আমেরিকা মহাদেশ বিষয়ক প্রশ্ন ও উত্তর

আমেরিকা মহাদেশ বিষয়ক প্রশ্ন ও উত্তর


উত্তর আমেরিকা মহাদেশ

1. প্রশ্ন: উত্তর আমেরিকার আয়তন কত ?
২,১৩,৯৩,৭৬২ বর্গ কি.মি. ।

2. প্রশ্ন: উত্তর আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
১৪.৮% ।

3. প্রশ্ন: উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ?
পশ্চিম গোলার্ধে ।

4. প্রশ্ন: আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
কানাডা (৯০,৯৩,৫৭০ বর্গ কি.মি. )

5. প্রশ্ন: লোকসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
যুক্তরাষ্ট্র ।

6. প্রশ্ন: আয়তনে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি ?
বারমুডা; (৫২ কি.মি.)।

7. প্রশ্ন: লোকসংখ্যায় উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
গ্রানাডা ।

8. প্রশ্ন: উত্তর আমেরিকা কে আবিস্কার করেন ?
ইটালির বিখ্যাত নাবিক কলম্বাস ।

9. প্রশ্ন: কলম্বাস কবে আমেরিকা আবিস্কার করেন ?
১৪৯২ ।

10. প্রশ্ন: উত্তর আমেরিকার অধিকাংশ অধিবাসি কাদের বংশধর ?
ইউরোপিয়দের ।

11. প্রশ্ন: এস্কিমোরা কোথায় বসবাস করে ?
তুন্দ্রা অঞ্চলে ।

12. প্রশ্ন: উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি ?
সুপিরিয়র (৩১,৭০০ বর্গ মাইল ) ।

13. প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?
মিসিসিপি-মিসৌরী (৬০২০ কি.মি.)।

14. প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি ?
ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি.) ।

15. প্রশ্ন: উত্তর আমেরিকার আদি অধিবাসিদেও নাম কি ?
রেড ইন্ডিয়ান ও এস্কিমো ।

16. প্রশ্ন: উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ?
গ্রীনল্যান্ড (২১,৭৫,৬০০ বর্গ কি.মি.) ।

17. প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
ম্যাককিনলি, যুক্তরাষ্ট্র (উচ্চতা-৬১৯৪ মিটার) ।

18. প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র (গভীরতা-৮৫.৯ মিটার) ।

19. প্রশ্ন: উত্তর আমেরিকার বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি ?
পোক্যাটেপেটল, মেক্সিকো (৫৪৫২ মিটার) ।

20. প্রশ্ন: মিসিগান, ইরি ,সুপিরিয়র, হিউরন ওঅন্টারিও হ্রদগুলোর একত্রে নাম কি ?
গ্রেটলেকস ।

21. প্রশ্ন: মধ্যে আমেরিকা হতে মিসিসিপি অববাহিত পর্যন্ত সমভূমিকে কি বলে ?
পৃথিবীর রুটির ঝুড়ি ।

দক্ষিণ আমেরিকা মহাদেশ
1. প্রশ্ন: দক্ষিণ আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ?
দক্ষিণ গোলার্ধে ।

2. প্রশ্ন: দক্ষিণ আমেরিকার আয়তন কত ?
১,৭৫,২২,৩৭১ বর্গ কি.মি. ।

3. প্রশ্ন: দক্ষিণ আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
১২.১% ।

4. প্রশ্ন: আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
ব্রাজিল (৮৪,৫৬,৫৭০ বর্গ কি,মি.) ।

5. প্রশ্ন: লোকসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
ব্রাজিল ।

6. প্রশ্ন: দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
আন্দিজ (৬৪০০ কি.মি.) ।

7. প্রশ্ন: দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী কোনটি ?
আমাজান (৬৪৩৭ কি.মি.) ।

8. প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি ?
আমাজান ।

9. প্রশ্ন: পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি ?
আমাজান ।

10. প্রশ্ন: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ?
এঞ্জেল জলপ্রপাত (ভেনিজুয়েলা) ৮০৭ মিটার ।

11. প্রশ্ন: আয়তনে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি ?
আর্জেন্টিনা (২৭,৬৬,৮৯০ বর্গ কি.মি.) ।

12. প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
অ্যাকঙ্কগুয়া (আর্জেন্টিনা -৬৯৫৮.৮ মিটার) ।

13. প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
ভালডেস পেনিন, আর্জেন্টিনা (৩৯.৯ মিটার) ।

14. প্রশ্ন: পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানীর নাম কি ?
লাপাজ, বলিভিয়া ।

15. প্রশ্ন: পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম বিমান বন্দর কোনটি ?
লাপাজ, বলিভিয়া ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আমেরিকা মহাদেশ বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে