রকাশিত পত্রিকা-?
উঃ সম্বাদ কৌমুদী।
3. প্রশ্ন: রাম মোহন প্রথম সম্পাদনা করেন?
উঃ প্রভাকর।
4. প্রশ্ন: ইংরেজী ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
উঃ ব্রাসি হ্যালহেড।
5. প্রশ্ন: সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়-?
উঃ ২৮ জানুয়ারী, ১৮৩১।
6. প্রশ্ন: তত্ত্ববোধীনি পত্রিকায় প্রকাশকাল হলো- ?
উঃ ১৮৪৩।
7. প্রশ্ন: মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা?
উঃ সমাচার সভারাজেন্দ্র।
8. প্রশ্ন: লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কাজী নজরুল ইসলাম।
9. প্রশ্ন: ইংরেজ সরকার কবে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তন করেন ?
উঃ ১৭৯৯ সালে।
10. প্রশ্ন: প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি ?
উঃ বিবিধার্থ সংগ্রহ।
11. প্রশ্ন: কোন পত্রিকাকে ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ন প্রতিভা বিকশিত হয়?
উঃ সাধনা।
12. প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসাবে প্রকাশিত পত্রিকা?
উঃ শিখা।
13. প্রশ্ন: কোন পত্রিকা কে বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল ?
উঃ শিখাকে ঘিরে।
14. প্রশ্ন: রংপুরের কাকিনা থেকে প্রকাশিত পত্রিকার নাম- ?
উঃ বাসনা।
বাংলা পত্রিকা/সাময়িকী ও সম্পাদক
1. প্রশ্ন: সমাচার দর্পন (১৮১৮) এর সম্পাদক কে ?
উ: জে.সি. মার্শম্যান |
2. প্রশ্ন: সম্বাদ কৌমুদী (১৮১৮) এর সম্পাদক কে ?
উ: রাজা রামমোহন রায় |
3. প্রশ্ন: বাঙ্গাল গেজেট (১৮১৮) এর সম্পাদক কে ?
উ: গঙ্গাকিশোর ভট্রাচার্য |
4. প্রশ্ন: বেঙ্গল গেজেটেড (১৭৮০) এর সম্পাদক কে ?
উ: জেমস অগাস্টস হিকি |
5. প্রশ্ন: দিগদর্শন (১৮১৮) এর সম্পাদক কে ?
উ: জে.সি. মার্শম্যান |
6. প্রশ্ন: ব্রাহ্মণ (১৮২১) এর সম্পাদক কে ?
উ: রাজা রামমোহন রায় |
7. প্রশ্ন: সমাচার চন্দ্রিকা ( ১৮২২) এর সম্পাদক কে ?
উ: ভবানীচরণ বন্দ্যোপাধ্যয় |
8. প্রশ্ন: বঙ্গদূত ( ১৮২৯) এর সম্পাদক কে ?
উ: নীলমনি হালদার |
9. প্রশ্ন: সংবাদ প্রভাকর ( ১৮৩১) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |
10. প্রশ্ন: সমাচার সভারাজেন্দ্র ( ১৮৩১) এর সম্পাদক কে ?
উ: শেখ আলীমুল্লাহ |
11. প্রশ্ন: সংবাদ রত্নাবলী ( ১৮৩২) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |
12. প্রশ্ন: এডুকেশন গেজেট ( ১৮৪৬)এর সম্পাদক কে ?
উ: রঙ্গরাল বন্দোপাধ্যায় |
13. প্রশ্ন: সংবাদ সাধু রঙ্গন ( ১৮৪৮) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |
14. প্রশ্ন: পাষন্ড পীড়ন ( ১৮৪৬) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |
15. প্রশ্ন: তত্ত্ববোধিনী (১৮৪৩) এর সম্পাদক কে ?
উ: অক্ষয় দত্ত |
16. প্রশ্ন: সংবাদ ভাস্কর (১৮৪৮) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |
17. প্রশ্ন: মাসিক পত্রিকা( ১৮৫৪) এর সম্পাদক কে ?
উ: প্যারীচাঁদও রাধাঅনা শিকদার |
18. প্রশ্ন: সাপ্তাহিক বার্তাবহ (১৮৫৬) এর সম্পাদক কে ?
উ: রঙ্গলাল বন্দোপাধ্যায় |
19. প্রশ্ন: সোমপ্রকাশ (১৮৫৮)এর সম্পাদক কে ?
উ: রঙ্গলাল বন্দোপাধ্যায় |
20. প্রশ্ন: ঢাকা প্রকাশ( ১৮৬১) এর সম্পাদক কে ?
উ: কৃষ্ণ চন্দ্র মজুমদার |
21. প্রশ্ন: বঙ্গদর্শন (১৮৭২) এর সম্পাদক কে ?
উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
22. প্রশ্ন: শুভবাসিনী (১৮৭০) এর সম্পাদক কে ?
উ: কালী প্রসন্ন ঘোষ |
23. প্রশ্ন: বান্ধব (১৮৭৪) এর সম্পাদক কে ?
উ: কালী প্রসন্ন ঘোষ |
24. প্রশ্ন: ভারতী (১৮৭৭) এর সম্পাদক কে ?
উ: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর |
25. প্রশ্ন: সাহিত্য (১৮৯০) এর সম্পাদক কে ?
উ: সুরেশচন্দ্র সমাজপতি |
26. প্রশ্ন: সাধনা (১৮৯১) এর সম্পাদক কে ?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর |
27. প্রশ্ন: গুলিস্তা (১৮৯৫) এর সম্পাদক কে ?
উ: এম. ওয়াজেদ আলী |
28. প্রশ্ন: পূর্ণিমা (১৮৯৫) এর সম্পাদক কে ?
উ: বিহারীলাল চক্রবর্তী |
29. প্রশ্ন: মাসিক ভারতী এর সম্পাদক কে ?
উ: স্বর্ণকুমারী দেবী |
30. প্রশ্ন: প্রবাসী (১৯০১) এর সম্পাদক কে ?
উ: রামানন্দ চট্টোপাধ্যায় |
31. প্রশ্ন: দৈনিক খাদেম (১৯১০) এর সম্পাদক কে ?
উ: মোহাম্মদ আকরাম খাঁ |
32. প্রশ্ন: সাপ্তাহিক মোহাম্মদী (১৯১০) এর সম্পাদক কে ?
উ: মোহাম্মদ আকরাম খাঁ |
33. প্রশ্ন: আর্য দর্শন (১২৮১) বঙ্গাব্দ এর সম্পাদক কে ?
উ: যোগেন্দ্রনাথ বিদ্যাভুষন |
34. প্রশ্ন: মোসলেম ভারত (১৯২০) এর সম্পাদক কে ?
উ: মোজাম্মেল হক |
35. প্রশ্ন: ধূমকেতু (১৯২২) এর সম্পাদক কে ?
উ: কাজী নজরুল ইসলাম |
36. প্রশ্ন: ভারতবর্ষ (১৯১৩) এর সম্পাদক কে ?
উ: জলধর সেন ও অমূল্যচরন বিদ্যাভূষণ |
37. প্রশ্ন: সবুজপত্র (১৯১৪) এর সম্পাদক কে ?
উ: প্রমথ চৌধুরী |
38. প্রশ্ন: শওগাত (১৯১৮) এর সম্পাদক কে ?
উ: মোহাম্মদ নাসির উদ্দিন |
39. প্রশ্ন: কল্লোল (১৯২৩) এর সম্পাদক কে ?
উ: দীনেশরঞ্জন দাস |
40. প্রশ্ন: দৈনিক আজাদ (১৯৩৫) এর সম্পাদক কে ?
উ: মোহাম্মদ আকরাম খাঁ |
41. প্রশ্ন: দৈনিক নবযুগ (১৯৪১) এর সম্পাদক কে ?
উ: কাজী নজরুল ইসলাম |
42. প্রশ্ন: লাঙ্গল (১৯২৫) এর সম্পাদক কে ?
উ: কাজী নজরুল ইসলাম |
43. প্রশ্ন: শিখা (১৯২৭) এর সম্পাদক কে ?
উ: আবুল হোসেন |
44. প্রশ্ন: আর্যদর্শন (১২২৮) বাং এর সম্পাদক কে ?
উ: যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ |
45. প্রশ্ন: সাহিত্যপত্র (১৯৪৮) এর সম্পাদক কে ?
উ: বিঞ্চু দে |
46. প্রশ্ন: অঙ্কুর এর সম্পাদক কে ?
উ: ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ |
47. প্রশ্ন: বেগম (১৯৪৯) এর সম্পাদক কে ?
উ: নুরজাহান বেগম |
48. প্রশ্ন: সংলাপ এর সম্পাদক কে ?
উ: আবুল হোসেন |
49. প্রশ্ন: ভাষা সাহিত্য পত্র এর সম্পাদক কে ?
উ: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় |
50. প্রশ্ন: সন্দেশ, স্বদেশ এর সম্পাদক কে ?
উ: সুকুমার রায় |
51. প্রশ্ন: সমকাল (১৯৫৪) এর সম্পাদক কে ?
উ: সিকান্দর আবু জাফর |
52. প্রশ্ন: সাহিত্য পত্রিকা এর সম্পাদক কে ?
উ: ঢাকা বিশ্ববিদ্যালয় |
53. প্রশ্ন: বেদুঈন এর সম্পাদক কে ?
উ: আশরাফ আলী খান |
54. প্রশ্ন: কন্ঠস্বর (১৯৬৫) এর সম্পাদক কে ?
উ: আবদুল্লাহ আবু সাঈদ |
55. প্রশ্ন: লেখা এর সম্পাদক কে ?
উ: বাংলা একাডেমী |
56. প্রশ্ন: উত্তরাধিকারী এর সম্পাদক কে ?
উ: বাংলা একাডেমী |
বিখ্যাত সামাজিক নাটক
1. প্রশ্ন: নাট্যকার আনিস চৌধুরী এর নাটকের নাম কি ?
উ: মানচিত্র (১৯৬৩)
2. প্রশ্ন: নাট্যকার অমৃত লাল বসু এর নাটকের নাম কি ?
উ: ব্যাপিকা বিদায় |
3. প্রশ্ন: নাট্যকার আসকার ইবনে শাইখ এর নাটকের নাম কি ?
উ: প্রচ্ছদপট |
4. প্রশ্ন: নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষ এর নাটকের নাম কি ?
উ: প্রফুল্ল (১৮৮৯)
5. প্রশ্ন: নাট্যকার জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুর এর নাটকের নাম কি ?
উ: অলীক বাবুব |
6. প্রশ্ন: নাট্যকার তুলসী লাহিড়ী এর নাটকের নাম কি ?
উ: ছেঁড়া তার, দুঃখীর ইসান |
7. প্রশ্ন: নাট্যকার রবীন্দ্র নাথ ঠাকুর এর নাটকের নাম কি ?
উ: চিরকুমার সভা (১৩০৮বাং)
8. প্রশ্ন: নাট্যকার সৈয়দ ওয়ালী উল্লাহ এর নাটকের নাম কি ?
উ: বহ্নিপীর (১৯৬০)
9. প্রশ্ন: নাট্যকার দীনবন্দু মিত্র এর নাটকের নাম কি ?
উ: নীল দর্পন (১৮৬০)
10. প্রশ্ন: নাট্যকার বিজন ভট্ট্রচার্য এর নাটকের নাম কি ?
উ: নবান্ন |
11. প্রশ্ন: নাট্যকার মীর মোশারফ হোসেন এর নাটকের নাম কি ?
উ: জমিদার দর্পন (১৮৭৩)
12. প্রশ্ন: নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় এর নাটকের নাম কি ?
উ: পুনর্জন্ম |
13. প্রশ্ন: নাট্যকার নূরুল মোমেন এর নাটকের নাম কি ?
উ: নয়াখান্দান |
14. প্রশ্ন: নাট্যকার মুনীর চৌধুরী এর নাটকের নাম কি ?
উ: চিঠি (১৯৬৬), দন্ডকরণ্য(১৯৬৬)
15. প্রশ্ন: নাট্যকার রাম নারায়ন তর্করত্ন এর নাটকের নাম কি ?
উ: কুলিনকুল সর্বস্ব (১৮৫৪)
বাংলা মুদ্রনশিল্প ও ভাষা উন্নয়ন
1. প্রশ্ন: সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন কে ?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
2. প্রশ্ন: সংস্কৃত কলেজের কত সালে স্থাপিত হয় ?
উঃ ১৭৯১ সাল।
3. প্রশ্ন: শ্রীরামপুরে ব্যাপ্টিষ্ট মিশন ও ছাপাখানা কখন গড়ে উঠেছিল?
উঃ ১৭৯৯ সাল।
4. প্রশ্ন: শ্রীরামপুরে মিশন কখন পত্তন হয়?
উঃ ১৮১৮ সাল।
5. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজ কখন স্থাপিত হয়?
উঃ ১৮০০ সাল।
6. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
উঃ উইলিয়াম কেরি।
7. প্রশ্ন: বাংলা একাডেমী কোন বৎসর প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৫ সালে।
8. প্রশ্ন: উপমহাদেশে প্রথম কারা ছাপাখানা আমদানী করে?
উঃ পর্তুগীজরা।
9. প্রশ্ন: উপমহাদেশে প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়?
উঃ পর্তুগীজ বসতি এলাকা গোয়ায়।
10. প্রশ্ন: উপমহাদেশে প্রথম ছাপাখানা কবে স্থাপিত হয়?
উঃ ১৪৯৮ খ্রিষ্টাব্দে।
11. প্রশ্ন: উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত প্রথম বইয়ের নাম কি?
উঃ পর্র্তুগীজ ভাষার ‘কনুকসোজ’।
12. প্রশ্ন: সম্পূর্ণ বাংলা অক্ষরের সর্বপ্রথম নকশা প্রস্তুতকারীর নাম কি?
উঃ চার্লস উইলকিনস।
13. প্রশ্ন: কোন বাঙালি প্রথম বাংলা অক্ষর খোদাই করেন?
উঃ পঞ্চানন কর্মকার।
14. প্রশ্ন: বাংলা মুদ্রনশিল্পের জন্মদাতা কাকে বলা হয়?
উঃ চার্লস উইলকিন্স।
15. প্রশ্ন: বাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
উঃ রংপুরে। ১৮৪৭-৪৮ সালে।
16. প্রশ্ন: ঢাকায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে?
উঃ সুন্দর মিত্র। বাংলা প্রেস নামে। ১৮৬০ খ্রিষ্টাব্দে।
17. প্রশ্ন: বাংলাদেশের প্রথম সংবাদপত্রের কোনটি?
উঃ রংপুর বার্তাবহ। রংপুর থেকে।
18. প্রশ্ন: ঢাকার প্রথম ছাপাখানা কত সালে চালু হয়?
উঃ ১৮৪৮/৪৯ সালে।
19. প্রশ্ন: বাংলা মুদ্রণ জগতের স্মরণীয় সন কোনটি?
উঃ ১৭৭৮।
20. প্রশ্ন: ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি?
উঃ কৃপার শাস্ত্রে অর্থভেদ।
আলোচিত চরিত্র ও স্রষ্টা
1. প্রশ্ন: বাংলা সাহিত্যে সৃষ্ট প্রথম চরিত্র কোনটি?
উঃ নিরঞ্জন (শূন্য পূরণ)।
2. প্রশ্ন: অমল চরিত্রের স্রষ্টা নাট্যকার কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (ডাকঘর)।
3. প্রশ্ন: ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে?
উঃ প্যারীচাঁদ মিত্র (আলালের ঘরের দুলাল)।
4. প্রশ্ন: রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের?
উঃ কৃষ্ণকান্তের উইল।
5. প্রশ্ন: চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র?
উঃ মনসামঙ্গল।
6. প্রশ্ন: রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্রীকান্ত)।
7. প্রশ্ন: অমিত ও লাবন্য চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।
8. প্রশ্ন: ললিতা চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (গোরা)।
9. প্রশ্ন: ললিতা ও শেখর চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পরিনীতা)।
10. প্রশ্ন: রতন ও দাদাবাবু চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (পোষ্ট মাস্টার)।
11. প্রশ্ন: হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (মেজদিদি)।
12. প্রশ্ন: কুবের চরিত্রের স্রষ্টা কে?
উঃ মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মানদীর মাঝি)।
13. প্রশ্ন: মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।
14. প্রশ্ন: দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?
উঃ বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।
15. প্রশ্ন: দীপাবলী চরিত্রের স্রষ্টা কে?
উঃ সমরেশ মজুমদার (দীপাবলী)।
16. প্রশ্ন: রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।
17. প্রশ্ন: ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।
18. প্রশ্ন: সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।
19. প্রশ্ন: নবকুমার কপালকুন্ডলা চরিত্রের স্রষ্টা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপালকু-লা)।
20. প্রশ্ন: নবীন মাধব চরিত্রের স্রষ্টা কে?
উঃ দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।
21. প্রশ্ন: ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা কে?
উঃ দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।
22. প্রশ্ন: নন্দলাল চরিত্রের স্রষ্টা কে?
উঃ অমৃতলাল বসু (বিবাহ-বিভ্রাট)।
23. প্রশ্ন: দেবযানী চরিত্রের স্রষ্টা কে?
উঃ অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।
24. প্রশ্ন: নন্দিনী চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।
25. প্রশ্ন: রাইচরণ চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।
26. প্রশ্ন: মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।
27. প্রশ্ন: সুরবালা চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।
28. প্রশ্ন: দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।
29. প্রশ্ন: পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।
1. প্রশ্ন: কবিগানের উৎপত্তি ও বিকাশ কোন শতক পর্যন্ত ?
উঃ ১৮ শতাব্দীর প্রথমার্ধ থেকে ১৯ শতাব্দীর প্রথমার্ধে।
2. প্রশ্ন: কবিগানের উল্লেখ্যযোগ্য কবিওয়ালের নাম কি কি?
উঃ গোঁজলাই গুই, ভরানী বেনে, হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভোলা ময়রা, এন্টনী ফিরিঙ্গি, নিতাই বৈরাগী প্রমুখ।
3. প্রশ্ন: কবিগানের আদিগুরু হিসেবে পরিচিত কে ?
উঃ গোঁজলা গুঁই।
4. প্রশ্ন: গোঁজলা গুই এর উল্লেখযোগ্য শিষ্য কে কে ?
উঃ লালু নন্দলাল, রঘুনন্দ, রামজীবন দাস প্রমুখ।
5. প্রশ্ন: বাংলা টম্পাগানের জনক কে ছিলেন?
উঃ নিধু বাবু।
6. প্রশ্ন: নানা দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। এটির রচয়িতা কে?
উঃ নিধু বাবু।
7. প্রশ্ন: টম্পা গান থেকে আধুনিক বাংলা সাহিত্যের কোন ধারার সুত্রপাত?
উঃ বাংলা গীতিকবিতা।
8. প্রশ্ন: কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে খ্যাতি কে অর্জন করেছিল?
উঃ ভবানী বেনে।
9. প্রশ্ন: কবিগানের কয়টি বিভাগ কি কি?
উঃ ৪টি। বন্দনা, সখী সংবাদ, বিরহ ও খেউর।
10. প্রশ্ন: হরু ঠাকুরের প্রকৃত নাম কি?
উঃ হরেকৃষ্ণ দিঘাড়ী।
11. প্রশ্ন: কবিয়াল কেষ্ট মুচির প্রকৃত নাম কি?
উঃ কৃষ্ণচন্দ্র চর্মকার।
12. প্রশ্ন: কবিগানের বিশেষ গৌরবের যুগ কত সাল পর্যন্ত বি¯তৃত ছিল?
উঃ ১৭৩০-১৮৩০ সাল পর্যন্ত।
13. প্রশ্ন: কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে আধুনিক মানসিকতা লালন করতেন কে?
উঃ রাম বসু।
14. প্রশ্ন: কবিওয়ালদের মধ্যে পর্তুগীজ খ্রিষ্টান কে ছিলেন?
উঃ এন্টনি ফিরিঙ্গি।
বিখ্যাত বাংলা প্রহসন
1. প্রশ্ন: অমৃতলাল বসু (১৮৫৩-১৯২৯) এর প্রহসনের নাম কি কি ?
উ: বিবাহ বিভ্রাট, সম্মতি সঙ্কট, কালা পানি, বাবু, একাকার, বৌমা, গ্রাম্য বিভ্রাট, বাহবা বাতিক, খাস দখল, চোরের উপর বাটপাড়ি, ডিসমিস, চাটুয্যে ও বাড়–য্যে, তাজ্জব ব্যাপার, কৃপনের ধন।
2. প্রশ্ন: গিরিশ চন্দ্র ঘোষ (১৮৪৪-১৯১২) এর প্রহসনের নাম কি কি ?
উ: সপ্তমীতে বিসর্জন, বেল্লিক বাজার, বড়দিনের বকশিস, সভ্যতার পান্ডা |
3. প্রশ্ন: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (১৮৪৯-১৯২৫) এর প্রহসনের নাম কি কি ?
উ: কিঞ্চিৎ জলযোগ, (১৮৭২), এমন কর্ম আর করব না (১৮৭৭), হঠাৎ নবাব (১৮৮৪), হিতে বিপরীত (১৮৮৬), দায়ে পড়ে দারগ্রহ।
4. প্রশ্ন: রামনারায়ন তর্করত্ন এর প্রহসনের নাম কি কি ?
উ: যেমন কর্ম তেমন ফল (১৯৭৯ বঙ্গাব্দ), উভয় সঙ্কট (১৯৬৯), চক্ষুদান (১৯৬৯)।
5. প্রশ্ন: মাইকেল মধুসুধন দত্ত ( ১৮২৪-১৮৭৪) এর প্রহসনের নাম কি কি ?
উ: একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রো (১৮৬০)।
6. প্রশ্ন: মীর মোশারফ হোসেন( ১৮৪৭-১৯১২) এর প্রহসনের নাম কি কি ?
উ: এর উপায় কি( ১৮৭৫), ভাই, ভাই এই তো চাই (১৮৯৯), ফাঁস কাগজ, একি (১৮৯৯)।
7. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর ( ১৮৬১-১৯৪১) এর প্রহসনের নাম কি কি ?
উ: বৈকণ্ঠের খাতা (১৮৯৭), ব্যঙ্গ কৌতুক (১৯০৭), হাস্য কৌতুক ( ১৯০৭), চিরকুমার সভা (১৯২৬), শেষ রক্ষা ( ১৯২৮)।
8. প্রশ্ন: দীনবন্ধু মিত্র( ১৮৩০-১৮৭৩) এর প্রহসনের নাম কি কি ?
উ: সধবার একাদশী (১৮৬৬), বিয়ে পাগলা বুড়ো ( ১৮৬৬), জামাই বারিক ( ১৮৭২)।
9. প্রশ্ন: দ্বিজেন্দ্রলাল রায় এর প্রহসনের নাম কি কি ?
উ: কল্কি অবতার (১৮৯৫), বিরহ ( ১৮৯৭), এ্যহস্পর্শ (১৯০০), প্রায়শ্চিত্ত ( ১৯০২)।
গীতিকবি ও গীতিকাব্য
1. প্রশ্ন: গীতিকবি স্বর্ণকুমারী এর গীতিকাব্যের নাম কি কি ?
উ: গাথা (১৮৮০), কবিতা ও গান (১৮৯৫)।
2. প্রশ্ন: গীতিকবি বিহারীলাল চক্রবর্তী এর গীতিকাব্যের নাম কি কি ?
উ: প্রেম প্রবাহিনী (১৮৭০), বঙ্গসুন্দরী (১৮৭০), নিসর্গ সন্দর্শন (১৮৭০), সারদা মঙ্গল (১৮৭৯)।
3. প্রশ্ন: গীতিকবি সুরেন্দ্রনাথ মজুমদার এর গীতিকাব্যের নাম কি কি ?
উ: মহিলাকাব্য (১৮৮০), সবিতা সুদর্শন (১৮৭০), বর্ষবর্তন (১৮৭২)।
4. প্রশ্ন: গীতিকবি অক্ষয়কুমার বড়াল গীতিকাব্যের নাম কি কি ?
উ: প্রদীপ (১৮৮৪), এষা (১৯১৯)
5. প্রশ্ন: গীতিকবি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর গীতিকাব্যের নাম কি কি ?
উ: স্বপ্নপয়ন (১৮৭৩)।
6. প্রশ্ন: গীতিকবি কামিনী রায় গীতিকাব্যের নাম কি কি ?
উ: আলো ও ছায়া (১৮৮৯), মাল্য ও নিমার্ল্য (১৯১৩), অশোক সঙ্গীত(১৯১৪), দীপ ও ধুপ (১৯২৯)।
7. প্রশ্ন: গীতিকবি দ্বিজেন্দ্রলাল রায় গীতিকাব্যের নাম কি কি ?
উ: আর্যগাথা (১৮৮২), আষাঢ়ে (১৮৯৯), ত্রিবেনী (১৯১২)।
8. প্রশ্ন: গীতিকবি গোবিন্দ চন্দ্র দাস গীতিকাব্যের নাম কি কি ? উ: প্রসূন (১২৯৪), প্রেম ও ফুল (১২৯৪), কুমকুম (১২৯৮), ফুল রেণু (১৩০৩)।
9. প্রশ্ন: গীতিকবি মোজাম্মেল হোসেন গীতিকাব্যের নাম কি কি ?
উ: কুসুমাঞ্জলী (১৮৮২), প্রেমহার (১৮৯৮)।
10. প্রশ্ন: গীতিকবি সৈয়দ এমদাদ আলী গীতিকাব্যের নাম কি কি ?
উ: ডালি (১৯১২), হাজেরা (১৯১২)।
11. প্রশ্ন: গীতিকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকাব্যের নাম কি কি ?
উ: ভানুসিংহের পদাবলী |
12. প্রশ্ন: গীতিকবি রজনীকান্ত সেন গীতিকাব্যের নাম কি কি ?
উ: বাণী (১৯০২), কল্যাণী (১৯০৫), অমৃত (১৯১০), আনন্দময়ী (১৯১০)।
13. প্রশ্ন: গীতিকবি কায়কোবাদ গীতিকাব্যের নাম কি কি ?
উ: অশ্রুমালা (১৮৯৫)।
14. প্রশ্ন: গীতিকবি অক্ষয়কুমার বড়াল গীতিকাব্যের নাম কি কি ?
উ: প্রদীপ, (১৮৮৪), এষা (১৯১৯)।
বিখ্যাত বাংলা উপন্যাস
1. প্রশ্ন: আখরজ্জমান ইলিয়াস এর উপন্যাসের নাম কি কি ?
উ: চিলে কোঠার সেপাই (১৯৮৭), খোয়াবনামা (১৯৯৩)।
2. প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় এর উপন্যাসের নাম কি কি ?
উ: দুর্গেশনন্দিনী (১৮৬৫) বিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), আনন্দমঠ (১৮৮২), দেবী চৌধুরানী (১৮৮৪)।
3. প্রশ্ন: প্রভাত কুমার মুখোপাধ্যায় এর উপন্যাসের নাম কি কি ?
উ: রমা সুন্দরী (১৯০৮), রতœদ্বীপ (১৯১৫), মনের মানুষ (১৯২২), সতীর পতি (১৯২৮)।
4. প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাসের নাম কি কি ?
উ: বড়দিদি (১৯১৩), বিরাজ বৌ (১৯১৪), পরিনীতা, মেজদিদি (১৯১৫), কাশীনাথ (১৯১৭), শেষপ্রশ্ন (১৯৩১)।
5. প্রশ্ন: রমেশচন্দ্র দত্ত এর উপন্যাসের নাম কি কি ?
উ: বঙ্গবিজেতা (১৮৭৪), সংসার (১৮৮৬), সমাজ (১৮৯৪)।
6. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসের নাম কি কি ?
উ: নৌকাডুবি (১৯০৬), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), শেষের কবিতা (১৯২৯)।
7. প্রশ্ন: তারাশঙ্কর বন্দোপাধ্যায় উপন্যাসের নাম কি কি ?
উ: ধাত্রী দেবতা (১৯৩৯), গণদেবতা (১৯৪২), হাঁসুলী বাঁকের উপকথা (১৯৪৭), জলসা ঘর (১৯৪২), পঞ্চগ্রাম (১৯৪৩)।
8. প্রশ্ন: মানিক বন্দোপাধ্যয় উপন্যাসের নাম কি কি ?
উ: পদ্মা নদীর মাঝি (১৯৩৬), পুতুল নাচের ইতিকথা ( ১৯৩৬), শহরতলী (১৯৪০), শহর বাসের ইতিকথা (১৯৪৬), অহিংসা (১৯৪১), সোনার চেয়ে দামী (১৯৫১)।
9. প্রশ্ন: বিভূতিভূষণ বন্দোপাধ্যায় উপন্যাসের নাম কি কি ?
উ: পথের পাঁচালী (১৯২৯), অপরাজিতা (১৯৩১), আরণ্যক (১৯৩৮), দৃষ্টি প্রদীপ (১৯৩৫), ইছামতি (১৯৪৯)।
10. প্রশ্ন: টেকচাঁদ ঠাকুর উপন্যাসের নাম কি কি ?
উ: আলালের ঘরে দুলাল (১৮৫৮)
11. প্রশ্ন: সৈয়দ ওয়ালীউল্লাহ উপন্যাসের নাম কি কি
উ: লাল সালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৪৫), কাঁদো নদী কাঁদো (১৯৬৫)।
বিখ্যাত কবিয়াল ও বাউলগণ
প্রশ্ন: বিখ্যাত কবিয়ালগণ -
ভবানী বেনে, ভোলা ময়রা, বলরাম বৈষ্ণব, রাম বসু, হরু ঠাকুর, রাসু নৃসিংহ, কেষ্টামুচি, শ্রীধর কথক, নিধু বাবু, মুচীরাম, নিতাই বসু, নিতাই বৈরাগী, গোজলা গুই, নীলমণি পাটনী, রঘুনাথ, এন্টনী ফিরিঙ্গি, |
প্রশ্ন: বিখ্যাত বাউলগণ -
হাসন রাজা, লালন শাহ, গগণ ঠাকুর, কাঙ্গাল হরিণাথ, |
প্রাচীন বাংলা সাময়িকী পত্র
1. প্রশ্ন: বেগম প্রকাশিত হয় কোথা থেকে ?
উঃ ঢাকা থেকে।
2. প্রশ্ন: খ্রিষ্টান মিশনারিদের হিন্দু প্রতিপক্ষ কর্তৃক প্রকাশিত পত্রিকা-?
উঃ সম্বাদ কৌমুদী।
3. প্রশ্ন: রাম মোহন প্রথম সম্পাদনা করেন?
উঃ প্রভাকর।
4. প্রশ্ন: ইংরেজী ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
উঃ ব্রাসি হ্যালহেড।
5. প্রশ্ন: সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়-?
উঃ ২৮ জানুয়ারী, ১৮৩১।
6. প্রশ্ন: তত্ত্ববোধীনি পত্রিকায় প্রকাশকাল হলো- ?
উঃ ১৮৪৩।
7. প্রশ্ন: মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা?
উঃ সমাচার সভারাজেন্দ্র।
8. প্রশ্ন: লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কাজী নজরুল ইসলাম।
9. প্রশ্ন: ইংরেজ সরকার কবে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তন করেন ?
উঃ ১৭৯৯ সালে।
10. প্রশ্ন: প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি ?
উঃ বিবিধার্থ সংগ্রহ।
11. প্রশ্ন: কোন পত্রিকাকে ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ন প্রতিভা বিকশিত হয়?
উঃ সাধনা।
12. প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসাবে প্রকাশিত পত্রিকা?
উঃ শিখা।
13. প্রশ্ন: কোন পত্রিকা কে বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল ?
উঃ শিখাকে ঘিরে।
14. প্রশ্ন: রংপুরের কাকিনা থেকে প্রকাশিত পত্রিকার নাম- ?
উঃ বাসনা।
বাংলা পত্রিকা/সাময়িকী ও সম্পাদক
1. প্রশ্ন: সমাচার দর্পন (১৮১৮) এর সম্পাদক কে ?
উ: জে.সি. মার্শম্যান |
2. প্রশ্ন: সম্বাদ কৌমুদী (১৮১৮) এর সম্পাদক কে ?
উ: রাজা রামমোহন রায় |
3. প্রশ্ন: বাঙ্গাল গেজেট (১৮১৮) এর সম্পাদক কে ?
উ: গঙ্গাকিশোর ভট্রাচার্য |
4. প্রশ্ন: বেঙ্গল গেজেটেড (১৭৮০) এর সম্পাদক কে ?
উ: জেমস অগাস্টস হিকি |
5. প্রশ্ন: দিগদর্শন (১৮১৮) এর সম্পাদক কে ?
উ: জে.সি. মার্শম্যান |
6. প্রশ্ন: ব্রাহ্মণ (১৮২১) এর সম্পাদক কে ?
উ: রাজা রামমোহন রায় |
7. প্রশ্ন: সমাচার চন্দ্রিকা ( ১৮২২) এর সম্পাদক কে ?
উ: ভবানীচরণ বন্দ্যোপাধ্যয় |
8. প্রশ্ন: বঙ্গদূত ( ১৮২৯) এর সম্পাদক কে ?
উ: নীলমনি হালদার |
9. প্রশ্ন: সংবাদ প্রভাকর ( ১৮৩১) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |
10. প্রশ্ন: সমাচার সভারাজেন্দ্র ( ১৮৩১) এর সম্পাদক কে ?
উ: শেখ আলীমুল্লাহ |
11. প্রশ্ন: সংবাদ রত্নাবলী ( ১৮৩২) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |
12. প্রশ্ন: এডুকেশন গেজেট ( ১৮৪৬)এর সম্পাদক কে ?
উ: রঙ্গরাল বন্দোপাধ্যায় |
13. প্রশ্ন: সংবাদ সাধু রঙ্গন ( ১৮৪৮) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |
14. প্রশ্ন: পাষন্ড পীড়ন ( ১৮৪৬) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |
15. প্রশ্ন: তত্ত্ববোধিনী (১৮৪৩) এর সম্পাদক কে ?
উ: অক্ষয় দত্ত |
16. প্রশ্ন: সংবাদ ভাস্কর (১৮৪৮) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |
17. প্রশ্ন: মাসিক পত্রিকা( ১৮৫৪) এর সম্পাদক কে ?
উ: প্যারীচাঁদও রাধাঅনা শিকদার |
18. প্রশ্ন: সাপ্তাহিক বার্তাবহ (১৮৫৬) এর সম্পাদক কে ?
উ: রঙ্গলাল বন্দোপাধ্যায় |
19. প্রশ্ন: সোমপ্রকাশ (১৮৫৮)এর সম্পাদক কে ?
উ: রঙ্গলাল বন্দোপাধ্যায় |
20. প্রশ্ন: ঢাকা প্রকাশ( ১৮৬১) এর সম্পাদক কে ?
উ: কৃষ্ণ চন্দ্র মজুমদার |
21. প্রশ্ন: বঙ্গদর্শন (১৮৭২) এর সম্পাদক কে ?
উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
22. প্রশ্ন: শুভবাসিনী (১৮৭০) এর সম্পাদক কে ?
উ: কালী প্রসন্ন ঘোষ |
23. প্রশ্ন: বান্ধব (১৮৭৪) এর সম্পাদক কে ?
উ: কালী প্রসন্ন ঘোষ |
24. প্রশ্ন: ভারতী (১৮৭৭) এর সম্পাদক কে ?
উ: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর |
25. প্রশ্ন: সাহিত্য (১৮৯০) এর সম্পাদক কে ?
উ: সুরেশচন্দ্র সমাজপতি |
26. প্রশ্ন: সাধনা (১৮৯১) এর সম্পাদক কে ?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর |
27. প্রশ্ন: গুলিস্তা (১৮৯৫) এর সম্পাদক কে ?
উ: এম. ওয়াজেদ আলী |
28. প্রশ্ন: পূর্ণিমা (১৮৯৫) এর সম্পাদক কে ?
উ: বিহারীলাল চক্রবর্তী |
29. প্রশ্ন: মাসিক ভারতী এর সম্পাদক কে ?
উ: স্বর্ণকুমারী দেবী |
30. প্রশ্ন: প্রবাসী (১৯০১) এর সম্পাদক কে ?
উ: রামানন্দ চট্টোপাধ্যায় |
31. প্রশ্ন: দৈনিক খাদেম (১৯১০) এর সম্পাদক কে ?
উ: মোহাম্মদ আকরাম খাঁ |
32. প্রশ্ন: সাপ্তাহিক মোহাম্মদী (১৯১০) এর সম্পাদক কে ?
উ: মোহাম্মদ আকরাম খাঁ |
33. প্রশ্ন: আর্য দর্শন (১২৮১) বঙ্গাব্দ এর সম্পাদক কে ?
উ: যোগেন্দ্রনাথ বিদ্যাভুষন |
34. প্রশ্ন: মোসলেম ভারত (১৯২০) এর সম্পাদক কে ?
উ: মোজাম্মেল হক |
35. প্রশ্ন: ধূমকেতু (১৯২২) এর সম্পাদক কে ?
উ: কাজী নজরুল ইসলাম |
36. প্রশ্ন: ভারতবর্ষ (১৯১৩) এর সম্পাদক কে ?
উ: জলধর সেন ও অমূল্যচরন বিদ্যাভূষণ |
37. প্রশ্ন: সবুজপত্র (১৯১৪) এর সম্পাদক কে ?
উ: প্রমথ চৌধুরী |
38. প্রশ্ন: শওগাত (১৯১৮) এর সম্পাদক কে ?
উ: মোহাম্মদ নাসির উদ্দিন |
39. প্রশ্ন: কল্লোল (১৯২৩) এর সম্পাদক কে ?
উ: দীনেশরঞ্জন দাস |
40. প্রশ্ন: দৈনিক আজাদ (১৯৩৫) এর সম্পাদক কে ?
উ: মোহাম্মদ আকরাম খাঁ |
41. প্রশ্ন: দৈনিক নবযুগ (১৯৪১) এর সম্পাদক কে ?
উ: কাজী নজরুল ইসলাম |
42. প্রশ্ন: লাঙ্গল (১৯২৫) এর সম্পাদক কে ?
উ: কাজী নজরুল ইসলাম |
43. প্রশ্ন: শিখা (১৯২৭) এর সম্পাদক কে ?
উ: আবুল হোসেন |
44. প্রশ্ন: আর্যদর্শন (১২২৮) বাং এর সম্পাদক কে ?
উ: যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ |
45. প্রশ্ন: সাহিত্যপত্র (১৯৪৮) এর সম্পাদক কে ?
উ: বিঞ্চু দে |
46. প্রশ্ন: অঙ্কুর এর সম্পাদক কে ?
উ: ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ |
47. প্রশ্ন: বেগম (১৯৪৯) এর সম্পাদক কে ?
উ: নুরজাহান বেগম |
48. প্রশ্ন: সংলাপ এর সম্পাদক কে ?
উ: আবুল হোসেন |
49. প্রশ্ন: ভাষা সাহিত্য পত্র এর সম্পাদক কে ?
উ: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় |
50. প্রশ্ন: সন্দেশ, স্বদেশ এর সম্পাদক কে ?
উ: সুকুমার রায় |
51. প্রশ্ন: সমকাল (১৯৫৪) এর সম্পাদক কে ?
উ: সিকান্দর আবু জাফর |
52. প্রশ্ন: সাহিত্য পত্রিকা এর সম্পাদক কে ?
উ: ঢাকা বিশ্ববিদ্যালয় |
53. প্রশ্ন: বেদুঈন এর সম্পাদক কে ?
উ: আশরাফ আলী খান |
54. প্রশ্ন: কন্ঠস্বর (১৯৬৫) এর সম্পাদক কে ?
উ: আবদুল্লাহ আবু সাঈদ |
55. প্রশ্ন: লেখা এর সম্পাদক কে ?
উ: বাংলা একাডেমী |
56. প্রশ্ন: উত্তরাধিকারী এর সম্পাদক কে ?
উ: বাংলা একাডেমী |
বিখ্যাত সামাজিক নাটক
1. প্রশ্ন: নাট্যকার আনিস চৌধুরী এর নাটকের নাম কি ?
উ: মানচিত্র (১৯৬৩)
2. প্রশ্ন: নাট্যকার অমৃত লাল বসু এর নাটকের নাম কি ?
উ: ব্যাপিকা বিদায় |
3. প্রশ্ন: নাট্যকার আসকার ইবনে শাইখ এর নাটকের নাম কি ?
উ: প্রচ্ছদপট |
4. প্রশ্ন: নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষ এর নাটকের নাম কি ?
উ: প্রফুল্ল (১৮৮৯)
5. প্রশ্ন: নাট্যকার জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুর এর নাটকের নাম কি ?
উ: অলীক বাবুব |
6. প্রশ্ন: নাট্যকার তুলসী লাহিড়ী এর নাটকের নাম কি ?
উ: ছেঁড়া তার, দুঃখীর ইসান |
7. প্রশ্ন: নাট্যকার রবীন্দ্র নাথ ঠাকুর এর নাটকের নাম কি ?
উ: চিরকুমার সভা (১৩০৮বাং)
8. প্রশ্ন: নাট্যকার সৈয়দ ওয়ালী উল্লাহ এর নাটকের নাম কি ?
উ: বহ্নিপীর (১৯৬০)
9. প্রশ্ন: নাট্যকার দীনবন্দু মিত্র এর নাটকের নাম কি ?
উ: নীল দর্পন (১৮৬০)
10. প্রশ্ন: নাট্যকার বিজন ভট্ট্রচার্য এর নাটকের নাম কি ?
উ: নবান্ন |
11. প্রশ্ন: নাট্যকার মীর মোশারফ হোসেন এর নাটকের নাম কি ?
উ: জমিদার দর্পন (১৮৭৩)
12. প্রশ্ন: নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় এর নাটকের নাম কি ?
উ: পুনর্জন্ম |
13. প্রশ্ন: নাট্যকার নূরুল মোমেন এর নাটকের নাম কি ?
উ: নয়াখান্দান |
14. প্রশ্ন: নাট্যকার মুনীর চৌধুরী এর নাটকের নাম কি ?
উ: চিঠি (১৯৬৬), দন্ডকরণ্য(১৯৬৬)
15. প্রশ্ন: নাট্যকার রাম নারায়ন তর্করত্ন এর নাটকের নাম কি ?
উ: কুলিনকুল সর্বস্ব (১৮৫৪)
বাংলা মুদ্রনশিল্প ও ভাষা উন্নয়ন
1. প্রশ্ন: সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন কে ?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
2. প্রশ্ন: সংস্কৃত কলেজের কত সালে স্থাপিত হয় ?
উঃ ১৭৯১ সাল।
3. প্রশ্ন: শ্রীরামপুরে ব্যাপ্টিষ্ট মিশন ও ছাপাখানা কখন গড়ে উঠেছিল?
উঃ ১৭৯৯ সাল।
4. প্রশ্ন: শ্রীরামপুরে মিশন কখন পত্তন হয়?
উঃ ১৮১৮ সাল।
5. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজ কখন স্থাপিত হয়?
উঃ ১৮০০ সাল।
6. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
উঃ উইলিয়াম কেরি।
7. প্রশ্ন: বাংলা একাডেমী কোন বৎসর প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৫ সালে।
8. প্রশ্ন: উপমহাদেশে প্রথম কারা ছাপাখানা আমদানী করে?
উঃ পর্তুগীজরা।
9. প্রশ্ন: উপমহাদেশে প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়?
উঃ পর্তুগীজ বসতি এলাকা গোয়ায়।
10. প্রশ্ন: উপমহাদেশে প্রথম ছাপাখানা কবে স্থাপিত হয়?
উঃ ১৪৯৮ খ্রিষ্টাব্দে।
11. প্রশ্ন: উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত প্রথম বইয়ের নাম কি?
উঃ পর্র্তুগীজ ভাষার ‘কনুকসোজ’।
12. প্রশ্ন: সম্পূর্ণ বাংলা অক্ষরের সর্বপ্রথম নকশা প্রস্তুতকারীর নাম কি?
উঃ চার্লস উইলকিনস।
13. প্রশ্ন: কোন বাঙালি প্রথম বাংলা অক্ষর খোদাই করেন?
উঃ পঞ্চানন কর্মকার।
14. প্রশ্ন: বাংলা মুদ্রনশিল্পের জন্মদাতা কাকে বলা হয়?
উঃ চার্লস উইলকিন্স।
15. প্রশ্ন: বাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
উঃ রংপুরে। ১৮৪৭-৪৮ সালে।
16. প্রশ্ন: ঢাকায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে?
উঃ সুন্দর মিত্র। বাংলা প্রেস নামে। ১৮৬০ খ্রিষ্টাব্দে।
17. প্রশ্ন: বাংলাদেশের প্রথম সংবাদপত্রের কোনটি?
উঃ রংপুর বার্তাবহ। রংপুর থেকে।
18. প্রশ্ন: ঢাকার প্রথম ছাপাখানা কত সালে চালু হয়?
উঃ ১৮৪৮/৪৯ সালে।
19. প্রশ্ন: বাংলা মুদ্রণ জগতের স্মরণীয় সন কোনটি?
উঃ ১৭৭৮।
20. প্রশ্ন: ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি?
উঃ কৃপার শাস্ত্রে অর্থভেদ।
আলোচিত চরিত্র ও স্রষ্টা
1. প্রশ্ন: বাংলা সাহিত্যে সৃষ্ট প্রথম চরিত্র কোনটি?
উঃ নিরঞ্জন (শূন্য পূরণ)।
2. প্রশ্ন: অমল চরিত্রের স্রষ্টা নাট্যকার কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (ডাকঘর)।
3. প্রশ্ন: ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে?
উঃ প্যারীচাঁদ মিত্র (আলালের ঘরের দুলাল)।
4. প্রশ্ন: রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের?
উঃ কৃষ্ণকান্তের উইল।
5. প্রশ্ন: চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র?
উঃ মনসামঙ্গল।
6. প্রশ্ন: রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্রীকান্ত)।
7. প্রশ্ন: অমিত ও লাবন্য চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।
8. প্রশ্ন: ললিতা চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (গোরা)।
9. প্রশ্ন: ললিতা ও শেখর চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পরিনীতা)।
10. প্রশ্ন: রতন ও দাদাবাবু চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (পোষ্ট মাস্টার)।
11. প্রশ্ন: হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (মেজদিদি)।
12. প্রশ্ন: কুবের চরিত্রের স্রষ্টা কে?
উঃ মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মানদীর মাঝি)।
13. প্রশ্ন: মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।
14. প্রশ্ন: দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?
উঃ বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।
15. প্রশ্ন: দীপাবলী চরিত্রের স্রষ্টা কে?
উঃ সমরেশ মজুমদার (দীপাবলী)।
16. প্রশ্ন: রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।
17. প্রশ্ন: ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।
18. প্রশ্ন: সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।
19. প্রশ্ন: নবকুমার কপালকুন্ডলা চরিত্রের স্রষ্টা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপালকু-লা)।
20. প্রশ্ন: নবীন মাধব চরিত্রের স্রষ্টা কে?
উঃ দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।
21. প্রশ্ন: ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা কে?
উঃ দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।
22. প্রশ্ন: নন্দলাল চরিত্রের স্রষ্টা কে?
উঃ অমৃতলাল বসু (বিবাহ-বিভ্রাট)।
23. প্রশ্ন: দেবযানী চরিত্রের স্রষ্টা কে?
উঃ অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।
24. প্রশ্ন: নন্দিনী চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।
25. প্রশ্ন: রাইচরণ চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।
26. প্রশ্ন: মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।
27. প্রশ্ন: সুরবালা চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।
28. প্রশ্ন: দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।
29. প্রশ্ন: পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সাহিত্যে সম্পর্কে ধারনা-১"
Post a Comment