আলোচিত সাহিত্য ও স্রষ্টা বিষয়ক প্রশ্ন ও উত্তর

আলোচিত সাহিত্য ও স্রষ্টা বিষয়ক প্রশ্ন ও উত্তর


1. প্রশ্ন: হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত মহাকাব্যর নাম কি?
উঃ বৃত্রসংহার।

2. প্রশ্ন: লালন ফকির নাটকের নাট্যকার কে?
উঃ কল্যান মিত্র।

3. প্রশ্ন: সিরাজদ্দৌলা নাটকের নাট্যকার কে?
উঃ গিরিশ চন্দ্র।

4. প্রশ্ন: অশ্রুমালা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কায়কোবাদ।

5. প্রশ্ন: অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

6. প্রশ্ন: অপরাজিতা গ্রন্থটির লেখক কে?
উঃ বিভুতিভূষন।

7. প্রশ্ন: আত্মঘাতি বাঙ্গালী এর রচয়িতা কে?
উঃ নীরদ চন্দ্র চৌধুরী।

8. প্রশ্ন: অনল প্রবাহ ও রায় নন্দিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ইসমাইল হোসেন সিরাজী।

9. প্রশ্ন: আবদুল্লাহ উপন্যাসটি কে রচনা করেন?
উঃ কাজী ইমদাদুল হক।

10. প্রশ্ন: আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাশ।

11. প্রশ্ন: আমার পূর্ব বাংলা কবিতাটির রচয়িতা কে?
উঃ সৈয়দ আলী আহসান।

12. প্রশ্ন: আনন্দ মঠ ও দেবী চৌধুরানী গ্রন্থ দুটির রচয়িতা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

13. প্রশ্ন: আমি বিজয় দেখিছি গ্রন্থের রচয়িতা কে?
উঃ এম, আর, আখতার মুকুল।

14. প্রশ্ন: আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা কে?
উঃ প্যারীচাঁদ মিত্র।

15. প্রশ্ন: আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচয়িতা কে?
উঃ আবুল মনসুর আহমেদ।

16. প্রশ্ন: আমি সৈনিক রচনাটি নজরুলের কোন গ্রন্থের অর্ন্তভুক্ত?
উঃ দুর্দিনের যাত্রী।

17. প্রশ্ন: আগুন নিয়ে খেলা গ্রন্থটির রচয়িতা?
উঃ অন্নদাশঙ্কর রায়।

18. প্রশ্ন: আমলার মামলা গ্রন্থটির রচয়িতা?
উঃ শওকত ওসমান।

19. প্রশ্ন: আলাওলের শ্রেষ্ঠ কীর্র্তি কি?
উঃ পদ্মাবতী।

20. প্রশ্ন: আব্দুল কাদেরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ দিলরুবা।

21. প্রশ্ন: আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ কামিনী রায়।

22. প্রশ্ন: আবোল তাবোল কার রচনা?
উঃ সুকুমার রায়।

23. প্রশ্ন: আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ রাত্রি শেষ।

24. প্রশ্ন: আহসান হাবিবের বিখ্যাত উপন্যাস কোনটি?
উঃ অরণ্য নীলিমা।

25. প্রশ্ন: নোলক কবিতা আল মাহমুদের কোন গ্রন্থের অর্ন্তগত?
উঃ লোক লোকান্তর।

26. প্রশ্ন: আকাঙ্খিত অসুন্দর কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ফজল শাহাবুদ্দীন।

27. প্রশ্ন: আমি কিংবদন্তীর কথা বলাছি কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ আবু জাফর উবায়দুল্লাহ।

28. প্রশ্ন: ইস্তাম্বুল যাত্রীর পত্র এর রচিয়তা কে?
উঃ ইব্রাহিম খাঁ।

29. প্রশ্ন: ঈশ্বর পাটনী চরিত্রের স্রষ্টা কে?
উঃ ভারতচন্দ্র রায়গুনকর (অন্নদামঙ্গল)।

30. প্রশ্ন: ইউসূফ-জুলেখা কাব্যের রচিয়তা কে?
উঃ শাহ মুহাম্মদ সগীর।

31. প্রশ্ন: ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি?
উঃ অনল প্রবাহ।

32. প্রশ্ন: উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত?
উঃ জিঞ্জির।

33. প্রশ্ন: উদাসিন পথিকের মনের কথা উপন্যাসের রচয়িতা কে?
উঃ মীর মর্শারফ হোসেন।

34. প্রশ্ন: উত্তম-পুরুষ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রশীদ করিম।

35. প্রশ্ন: এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ এর রচিয়তা কে?
উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।

36. প্রশ্ন: একেই কি বলে সভ্যতা প্রহসণটি কার রচনা?
উঃ মাইকেল মধুসুদন দত্ত।

37. প্রশ্ন: এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।

38. প্রশ্ন: ওরা কদম আলী নাটকের রচিয়তা কে?
উঃ মামুনুর রশিদ।

39. প্রশ্ন: ওজারতির দুই বছর গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।

40. প্রশ্ন: প্রধানমন্ত্রীত্বের নয় মাস গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।

41. প্রশ্ন: স্বৈরাচারের দশ বছর গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।

42. প্রশ্ন: কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন কে?
উঃ বিমল মিত্র।

43. প্রশ্ন: কড়ি ও কোমল গ্রন্থের রচিয়তা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

44. প্রশ্ন: কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

45. প্রশ্ন: কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা?
উঃ র্তীয়ক ব্যঙ্গাত্মক।

46. প্রশ্ন: কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

47. প্রশ্ন: ক্রীতদাসের হাসি উপন্যাসের রচিয়তা কে?
উঃ শওকত ওসমান।

48. প্রশ্ন: কুলীনকুল সর্বস্ব নাটকের রচিয়তা কে?
উঃ রামনারায়ন তর্করত্ন ।

49. প্রশ্ন: কাফেলা নাটকের রচিয়তার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।

50. প্রশ্ন: কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।

51. প্রশ্ন: কবর নাটকটির রচিয়তা কে?
উঃ মুনীর চৌধুরী।

52. প্রশ্ন: কবর নাটকের পটভুমি কি ?
উঃ ৫২-এর ভাষা আন্দোলন।

53. প্রশ্ন: কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

54. প্রশ্ন: কবর কাবিতাটির রচয়িতা কে?
উঃ জসীমউদ্দিন।

55. প্রশ্ন: কবর কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত?
উঃ রাখালী।

56. প্রশ্ন: কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।

57. প্রশ্ন: কাদোঁ নদী কাঁদো উপন্যাসের রচিয়তা কে?
উঃ সৈয়দা ওয়ালী উল্লাহ।

58. প্রশ্ন: খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
উঃ কাব্য রচনা।

59. প্রশ্ন: খেলা রাম খেলে যারে কার রচনা?
উঃ সৈয়দ শামসুল হক।

60. প্রশ্ন: গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা কে?
উঃ এস. ওয়াজেদ আলী।

61. প্রশ্ন: গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি?
উঃ বিশ্বনবী।

62. প্রশ্ন: চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়?
উঃ নবদ্বীপে।

63. প্রশ্ন: চোখের বালী উপন্যাসটি লিখেছেন কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

64. প্রশ্ন: চাচা কাহিনী গ্রন্থের রচিয়তা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।

65. প্রশ্ন: শ্রীমঙ্গল কাব্যের কবি কে?
উঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।

66. প্রশ্ন: জমিদার দর্পন নাটক রচনা করেছেন কে?
উঃ মীর মোশারফ হোসেন।

67. প্রশ্ন: জিব্রাইলের ডানার গল্পকার কে?
উঃ শাহেদ আলী।

68. প্রশ্ন: আরেক ফালগুন, হাজার বছর ধরে, বরফ গলা নদী এগুলো কার রচিত উপন্যাস?
উঃ জহির রায়হান।

69. প্রশ্ন: তোতা ইতিহাস গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?
উঃ ফারসি।

70. প্রশ্ন: তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসের রচিয়তা কে?
উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।

71. প্রশ্ন: তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে?
উঃ অদ্বৈত মল্লবর্মণ।

72. প্রশ্ন: তারাবাঈ নাটকটির রচিয়াত কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।

73. প্রশ্ন: দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে ?
উঃ মনসুর বয়াতী।

74. প্রশ্ন: The Captive Lady-র রচয়িতা কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।

75. প্রশ্ন: দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেনীর রচনা ?
উঃ উপন্যাস।

76. প্রশ্ন: দুধে ভাতে উৎপাত প্রন্থের রচয়িতা কে?
উঃ আখতারুজ্জামান ইলিয়াস।

77. প্রশ্ন: দত্তা উপন্যাসটির লেখক কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

78. প্রশ্ন: দেশে বিদেশে গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।

79. প্রশ্ন: দন্ডকারন্য গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মুনীর চৌধুরী।

80. প্রশ্ন: ধন ধান্যে পুষ্পে ভরা- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।

81. প্রশ্ন: ধন্যবাদ কবিতাটি কার রচিত?
উঃ আহসান হাবিব।

82. প্রশ্ন: নৈবেদ্য গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

83. প্রশ্ন: নবী কাহিনী গ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী ইমদাদুল হক।

84. প্রশ্ন: নয়া খান্দান নাটকের রচয়িতা কে?
উঃ নূরুল মোমেন।

85. প্রশ্ন: নীল দর্পন নাটকের রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।

86. প্রশ্ন: নকশী কাঁথার মাঠ কাব্যটির রচয়িতা কে?
উঃ জসিম উদ্দিন।

87. প্রশ্ন: নকশী কাঁথার মাঠ কাব্যটির ইংরেজি অনুবাদক কে?
উঃ E. M. Milford.

88. প্রশ্ন: নবীন মাধক কোন নাটকের চরিত্র?
উঃ নীল দর্পন নাটকের।

89. প্রশ্ন: নারীর মূল্য প্রবন্ধের রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়।

90. প্রশ্ন: নৌকাডুবি উপন্যাসের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

91. প্রশ্ন: নরুল দীনের সারাজীবন নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শাসসূল হক।

92. প্রশ্ন: নির্জন স্বাক্ষর গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বুদ্ধদেব বসু।

93. প্রশ্ন: নুরনামা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ আব্দুল হাকিম।

94. প্রশ্ন: পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে ?
উঃ মানিক বন্দোপাধ্যয়।

95. প্রশ্ন: পথের পাচালী উপন্যাসের রচয়িতা কে?
উঃ বিভূতিভূষন বন্দোপাধ্যায়।

96. প্রশ্ন: পথের পাঁচালী উপন্যাসের উপজীব্য বিষয় কি?
উঃ গ্রামীন জীবন।

97. প্রশ্ন: পথের দাবী উপন্যাসটির রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টপ্যাধায়।

98. প্রশ্ন: প্রসন্ন প্রহর গ্রন্থের রচয়িতা কে?
উঃ সিকান্দর আবু জাফর।

99. প্রশ্ন: প্রেমের সমাধির রচয়িতা কে?
উঃ মোহাম্মদ নজীবর রহমান।

100. প্রশ্ন: পদ্মা-মেঘনা-যমুনা উপন্যাসের রচয়িতা কে?
উঃ আবু জাফর শামসুদ্দিন।

101.প্রশ্ন: পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।

102.প্রশ্ন: পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।

103.প্রশ্ন: পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা কে?
উঃ মুহাম্মদ বরকতউল্লাহ।

104.প্রশ্ন: পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা কে?
উঃ অন্নদাশঙ্কর রায়।

105.প্রশ্ন: পলাশীর য্দ্ধু গ্রন্থের লেখক কে?
উঃ নবীন চন্দ্র সেন।

106.প্রশ্ন: প্রভাবতী সম্ভাষণ এর রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

107. প্রশ্ন: ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থের রচয়িতা কে?
উঃ শ্রীমতি ক্যাথেরিনা।

108.প্রশ্ন: ফকির গরীবুল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের রচয়িতা কে?
উঃ জঙ্গনামা।

109.প্রশ্ন: ফুড কনফারেন্স গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আবূল মুনসুর আহমেদ।

110.প্রশ্ন: ফররুখ আহমেদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি?
উঃ সাত সাগরের মাঝি।

111.প্রশ্ন: বীরবলের হালখাতার রচয়িতা কে?
উঃ প্রমথ চৌধুরী।

112.প্রশ্ন: বনলতা সেন কবিতাটি লিখেছেন কে?
উঃ জীবনানন্দ দাশ।

113.প্রশ্ন: বেদের মেয়ে নাটকটির রচয়িতা কে?
উঃ জসীম উদ্দিন।

114.প্রশ্ন: বরফগলা নদী উপন্যাসের রচয়িতা কে?
উঃ জহির রায়হান।

115.প্রশ্ন: বঙ্গসুন্দরী কাব্যর রচয়িতা কে?
উঃ বিহারী লাল চক্রবর্তী।

116.প্রশ্ন: বং থেকে বাংলা উপন্যাসের রচয়িতা কে?
উঃ ফজলুর রহমান।

117.প্রশ্ন: বেদান্ত গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রাজা রামমোহন রায়।

118.প্রশ্ন: বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি?
উঃ কুলীনকুল সর্বস্ব।

119.প্রশ্ন: বত্রিশ সিংহাসন গ্রন্থের রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

120.প্রশ্ন: বেদান্ত চন্দ্রিকা ও প্রবোধ চন্দ্রিকা গ্রন্থদুটির রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

121.প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা কে?
উঃ মযহারুল ইসলাম।

122.প্রশ্ন: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ প্রহসনটি রচনা করেন কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।

123.প্রশ্ন: বিয়ে পাগল বুড়ো প্রহসনের রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।

124.প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম সার্থক গীতি কবিতা রচনা করেন কে?
উঃ বিহারী লাল চক্রবর্তী।

125.প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস বলে স্বীকৃত গ্রন্থের নাম কি?
উঃ আলালের ঘরে দুলাল।

126.প্রশ্ন: ব্যাথার দান গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

127.প্রশ্ন: বাঁধনহারা উপন্যাসটির রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

128.প্রশ্ন: বাতায়ন পাশে গুবাক তরুর সারি কবিতাটির রচযিতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

129.প্রশ্ন: বেতাল পঞ্চ বিংশগতি রচনা করেন কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

130.প্রশ্ন: বিষের বাঁশি গ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

131.প্রশ্ন: বিলেতে সাড়ে সাতশ দিন গ্রন্থের রচয়িতা কে?
উঃ মুহম্মদ আব্দুল হাই।

132.প্রশ্ন: বিধ্বস্ত নীলিমা কাব্য গ্রন্থের রচয়িতা কে?
উঃ শামসুর রাহমান।

133.প্রশ্ন: বাংলা ছাড়ো গ্রন্থের রচয়িতা কে?
উঃ সিকান্দার আবু জাফর।

134.প্রশ্ন: বন্দী শিবির থেকে গ্রন্থের রচয়িতা কে?
উঃ শামসুর রাহমান।

135.প্রশ্ন: বঙ্কিম চন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি?
উঃ দুর্গেশ নন্দিনী (১৮৬৫)।

136.প্রশ্ন: বঙ্কিম চন্দ্র মৃত্যু কবে বরণ করেন?
উঃ ১৮৯৪ সালে।

137.প্রশ্ন: বসন্তকুমারী নাটকটি কে রচনা করেন?
উঃ মীর মোশাররফ হোসেন।

138.প্রশ্ন: বিশ শতকের মেয়ে গ্রন্থের রচয়িতা কে?
উঃ নীলিমা ইব্রাহিম।

139.প্রশ্ন: বন্দির বাঁশি কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ বেনজির আহমেদ।

140.প্রশ্ন: বাঙ্গালীর ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে?
উঃ নীহাররঞ্জন রায়।

141.প্রশ্ন: ভদ্রার্জুন গ্রন্থের রচয়িতা কে?
উঃ তারাচরন সিকদার।

142.প্রশ্ন: ভবিষত্যের বাঙ্গালী গ্রন্থের রচয়িতা কে?
উঃ এস. ওয়াজেদ আলী।

143.প্রশ্ন: মনীষা মঞ্জুষা গ্রন্থের রচয়িতা কে?
উঃ ডঃ মুহাম্মদ এনামুল হক।

144.প্রশ্ন: মনসামঙ্গলের আদি রচয়িতা কে?
উঃ কানাহরি দত্ত।

145.প্রশ্ন: মধুমালতী কাব্য গ্রন্থের রচয়িতা কে?
উঃ মুহম্মদ কবির।

146.প্রশ্ন: মৃত্যুক্ষুধা উপন্যাসটির রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

147.প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব সবচেয়ে কি রচনার জন্য?
উঃ চর্তুদশপদী কবিতা।

148.প্রশ্ন: মামলার ফল গল্পটির রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

149.প্রশ্ন: মুক্তধারা কোন জাতীয় নাটক?
উঃ রূপক।

150.প্রশ্ন: মাটির পৃথিবী গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আবুল ফজল।

151.প্রশ্ন: মানচিত্র গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ আলাউদ্দিন আল আজাদ।

152.প্রশ্ন: মানচিত্র নাটকটির রচয়িতা কে?
উঃ আনিস চৌধুরী।

153.প্রশ্ন: রক্তাক্ত প্রান্তর নাটকটির উপজীব্য বিষয় কি ?
উঃ পানিপথের যুদ্ধ।

154.প্রশ্ন: মেঘনাথ বধ কাব্যর ছন্দ কি ?
উঃ অমিত্রাক্ষর।

155.প্রশ্ন: ময়নামতির চর কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ বন্দে আলী মিয়া।

156.প্রশ্ন: রক্তকবরী গ্রন্থের রচয়িতা কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

157.প্রশ্ন: রাজর্ষি উপন্যাসটির রচয়িতা কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

158.প্রশ্ন: রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে ?
উঃ ১৮৮৩ সালে।

159.প্রশ্ন: রিক্তের বেদন গল্পগ্রন্থের রচয়িতা কে ?
উঃ কাজী নজরুল ইসলাম।

160.প্রশ্ন: রৌদ্র করোটিতে গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ শামসুর রহমান।

161.প্রশ্ন: রবীন্দ্রনাথের রচিত প্রথম সার্থক ছোটগল্প কোনটি ?
উঃ দেনা- পাওনা।

162.প্রশ্ন: চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথের কোন শ্রেণীর রচনা?
উঃ নৃত্যনাট্য।

163.প্রশ্ন: রাইফেল রুটি আওরাত গ্রন্থটির রচনা করেন কে ?
উঃ আনোয়ার পাশা।

164.প্রশ্ন: রূপসী বাংলা গ্রন্থের রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাস।

165.প্রশ্ন: রবীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম কি ?
উঃ বনফুল।

166.প্রশ্ন: বনফুল কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ জ্ঞানাঙ্কুর।

167.প্রশ্ন: রবীন্দ্রনাথের গীতাঞ্জলী কাব্যগ্রন্থের ইংরেজী অনুবাদ করেন কে কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ও W.B Yeats.

168.প্রশ্ন: রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের কোন শ্রেনীর রচনা ?
উঃ ভ্রমন কাহিনী।

169.প্রশ্ন: রবীন্দ্রনাথের জুতা আবিস্কার কোন শ্রেনীর কবিতা ?
উঃ বিদ্রুপাত্মক।

170.প্রশ্ন: রৌদ্র করোটিতে শামসুর রাহমানের কোন ধরনের রচনা?
উঃ কাব্যগ্রন্থ।

171.প্রশ্ন: রূপছন্দা কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ শাহাদাৎ হোসেন।

172.প্রশ্ন: শূন্যপূরণ এর রচয়িতা কে?
উঃ রামাই পন্ডিত।

173.প্রশ্ন: শেষের কবিতা রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
উঃ উপন্যাস।

174.প্রশ্ন: শরৎচন্দ্রের আত্মচরিত্রমুলক গ্রন্থ কোনটি?
উঃ শ্রীকান্ত।

175.প্রশ্ন: শকুন্তলা গ্রন্থের রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

176.প্রশ্ন: শর্মিষ্ঠা নাটকের রচয়িতা কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।

177.প্রশ্ন: জননী উপন্যাসের রচয়িতা কে?
উঃ শওকত ওসমান।

178.প্রশ্ন: মসনদের মোহ নাটকের রচয়িতা কে?
উঃ শাহাদৎ হোসেন।

179.প্রশ্ন: সংশপ্তক গ্রন্থের রচয়িতা কে?
উঃ শহীদুল্লাহ কায়সার।

180.প্রশ্ন: সোজন বা দিয়ার ঘাট কাব্যগ্রন্থটি রচনাা করেছেন কে?
উঃ জসীম উদ্দিন।

181.প্রশ্ন: সনেটের পংক্তি সংখ্যা এবং প্রতি পংক্তিতে অক্ষর সংখ্যা কতটি?
উঃ ১৪ টি পংক্তি এবং ১৪ অক্ষর।

182.প্রশ্ন: সৈয়দ মুজতবা আলীর খ্যাতি হয় কিসের জন্য?
উঃ ব্যাঙ্গাত্মক রচনার জন্য।

183.প্রশ্ন: সধবার একাদশী প্রহসের রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।

184.প্রশ্ন: সুলতানার স্বপ্ন গ্রন্থের রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।

185.প্রশ্ন: সারদামঙ্গল কাব্যটি কার রচনা?
উঃ বিহারীলাল চক্রবর্তী।

186.প্রশ্ন: সঞ্চয়িতা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

187.প্রশ্ন: সঞ্চিতা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

188.প্রশ্ন: সঞ্চয়ন গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কাজী মোতাহার হোসেন।

189.প্রশ্ন: সাঁঝের মায়া কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ সুফিয়া কামাল।

190.প্রশ্ন: স্পার্টাকাস বিষয়ক জটিলতা নাটকের রচয়িতা কে?
উঃ মমতাজ উদ্দীন আহমেদ।

191.প্রশ্ন: সভ্যতার সঙ্কট গ্রন্থের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

192.প্রশ্ন: সূর্যদীঘল বাড়ী উপন্যাসটির রচয়িতা কে?
উঃ আবু ইসহাক।

193.প্রশ্ন: সনেট শব্দটি কোন ভাষার শব্দ?
উঃ ইটালিয়ান।

194.প্রশ্ন: সনেটের পথিকৃত কে?
উঃ পেত্রার্ক।

195.প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়?
উঃ সিরাজগঞ্জ।

196.প্রশ্ন: সন্ধ্যা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

197.প্রশ্ন: সনেট সংকলন কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ সুফি মোতাহের হোসেন।

198.প্রশ্ন: সংস্কৃতির ভাঙ্গা সেতু রচয়িতা কে?
উঃ আখতারুজ্জামান ইলিয়াস।

199.প্রশ্ন: সংস্কৃতির কথা গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মোতাহার তোসেন চৌধুরী।

200.প্রশ্ন: সংস্কৃতির চড়াই উৎরাই গ্রন্থটির রচয়িতা কে?
উঃ শওকত ওসমান।

201.প্রশ্ন: সীমান্তের চিঠি কার রচিত ভ্রমণ কাহিনী?
উঃ ইব্রাহীম খলিল।

202.প্রশ্ন: সাবাস বাঙ্গালী গ্রন্থটির রচয়িতা কে?
উঃ অমৃত লাল বসু।

203.প্রশ্ন: সুকান্ত ভট্টাচার্যের সাড়া জাগানো কাব্যগ্রন্থ কোনটি?
উঃ ছাড়পত্র।

204.প্রশ্ন: স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতা কে?
উঃ শামসুর রাহমান।

205.প্রশ্ন: হাসন রাজা কি ছিলেন?
উঃ মরমী কবি।

206.প্রশ্ন: সাজাহান নাটকের প্রথম রচয়িতা কে?
উঃ ক্ষীরদপ্রসাদ বিদ্যাবিনোদ।

207.প্রশ্ন: হিতোপদেশ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

208.প্রশ্ন: হুলিয়া কবিতার রচয়িতা কে?
উঃ নির্মুলেন্দু গুণ।

209.প্রশ্ন: হেমন্ত গোধুলি কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ মোহিতলাল মজুমদার।

210.প্রশ্ন: সারেং বৌ গ্রন্থের লেখক কে?
উঃ শহীদুল্লাহ কায়সার।

211.প্রশ্ন: একাত্তরের দালালেরা গ্রন্থের রচয়িতা কে?
উঃ শফিক আহমেদ।

212.প্রশ্ন: খেলারাম খেলে যা উপন্যাসের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।

213.প্রশ্ন: চিলেকোঠার সেপাই উপন্যাসের রচয়িতা কে?
উঃ আখতারুজ্জমান ইলিয়াস।

214.প্রশ্ন: তোতা ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে?
উঃ চন্ডীচরণ মুনশী।

215.প্রশ্ন: দ্যা লিবেরেশন অব বাংলাদেশ গ্রন্থটির রচনা করেন কে ?
উঃ মেজর জেনারেল সুখওয়ান্ত সিং।

216.প্রশ্ন: দ্যা রেপ অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে?
উঃ এ্যান্থনি ম্যাককারেনহাস।

217.প্রশ্ন: ধুসর পান্ডুলিপি গ্রন্থের রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাশ।

218.প্রশ্ন: পূর্ণিমার চাদঁ যেন ঝলসানো রুটি রচিত কবিতার পংতি?
উঃ সুকান্ত ভট্টাচার্য।

219.প্রশ্ন: ফারসী ভাষায় রচিত শাহনামা গ্রন্থের রচয়িতা হলেন?
উঃ মহাকবি ফেরদৌসি।

220.প্রশ্ন: বৈঞ্চব পদাবলীর আদি রচয়িতা কে?
উঃ কবি চন্ডীদাস।

221.প্রশ্ন: ভানুসিংহ ঠাকুরের পদাবলী র রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

222.প্রশ্ন: মতিচুর গ্রন্থের রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।

223.প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা কে?
উঃ কবি বড়– চন্ডীদাস।

224.প্রশ্ন: হুতোম প্যাঁচার নকশার রচয়িতা কে?
উঃ কালীপ্রসন্ন সিংহ।

225.প্রশ্ন: সোনালী কাবিন গ্রন্থের রচয়িতা কে?
উঃ আল মাহমুদ।

226.প্রশ্ন: বাংলা গদ্যে যতি চিহ্নাদি প্রথম কে প্রয়োগ করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আলোচিত সাহিত্য ও স্রষ্টা বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে