মানবদেহ বিষয়ক প্রশ্ন ও উত্তর

মানবদেহ বিষয়ক প্রশ্ন ও উত্তর


1. প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
উ: ৩৬.৯ ডিগ্রী

2. প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?
উ: ১৫ পাউন্ড

3. প্রশ্ন: সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ?
উ: হৃদপিন্ডের সংকোচন চাপ

4. প্রশ্ন: ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?
উ: হৃদপিন্ডের প্রসারণ

5. প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?
উ: লোহিত রক্তকনিকায়

6. প্রশ্ন: রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয় ?
উ: অস্থিমজ্জায়

7. প্রশ্ন: মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ?
উ: ৩৩ টি

8. প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ?
উ: 20 টি

9. প্রশ্ন: রক্ত কতো প্রকার ?
উ: ৩ প্রকার

10. প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কী ?
উ: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

11. প্রশ্ন: পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?
উ: অক্সিজেন বাহী রক্ত

12. প্রশ্ন: মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ?
উ: চার প্রকোষ্ট বিশিষ্ট

13. প্রশ্ন: লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন ?
উ: ৫ -৬ দিন

14. প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?
উ: ১০ দিন

15. প্রশ্ন: রক্ত শুন্যতা বলতে বুঝায় ?
উ: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া

16. প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?
উ: ল্যান্ড ষ্টিনার

17. প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
উ: যকৃত

18. প্রশ্ন: বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?
উ:ডায়াফ্রাম

19. প্রশ্ন: কিডনীর কার্যকরী একক কী ?
উ: নেফরন

20. প্রশ্ন: মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কী ?
উ: এমোনিয়া

21. প্রশ্ন: মুত্র হলুদ দেখায় কেন ?
উঃ বিলিরুবিনের জন্য

22. প্রশ্ন: অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ?
উ: যকৃত এ

23. প্রশ্ন: মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ?
উ: হরমোন

24. প্রশ্ন: ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে ?
উ: ইনসুলিন

25. প্রশ্ন: পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় ?
উ: ডিওডেনাম

26. প্রশ্ন: মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি ?
উ: যকৃত

27. প্রশ্ন: চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?
উ: লেকরিমাল গ্রন্থি থেকে

28. প্রশ্ন: নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ?
উ: ১২৫ মিটার

29. প্রশ্ন: একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ?
উঃ ০.৪ সেকেন্ড

30. প্রশ্ন: শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?
উঃ কিডনি

31. প্রশ্ন: একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ?
উ: ১ টি

32. প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ?
উ: কিডনীতে

33. প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?
উ: থাইরক্সিন

34. প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?
উ: রেটিনা

35. প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ?
উ: পেপসিন

36. প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?
উ: টিস্প্যানিক পর্দা

37. প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?
উ: কার্বন

38. প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?
উ: গ্লাইকোজেন রূপে

39. প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?
উ: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা

40. প্রশ্ন: কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?
উ: প্যারা থরমোন

41. প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ?
উ: অ্যাড্রনালিন

42. প্রশ্ন: দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?
উঃ টেস্টোস্টেরন

43. প্রশ্ন: জীবন রক্ষাকারী হরমোন কোনটি ?
উঃ অ্যালডোস্টেরন

44. প্রশ্ন: ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?
উ: অস্থিতে

45. প্রশ্ন: খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ?
উ: ক্ষুদ্রান্তে

46. প্রশ্ন: মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ?
উ: ডিম্বাণু

47. প্রশ্ন: মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ?
উ: ২৪ টি

48. প্রশ্ন: প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?
উঃ ৭২

49. প্রশ্ন: ধমনী শেষ হয় কোথায় ?
উ: লসিকায়

50. প্রশ্ন: মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
উ:মেলানিন

51. প্রশ্ন: মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয় ?
উ: ৩৫০ মি.লি.

52. প্রশ্ন: পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি ?
উ: পাকস্থলী

53. প্রশ্ন: কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী ?
উ: বিলিরুবিন

54. প্রশ্ন: নিউরন কি ?
উ: স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে

55. প্রশ্ন: কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয় ?
উ: সাইনভিয়াল সন্ধি

56. প্রশ্ন: মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ?
উ: স্টেপিস

57. প্রশ্ন: রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস ?
উ: পিত্তরস

58. প্রশ্ন: কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় ?
উ: গ্লোকাগন

59. প্রশ্ন: একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় ?
উ: ১২ - ১৮ বার

60. প্রশ্ন: মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিস্কার করেন কে ?
উ: উইলিয়াম হার্ভে

61. প্রশ্ন: কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে ?
উ: HCL

62. প্রশ্ন: লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী ?
উ: গ্রোথ হরমোন

63. প্রশ্ন: জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন ?
উ: অক্সিটোসিন

64. প্রশ্ন: রক্ত কি ধরনের কলা ?
উ: যোজক কলা

65. প্রশ্ন: স্নায়ু কোষের বর্ধিত অংশকে কি বলে ?
উ: এক্সেন

66. প্রশ্ন: প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে ?
উ: অক্সিজেন মিশ্রিত

67. প্রশ্ন: রক্তের চাপ কোথায় সবচেয়ে কম ?
উ: শিরায়

68. প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি ?
উ: যকৃত

69. প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি ?
উ: ফিমার

70. প্রশ্ন: কোনটি শিশু কালে অপসারণ করলে বামনত্ব হয় ?
উ: পিটুইটারি

71. প্রশ্ন: শোসনের সময় দেহ হতে কি নির্গত হয় ?
উ: কার্বন - ডাই -অক্সাইড

72. প্রশ্ন: শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি ?
উ : টেস্টোস্টেরন

73. প্রশ্ন: মাইটোসিস কোথায় সংগঠিত হয় ?
উ : দেহ কোষে

74. প্রশ্ন: রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত ?
উ: ৫০০ : ১

75. প্রশ্ন: রক্ত জমাট বাধার পার রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে ?
উ: সিরাম

76. প্রশ্ন: মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি ?
উ: উরুর অস্থি

77. প্রশ্ন: অনুচক্রিকার কাজ কি ?
উ: রক্ত জমাট বাধায়

78. প্রশ্ন: লিউকোমিয়া রোগের কারণ কি ?
উ: রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া

79. প্রশ্ন: দেহের শক্তির প্রধান মাধ্যম কি ?
উ: শ্বসন

80. প্রশ্ন: দেহে মেলানিনের প্রধান কাজ কি ?
উ: সূর্য রশ্নীর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা

81. প্রশ্ন: কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় ?
উ: অগ্নাশয়

82. প্রশ্ন: অক্ষি গোলকের প্রাচীরের নাম কি ?
উ: রেটিনা

83. প্রশ্ন: রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝা যায় ?
উ: ডায়াবেটিস

84. প্রশ্ন: কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় ?
উ: ইস্টজেন

85. প্রশ্ন: নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম ?
উ: পিটুইটারি

86. প্রশ্ন: থাইরয়েডের অবস্থান কোথায় ?
উ: গলায় ল্যারিংসের এর উপরে , দু পাশে

87. প্রশ্ন: মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে ?
উ: সিকামে

88. প্রশ্ন: ক্ষুদ্রান্ত্র এর বিশোসক একক কি ?
উ : ভিলাস

89. প্রশ্ন: ভিটামিন কে ও বি কোথায় সংস্লেসিত হয় ?
উ: বৃহদন্তে

90. প্রশ্ন: ব্লাড ক্যান্সার কেন হয় ?
উ: রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে

91. প্রশ্ন: চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে ?
উ: কর্ণিয়া

92. প্রশ্ন: ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরী হয় ?
উ: বিটা কোষে

93. প্রশ্ন: চোখের পানির উত্স কোথায় ?
উ: ল্যাক্রিমাল গ্রন্থী

94. প্রশ্ন: মানব চোখে পেশীর সংখ্যা কত ?
উঃ ৬ টি

95. প্রশ্ন: মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থী থাকে ?
উ: ২ টি

▬▬▬▬۩۞۩▬▬▬▬

মানব দেহের বিস্ময়কর ও মজার ১০০ টি গুরুত্বপূর্ণ তথ্য... একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘন্টায় যা করে:

---------------------------

(ক) ২৩,০৪০ বার শ্বাস প্রশ্বাস নেয়

(খ) ৭,৫০০ লিটার রক্ত পাম্প করে

(গ) প্রতিরাতে গড়ে ১-১.৫ মিনিট স্বপ্ন দেখে

(ঘ) হৃৎপিণ্ড ১,৩০,৬৮০ বার স্পন্দিত হয়

(ঙ) গড়ে প্রায় ৪,৮০০ টি কথা বলে

(চ) ১ সের ২ ছটাক পানি পান করে

(ছ) মাথার মগজের ৭০ লক্ষ কোষ কোন না কোন কাজ করে

(জ) মাথার চুল ০.০১৭১৪ ইঞ্চি বাড়ে

(ঝ) সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা ১ সে.মি. হ্রাস পায়

মানব দেহে প্রতি মিনিটে মিনিটে কী ঘটে চলেছেঃ

------------------------------

✬ একজন পূর্ণবয়স্ক মানুষের সুস্থ, স্বাভাবিক, বিশ্রামরত অবস্থায় গড়ে মিনিটে ৭২ বার হৃদস্পন্দন হয়।

✬ একজন বয়স্ক লোক প্রতি মিনিটে ১২-১৮ বার শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। শ্বাস-প্রশ্বাস ৩ মিনিট ২০ সেকেন্ড বন্ধ থাকলে মানুষ মারা যেতে পারে।

✬ মানবদেহের অতি বিস্ময় পাকস্থলী। এখানে প্রতি মিনিটে তৈরি হচ্ছে ৫ হাজার কোটি কোষ। তারা আবরণ সৃষ্টি করে পাকস্থলীকে দিচ্ছে।

✬ দেহে রয়েছে দুটি কিডনি। কিডনি দুটি প্রতি মিনিটে ১.৩ লিটার রক্ত ছাঁকছে এবং প্রস্রাব আকারে বের করে দিচ্ছে।

✬ মানবদেহে রক্ত সঞ্চালন ৫ মিনিট বন্ধ থাকলে মানুষের মৃত্যু ঘটে।

✬ মানবদেহে প্রতিদিন ৫ লিটার পানির প্রয়োজন। দেহ প্রতিদিন ২.৩ লিটার পানি ত্যাগ করে।

✬ মানুষের শরীরের প্রতি ঘন্টায় গড়ে ৯০০ কোটির মতো লোহিত রক্ত কোষের জন্ম হয়।

✬ মস্তিষ্কের প্রতি ঘন মিলিমিটার Tissue বা কলার মধ্যে ৫০০০-এর মতো নার্ভ কোষ থাকে।

✬ সবচেয়ে দ্রুত নার্ভ সেকেন্ডে ১২০ মিটারের বেশি গতিবেগে সংবাদ প্রেরণ করতে পারে।

✬ খালি চোখে মানুষ ২২ লক্ষ আলোক-বর্ষ দূরত্ব অবধি দেখতে পায়, অর্থাৎ ২.১ x ১০১৭ কিলোমিটার দূরের বস্তু। এই দূরত্ব অ্যালড্রোমিডা ছায়াপথের, যা আমাদের ছায়াপথের মতো কুণ্ডলিত, যদিও আয়তনে তার প্রায় দ্বিগুণ।

✬ মানুষের খালি চোখে ৮০ কিলোমিটার দূরে জ্বালানো দেশলাই কাঠির আগুনের শিখা সনাক্ত করতে পারে।

✬ প্রায় চল্লিশ মিনিট নিচ্ছিদ্র অন্ধকারে থাকার পর মানুষের চোখ আলোর প্রতি ২৫০০০ গুণ বেশি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে।

✬ কোনও কিছুর সাহায্য ছাড়াই মানুষের চোখ প্রায় এক কোটি বিভিন্ন রঙের স্তর সনাক্ত করতে পারে।

✬ মানুষের গলা বা কন্ঠনালীর ব্যাপারে এই সত্যটা হজম করা শক্ত যে আমাদের সারাজীবনে আমরা প্রায় ৪০ টন খাবার খাই এবং চার লক্ষ কুড়ি হাজার ঘন মিটারের মতো বাতাস নিঃস্বাস-প্রশ্বাসে ব্যবহার করি।

✬ মানুষের শরীরের খুদ্রতম কোষগুলি থাকে cerebellum বা লঘুমস্তিষ্কে এবং তাদের আয়তন ০.০০৫ মিলিমিটারের মতো। Ovum বা ডিম্বকোষ কোষেদের মধ্যে সবচেয়ে বড়, যার অবস্থান Ovary অর্থাৎ ডিম্বাশয় বা অন্ডকোষে। তার আয়তন এই মাপের ‘য়’এর ফুটকির মতো।

✬ মানুষের শরীরে হাড়ের সংখ্যা মোট ২০৬।

✬ সবচেয়ে ছোট Stirrup - কানের হাড়, যা দৈর্ঘে ২.৬ থেকে ৩.৪ মিলিমিটারের মতো।

✬ ঊর্বাস্থি বা ঊরুর হাড় (Femur) সবচেয়ে লম্বা, ৫০ সেন্টিমিটারের মতো দীর্ঘ হতে পারে।

✬ মানুষের শরীরের মধ্যে প্রায় ২০০ টির মতো বিভিন্ন Joint বা সন্ধি আছে।

✬ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের মোট ত্বকের আয়তন ২০ বর্গফুট এবং ওজন ৩ কেজির মতো।

✬ মানুষের শরীরের ধমনী ও শিরার মতো রক্তবাহ (blood vessel) আছে এক লক্ষ কিলোমিটারের মতো।

✬ একজন গড়পড়তা মানুষের সারা জীবনে হৃৎপিন্ড ২০ কোটি লিটার রক্ত পাম্প করে এবং ২৫ কোটি বার স্পন্দিত হয়।

✬ মানুষের পৌষ্টিক নালী বা অন্ত্র (Alimentary canal) প্রায় ৯ মিটার দীর্ঘ।

✬ একজন গড়পড়তা মানুষের শরীর থেকে দিনে ১৪ বারের মতো মোট ৫০০ মিলিলিটার গ্যাস নির্গত হয়।

✬ যারা বিন, বরবটি, মটরশুঁটি ইত্যাদি প্রচুর পরিমানে খায় তাদের শরীরে ঘন্টায় প্রায় ১৭০ মিলিমিটারের মতো গ্যাস তৈরি হয়।

✬ মানুষের শরীরের Liver বা যকৃতের মধ্যে প্রায় ৫০০ রকমের রাসায়নিক প্রক্রিয়া ঘটে।

✬ Kidney বা বৃক্কের মধ্যে দিয়ে সারাদিনে ২০০০ লিটারের মতো রক্ত প্রবাহিত ও পরিশ্রুত হয়।

✬ আমাদের আঙুলগুলো এমনই সংবেদনশীল যে ০.০২ মাইক্রোমিটার (এক মিটারের দশ লক্ষ ভাগের এক ভাগ) কম্পন বা স্পন্দন অনুভব করতে পারে।

✬ আমাদের আঙুলের নখ সাধারণত সপ্তাহে আধ মিলিমিটার বাড়ে এবং মাথার চুল সপ্তাহে বাড়ে ৩ মিলিমিটারের মতো।

✬ আমাদের শরীরের হাড্ডি Granite এর মতই শক্তিশালী। একটা ম্যাচ বক্স সাইজের হাড্ডির ব্লক ৯ টন পর্যন্ত ওজন ধারন করতে সক্ষম! চিন্তা করে দেখুন – এটি কংক্রিটের চাইতেও চারগুন বেশী শক্তিশালী!

✬ আমাদের নখ শুরু থেকে শেষ পর্যন্ত বৃদ্ধি পেতে ৬ মাস সময় নেয়!

✬ আমাদের মানবদেহের সবচেয়ে বড় অংশ হলো আমাদের চামড়া। একজন পুনর্ বয়স্ক পুরুষের শরীরে ২০ স্কয়ার ফিটের মত চামড়া থাকে। আর চামড়া প্রতিনিয়ত বদলাতে থাকে। একজন মানুষ তার জীবনকালে ১৮ কেজির কাছাকাছি চামড়া ছাড়ে অর্থাত পড়ে যায়।

✬ আপনি যখন ঘুমান, প্রতিবার ঘুমানোর সময় আপনি ৮ মিলিমিটার লম্বা হন। কিন্তু ঠিক তার পরের দিন আপনি আবার সেই আগের উচ্চতায় পৌছে যান। এটির কারন হলো আপনার কার্টিলাজের ডিস্কগুলো গ্রাভিটির কারনে সঙ্কুচিত হয়ে যায় যখন আপনি বসে বা দাড়িয়ে থাকেন।

✬ প্রতিটি কিডনী ১০ লাখেরও বেশী ফিল্টার ধারন করে যা প্রতি মিনিটে ১। লিটার পর্যন্ত রক্ত ফিল্টার বা পরিশোধন করে এবং দিনে ১।৫ লিটার পর্যন্ত ইউরিন শরীর থেকে ছেকে বের করে দেয়।

✬ আমাদের চোখে ফোকাস করার জন্য যে মাংসপেশী আছে তা দিনে ১ লক্ষ বারের মত নড়াচাড়া করে। আপনার চোখের মত এরকম একটা ওয়ার্কআউট যদি আপনি করতে চান, তাহলে আপনাকে ৮০ কিমি হাটতে হবে।

✬ ৩০ মিনিটে আমাদের শরীর থেকে যে পরিমান তাপ নির্গত হয়, তা দিয়ে আধা গ্যালন পানি অনায়াসেই ফুটানো সম্ভব।

✬ আমাদের মগজের ৯০% পর্যন্ত তথ্য আমাদের চোখ সরবরাহ করে।

গুরুত্বপূর্ণ সব তথ্য:

---------------

✬ মানব শরীরে ৭০% পানি ও ১৮% কার্বন রয়েছে

✬ একজন মানুষের হৃৎপিন্ড তার মুষ্টিবদ্ধ হাতের সমান

✬ হৃৎপিন্ড যেমনটা ভাবা হয় বুকের বামদিকে আসলে তা নয়। এটা মাঝখানেই তবে বামদিকে এক-তৃতীয়াংশ প্রসারিত।

✬ মানুষের শরীরে গিরার পরিমাণ ১০০ টি.

✬ চোখের একটা পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।

✬ মাথায় প্রতিদিন প্রায় ১০০ টি চুল গজায়।

✬ সুস্থ্ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।

✬ একজন মানুষের গড় ক্ষমতা ০.১৪৩ অশ্ব ক্ষমতা।

✬ স্বাভাবিক ভাবে বেঁচে থাকলে মানুষ সাধারণত ২,৫০,০০,০০০ বার কাঁদে।

✬ মেয়েদের চেয়ে ছেলেদের নখ দ্রুত বাড়ে।

✬ একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ।অর্থাৎ ৬৫ কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫ কেজি।

✬ দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০কোটি এবং এরা ৪ মাস বাঁচে।

✬ রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।

✬ দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।

✬ একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭বার পেঁচানো যাবে।

✬ কোন অনুভূতি স্নায়ুতন্ত্রেরমধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়।

✬ দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।

✬ একজন শিশুর জন্মের সময় হাড় থাকে ৩৫০ টি।

✬ একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।

✬ একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে ২০ বর্গফুট।

✬ একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।

✬ মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭ টি বড় জাতের কেক তৈরি সম্ভব।

✬ মানুষের শরীরে ৬৫০ টি পেশী আছে। কোন কোন কাজে ২০০ টি পেশী সক্রিয় হয়। মুখমন্ডলে ৩০ টির বেশী পেশী আছে। হাসতে গেলে ১৫ টির বেশী পেশী সক্রিয় হয়।

✬ একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫বার পৃথিবী অতিক্রম করতে পারে।

✬ আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।

✬ মানবদেহে রক্তের পরিমাণ পুরুষের ৫.৫ লিটার, মহিলার ৪.৫ লিটার।

✬ রক্তে লোহিত কণিকা জীবিত থাকে ৪ মাস,

✬ রক্তে লোহিত ও শ্বেতকণিকার অনুপাত ৭০০:১। মাত্র ১ ফোঁটা রক্তে হয়েছে ১০০ মিলিয়ন লোহিতকণিকা।

✬ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

✬ শরীরের মোট তাপের প্রায় ৮০ ভাগ বেরিয়ে আসে মাথা দিয়ে।

✬ দেহে প্রতিদিন চুল গজায় ১০০টি।

✬ দেহের দ্রুততম কোষ হচ্ছে শ্বেতকণিকা।

✬ মানবদেহের ক্রোমোজোম ২৩ জোড়া, অটোজোম ২২ জোড়া।

✬ মানবদেহের সবচেয়ে বড় অস্থিটির নাম উর্বাস্থি (উরুদেশে অবস্থান), ছোটটির নাম স্টেপিস। দেহের ৫টি আঙুলের অস্থির সংখ্যা ১৪টি।

✬ ✬ শরীরের অন্যান্য কোষের তুলনায়, মস্তিষ্কের কোষ বেচে থাকে দীর্ঘসময়।এদের মধ্যে কিছু বেচে থাকে মৃত্যুঅবধি !!

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "মানবদেহ বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে