দাবা
দাবা খেলার আদি নাম : চতুরঙ্গ।
বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্তার নাম : ফিদে (FIDE ); প্রতিষ্ঠা ২০ জুলাই ১৯২৪।
আইসিএফ (ICF)-এর পূর্ণরূপ : ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন।
বাংলাদেশে গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়- : নিয়াজ মোর্শেদ।
গ্যারি কাসপারভ যে কম্পিউটারের কাছে হেরে যান তার নাম : ডিপ ব্লু।
দাবায় সর্বোচ্চ খেতাব : গ্রান্ড মাষ্টার।
দাবায় প্রতি মাষ্টার খেতাব অর্জনকারী উপমহাদেশের প্রথম দাবাড়ূ : বিশ্বনাথ আনন্দ।
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ চালু হয় : ১৮৮৬ সালে।
দাবায় বিশ্বের সর্বকনিষ্ঠ ফিদে মাষ্টার : নওরোজ ফারহান নূর।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "দাবা"
Post a Comment