
১৮ তম বি সি এস প্রিলি পরীক্ষার প্রশ্নের সমাধান
Baca Juga
BIPLOB BLOGGER
প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন
উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল করুন, আপডেট করে দেওয়া হবে ।
1. Question : কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
Answer : দোলনচাঁপা
2. Question : কাজী ইমদাদুল হকের 'আব্দুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
Answer : তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
3. Question : 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
Answer : নীহার রঞ্জন রায়
4. Question : 'শাহানামা' এর লেখক কে?
Answer : কবি ফেরদৌসী
5. Question : তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪,৫,৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
Answer : ৯/২০
6. Question : একটি কম্পিউটার বিজ্ঞান পরিক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারে নি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করে নি।কয়জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
Answer : ৬০ জন
7. Question : ৩৬০০ টাকা করে দু'টি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে।
Answer : ৩০০ টাকা
8. Question : সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
Answer : ৫/৪ ঘণ্টা
9. Question : ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ৪ মাইল বেগে হাঁটে।করিম ঢাকা থেকে রওয়ানা হওয়ার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
Answer : ২৪
10. Question : ৬,৮,১০-এর গাণিতিক গড় ৭,৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
Answer : ৯
11. Question : ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
Answer : জিব্রাল্টার
12. Question : 'মেসোপটেমিয়া' এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
Answer : ইরাক
13. Question : ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
Answer : ৫০৫০
14. Question : একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখাতি কত?
Answer : ১৮
15. Question : পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
Answer : ৫৮৫
16. Question : কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
Answer : ৮/১১
17. Question : ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
Answer : ২২
18. Question : সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
Answer : হীরা
19. Question : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
Answer : ৮ মিনিট ২০ সেকেন্ড
20. Question : কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
Answer : কুমির
21. Question : এ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
Answer : হেল-বপ ধূমকেতু
22. Question : 'গ্যালিলিও' কী?
Answer : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
23. Question : বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
Answer : টমাস এডিসন
24. Question : ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
Answer : ছায়াবৃত্ত
25. Question : সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
Answer : ৭৬ সেমি
26. Question : আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
Answer : লুব্ধক
27. Question : জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়?
Answer : অমাবস্যায়
28. Question : A 13 year old is not ____ to vote an election.
Answer : old enough
29. Question : 'একাদশে বৃহস্পতি'-এর অর্থ কী?
Answer : সৌভাগ্যের বিষয়
30. Question : 'কৌশলে কার্যোদ্ধার'- অর্থ কোনটি?
Answer : ধরি মাছ না ছুই পানি
31. Question : বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
Answer : প্রাতিপদিক
32. Question : বাক্যের ক্ষুদ্র তম একক কোনটি?
Answer : শব্দ
33. Question : সন্ধির প্রধান সুবিধা কি?
Answer : উচ্চারণের সুবিধা
34. Question : কোন বানান টি শুদ্ধ?
Answer : সমীচীন
35. Question : 'সততা সর্ব উৎকৃস্ট পন্থা'- কোনটির অনুবাদ?
Answer : Honesty is the best policy
36. Question : বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত?
Answer : ১০টি
37. Question : 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'-এটি কোন ধরনের বাক্য?
Answer : যৌগিক বাক্য
38. Question : লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
Answer : কবিরাজ
39. Question : সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?
Answer : নাটকের সংলাপে
40. Question : দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
Answer : ননদ
41. Question : কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
Answer : কাল একবার এসো
42. Question : ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
Answer : আই
43. Question : 'বচন' অর্থ কী?
Answer : সংখ্যার ধারণা
44. Question : 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয় ?
Answer : অনন্বয়ী
45. Question : 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Answer : দুল + না
46. Question : 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Answer : ধ্বনিতত্ত্ব
47. Question : কোনটি অপ্রানীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়?
Answer : গ্রাম
48. Question : বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে “সকল সময়ে ...... চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য ” শূন্যস্থানটি পূরণ কর।
Answer : জনগনের সেবা করবার
49. Question : বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স কত দরকার?
Answer : ২৫ বছর
50. Question : বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে?
Answer : জাপান
51. Question : জনাব এফ,আর,খান বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন?
Answer : স্থপতি
52. Question : খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
Answer : সুন্দরী
53. Question : বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস-
Answer : উপরের সবগুলোই
54. Question : ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
Answer : বুড়িগঙ্গা
55. Question : 'টলেমি' কে ছিলেন?
Answer : জ্যোতির্বিদ
56. Question : একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
Answer : চার্চিল
57. Question : নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
Answer : উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
58. Question : জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
Answer : দ্যাগ হ্যামারশোল্ড
59. Question : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহর ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
Answer : দুই নম্বর সেক্টর
60. Question : যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y= ?
Answer : 8
61. Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: INFRINGE
Answer : Transgress
62. Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: BROCHURE-
Answer : Pamphlet
63. Question : 'Existentialism' কী?
Answer : একটি দার্শনিক মতবাদ
64. Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: EQUIVOCAL-
Answer : Mistaken
65. Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: ILLUSIVE- Answer : Not certain
66. Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair: CARPENTER : SAW-
Answer : seamstress : scissors
67. Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair: FIRE : ASHES-
Answer : Event : memories
68. Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair: STARE : GLANCE-
Answer : gulp : sip
69. Question : ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন এক দিকের দৈর্ঘ্য কত হবে?
Answer : ৪৯.৬ ফুট
70. Question : একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
Answer : ৪১ ফুট
71. Question : Price for bicycles can run ___________ T.k 2,000.00
Answer : as high as
72. Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while: Although a few years ago the fundamental fact about the Milky Way seemed fairly well ___ now even its mass and radius have come into ___.
Answer : established __ question
73. Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while: A __ statement is an __ comparison;it does not compare things explicitly,but suggest a likeness between them.
Answer : blatant-overt
74. Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences: If a ruby is heated it ___ temporarily loose its color.
Answer : will
75. Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences: All of the people at the NAM conference are ___ .
Answer : Mathematics teachers
76. Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences: Almost everyone fails ___ on the first try. Answer : to have passed his driver's test
77. Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while: Because she had a reputation for __ we were surprised and pleased when she greeted us so __
Answer : querulousness - affably
78. Question : বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -
Answer : সিলেটের মালনীছড়ায়
79. Question : কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
Answer : প্রমথ চৌধুরী
80. Question : হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
Answer : আলাওল
81. Question : তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়-
Answer : ১৮৪৩ সালে
82. Question : যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
Answer : স্বরবৃত্ত
83. Question : ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম-
Answer : ফররুখ আহমদ
84. Question : ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিন্মোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-
Answer : ভারতচন্দ্র রায়
85. Question : ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা-
Answer : লালন শাহ্
86. Question : ”মধুরচেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি” । কবিতার এই অংশবিশেষের রচিয়তা - Answer : সত্যেন্দ্রনাথ দত্ত
87. Question : ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন-
Answer : ওয়াকিল আহমদ
88. Question : বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-
Answer : হরপ্রসাদ শাস্রী
89. Question : বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মোক্ত একটি ভাষা থেকে -
Answer : প্রাকৃত
90. Question : একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ∶ ১, এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ ∶ ১ হবে?
Answer : ৪ গ্রাম
91. Question : নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?
Answer : ৩১
92. Question : দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০, এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
Answer : ১৪৪, ২০৪
93. Question : (১২৫/২৭)^-২/৩ –এর সহজ প্রকাশ-
Answer : ৯/২৫
94. Question : একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের ৩ গুন। টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুন বড় হবে? Answer : ৪ গুন
95. Question : ঢাকা ও চট্টগ্রাম এই দুটি স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছান পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে? Answer : ১০
96. Question : Natural protein এর কোড নাম -
Answer : Protien – P49
97. Question : ল্যাপটপ কী?
Answer : ছোট কম্পিউটার
98. Question : বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
Answer : রাজ কাঁকড়া
99. Question : বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
Answer : ১০ মিটার
100. Question : টুথপেস্টের প্রধান উপাদান কি?
Answer : সাবান ও পাউডার
101. Question : পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয়-
Answer : পৃষ্টটান
102. Question : মুক্তা হলো ঝিনুকের-
Answer : প্রদাহের ফল
103. Question : ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-
Answer : কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
104. Question : To read between the lines-
Answer : to grasp the hidden meaning
105. Question : 'Razzmatazz' means:
Answer : A noisy activity
106. Question : The best passive form of the sentence: ‘we don’t like idle people’ -
Answer : Idle people are not liked by us
107. Question : The correct sentence of the followings:
Answer : The Nile is the longest river in Africa
108. Question : Any one of the following pairs are literary collaborators-
Answer : Shelly and keats
109. Question : Browning was the composer of any of the following poems -
Answer : Andrea del sarto
110. Question : 'লাঠালাঠি'- এটি কোন সমাস ?
Answer : ব্যাতিহার বহূব্রীহি সমাস
111. Question : অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-
Answer : সমক্ষ
112. Question : উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
Answer : উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
113. Question : পর্তুগিজ ভাষা থেকে নিন্মোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
Answer : বালতি
114. Question : ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
Answer : ষট্ + ঋতু
115. Question : ‘হযরত মোহাম্মদ (সঃ) ছিলেন আদর্শ মানব’- বাক্যটি নিন্মোক্ত একটি শ্রেণীর-
Answer : সরল
116. Question : শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায় -
Answer : তিন ভাগে
117. Question : ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিন্মোক্ত একটি এলাকায় অবস্থিত-
Answer : চকবাজার
118. Question : বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিন্মোক্ত একটি জায়গায় মেশে-
Answer : গোয়ালন্দ
119. Question : লালবাগ কেল্লার মাঝে সমাহিত শায়েস্তা থান এর কন্যার আসল নাম
Answer : ইরান দুখত
120. Question : বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয়-
Answer : ৫ মে, ১৯৯৫
121. Question : ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-
Answer : চাঁদনীঘাটে
122. Question : বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
Answer : টারশিয়ারী যুগের
123. Question : বাংলেদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-
Answer : বাংলাবান্ধা
124. Question : সোয়াচ অব নো গ্রাউণ্ড’ এর মানে-
Answer : বঙ্গোপসাগরের একটি খাদের নাম
125. Question : ব্রিটিশ বনিকেদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-
Answer : জুম্মা খান
126. Question : কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত -
Answer : পটুয়াখালীর কুয়াকাটা
127. Question : বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-
Answer : মাওরি
128. Question : বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -
Answer : ইউরোপের হল্যান্ড থেকে
129. Question : কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা -
Answer : ভেঙ্গী ভ্যালি
130. Question : ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছে । এর ভাস্কর এর নাম -
Answer : হামিদুজ্জামান খান
131. Question : বেনেলাক্স” বলতে যে দেশগুলোকে বোঝায়-
Answer : বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
132. Question : আরব দেশসমূহে পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-
Answer : ১৯৭৩ সালে
133. Question : পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান, শহরটির নাম-
Answer : La Zola
134. Question : ‘কর্নার স্টোন অব পিস’ এ স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে-
Answer : ওকিনাওয়া
135. Question : মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
Answer : কাজাকিস্তান
136. Question : ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরার নাম -
Answer : স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
137. Question : মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র-
Answer : ফ্রান্স
138. Question : যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গ্রহীত হয়েছিল -
Answer : কোরীয় যুদ্ধ
139. Question : রাশিয়ার যে শহরের হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-
Answer : Budennovsk
140. Question : জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Answer : বেলগ্রেড, ১৯৬১ সাল
141. Question : জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Answer : বেলগ্রেড, ১৯৬১ সাল
142. Question : দক্ষিণ এশীয় সহযোহিতা সংস্থা – (SAARC) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
Answer : কলম্বোতে
143. Question : নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-
Answer : ভ্যাটিক্যান সিটি
144. Question : স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
Answer : অস্ট্রেলিয়া
145. Question : উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -
Answer : ৪ এপ্রিল, ১৯৪৯
146. Question : ওপেকভুক্ত একমাত্র অনারব এশীয় দেশ -
Answer : ইন্দোনেশিয়া
147. Question : কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা -
Answer : ৫৪ (২০১২)
148. Question : নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
Answer : ষষ্ঠ
149. Question : ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ প্রতিপালিত হয় প্রতি বছরের-
Answer : ৩১ মে
150. Question : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম-
Answer : ভুটান
151. Question : f(x) = x^2 + 1/x +1 এর অনুরূপ কোনটি?
Answer : f(1) = 3
152. Question : x + y = 0 এবং 2x – y +3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেঁদ করে?
Answer : (-1,1)
153. Question : যদি x^2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p
Answer : √২৪
154. Question : x – [x – { x – (x + 1)}] –এর মান কত?
Answer : -1
155. Question : The synonym for ‘efface’-
Answer : rub out
156. Question : When a person says he’s `all in’ it means .
Answer : He is very tired
157. Question : `Bill of fare’ is -
Answer : A list of dishes at restaurant
158. Question : A ‘bull market’ means that share prices are-
Answer : rising
159. Question : ‘Blue chips’ are-
Answer : Industrial shares considered to be a safe investment
160. Question : ‘Blockbuster’ means:
Answer : A powerful explosive to demolish buildings
161. Question : The synonym of `Franchise’ -
Answer : Privilege
162. Question : `Equivocation’ means -
Answer : Two contrary things in the same statment
163. Question : Persona-non-garta শব্দ সমষ্টি যে বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য -
Answer : কূটনীতিবিদ
164. Question : Choose the correct antonym of 'Sluggish'_
Answer : animated
165. Question : The antonym for ‘inimical’-
Answer : friendly
166. Question : The correct spelling is -
Answer : Humorous
167. Question : দুটি লম্বালম্বি পরিমাণ 5N এবং 4N , তাদের লব্ধি পরিমাণ কত?
Answer : √41 N
168. Question : একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
Answer : ১৪ গজ
169. Question : The last word of the proverb . Handsome is that handsome____________’
Answer : does
170. Question : The right word to fill in the gap of the following sentence : Give her a telephone number to ring ____ she gets lost.
Answer : in case
171. Question : The sentence with correct punctuations-
Answer : Maria, my student, is on leave today
172. Question : The correct sentence of the followings -
Answer : A new cabinet has been sworn in Dhaka
173. Question : ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে-
Answer : আরবি ভাষা থেকে
174. Question : আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
Answer : ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
175. Question : ১৯৯৪ সালের ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ঐ একই তারিখে হবে-
Answer : শুক্রবার
176. Question : লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ............, ৩, ১
Answer : ৯
বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের
নামঃ খালাসী
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২। ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে
নামঃ খালাসী
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২। ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে
Answer : দোলনচাঁপা
2. Question : কাজী ইমদাদুল হকের 'আব্দুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
Answer : তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
3. Question : 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
Answer : নীহার রঞ্জন রায়
4. Question : 'শাহানামা' এর লেখক কে?
Answer : কবি ফেরদৌসী
5. Question : তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪,৫,৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
Answer : ৯/২০
6. Question : একটি কম্পিউটার বিজ্ঞান পরিক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারে নি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করে নি।কয়জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
Answer : ৬০ জন
7. Question : ৩৬০০ টাকা করে দু'টি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে।
Answer : ৩০০ টাকা
8. Question : সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
Answer : ৫/৪ ঘণ্টা
9. Question : ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ৪ মাইল বেগে হাঁটে।করিম ঢাকা থেকে রওয়ানা হওয়ার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
Answer : ২৪
10. Question : ৬,৮,১০-এর গাণিতিক গড় ৭,৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
Answer : ৯
11. Question : ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
Answer : জিব্রাল্টার
12. Question : 'মেসোপটেমিয়া' এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
Answer : ইরাক
13. Question : ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
Answer : ৫০৫০
14. Question : একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখাতি কত?
Answer : ১৮
15. Question : পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
Answer : ৫৮৫
16. Question : কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
Answer : ৮/১১
17. Question : ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
Answer : ২২
18. Question : সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
Answer : হীরা
19. Question : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
Answer : ৮ মিনিট ২০ সেকেন্ড
20. Question : কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
Answer : কুমির
21. Question : এ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
Answer : হেল-বপ ধূমকেতু
22. Question : 'গ্যালিলিও' কী?
Answer : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
23. Question : বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
Answer : টমাস এডিসন
24. Question : ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
Answer : ছায়াবৃত্ত
25. Question : সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
Answer : ৭৬ সেমি
26. Question : আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
Answer : লুব্ধক
27. Question : জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়?
Answer : অমাবস্যায়
28. Question : A 13 year old is not ____ to vote an election.
Answer : old enough
29. Question : 'একাদশে বৃহস্পতি'-এর অর্থ কী?
Answer : সৌভাগ্যের বিষয়
30. Question : 'কৌশলে কার্যোদ্ধার'- অর্থ কোনটি?
Answer : ধরি মাছ না ছুই পানি
31. Question : বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
Answer : প্রাতিপদিক
32. Question : বাক্যের ক্ষুদ্র তম একক কোনটি?
Answer : শব্দ
33. Question : সন্ধির প্রধান সুবিধা কি?
Answer : উচ্চারণের সুবিধা
34. Question : কোন বানান টি শুদ্ধ?
Answer : সমীচীন
35. Question : 'সততা সর্ব উৎকৃস্ট পন্থা'- কোনটির অনুবাদ?
Answer : Honesty is the best policy
36. Question : বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত?
Answer : ১০টি
37. Question : 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'-এটি কোন ধরনের বাক্য?
Answer : যৌগিক বাক্য
38. Question : লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
Answer : কবিরাজ
39. Question : সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?
Answer : নাটকের সংলাপে
40. Question : দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
Answer : ননদ
41. Question : কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
Answer : কাল একবার এসো
42. Question : ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
Answer : আই
43. Question : 'বচন' অর্থ কী?
Answer : সংখ্যার ধারণা
44. Question : 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয় ?
Answer : অনন্বয়ী
45. Question : 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Answer : দুল + না
46. Question : 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Answer : ধ্বনিতত্ত্ব
47. Question : কোনটি অপ্রানীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়?
Answer : গ্রাম
48. Question : বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে “সকল সময়ে ...... চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য ” শূন্যস্থানটি পূরণ কর।
Answer : জনগনের সেবা করবার
49. Question : বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স কত দরকার?
Answer : ২৫ বছর
50. Question : বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে?
Answer : জাপান
51. Question : জনাব এফ,আর,খান বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন?
Answer : স্থপতি
52. Question : খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
Answer : সুন্দরী
53. Question : বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস-
Answer : উপরের সবগুলোই
54. Question : ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
Answer : বুড়িগঙ্গা
55. Question : 'টলেমি' কে ছিলেন?
Answer : জ্যোতির্বিদ
56. Question : একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
Answer : চার্চিল
57. Question : নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
Answer : উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
58. Question : জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
Answer : দ্যাগ হ্যামারশোল্ড
59. Question : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহর ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
Answer : দুই নম্বর সেক্টর
60. Question : যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y= ?
Answer : 8
61. Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: INFRINGE
Answer : Transgress
62. Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: BROCHURE-
Answer : Pamphlet
63. Question : 'Existentialism' কী?
Answer : একটি দার্শনিক মতবাদ
64. Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: EQUIVOCAL-
Answer : Mistaken
65. Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: ILLUSIVE- Answer : Not certain
66. Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair: CARPENTER : SAW-
Answer : seamstress : scissors
67. Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair: FIRE : ASHES-
Answer : Event : memories
68. Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair: STARE : GLANCE-
Answer : gulp : sip
69. Question : ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন এক দিকের দৈর্ঘ্য কত হবে?
Answer : ৪৯.৬ ফুট
70. Question : একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
Answer : ৪১ ফুট
71. Question : Price for bicycles can run ___________ T.k 2,000.00
Answer : as high as
72. Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while: Although a few years ago the fundamental fact about the Milky Way seemed fairly well ___ now even its mass and radius have come into ___.
Answer : established __ question
73. Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while: A __ statement is an __ comparison;it does not compare things explicitly,but suggest a likeness between them.
Answer : blatant-overt
74. Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences: If a ruby is heated it ___ temporarily loose its color.
Answer : will
75. Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences: All of the people at the NAM conference are ___ .
Answer : Mathematics teachers
76. Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences: Almost everyone fails ___ on the first try. Answer : to have passed his driver's test
77. Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while: Because she had a reputation for __ we were surprised and pleased when she greeted us so __
Answer : querulousness - affably
78. Question : বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -
Answer : সিলেটের মালনীছড়ায়
79. Question : কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
Answer : প্রমথ চৌধুরী
80. Question : হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
Answer : আলাওল
81. Question : তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়-
Answer : ১৮৪৩ সালে
82. Question : যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
Answer : স্বরবৃত্ত
83. Question : ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম-
Answer : ফররুখ আহমদ
84. Question : ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিন্মোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-
Answer : ভারতচন্দ্র রায়
85. Question : ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা-
Answer : লালন শাহ্
86. Question : ”মধুরচেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি” । কবিতার এই অংশবিশেষের রচিয়তা - Answer : সত্যেন্দ্রনাথ দত্ত
87. Question : ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন-
Answer : ওয়াকিল আহমদ
88. Question : বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-
Answer : হরপ্রসাদ শাস্রী
89. Question : বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মোক্ত একটি ভাষা থেকে -
Answer : প্রাকৃত
90. Question : একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ∶ ১, এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ ∶ ১ হবে?
Answer : ৪ গ্রাম
91. Question : নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?
Answer : ৩১
92. Question : দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০, এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
Answer : ১৪৪, ২০৪
93. Question : (১২৫/২৭)^-২/৩ –এর সহজ প্রকাশ-
Answer : ৯/২৫
94. Question : একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের ৩ গুন। টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুন বড় হবে? Answer : ৪ গুন
95. Question : ঢাকা ও চট্টগ্রাম এই দুটি স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছান পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে? Answer : ১০
96. Question : Natural protein এর কোড নাম -
Answer : Protien – P49
97. Question : ল্যাপটপ কী?
Answer : ছোট কম্পিউটার
98. Question : বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
Answer : রাজ কাঁকড়া
99. Question : বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
Answer : ১০ মিটার
100. Question : টুথপেস্টের প্রধান উপাদান কি?
Answer : সাবান ও পাউডার
101. Question : পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয়-
Answer : পৃষ্টটান
102. Question : মুক্তা হলো ঝিনুকের-
Answer : প্রদাহের ফল
103. Question : ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-
Answer : কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
104. Question : To read between the lines-
Answer : to grasp the hidden meaning
105. Question : 'Razzmatazz' means:
Answer : A noisy activity
106. Question : The best passive form of the sentence: ‘we don’t like idle people’ -
Answer : Idle people are not liked by us
107. Question : The correct sentence of the followings:
Answer : The Nile is the longest river in Africa
108. Question : Any one of the following pairs are literary collaborators-
Answer : Shelly and keats
109. Question : Browning was the composer of any of the following poems -
Answer : Andrea del sarto
110. Question : 'লাঠালাঠি'- এটি কোন সমাস ?
Answer : ব্যাতিহার বহূব্রীহি সমাস
111. Question : অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-
Answer : সমক্ষ
112. Question : উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
Answer : উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
113. Question : পর্তুগিজ ভাষা থেকে নিন্মোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
Answer : বালতি
114. Question : ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
Answer : ষট্ + ঋতু
115. Question : ‘হযরত মোহাম্মদ (সঃ) ছিলেন আদর্শ মানব’- বাক্যটি নিন্মোক্ত একটি শ্রেণীর-
Answer : সরল
116. Question : শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায় -
Answer : তিন ভাগে
117. Question : ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিন্মোক্ত একটি এলাকায় অবস্থিত-
Answer : চকবাজার
118. Question : বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিন্মোক্ত একটি জায়গায় মেশে-
Answer : গোয়ালন্দ
119. Question : লালবাগ কেল্লার মাঝে সমাহিত শায়েস্তা থান এর কন্যার আসল নাম
Answer : ইরান দুখত
120. Question : বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয়-
Answer : ৫ মে, ১৯৯৫
121. Question : ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-
Answer : চাঁদনীঘাটে
122. Question : বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
Answer : টারশিয়ারী যুগের
123. Question : বাংলেদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-
Answer : বাংলাবান্ধা
124. Question : সোয়াচ অব নো গ্রাউণ্ড’ এর মানে-
Answer : বঙ্গোপসাগরের একটি খাদের নাম
125. Question : ব্রিটিশ বনিকেদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-
Answer : জুম্মা খান
126. Question : কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত -
Answer : পটুয়াখালীর কুয়াকাটা
127. Question : বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-
Answer : মাওরি
128. Question : বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -
Answer : ইউরোপের হল্যান্ড থেকে
129. Question : কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা -
Answer : ভেঙ্গী ভ্যালি
130. Question : ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছে । এর ভাস্কর এর নাম -
Answer : হামিদুজ্জামান খান
131. Question : বেনেলাক্স” বলতে যে দেশগুলোকে বোঝায়-
Answer : বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
132. Question : আরব দেশসমূহে পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-
Answer : ১৯৭৩ সালে
133. Question : পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান, শহরটির নাম-
Answer : La Zola
134. Question : ‘কর্নার স্টোন অব পিস’ এ স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে-
Answer : ওকিনাওয়া
135. Question : মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
Answer : কাজাকিস্তান
136. Question : ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরার নাম -
Answer : স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
137. Question : মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র-
Answer : ফ্রান্স
138. Question : যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গ্রহীত হয়েছিল -
Answer : কোরীয় যুদ্ধ
139. Question : রাশিয়ার যে শহরের হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-
Answer : Budennovsk
140. Question : জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Answer : বেলগ্রেড, ১৯৬১ সাল
141. Question : জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Answer : বেলগ্রেড, ১৯৬১ সাল
142. Question : দক্ষিণ এশীয় সহযোহিতা সংস্থা – (SAARC) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
Answer : কলম্বোতে
143. Question : নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-
Answer : ভ্যাটিক্যান সিটি
144. Question : স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
Answer : অস্ট্রেলিয়া
145. Question : উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -
Answer : ৪ এপ্রিল, ১৯৪৯
146. Question : ওপেকভুক্ত একমাত্র অনারব এশীয় দেশ -
Answer : ইন্দোনেশিয়া
147. Question : কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা -
Answer : ৫৪ (২০১২)
148. Question : নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
Answer : ষষ্ঠ
149. Question : ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ প্রতিপালিত হয় প্রতি বছরের-
Answer : ৩১ মে
150. Question : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম-
Answer : ভুটান
151. Question : f(x) = x^2 + 1/x +1 এর অনুরূপ কোনটি?
Answer : f(1) = 3
152. Question : x + y = 0 এবং 2x – y +3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেঁদ করে?
Answer : (-1,1)
153. Question : যদি x^2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p
Answer : √২৪
154. Question : x – [x – { x – (x + 1)}] –এর মান কত?
Answer : -1
155. Question : The synonym for ‘efface’-
Answer : rub out
156. Question : When a person says he’s `all in’ it means .
Answer : He is very tired
157. Question : `Bill of fare’ is -
Answer : A list of dishes at restaurant
158. Question : A ‘bull market’ means that share prices are-
Answer : rising
159. Question : ‘Blue chips’ are-
Answer : Industrial shares considered to be a safe investment
160. Question : ‘Blockbuster’ means:
Answer : A powerful explosive to demolish buildings
161. Question : The synonym of `Franchise’ -
Answer : Privilege
162. Question : `Equivocation’ means -
Answer : Two contrary things in the same statment
163. Question : Persona-non-garta শব্দ সমষ্টি যে বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য -
Answer : কূটনীতিবিদ
164. Question : Choose the correct antonym of 'Sluggish'_
Answer : animated
165. Question : The antonym for ‘inimical’-
Answer : friendly
166. Question : The correct spelling is -
Answer : Humorous
167. Question : দুটি লম্বালম্বি পরিমাণ 5N এবং 4N , তাদের লব্ধি পরিমাণ কত?
Answer : √41 N
168. Question : একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
Answer : ১৪ গজ
169. Question : The last word of the proverb . Handsome is that handsome____________’
Answer : does
170. Question : The right word to fill in the gap of the following sentence : Give her a telephone number to ring ____ she gets lost.
Answer : in case
171. Question : The sentence with correct punctuations-
Answer : Maria, my student, is on leave today
172. Question : The correct sentence of the followings -
Answer : A new cabinet has been sworn in Dhaka
173. Question : ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে-
Answer : আরবি ভাষা থেকে
174. Question : আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
Answer : ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
175. Question : ১৯৯৪ সালের ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ঐ একই তারিখে হবে-
Answer : শুক্রবার
176. Question : লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ............, ৩, ১
Answer : ৯
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "১৮ তম বি সি এস প্রিলি পরীক্ষার প্রশ্নের সমাধান"
Post a Comment