সাস্বধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান বিষয়ক প্রশ্ন ও উত্তর

সাস্বধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান বিষয়ক প্রশ্ন ও উত্তর


1. প্রশ্ন: প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?
উঃ তিতুমীর।

2. প্রশ্ন: তিতুমীর এর প্রকৃত নাম কি?
উঃ মীর নিসার আলী।

3. প্রশ্ন: তিতুমীর এর জন্মগ্রহন কোথায়?
উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার চাঁদপুর গ্রামে।

4. প্রশ্ন: নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংশ হয় কোন সালে?
উঃ ১৮৩১ সালে।

5. প্রশ্ন: বাশেঁর কেল্লা পরিকল্পনা করেন কে?
উঃ গোলাম মাসুম।

6. প্রশ্ন: নারিকেলবাড়ীয়ার প্রথম যুদ্ধে কোন ইংরেজ পরাজিত হয়?
উঃ আলেকজান্ডার।

7. প্রশ্ন: কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয়?
উঃ লেঃ কর্ণেল ষ্টুয়ার্ট।

8. প্রশ্ন: বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?
উঃ হাজী শরীয়তউল্লাহ।

9. প্রশ্ন: হাজী শরীয়তউল্লাহ কত সালে কোথায় জন্ম গ্রহন করেন?
উঃ ১৭৮১ সালে মাদারীপুর জেলায়।

10. প্রশ্ন: ফকির-সন্যাসীদের সাথে ইংরেজদের খন্ড যুদ্ধগুলো কখন সংঘঠিত হয় ?
উঃ ১৭৭৭-১৭৮৭ সাল পর্যন্তু।

11. প্রশ্ন: ফকির-সন্যাসীদের উলে¬খ্যযোগ্য নেতা কে ছিলেন?
উঃ ভবানী পাঠক।

12. প্রশ্ন: ফকিরদের সাথে যুদ্ধে কোন ইংরেজি নিহত হন?
উঃ ক্যাপ্টেন এডওয়ার্ড।

13. প্রশ্ন: কোন কবি ফকির মজনু শাহের তৎপরতার তথ্য নিয়ে কবিতা রচনা করেন?
উঃ পঞ্চানন দাস।

14. প্রশ্ন: বাংলাদেশে ইংরেজী শিক্ষা চালু হওয়ায় কোন সমপ্রদায় সবচেয়ে বেশী উপকৃত হয়?
উঃ হিন্দু।

15. প্রশ্ন: কোন কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয়?
উঃ হিন্দু কলেজ।

16. প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা কে ছিলেন?
উঃ নওয়াব আব্দুল লতিফ।

17. প্রশ্ন: আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ সৈয়দ আহমেদ খান।

18. প্রশ্ন: ভারত উপমহাদেশের কোন মনীষী প্রথম প্রিভিকাউন্সিলের সদস্য হন?
উঃ সৈয়দ আমীর আলী, (১৯০৯-১৯২৮ সাল)

19. প্রশ্ন: কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন?
উঃ সৈয়দ মাহমুদ।

20. প্রশ্ন: কোন সমপ্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে?
উঃ বর্ণ হিন্দুগণ।

21. প্রশ্ন: মুসুলমানদের পৃথক নির্বাচনের দাবি কোন আইন দ্বারা স্বীকৃত হয়?
উঃ মর্লি মিন্টো।

22. প্রশ্ন: ১৯৩৭ সালে প্রকাশিত মুসলমানদের বাংলা মুখপত্রটির নাম কি?
উঃ দৈনিক আজাদ।

23. প্রশ্ন: কে বাংলায় ঋন সালিশী আইন প্রবর্তন করেন?
উঃ এ,কে ফজলূল হক।

24. প্রশ্ন: ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রি কে ছিলেন?
উঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

25. প্রশ্ন: কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে সাধারন নির্বাচনের নির্দেশ প্রদান করেন?
উঃ মিঃ এটলী।

26. প্রশ্ন: বাংলায় নীল চাষ বিলুপ্ত হয় কোন সালে এবং কেন?
উঃ ১৮৬০ সালে, নীল বিদ্রোহের জন্য।

27. প্রশ্ন: বাংলায় নীল চাষ কত বছর ধরে অব্যাহত ছিল?
উঃ ১০০ বছর।

28. প্রশ্ন: বাংলার নীল বিদ্রোহে কারা অংশগ্রহন করে?
উঃ চাষী।

29. প্রশ্ন: ইংরেজ শাসনামলে হিন্দু সমাজের পুনর্জাগরনের অগ্রনায়ক কে ছিলেন?
উঃ রাজা রামমোহন রায়।

30. প্রশ্ন: ব্রাহ্ম ধর্ম ও ব্রাহ্ম সমাজের প্রবর্তন করেন কে, কবে?
উঃ রাজা রামমোহন রায়, ১৮২৯ সালে।

31. প্রশ্ন: কোন সালে সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ হয়?
উঃ ১৮১৯ সালে।

32. প্রশ্ন: কোন সালে বিধবা বিবাহের বৈধকরণ আইন পাশ করেন?
উঃ ১৮৫৬ সালে।

33. প্রশ্ন: মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য কে তার সমস্ত সম্পত্তি উইল করে যান?
উঃ হাজী মুহম্মদ মুহসীন।

34. প্রশ্ন: হাজী মুহম্মদ মুহসীন কবে, কোথায় জন্ম গ্রহন করেন?
উঃ ১৭৩০ সালে, হুগলীতে।

35. প্রশ্ন: হাজী মুহম্মদ মুহসীন কবে ইন্তেকাল করেন?
উঃ ১৮১২ সালে।

36. প্রশ্ন: নওয়াব আব্দুল লতিফ কবে, কোথায় জন্ম গ্রহন করেন?
উঃ ১৮২৮ সালে, ফরিদপুরে।

37. প্রশ্ন: নওয়াব আব্দুল লতিফ উলে¬খ্যযোগ্য কীর্তি কি?
উঃ মোহমেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা, ১৮৬৩।

38. প্রশ্ন: সতীদাহ প্রথা রহিতকরনে কোন সমাজ সংস্কারকের ভুমিকা উলে¬খযোগ্য?
উঃ রাজা রামমোহন রায়।

39. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের হেড পন্ডিত ছিলেন?
উঃ ফোর্ট উইলিয়াম কলেজ।

40. প্রশ্ন: কোন শিক্ষাবিদের সহায়তায় হিন্দু বিধবা বিবাহের প্রচলন হয়?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

41. প্রশ্ন: কোন লাটের সময় বঙ্গ-ভঙ্গ হয়?
উঃ লর্ড কার্জনের সময়।

42. প্রশ্ন: বঙ্গ-ভঙ্গ কবে কার্যকর হয়?
উঃ ১৯০৫ সালে।

43. প্রশ্ন: বঙ্গ-ভঙ্গ রদ করার সময় কোন ভাইসরয় সুপারিশ করেন ?
উঃ লর্ড হার্ডিঞ্জ।

44. প্রশ্ন: বঙ্গ-ভঙ্গ রদ হয় কোন সালে?
উঃ ১৯১১ সালে।

45. প্রশ্ন: উপ-মহাদেশের ভবিষ্যত সংবিধানের খসড়া তৈরীর জন্য কোন কমিশন গঠিত হয়?
উঃ ১৯০৭ সালে, সাইমন কমিশন।

46. প্রশ্ন: কংগ্রেস দল কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৫ সালে।

47. প্রশ্ন: কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?
উঃ এ্যালান অক্টোভিয়ান হিউম।

48. প্রশ্ন: অসহযোগ আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন কে?
উঃ মহাত্মা গান্ধী।

49. প্রশ্ন: মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কি?
উঃ করম চাঁদ মোহন দাস গান্ধী।

50. প্রশ্ন: মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৬ সালে।

51. প্রশ্ন: মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
উঃ নবাব সলিমুল্লাহ।

52. প্রশ্ন: খেলাফত আন্দোলনে কখন শুরু হয়?
উঃ ১৯২০ সালে।

53. প্রশ্ন: ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন কবে পাশ হয়?
উঃ ১৯৩৫ সালে।

54. প্রশ্ন: ‘দ্বি-জাতি তত্ত্বের’ প্রবক্তা কে?
উঃ মুহম্মদ আলী জিন্নাহ।

55. প্রশ্ন: ‘দ্বি-জাতি তত্ত্ব’ ঘোষনা কবে করা হয়?
উঃ ১৯৩৯ সালে।

56. প্রশ্ন: ‘লাহোর প্রস্তাব’ কে, কবে ঘোষনা করেন?
উঃ এ. কে. ফজলুল হক। ২৩ মার্চ, ১৯৪০।

57. প্রশ্ন: ব্রিটিশ ভারত কবে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৩৭ সালে।

58. প্রশ্ন: বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হন?
উঃ এ,কে ফজলুল হক।

59. প্রশ্ন: খুদিরামকে কখন ফাঁসী প্রদান করা হয়?
উঃ ১৯০৮ সালে।

60. প্রশ্ন: মাষ্টারদা সূর্যসেন কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন করেন?
উঃ ১৮ এপ্রিল, ১৯৩০।

61. প্রশ্ন: মাষ্টারদা সূর্যসেনের সাথে কোন মহিলা বিপ্লবী ছিলেন?
উঃ প্রীতিলতা ওয়েদ্দেদার।

62. প্রশ্ন: ভারতীয়দের নিকট শাসন ক্ষমতা হস্তান্তরের জন্য লর্ড ওয়াভেলের স্থলে কে আসেন?
উঃ লর্ড মাউন্ট ব্যাটেন।

63. প্রশ্ন: ব্রিটিশ ভারতের সর্বশেষ বড় লাট কে ছিলেন?
উঃ লর্ড মাউন্ট ব্যাটেন।

64. প্রশ্ন: স্বাধীন সার্বভৌম ভারত রাষ্ট্রের জন্ম হয় কবে?
উঃ ১৫ আগস্ট ১৯৪৭ সালে।

65. প্রশ্ন: স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে?
উঃ ১৪ আগস্ট ১৯৪৭ সালে।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সাস্বধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে