আফ্রিকার মহাদেশ ইতিহাস বিষয়ক প্রশ্ন ও উত্তর
উঃ ইথিওপিয়া।
2. প্রশ্ন: ইথিওপিয়ার শেষ সম্রাট কে ছিলেন?
উঃ হাইলে সেলাচি।
3. প্রশ্ন: আঙ্গোলার পূর্বনাম কি ছিল?
উঃ পর্তুগীজ পশ্চিশ আফ্রিকা
4. প্রশ্ন: কবে আঙ্গোলার গৃহ যুদ্ধ সমাপ্ত হয়?
উঃ ১১ এপ্রিল, ১৯৯৭।
5. প্রশ্ন: আঙ্গোলা প্রধানত কি জন্য বিখ্যাত?
উঃ বিবিধ প্রকার রত্নের জন্য।
6. প্রশ্ন: কঙ্গো কবে স্ব-শাসনের অধিকার পায়?
উঃ ১৯৫৮ সালে।
7. প্রশ্ন: কেনিয়া কোথায় অবস্থিত?
উঃ পূর্ব মধ্য আফ্রিকা।
8. প্রশ্ন: স্বাধীনতা অর্জনকারী কৃষ্ণাঙ্গ দেশ কোনটি?
উঃ ঘানা।
9. প্রশ্ন: .কোন দেশ পূর্বে ‘গোল্ড কোস্ট’ নামে পরিচিত ছিল?
উঃ ঘানা।
10. প্রশ্ন: চাঁদের নামকরণ কিভাবে হয়?
উঃ চাঁদ হ্রদের থেকে।
11. প্রশ্ন: কঙ্গো কবে নতুন নাম জায়ার ধারণ করে?
উঃ ১৭ মে, ১৯৯৭।
12. প্রশ্ন: জায়ার-এর রাজধানীর নাম কি?
উঃ কিনশাসা।
13. প্রশ্ন: জাম্বিয়ার পূর্বতম নাম কি?
উঃ রোডেশিয়া।
14. প্রশ্ন: জাম্বিয়ার প্রতিষ্ঠাতার নাম কি?
উঃ কেনেথ কাউন্ডা
15. প্রশ্ন: জাম্বিয়ার নামকরণ কিভাবে হয়েছে?
উঃ জাম্বেজী নামানুসারে।
16. প্রশ্ন: জিম্বাবুয়ের সাবেক নাম কি?
উঃ দক্ষিণ রোডেশিয়া।
17. প্রশ্ন: ডায়ানার পূর্ব নাম কি?
উঃ ব্রিটিশ ডায়ানা।
18. প্রশ্ন: তাব্জানিয়া কোথায় অবস্থিত?
উঃ পূর্ব আফ্রিকায়।
19. প্রশ্ন: তিউনিশিয়া আগে কোন দেশের উপনিবেশ ছিল?
উঃ ফরাসী।
20. প্রশ্ন: প্রচীন কার্থেস কোথায় অবস্থিত?
উঃ তিউনিশিয়া।
21. প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার আদি শ্বেতাঙ্গ উপনিবেশ কোনটি?
উঃ কেপ অব গুড হোপ।
22. প্রশ্ন: দঃ আফ্রিকায় কবে বর্ণ বিদ্বেষনীতি প্রবর্তিত হয়?
উঃ ১৯৭১ সালে।
23. প্রশ্ন: বান্টু কি?
উঃ দক্ষিণ আফ্রিকার জুলু, বাস্তু, জোসা, তসোয়ান, পোনডো ও অন্যান্য লোককে একত্রে বান্টু বলা হয়।
24. প্রশ্ন: দঃ আফ্রিকায় বর্ণবাদনীতির প্রবক্তা কে?
উঃ জেমস হার্জগ।
25. প্রশ্ন: দঃ আফ্রিকার কৃষ্ণাঙ্গরা কত বৎসর পরে ক্ষমতায় আসে?
উঃ প্রায় ৩৫০ বৎসর।
26. প্রশ্ন: বর্ণ বৈষম্যবাদ দূরীকরণের ট্রুথ কমিশনার কে ছিলেন?
উঃ আর্চবিশপ ডেসমন্ড টুটু।
27. প্রশ্ন: ম্যান্ডেলা কবে দঃ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন?
উঃ ১০ মে, ১৯৯৪।
28. প্রশ্ন: নাইজার আগে কাদের উপনিবেশ ছিল?
উঃ ফরাসি।
29. প্রশ্ন: আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উঃ নাইজেরিয়া।
30. প্রশ্ন: নামিবিয়ার পূর্ব নাম কি?
উঃ দক্ষিণ-পশ্চিম আফ্রিকা।
31. প্রশ্ন: কোন দেশ আগে বেসুয়ানা ল্যান্ড হিসেবে পরিচিত ছিল?
উঃ বতসোয়ানা।
32. প্রশ্ন: কোন দেশের অধিকাংশ স্থান মরুভূমিময়?
উঃ বতসোয়ানা।
33. প্রশ্ন: বুরুন্ডি কবে স্বাধীনতা অর্জন করে?
উঃ ০১ জুলাই, ১৯৬২।
34. প্রশ্ন: বুরুন্ডির সংখাগুরু উপজাতির নাম কি?
উঃ হুতু।
35. প্রশ্ন: বুরুন্ডির প্রধান দুটি উপজাতির নাম কি?
উঃ হুটু ও তুতসি।
36. প্রশ্ন: আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ন দেশ কোনটি?
উঃ বুরুন্ডি।
37. প্রশ্ন: আফ্রিকার সবচেয়ে কম ঘনবসতিপূর্ন দেশ কোনটি?
উঃ বেনিন।
38. প্রশ্ন: মরিশাস কোথায় অবস্থিত?
উঃ ভারত মহাসাগরে।
39. প্রশ্ন: মরিশাস কোন মহাদেশে অবস্থিত?
উঃ আফ্রিকা।
40. প্রশ্ন: মরিশাস কখন থেকে ডাচরা বসবাস করে?
উঃ ১৬৩৮ সাল।
41. প্রশ্ন: ফরাসিরা কবে মরিশাস দখল করে?
উঃ ১৭২১ সাল।
42. প্রশ্ন: ইংরেজরা কবে মরিশাস দখল করে?
উঃ ১৮১০ সাল।
43. প্রশ্ন: মরিশাস কবে স্বাধীনতা অর্জন করে?
উঃ ১২ মার্চ, ১৯৬৮।
44. প্রশ্ন: মরিশাসের অধিকাংশ লোক কোন দেশের বংশোদ্ভুত?
উঃ ভারত।
45. প্রশ্ন: আফ্রিকার কোন দেশ পর্যটন শিক্ষায় উন্নত?
উঃ মরিশাস।
46. প্রশ্ন: মিশরের সভ্যতা কত বছরের পুরোনা?
উঃ ৭ হাজার বছরেরও বেশী।
47. প্রশ্ন: ফারাও কবে মিশরের ঐশ্বরিক রাজা নির্বাচিত হন?
উঃ খ্রিষ্টপূর্ব ৯৮০ অব্দ।
48. প্রশ্ন: মিশরে প্রথম কবে পিরামিড নির্মিত হয়?
উঃ খ্রিষ্টপূর্ব ৭৫০ অব্দ।
49. প্রশ্ন: আলেকজান্ডার কবে মিশর অধিকার করেন?
উঃ খ্রিষ্টপূর্ব ৩৩২ অব্দ।
50. প্রশ্ন: আনোয়ার সাদাত কবে আততায়ীর হাতে নিহত হন?
উঃ ০৬ অক্টোবর, ১৯৮১।
51. প্রশ্ন: মালী'র পূর্ব নাম কি?
উঃ ফরাসী সুদান।
52. প্রশ্ন: কোন দেশের মানুষ ঐতিহ্যগতভাবে যাযাবর?
উঃ মৌরিতানিয়া।
53. প্রশ্ন: কোন দেশকে হাজার পাহাড়ের দেশ বলা হয়?
উঃ রুয়ান্ডা
54. প্রশ্ন: কোন কোন জাতির মধ্যে সংঘর্ষের কারনে রুয়ান্ডায় গৃহযুদ্ধ হয়?
উঃ হুটু ও তুতসি।
55. প্রশ্ন: আফ্রিকার প্রথম প্রজাতন্ত্র কোনটি?
উঃ লাইবেরিয়া
56. প্রশ্ন: আফ্রিকার প্রথম মহিলা সরকার প্রধান কে?
উঃ লাইবেরিয়ার রুথ পেরি
57. প্রশ্ন: লিবিয়া কবে লকারবি বিমানে বোমা হামলাকারীদের জাতিসঙ্ঘের নিকট হস্তান্তর করে?
উঃ ০৫ এপ্রিল, ১৯৯৯।
58. প্রশ্ন: জাতিসংঘ কবে লিবিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে?
উঃ ০৬ এপ্রিল, ১৯৯৯।
59. প্রশ্ন: লিবিয়া কবে লকারবি বিমানে হামলার দায়িত্ব স্বীকার করে?
উঃ ১৫ আগষ্ট, ২০০৩।
60. প্রশ্ন: লেসোথার পুর্ব নাম কি?
উঃ বাসুতোলান্ড।
61. প্রশ্ন: আফ্রিকার মধ্যে সবচেয়ে মনোভম দেশ কোনটি?
উঃ সিসেলিস।
62. প্রশ্ন: সিসেলিসের সবগুলো (১১৫টি) দ্বীপ কি দিয়ে তৈরী?
উঃ প্রবাল ও গ্রানাইট পাথর।
63. প্রশ্ন: সিয়েরা লিওন কথাটির অর্থ কি?
উঃ সিংহের পর্বত।
64. প্রশ্ন: সিয়েরা লিওন দেশটির নামকরণ কারা করেন?
উঃ পর্তুগীজরা।
65. প্রশ্ন: আফ্রিকার বৃহুত্তম দেশ কোনটি?
উঃঃ সুদান।
66. প্রশ্ন: কোন দেশের মাঝখান দিয়ে শ্বেত নীল নদ প্রবাহিত হয়েছে?
উঃ সুদান।
67. প্রশ্ন: সুদান কোথায় অবস্থিত?
উঃ পুর্ব আফ্রিকা।
68. প্রশ্ন: দারফুর কোথায় অবস্থিত?
উঃ সুদান।
69. প্রশ্ন: জাস্টিস এন্ড ইকুয়ালিটি মুভমেন্ট (জেম) কোন দেশের গেরিলা সংগঠন?
উঃ সুদান।
70. প্রশ্ন: সোমালিয়ায় কবে ভয়াবহ দুর্ভিক্ষ হয়?
উঃঃ ১৯৯১।
71. প্রশ্ন: আফ্রিকান ন্যাশনাল কংগ্রস (এএনসি) কবে গঠিত হয়?
উঃ ১৯৪২।
72. প্রশ্ন: এ এন সি গঠনে কোন ভারতীয় নেতার বিশেষ ভূমিকা ছিল?
উঃ মহাত্মা গান্ধী।
73. প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার কবে এ এন সি-কে নিসিদ্ধ ঘোষনা করে?
উঃ ১৯৬০ সাল।
74. প্রশ্ন: ফাঁসিতে নিহত কবি বেঞ্জামিন মোলইসি কোন দেশের নাগরিক?
উঃ দক্ষিণ আফ্রিকা।
75. প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুর্বে আফ্রিকায় স্বাধীন দেশের সংখ্যা কতটি?
উঃ ৩টি।
76. প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুর্বে আফ্রিকায় স্বাধীন দেশ তিনটি কি কি?
উঃ লাইবেরিয়া, মিশর ও ইথিওপিয়া।
77. প্রশ্ন: ঘানাকে বিদেশী শাসন হতে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় কে?
উঃ পেট্রিস লুবুম্বা।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আফ্রিকার মহাদেশ ইতিহাস বিষয়ক প্রশ্ন ও উত্তর"
Post a Comment