সাহিত্যে সম্পর্কে ধারনা-১

সাহিত্যে সম্পর্কে ধারনা-১


কবিওয়ালা বা কবিগান

1. প্রশ্ন: কবিগানের উৎপত্তি ও বিকাশ কোন শতক পর্যন্ত ?
উঃ ১৮ শতাব্দীর প্রথমার্ধ থেকে ১৯ শতাব্দীর প্রথমার্ধে।

2. প্রশ্ন: কবিগানের উল্লেখ্যযোগ্য কবিওয়ালের নাম কি কি?
উঃ গোঁজলাই গুই, ভরানী বেনে, হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভোলা ময়রা, এন্টনী ফিরিঙ্গি, নিতাই বৈরাগী প্রমুখ।

3. প্রশ্ন: কবিগানের আদিগুরু হিসেবে পরিচিত কে ?
উঃ গোঁজলা গুঁই।

4. প্রশ্ন: গোঁজলা গুই এর উল্লেখযোগ্য শিষ্য কে কে ?
উঃ লালু নন্দলাল, রঘুনন্দ, রামজীবন দাস প্রমুখ।

5. প্রশ্ন: বাংলা টম্পাগানের জনক কে ছিলেন?
উঃ নিধু বাবু।

6. প্রশ্ন: নানা দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। এটির রচয়িতা কে?
উঃ নিধু বাবু।

7. প্রশ্ন: টম্পা গান থেকে আধুনিক বাংলা সাহিত্যের কোন ধারার সুত্রপাত?
উঃ বাংলা গীতিকবিতা।

8. প্রশ্ন: কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে খ্যাতি কে অর্জন করেছিল?
উঃ ভবানী বেনে।

9. প্রশ্ন: কবিগানের কয়টি বিভাগ কি কি?
উঃ ৪টি। বন্দনা, সখী সংবাদ, বিরহ ও খেউর।

10. প্রশ্ন: হরু ঠাকুরের প্রকৃত নাম কি?
উঃ হরেকৃষ্ণ দিঘাড়ী।

11. প্রশ্ন: কবিয়াল কেষ্ট মুচির প্রকৃত নাম কি?
উঃ কৃষ্ণচন্দ্র চর্মকার।

12. প্রশ্ন: কবিগানের বিশেষ গৌরবের যুগ কত সাল পর্যন্ত বি¯তৃত ছিল?
উঃ ১৭৩০-১৮৩০ সাল পর্যন্ত।

13. প্রশ্ন: কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে আধুনিক মানসিকতা লালন করতেন কে?
উঃ রাম বসু।

14. প্রশ্ন: কবিওয়ালদের মধ্যে পর্তুগীজ খ্রিষ্টান কে ছিলেন?
উঃ এন্টনি ফিরিঙ্গি।

বিখ্যাত বাংলা প্রহসন

1. প্রশ্ন: অমৃতলাল বসু (১৮৫৩-১৯২৯) এর প্রহসনের নাম কি কি ?
উ: বিবাহ বিভ্রাট, সম্মতি সঙ্কট, কালা পানি, বাবু, একাকার, বৌমা, গ্রাম্য বিভ্রাট, বাহবা বাতিক, খাস দখল, চোরের উপর বাটপাড়ি, ডিসমিস, চাটুয্যে ও বাড়–য্যে, তাজ্জব ব্যাপার, কৃপনের ধন।
2. প্রশ্ন: গিরিশ চন্দ্র ঘোষ (১৮৪৪-১৯১২) এর প্রহসনের নাম কি কি ?
উ: সপ্তমীতে বিসর্জন, বেল্লিক বাজার, বড়দিনের বকশিস, সভ্যতার পান্ডা |

3. প্রশ্ন: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (১৮৪৯-১৯২৫) এর প্রহসনের নাম কি কি ?
উ: কিঞ্চিৎ জলযোগ, (১৮৭২), এমন কর্ম আর করব না (১৮৭৭), হঠাৎ নবাব (১৮৮৪), হিতে বিপরীত (১৮৮৬), দায়ে পড়ে দারগ্রহ।
4. প্রশ্ন: রামনারায়ন তর্করত্ন এর প্রহসনের নাম কি কি ?
উ: যেমন কর্ম তেমন ফল (১৯৭৯ বঙ্গাব্দ), উভয় সঙ্কট (১৯৬৯), চক্ষুদান (১৯৬৯)।

5. প্রশ্ন: মাইকেল মধুসুধন দত্ত ( ১৮২৪-১৮৭৪) এর প্রহসনের নাম কি কি ?
উ: একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রো (১৮৬০)।

6. প্রশ্ন: মীর মোশারফ হোসেন( ১৮৪৭-১৯১২) এর প্রহসনের নাম কি কি ?
উ: এর উপায় কি( ১৮৭৫), ভাই, ভাই এই তো চাই (১৮৯৯), ফাঁস কাগজ, একি (১৮৯৯)।

7. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর ( ১৮৬১-১৯৪১) এর প্রহসনের নাম কি কি ?
উ: বৈকণ্ঠের খাতা (১৮৯৭), ব্যঙ্গ কৌতুক (১৯০৭), হাস্য কৌতুক ( ১৯০৭), চিরকুমার সভা (১৯২৬), শেষ রক্ষা ( ১৯২৮)।
8. প্রশ্ন: দীনবন্ধু মিত্র( ১৮৩০-১৮৭৩) এর প্রহসনের নাম কি কি ?
উ: সধবার একাদশী (১৮৬৬), বিয়ে পাগলা বুড়ো ( ১৮৬৬), জামাই বারিক ( ১৮৭২)।

9. প্রশ্ন: দ্বিজেন্দ্রলাল রায় এর প্রহসনের নাম কি কি ?
উ: কল্কি অবতার (১৮৯৫), বিরহ ( ১৮৯৭), এ্যহস্পর্শ (১৯০০), প্রায়শ্চিত্ত ( ১৯০২)।

গীতিকবি ও গীতিকাব্য

1. প্রশ্ন: গীতিকবি স্বর্ণকুমারী এর গীতিকাব্যের নাম কি কি ?
উ: গাথা (১৮৮০), কবিতা ও গান (১৮৯৫)।

2. প্রশ্ন: গীতিকবি বিহারীলাল চক্রবর্তী এর গীতিকাব্যের নাম কি কি ?
উ: প্রেম প্রবাহিনী (১৮৭০), বঙ্গসুন্দরী (১৮৭০), নিসর্গ সন্দর্শন (১৮৭০), সারদা মঙ্গল (১৮৭৯)।

3. প্রশ্ন: গীতিকবি সুরেন্দ্রনাথ মজুমদার এর গীতিকাব্যের নাম কি কি ?
উ: মহিলাকাব্য (১৮৮০), সবিতা সুদর্শন (১৮৭০), বর্ষবর্তন (১৮৭২)।

4. প্রশ্ন: গীতিকবি অক্ষয়কুমার বড়াল গীতিকাব্যের নাম কি কি ?
উ: প্রদীপ (১৮৮৪), এষা (১৯১৯)

5. প্রশ্ন: গীতিকবি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর গীতিকাব্যের নাম কি কি ?
উ: স্বপ্নপয়ন (১৮৭৩)।

6. প্রশ্ন: গীতিকবি কামিনী রায় গীতিকাব্যের নাম কি কি ?
উ: আলো ও ছায়া (১৮৮৯), মাল্য ও নিমার্ল্য (১৯১৩), অশোক সঙ্গীত(১৯১৪), দীপ ও ধুপ (১৯২৯)।

7. প্রশ্ন: গীতিকবি দ্বিজেন্দ্রলাল রায় গীতিকাব্যের নাম কি কি ?
উ: আর্যগাথা (১৮৮২), আষাঢ়ে (১৮৯৯), ত্রিবেনী (১৯১২)।

8. প্রশ্ন: গীতিকবি গোবিন্দ চন্দ্র দাস গীতিকাব্যের নাম কি কি ? উ: প্রসূন (১২৯৪), প্রেম ও ফুল (১২৯৪), কুমকুম (১২৯৮), ফুল রেণু (১৩০৩)।

9. প্রশ্ন: গীতিকবি মোজাম্মেল হোসেন গীতিকাব্যের নাম কি কি ?
উ: কুসুমাঞ্জলী (১৮৮২), প্রেমহার (১৮৯৮)।

10. প্রশ্ন: গীতিকবি সৈয়দ এমদাদ আলী গীতিকাব্যের নাম কি কি ?
উ: ডালি (১৯১২), হাজেরা (১৯১২)।

11. প্রশ্ন: গীতিকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকাব্যের নাম কি কি ?
উ: ভানুসিংহের পদাবলী |

12. প্রশ্ন: গীতিকবি রজনীকান্ত সেন গীতিকাব্যের নাম কি কি ?
উ: বাণী (১৯০২), কল্যাণী (১৯০৫), অমৃত (১৯১০), আনন্দময়ী (১৯১০)।

13. প্রশ্ন: গীতিকবি কায়কোবাদ গীতিকাব্যের নাম কি কি ?
উ: অশ্রুমালা (১৮৯৫)।

14. প্রশ্ন: গীতিকবি অক্ষয়কুমার বড়াল গীতিকাব্যের নাম কি কি ?
উ: প্রদীপ, (১৮৮৪), এষা (১৯১৯)।

বিখ্যাত বাংলা উপন্যাস

1. প্রশ্ন: আখরজ্জমান ইলিয়াস এর উপন্যাসের নাম কি কি ?
উ: চিলে কোঠার সেপাই (১৯৮৭), খোয়াবনামা (১৯৯৩)।

2. প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় এর উপন্যাসের নাম কি কি ?
উ: দুর্গেশনন্দিনী (১৮৬৫) বিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), আনন্দমঠ (১৮৮২), দেবী চৌধুরানী (১৮৮৪)।

3. প্রশ্ন: প্রভাত কুমার মুখোপাধ্যায় এর উপন্যাসের নাম কি কি ?
উ: রমা সুন্দরী (১৯০৮), রতœদ্বীপ (১৯১৫), মনের মানুষ (১৯২২), সতীর পতি (১৯২৮)।

4. প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাসের নাম কি কি ?
উ: বড়দিদি (১৯১৩), বিরাজ বৌ (১৯১৪), পরিনীতা, মেজদিদি (১৯১৫), কাশীনাথ (১৯১৭), শেষপ্রশ্ন (১৯৩১)।

5. প্রশ্ন: রমেশচন্দ্র দত্ত এর উপন্যাসের নাম কি কি ?
উ: বঙ্গবিজেতা (১৮৭৪), সংসার (১৮৮৬), সমাজ (১৮৯৪)।

6. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসের নাম কি কি ?
উ: নৌকাডুবি (১৯০৬), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), শেষের কবিতা (১৯২৯)।

7. প্রশ্ন: তারাশঙ্কর বন্দোপাধ্যায় উপন্যাসের নাম কি কি ?
উ: ধাত্রী দেবতা (১৯৩৯), গণদেবতা (১৯৪২), হাঁসুলী বাঁকের উপকথা (১৯৪৭), জলসা ঘর (১৯৪২), পঞ্চগ্রাম (১৯৪৩)।

8. প্রশ্ন: মানিক বন্দোপাধ্যয় উপন্যাসের নাম কি কি ?
উ: পদ্মা নদীর মাঝি (১৯৩৬), পুতুল নাচের ইতিকথা ( ১৯৩৬), শহরতলী (১৯৪০), শহর বাসের ইতিকথা (১৯৪৬), অহিংসা (১৯৪১), সোনার চেয়ে দামী (১৯৫১)।
9. প্রশ্ন: বিভূতিভূষণ বন্দোপাধ্যায় উপন্যাসের নাম কি কি ?
উ: পথের পাঁচালী (১৯২৯), অপরাজিতা (১৯৩১), আরণ্যক (১৯৩৮), দৃষ্টি প্রদীপ (১৯৩৫), ইছামতি (১৯৪৯)।

10. প্রশ্ন: টেকচাঁদ ঠাকুর উপন্যাসের নাম কি কি ?
উ: আলালের ঘরে দুলাল (১৮৫৮)

11. প্রশ্ন: সৈয়দ ওয়ালীউল্লাহ উপন্যাসের নাম কি কি
উ: লাল সালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৪৫), কাঁদো নদী কাঁদো (১৯৬৫)।

বিখ্যাত কবিয়াল ও বাউলগণ

প্রশ্ন: বিখ্যাত কবিয়ালগণ -

ভবানী বেনে, ভোলা ময়রা, বলরাম বৈষ্ণব, রাম বসু, হরু ঠাকুর, রাসু নৃসিংহ, কেষ্টামুচি, শ্রীধর কথক, নিধু বাবু, মুচীরাম, নিতাই বসু, নিতাই বৈরাগী, গোজলা গুই, নীলমণি পাটনী, রঘুনাথ, এন্টনী ফিরিঙ্গি, |


প্রশ্ন: বিখ্যাত বাউলগণ -

হাসন রাজা, লালন শাহ, গগণ ঠাকুর, কাঙ্গাল হরিণাথ, |

প্রাচীন বাংলা সাময়িকী পত্র

1. প্রশ্ন: বেগম প্রকাশিত হয় কোথা থেকে ?
উঃ ঢাকা থেকে।

2. প্রশ্ন: খ্রিষ্টান মিশনারিদের হিন্দু প্রতিপক্ষ কর্তৃক প্রকাশিত পত্রিকা-?
উঃ সম্বাদ কৌমুদী।

3. প্রশ্ন: রাম মোহন প্রথম সম্পাদনা করেন?
উঃ প্রভাকর।

4. প্রশ্ন: ইংরেজী ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
উঃ ব্রাসি হ্যালহেড।

5. প্রশ্ন: সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়-?
উঃ ২৮ জানুয়ারী, ১৮৩১।

6. প্রশ্ন: তত্ত্ববোধীনি পত্রিকায় প্রকাশকাল হলো- ?
উঃ ১৮৪৩।

7. প্রশ্ন: মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা?
উঃ সমাচার সভারাজেন্দ্র।

8. প্রশ্ন: লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কাজী নজরুল ইসলাম।

9. প্রশ্ন: ইংরেজ সরকার কবে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তন করেন ?
উঃ ১৭৯৯ সালে।

10. প্রশ্ন: প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি ?
উঃ বিবিধার্থ সংগ্রহ।

11. প্রশ্ন: কোন পত্রিকাকে ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ন প্রতিভা বিকশিত হয়?
উঃ সাধনা।

12. প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসাবে প্রকাশিত পত্রিকা?
উঃ শিখা।

13. প্রশ্ন: কোন পত্রিকা কে বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল ?
উঃ শিখাকে ঘিরে।

14. প্রশ্ন: রংপুরের কাকিনা থেকে প্রকাশিত পত্রিকার নাম- ?
উঃ বাসনা।


বাংলা পত্রিকা/সাময়িকী ও সম্পাদক

1. প্রশ্ন: সমাচার দর্পন (১৮১৮) এর সম্পাদক কে ?
উ: জে.সি. মার্শম্যান |

2. প্রশ্ন: সম্বাদ কৌমুদী (১৮১৮) এর সম্পাদক কে ?
উ: রাজা রামমোহন রায় |

3. প্রশ্ন: বাঙ্গাল গেজেট (১৮১৮) এর সম্পাদক কে ?
উ: গঙ্গাকিশোর ভট্রাচার্য |

4. প্রশ্ন: বেঙ্গল গেজেটেড (১৭৮০) এর সম্পাদক কে ?
উ: জেমস অগাস্টস হিকি |

5. প্রশ্ন: দিগদর্শন (১৮১৮) এর সম্পাদক কে ?
উ: জে.সি. মার্শম্যান |

6. প্রশ্ন: ব্রাহ্মণ (১৮২১) এর সম্পাদক কে ?
উ: রাজা রামমোহন রায় |

7. প্রশ্ন: সমাচার চন্দ্রিকা ( ১৮২২) এর সম্পাদক কে ?
উ: ভবানীচরণ বন্দ্যোপাধ্যয় |

8. প্রশ্ন: বঙ্গদূত ( ১৮২৯) এর সম্পাদক কে ?
উ: নীলমনি হালদার |

9. প্রশ্ন: সংবাদ প্রভাকর ( ১৮৩১) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |

10. প্রশ্ন: সমাচার সভারাজেন্দ্র ( ১৮৩১) এর সম্পাদক কে ?
উ: শেখ আলীমুল্লাহ |

11. প্রশ্ন: সংবাদ রত্নাবলী ( ১৮৩২) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |

12. প্রশ্ন: এডুকেশন গেজেট ( ১৮৪৬)এর সম্পাদক কে ?
উ: রঙ্গরাল বন্দোপাধ্যায় |

13. প্রশ্ন: সংবাদ সাধু রঙ্গন ( ১৮৪৮) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |

14. প্রশ্ন: পাষন্ড পীড়ন ( ১৮৪৬) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |

15. প্রশ্ন: তত্ত্ববোধিনী (১৮৪৩) এর সম্পাদক কে ?
উ: অক্ষয় দত্ত |

16. প্রশ্ন: সংবাদ ভাস্কর (১৮৪৮) এর সম্পাদক কে ?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত |

17. প্রশ্ন: মাসিক পত্রিকা( ১৮৫৪) এর সম্পাদক কে ?
উ: প্যারীচাঁদও রাধাঅনা শিকদার |

18. প্রশ্ন: সাপ্তাহিক বার্তাবহ (১৮৫৬) এর সম্পাদক কে ?
উ: রঙ্গলাল বন্দোপাধ্যায় |

19. প্রশ্ন: সোমপ্রকাশ (১৮৫৮)এর সম্পাদক কে ?
উ: রঙ্গলাল বন্দোপাধ্যায় |

20. প্রশ্ন: ঢাকা প্রকাশ( ১৮৬১) এর সম্পাদক কে ?
উ: কৃষ্ণ চন্দ্র মজুমদার |

21. প্রশ্ন: বঙ্গদর্শন (১৮৭২) এর সম্পাদক কে ?
উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |

22. প্রশ্ন: শুভবাসিনী (১৮৭০) এর সম্পাদক কে ?
উ: কালী প্রসন্ন ঘোষ |

23. প্রশ্ন: বান্ধব (১৮৭৪) এর সম্পাদক কে ?
উ: কালী প্রসন্ন ঘোষ |

24. প্রশ্ন: ভারতী (১৮৭৭) এর সম্পাদক কে ?
উ: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর |

25. প্রশ্ন: সাহিত্য (১৮৯০) এর সম্পাদক কে ?
উ: সুরেশচন্দ্র সমাজপতি |

26. প্রশ্ন: সাধনা (১৮৯১) এর সম্পাদক কে ?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর |

27. প্রশ্ন: গুলিস্তা (১৮৯৫) এর সম্পাদক কে ?
উ: এম. ওয়াজেদ আলী |

28. প্রশ্ন: পূর্ণিমা (১৮৯৫) এর সম্পাদক কে ?
উ: বিহারীলাল চক্রবর্তী |

29. প্রশ্ন: মাসিক ভারতী এর সম্পাদক কে ?
উ: স্বর্ণকুমারী দেবী |

30. প্রশ্ন: প্রবাসী (১৯০১) এর সম্পাদক কে ?
উ: রামানন্দ চট্টোপাধ্যায় |

31. প্রশ্ন: দৈনিক খাদেম (১৯১০) এর সম্পাদক কে ?
উ: মোহাম্মদ আকরাম খাঁ |

32. প্রশ্ন: সাপ্তাহিক মোহাম্মদী (১৯১০) এর সম্পাদক কে ?
উ: মোহাম্মদ আকরাম খাঁ |

33. প্রশ্ন: আর্য দর্শন (১২৮১) বঙ্গাব্দ এর সম্পাদক কে ?
উ: যোগেন্দ্রনাথ বিদ্যাভুষন |

34. প্রশ্ন: মোসলেম ভারত (১৯২০) এর সম্পাদক কে ?
উ: মোজাম্মেল হক |

35. প্রশ্ন: ধূমকেতু (১৯২২) এর সম্পাদক কে ?
উ: কাজী নজরুল ইসলাম |

36. প্রশ্ন: ভারতবর্ষ (১৯১৩) এর সম্পাদক কে ?
উ: জলধর সেন ও অমূল্যচরন বিদ্যাভূষণ |

37. প্রশ্ন: সবুজপত্র (১৯১৪) এর সম্পাদক কে ?
উ: প্রমথ চৌধুরী |

38. প্রশ্ন: শওগাত (১৯১৮) এর সম্পাদক কে ?
উ: মোহাম্মদ নাসির উদ্দিন |

39. প্রশ্ন: কল্লোল (১৯২৩) এর সম্পাদক কে ?
উ: দীনেশরঞ্জন দাস |

40. প্রশ্ন: দৈনিক আজাদ (১৯৩৫) এর সম্পাদক কে ?
উ: মোহাম্মদ আকরাম খাঁ |

41. প্রশ্ন: দৈনিক নবযুগ (১৯৪১) এর সম্পাদক কে ?
উ: কাজী নজরুল ইসলাম |

42. প্রশ্ন: লাঙ্গল (১৯২৫) এর সম্পাদক কে ?
উ: কাজী নজরুল ইসলাম |

43. প্রশ্ন: শিখা (১৯২৭) এর সম্পাদক কে ?
উ: আবুল হোসেন |

44. প্রশ্ন: আর্যদর্শন (১২২৮) বাং এর সম্পাদক কে ?
উ: যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ |

45. প্রশ্ন: সাহিত্যপত্র (১৯৪৮) এর সম্পাদক কে ?
উ: বিঞ্চু দে |

46. প্রশ্ন: অঙ্কুর এর সম্পাদক কে ?
উ: ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ |

47. প্রশ্ন: বেগম (১৯৪৯) এর সম্পাদক কে ?
উ: নুরজাহান বেগম |

48. প্রশ্ন: সংলাপ এর সম্পাদক কে ?
উ: আবুল হোসেন |

49. প্রশ্ন: ভাষা সাহিত্য পত্র এর সম্পাদক কে ?
উ: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় |

50. প্রশ্ন: সন্দেশ, স্বদেশ এর সম্পাদক কে ?
উ: সুকুমার রায় |

51. প্রশ্ন: সমকাল (১৯৫৪) এর সম্পাদক কে ?
উ: সিকান্দর আবু জাফর |

52. প্রশ্ন: সাহিত্য পত্রিকা এর সম্পাদক কে ?
উ: ঢাকা বিশ্ববিদ্যালয় |

53. প্রশ্ন: বেদুঈন এর সম্পাদক কে ?
উ: আশরাফ আলী খান |

54. প্রশ্ন: কন্ঠস্বর (১৯৬৫) এর সম্পাদক কে ?
উ: আবদুল্লাহ আবু সাঈদ |

55. প্রশ্ন: লেখা এর সম্পাদক কে ?
উ: বাংলা একাডেমী |

56. প্রশ্ন: উত্তরাধিকারী এর সম্পাদক কে ?
উ: বাংলা একাডেমী |


বিখ্যাত সামাজিক নাটক

1. প্রশ্ন: নাট্যকার আনিস চৌধুরী এর নাটকের নাম কি ?
উ: মানচিত্র (১৯৬৩)

2. প্রশ্ন: নাট্যকার অমৃত লাল বসু এর নাটকের নাম কি ?
উ: ব্যাপিকা বিদায় |

3. প্রশ্ন: নাট্যকার আসকার ইবনে শাইখ এর নাটকের নাম কি ?
উ: প্রচ্ছদপট |

4. প্রশ্ন: নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষ এর নাটকের নাম কি ?
উ: প্রফুল্ল (১৮৮৯)

5. প্রশ্ন: নাট্যকার জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুর এর নাটকের নাম কি ?
উ: অলীক বাবুব |

6. প্রশ্ন: নাট্যকার তুলসী লাহিড়ী এর নাটকের নাম কি ?
উ: ছেঁড়া তার, দুঃখীর ইসান |

7. প্রশ্ন: নাট্যকার রবীন্দ্র নাথ ঠাকুর এর নাটকের নাম কি ?
উ: চিরকুমার সভা (১৩০৮বাং)

8. প্রশ্ন: নাট্যকার সৈয়দ ওয়ালী উল্লাহ এর নাটকের নাম কি ?
উ: বহ্নিপীর (১৯৬০)

9. প্রশ্ন: নাট্যকার দীনবন্দু মিত্র এর নাটকের নাম কি ?
উ: নীল দর্পন (১৮৬০)

10. প্রশ্ন: নাট্যকার বিজন ভট্ট্রচার্য এর নাটকের নাম কি ?
উ: নবান্ন |

11. প্রশ্ন: নাট্যকার মীর মোশারফ হোসেন এর নাটকের নাম কি ?
উ: জমিদার দর্পন (১৮৭৩)

12. প্রশ্ন: নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় এর নাটকের নাম কি ?
উ: পুনর্জন্ম |

13. প্রশ্ন: নাট্যকার নূরুল মোমেন এর নাটকের নাম কি ?
উ: নয়াখান্দান |

14. প্রশ্ন: নাট্যকার মুনীর চৌধুরী এর নাটকের নাম কি ?
উ: চিঠি (১৯৬৬), দন্ডকরণ্য(১৯৬৬)

15. প্রশ্ন: নাট্যকার রাম নারায়ন তর্করত্ন এর নাটকের নাম কি ?
উ: কুলিনকুল সর্বস্ব (১৮৫৪)

বাংলা মুদ্রনশিল্প ও ভাষা উন্নয়ন

1. প্রশ্ন: সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন কে ?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

2. প্রশ্ন: সংস্কৃত কলেজের কত সালে স্থাপিত হয় ?
উঃ ১৭৯১ সাল।

3. প্রশ্ন: শ্রীরামপুরে ব্যাপ্টিষ্ট মিশন ও ছাপাখানা কখন গড়ে উঠেছিল?
উঃ ১৭৯৯ সাল।

4. প্রশ্ন: শ্রীরামপুরে মিশন কখন পত্তন হয়?
উঃ ১৮১৮ সাল।

5. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজ কখন স্থাপিত হয়?
উঃ ১৮০০ সাল।

6. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
উঃ উইলিয়াম কেরি।

7. প্রশ্ন: বাংলা একাডেমী কোন বৎসর প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৫ সালে।

8. প্রশ্ন: উপমহাদেশে প্রথম কারা ছাপাখানা আমদানী করে?
উঃ পর্তুগীজরা।

9. প্রশ্ন: উপমহাদেশে প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়?
উঃ পর্তুগীজ বসতি এলাকা গোয়ায়।

10. প্রশ্ন: উপমহাদেশে প্রথম ছাপাখানা কবে স্থাপিত হয়?
উঃ ১৪৯৮ খ্রিষ্টাব্দে।

11. প্রশ্ন: উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত প্রথম বইয়ের নাম কি?
উঃ পর্র্তুগীজ ভাষার ‘কনুকসোজ’।

12. প্রশ্ন: সম্পূর্ণ বাংলা অক্ষরের সর্বপ্রথম নকশা প্রস্তুতকারীর নাম কি?
উঃ চার্লস উইলকিনস।

13. প্রশ্ন: কোন বাঙালি প্রথম বাংলা অক্ষর খোদাই করেন?
উঃ পঞ্চানন কর্মকার।

14. প্রশ্ন: বাংলা মুদ্রনশিল্পের জন্মদাতা কাকে বলা হয়?
উঃ চার্লস উইলকিন্স।

15. প্রশ্ন: বাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
উঃ রংপুরে। ১৮৪৭-৪৮ সালে।

16. প্রশ্ন: ঢাকায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে?
উঃ সুন্দর মিত্র। বাংলা প্রেস নামে। ১৮৬০ খ্রিষ্টাব্দে।

17. প্রশ্ন: বাংলাদেশের প্রথম সংবাদপত্রের কোনটি?
উঃ রংপুর বার্তাবহ। রংপুর থেকে।

18. প্রশ্ন: ঢাকার প্রথম ছাপাখানা কত সালে চালু হয়?
উঃ ১৮৪৮/৪৯ সালে।

19. প্রশ্ন: বাংলা মুদ্রণ জগতের স্মরণীয় সন কোনটি?
উঃ ১৭৭৮।

20. প্রশ্ন: ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি?
উঃ কৃপার শাস্ত্রে অর্থভেদ।


আলোচিত চরিত্র ও স্রষ্টা


1. প্রশ্ন: বাংলা সাহিত্যে সৃষ্ট প্রথম চরিত্র কোনটি?
উঃ নিরঞ্জন (শূন্য পূরণ)।

2. প্রশ্ন: অমল চরিত্রের স্রষ্টা নাট্যকার কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (ডাকঘর)।

3. প্রশ্ন: ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে?
উঃ প্যারীচাঁদ মিত্র (আলালের ঘরের দুলাল)।

4. প্রশ্ন: রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের?
উঃ কৃষ্ণকান্তের উইল।

5. প্রশ্ন: চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র?
উঃ মনসামঙ্গল।

6. প্রশ্ন: রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্রীকান্ত)।

7. প্রশ্ন: অমিত ও লাবন্য চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।

8. প্রশ্ন: ললিতা চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (গোরা)।

9. প্রশ্ন: ললিতা ও শেখর চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পরিনীতা)।

10. প্রশ্ন: রতন ও দাদাবাবু চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (পোষ্ট মাস্টার)।

11. প্রশ্ন: হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (মেজদিদি)।

12. প্রশ্ন: কুবের চরিত্রের স্রষ্টা কে?
উঃ মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মানদীর মাঝি)।

13. প্রশ্ন: মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।

14. প্রশ্ন: দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?
উঃ বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।

15. প্রশ্ন: দীপাবলী চরিত্রের স্রষ্টা কে?
উঃ সমরেশ মজুমদার (দীপাবলী)।

16. প্রশ্ন: রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।

17. প্রশ্ন: ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।

18. প্রশ্ন: সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।

19. প্রশ্ন: নবকুমার কপালকুন্ডলা চরিত্রের স্রষ্টা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপালকু-লা)।

20. প্রশ্ন: নবীন মাধব চরিত্রের স্রষ্টা কে?
উঃ দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।

21. প্রশ্ন: ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা কে?
উঃ দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।

22. প্রশ্ন: নন্দলাল চরিত্রের স্রষ্টা কে?
উঃ অমৃতলাল বসু (বিবাহ-বিভ্রাট)।

23. প্রশ্ন: দেবযানী চরিত্রের স্রষ্টা কে?
উঃ অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।

24. প্রশ্ন: নন্দিনী চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।

25. প্রশ্ন: রাইচরণ চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।

26. প্রশ্ন: মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।

27. প্রশ্ন: সুরবালা চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।

28. প্রশ্ন: দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।

29. প্রশ্ন: পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রের স্রষ্টা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সাহিত্যে সম্পর্কে ধারনা-১"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে